Showing posts with label মৃত্যু. Show all posts
Showing posts with label মৃত্যু. Show all posts
রাজধানীতে ছাদ থেকে পড়ে সাবেক এসপির মেয়ের মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে সাবেক এসপির মেয়ের মৃত্যু

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজধানীর বনানীতে ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ৬ তলার ছাদ থেকে পড়ে যান তিনি।


নিহতের নাম ইলোনা তাকওয়া মৃদু (১৮)। তিনি সাবেক পুলিশ সুপার কহিনুর মিয়ার মেয়ে। মৃদু ধানমন্ডির সানিডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী ছিলেন।


পুলিশ জানায়, মৃদু বনানী জে ব্লকের ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির ৬ তলার ছাদ পড়ে যান। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বনানী থানার এসআই আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃদুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমদহ গ্রামে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় আমদহ গ্রামের আরিফ হোসেন ও তার স্ত্রী নুপুর ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের শোবার ঘরে ইলেক্ট্রিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুপুর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আরিফও স্পৃষ্ট হন।


এসময় প্রতিবেশী আব্দুল গণি তাদের রক্ষা করতে গিয়ে বিদ্যুৎতাড়িত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরিফ ও নূপুর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল গণিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বগুড়ায় ভাগ্নের লাঠির আঘাতে খালার মৃত্যু

বগুড়ায় ভাগ্নের লাঠির আঘাতে খালার মৃত্যু

admin May 22, 2019

বগুড়া প্রতিনিধি:
পৈত্রিক সম্পত্তির দখল বুঝে নিতে বোন নাসিমা বেগমের ওপর ক্ষুব্ধ হন তার আপন বোন আঞ্জুয়ারা বেগম। এ নিয়ে শুরু হয় দুই বোনের মধ্যে বাকবিতণ্ডা।


এক পর্যায়ে আঞ্জুয়ারা বেগমের ছেলে রাজু আহমেদ (ভাগ্নে) খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।


মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


পরে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালতা শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম, তার ছেলে রাজু আহমদে, মেয়ে খালেদা খাতুন ও রাজু আহমেদের স্ত্রী সানজিদা বেগমকে আটক করেছে।


শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্বশুরবাড়ির লোকেদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

শ্বশুরবাড়ির লোকেদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

admin May 15, 2019

অনলাইন ডেস্ক:
পাবনার আমিনপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ সজি খাতুন (৩২) মারা গেছেন। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার (১৪ মে) দিনগত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দগ্ধ গৃহবধূর ভাই সাগর মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

সাগর মণ্ডল জানান, গত বৃহস্পতিবার ভোরে আমিনপুর থানার তালিমনগর গ্রামে শ্বশুরবাড়িতে প্রবাসী স্বামীর পাঠানো টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে সজির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন শ্বশুরবাড়ির লোকজন। আগুনে সজির শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।


গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। টানা পাঁচদিন তীব্র যন্ত্রণায় মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাতে মারা যান সজি।


সাগর মণ্ডল আরো জানান, সজির দেবর, ননদ, শাশুড়ি এবং ভাসুরের বউ মিলে তাকে পুড়িয়ে মেরেছে। ঘটনার দিন ননদ সামেলা খাতুনকে পুলিশ গ্রেফতার করলেও অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, সজির মৃত্যুর খবর শুনেছি। ঘটনার দিনই আমিনপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। একজন আসামি গ্রেফতার হয়েছে। অন্যদেরও দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।


এদিকে সজিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তার পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন নারী সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সজির পরিবারকে আইনি সহযোগিতাসহ আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য সরকারের কাছেও আহ্বান জানিয়েছেন সবাই।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three