রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকার আশুলিয়ায় পৃথক স্থান থেকে রুবি আক্তার (৩০) ও জান্নাতি (১৯) নামে দুই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী কোনাপাড়া চিরিঙ্গা পুকুরপাড় এলাকা ও ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
রুবি আক্তার ধামরাই উপজেলার চন্ডিশ্বর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তানের সঙ্গে আশুলিয়ার কোনাপাড়া চিরিঙ্গা পুকুর পাড় এলাকায় ভাড়া থেকে ডিইপিজেড পুরাতন জোনের লেনীফ্যাশনে চাকরি করতেন। জান্নাতি রংপুর জেলার বদরগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় রুবির ছেলে মাদ্রাসা থেকে ফিরে বাসায় এসে তার মাকে ডাকাডাকি করে। এ সময় ভেতর দিয়ে দরজা লাগানো দেখে জানালা দিয়ে তার মাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
অপরদিকে বোন জামেলা জান্নাতিকে বাসা পরিবর্তনে সহযোগীতা করতে বললে সে না করে নিজ বাসায় চলে যায়। কিছুক্ষণ পরে জান্নাতির স্বামী জামেলাকে ফোন করে বলে সে আত্মহত্যার চেষ্টা করেছে। এরপর জামেলা তার বাসায় গিয়ে দেখেন জান্নাতি বিছানায় পরে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ শনিবার বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় রুবির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জান্নাতির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।