ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষজন। কিন্তু তাদের এ যাত্রা এখন মোটেও সুখকর হচ্ছে না। কারণ ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী গাড়ির যাত্রীরা দীর্ঘ যানজটে আটকা রয়েছেন।
সোমবার (০৩ জুন) দিনগত রাত নয়টায় ঢাকা থেকে ছেড়ে আসা বাস মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায়ও বঙ্গবন্ধু সেতুতে উঠতে পারেনি। দীর্ঘ যানজটে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তির শেষ নেই। সড়কে ত্রুটিপূর্ণ যানবাহনগুলো দুর্ঘটনায় পতিত হওয়া এবং অনেক স্থানে বিকল হয়ে পড়ার কারণে যান চলাচল থেমে গেছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কন্ট্রোল রুম জানাচ্ছে, টাঙ্গাইলের পর ফোর লেন টু লেন হওয়া, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে চাপ বৃদ্ধি এবং সিরাজগঞ্জে একটি দুর্ঘটনায় একজন নিহত হওয়াসহ গাড়ির চাপের কারণে ধীরগতি তৈরি হয়েছে।দীর্ঘ যানজট।
কন্ট্রোল রুম থেকে বলা হয়, কিছুক্ষণ আগে টাঙ্গাইলের পুলিশ সুপারের (এসপি)সঙ্গে কথা হয়েছে সড়কের অবস্থা নিয়ে, তারপরও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখছি।