দিনাজপুরে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ উপলক্ষে ‘সিদু-কানু দিবস’ পালন

admin June 30, 2018
৩০ জুন ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ উপলক্ষে ‘সিদু-কানু দিবস’ পালন করা হয়। এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষে গতকাল শনিবার সকাল ৯টায় দিনাজপুর সুইহারি নভারা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে চাম্পাগাড়-এর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্ম সুচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। 
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় সুইহারি প্যারিশ ক্যাম্পাস হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নভারা স্কুল প্রাঙ্গনে শেষ হয়। সকাল ১০টায় নভারা স্কুল প্রাঙ্গনে সিদু-কানু’র অস্থায়ী সৃতি স্থম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুইহরি মিশন-এর সহকারি পালপরোহিত ফাদার যোসেফ মূর্মু। 
অনুষ্ঠানে চাম্পাগাড়-এর সভাপতি ফাদার লাজারুশ সরেন’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ফাদার ফ্রান্সিস মূর্মু, সদস্য সুশীলা টুডু, জুলিয়ান সরেন,  রবি মার্ডী, সহ-সভাপতি যোগেন জুলিয়ান বেসরা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সালভাতর পাউরিয়া ও মাইকেল মার্ডী।
উল্লেখ্য, ১৫৩ বছর আগে নিরিহ ও শান্তি প্রিয় সান্তাল আদীবাসীরা ক্রমাগত শোষন, বঞ্চনা, নির্যাতন, দাসত্ব, যখন সহ্যের সীমা ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে সান্তালরাই দাবানলের মত জ¦লে উঠেছিল। সেই দিনটি ৩০ জুন ১৮৫৫ সাল, যা সান্তাল বিদ্রোহ দিবস নামে ইতিহাস খ্যাত। এই দিনে সিদু-কানহুর ডাকে প্রায় ৩০ হাজার সান্তাল বিদ্রোহের জন্য তীর ধনুক নিয়ে সমবেত হয়।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three