রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজধানীর বাড্ডার শাহজাদপুরের একটি বাসা থেকে প্রান্ত (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে লাশ উদ্ধার করা হয়। প্রান্ত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মজিদপুরের বাসিন্দা।
প্রান্তর চাচাতো ভাই জন বলেন, শাহজাদপুরের একটি মেসে থাকতেন এবং গুলশান-২ নম্বরের একটি রেস্টুরেন্টে বাবুর্চি ছিলেন প্রান্ত। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তবে কী কারণে প্রান্ত গলায় ফাঁস দিয়েছেন তা জানা নেই।
গুলশান থানার এসআই আনোয়ার হোসেন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, খবর পেয়ে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহজাদপুরের ওই বাসা থেকে প্রান্তের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামছুল আলম বাবু (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রবিউল ইসলাম জানান, রাজধানীর মুগদা থানার মাদক মামলার আসামি বাবু। কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। অসুস্থতার কারণে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত দেড়টায় দিকে তার মৃত্যু হয়।
মৃত বাবুর বড় বোন সেলিনা সুলতানা বলেন, তাদের বাড়ি চাঁদপুর মতলব উপজেলার দশআনী গ্রামে। গত কয়েক দিন আগে মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।