ট্রিলিয়ন ডলারের এশিয়া প্যাসিফিকে সাইবার ঝুঁকি
Techফ্রান্স-আর্জেন্টিনা লড়াই পরিসংখ্যানে
Sportsপরিবার বিচ্ছিন্ন শিশুদের আশ্রয়কেন্দ্রে মেলানিয়া
Internationalএবারই প্রথম ভাবনা
Entertainmentদীর্ঘ বৈঠকের পর অভিবাসী প্রশ্নে সমঝোতায় ইইউ
Internationalঢাকা থেকে মালয়েশিয়ায় পূর্ণিমা
Entertainmentএক ব্যক্তিকে বেধড়ক পেটালেন নোরা!
Entertainmentএবার অস্ট্রেলিয়ায় ‘বিজলী’
Entertainmentদিনাজপুরে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ উপলক্ষে ‘সিদু-কানু দিবস’ পালন
Localচিংড়ি রফতানিতে স্থবিরতা
Economics Nationalঅভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান সংগ্রহে পিছিয়ে পড়েছে সরকার
Economics Nationalহ্যাটট্রিক মারলেন ববি
Entertainmentহিনা খোলামেলা ছবি শেয়ার করে তোপের মুখে
Entertainmentহিনা খান। ভারতীয় টিভি সিরিয়ালের পরিচিত মুখ। টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বিগ বস-১১-এর প্রতিযোগিতায় অংশ নিয়েও আলোচনায় আসেন তিনি। এদিকে স¤প্রতি বিকিনি পরিহিত বেশ কিছু খোলামেলা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে তোপের মুখে পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে খবর, বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন হিনা খান।
বিদেশে কৃষি পণ্য রপ্তানিতে আয় বেড়েছে
Nationalকোরআন-হাদিসের ভয় দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি, তদন্তে কমিটি
কোরআন-হাদিসের ভয় ছাত্রীদের যৌন হয়রানি জাতীয় লক্ষ্মীপুরলক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কোরআন-হাদিসের ভয় দেখিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক ধর্মশিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক তোফায়েল আহমদের বিরুদ্ধে এ অভিযোগ উঠার পর থেকে সে কৌশলে এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের একটি টিম গঠনসহ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে জানা যায়, তিন বছর পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নিযুক্ত হন তোফায়েল আহমদ। তার বাড়ি সদর উপজেলার মাছিম নগর গ্রামে। নিয়োগ পাওয়ার পর স্থানীয় হাওলাদার বাড়িতে লজিং মাস্টার থেকে পাশ্ববর্তী একটি মসজিদে ইমামতি করতেন তিনি। পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি শিক্ষা ও রাতে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। এ সুবাদে কোমলমতি শিশু ছাত্রীদের যৌন হয়রানি করতেন তিনি। কোরআন হাদিসের ভয় দেখিয়ে শিক্ষকের সকল কথা মানার ও কাউকে না বলার প্রতিশ্রুতি নিয়ে যৌন হয়রানি (ধর্ষণ ও শ্লীলতাহানি) করে আসছিলেন শিক্ষক তোফায়েল। গত ২৬ জুন মঙ্গলবার এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করলে সে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর স্কুলের শিক্ষকদের বিষয়টি জানালে এবং ঘটনা জানাজানি হলে অন্য ৭-৮জন ছাত্রীও তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে জানায়। ফাঁস হয়ে যায় শিক্ষক তোফায়েলের অপকর্ম। বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহমদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা ইয়াছমিন পিঙ্কি।
ঘটনার শিকার একাধিক শিক্ষার্থী জানান, হুজুর স্যার (তোফায়েল আহমদ) খারাপ কাজ (ধর্ষণ) করতো, শরীরের বিভিন্ন স্থানে হাত দিতো, কাউকে না বলার জন্য কোরআন হাদিস ধরিয়ে ভয় দেখাতো। আর কাউকে বললে রূপালী পাগলীর মতো হয়ে যাবি, বলে ভয় দেখাতো। এ কারণে অনেকেই ভয়ে মুখ খুলে নি। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ ধরনের ঘটনার প্রমাণ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সচেতন করা হবে বলেও জানান তিনি। একইভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাজান আলী।
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: ভারতের প্রধানমন্ত্রী হবে ঐশ্বর্যের মেয়ে!
আরাধ্য ঐশ্বর্যের মেয়ে জ্যেতিষী ডি জ্ঞানেশ্বর জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বিনোদন ভারতের প্রধানমন্ত্রীবিনোদন ডেস্ক:
ভারতের হায়দরাবাদের এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। ওই জৌতিষী এও বলেছেন, এ জন্য আরাধ্যর নাম পরিবর্তন করতে হবে। তার নতুন নাম রাখতে হবে রোহিনী। আর তাতে করেই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে সে । ভবিষ্যৎবাণী করা ওই জ্যেতিষীর নাম ডি জ্ঞানেশ্বর। গত রোববার হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে জ্ঞানেশ্বর নিজেই এই বাণী করেন।
তবে এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে বচ্চন পরিবার থেকে কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। হ্য এটা সত্য, বচ্চন পরিবারে অনেক আগে থেকেই ‘জ্যোতিষীদের ভবিষৎবাণী’র প্রতি এক প্রকার আনুগত্য আছে বটে। মাঙ্গলিক মেয়েদের ভবিষ্যৎ, মেয়ের বিয়ের পর তার স্বামীর মৃত্যু ঘটবে। ঐশ্বর্য মাঙ্গলিক, যে কারণে এক জ্যোতিষের পরামর্শে কুষ্ঠির দোষ দূর করতে অভিষেকের সাথে বিয়ের আগে কলাগাছকে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া।
জ্যোতিষি জ্ঞানেশ্বরের সংবাদ সম্মেলনে দাবি, এর আগে তিনি তেলেগু সুপারস্টার চিরঞ্জিবী এবং রজনীকান্তের রাজনীতিতে যোগদান নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবেন এবং পরে তা বাস্তবও হয়েছে। সংবাদ সম্মেলনে জ্ঞানেশ্বর আরও কিছু ভবিষ্যৎবাণী করেছেন। এরমধ্যে রয়েছে, ২০১৯ সালে নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন মোদী আর রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীতে ডোনাল্ড ট্রাম্প আরও পাঁচ বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টে পদে নির্বাচিত হবেন। এছাড়াও ২০২৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করেছেন জ্ঞানেশ্বর।
ভারতের পত্রিকা গুলোর সংবাদ, হায়দরাবাদে জ্যোতিষী জ্ঞানেশ্বরের ভবিষ্যদ্বাণীর ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস আছে। ইতোপূর্বে তিনি কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা পরে বাস্তবে রূপ পেয়েছে। এতে করে তার উপর হায়দরাবাদের বাসিন্দাদের আস্থা বেশ পোক্ত । এখন দেখার বিষয়, বচ্চন পরিবার এই ভবিষ্যৎবাণীকে কিভাবে দেখেন?
BMW গাড়িতে পিতাকে দাফন করল পুত্র
নাইজেরিয়া পিতাকে দাফন পুত্র বিশ্বএক্সপ্রেস ডেস্ক:
অবাক করা কাণ্ড ঘটিয়েছে নাইজেরিয়ান এক যুবক, যিনি তার সদ্য মৃত পিতাকে গাড়িতে করে দাফন করেছেন। নাইজেরিয়ান সংবাদমাধ্যম নাইজ ডট কম বলছে, তার পিতাকে গাড়ি কিনে দেওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু গাড়ি কিনে দেওয়ার পূর্বেই পিতা মারা যাওয়ায় নগদ অর্থ পরিশোধ করে সে গাড়িটি কেনে এবং পিতাকে দেওয়া কথা রাখে। নাইজ ডটকমের খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম আযুবুইকে। গাড়িটি কিনতে তার ব্যয় হয়েছে ৬৫ লাখ টাকা।
ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, একটি চকচকে রূপালি রঙের BMW গাড়ি কবরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যে গাড়ির মধ্যে ওই পিতার লাশ রাখা হয়েছে। ছবির কমেন্টেস -এ লোকজন মন্তব্য করছে, বিএমডব্লিউ’র স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম মৃত লোকটিকে স্বর্গের পথ দেখাতে সাহায্য করবে।
গরিব একটি দেশে এরকম একটি কাজে টাকা ব্যয় করার সমালোচনাও কম হয়নি ওই ছবি নিয়ে। একজন সমালোচনাকারী লিখেছেন, পিতা জীবিত থাকা অবস্থায় তাকে গাড়ি কিনে দেয়া উচিত, আর মারা গেলে কিনে দিতে হয় কফিন। এই ধরণের কাজকে লোক দেখানো আচরণ বলেও সমালোচনা করেন এক ব্যক্তি।