ফেইসবুক থেকে নিষ্কৃতির উপায় নিয়ে নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’

admin August 24, 2018

বিনোদন ডেস্ক: ফেইবুক আসক্ত নিজের দুই ছেলেমেয়েকে নিয়ে বেশ চিন্তায় আছেন রহমান সাহেব। কেননা তার দুই ছেলেমেয়ে ফেসবুকে এতটাই আসক্ত যে ফেসবুকিং করতে গিয়ে কতবার দরজায় ধাক্কা খেয়েছে, গাড়ির নিচে পড়তে গিয়েছিল তার কোনও ইয়াত্তা নেই। ওদের চোখ ফেসবুক থেকে সরতে চায় না। অবস্থা এমন, পারলে খাওয়া-দাওয়া থেকে শুরু বাথরুম, পড়াশোনা, ঘুম সবই যেন ফেসবুকে করে। এমন অবস্থায় রহমান সাহেব দারস্থ হন এক মনোরোগ বিশেষজ্ঞের নিকট। সেখান থেকে পান, ফেসবুক থেকে আবিষ্কার করেন ছেলেমেয়েদের নিষ্কৃতির ৬টি উপায়।


বর্তমানে এমন ঘটনা এখন দেশের প্রতি ঘরে চলছে। ফেসবুক থেকে নিষ্কৃতির পথ খুঁজছেন পিতামাত। মূলত ফেসবুককে ঘিরে এমন সামাজিক সংকটের একটা চিত্র এবং এর প্রতিকার উঠে আসবে আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ থেকে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, সিফাত শাহরিন, ইয়াশ রোহান প্রমুখ।


‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান বললে, ‘ফেসবুক ব্যবহার ভালো। কিন্তু নিয়ন্ত্রিত ব্যবহার বেশি ভালো। অনেক উপকার আছে এখানে। তবে সেটি মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে সংসারে-সমাজে অনেক সমস্যার সৃষ্টি হয়। মূলত সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে।’


যারা বর্তমানে ফেসবুক নিয়ে সঙ্কটে আছেন তারা কি সত্যিকার অর্থে এই নাটকে কোন পথ খুঁজে পাবে এই নাটকে? এমন প্রশ্নের উত্তরে আরিয়ান বলেন, ‘সমাধান আসলে নিজের কাছে। চাইলে যে কেউ এর সমাধান করতে পারেন। দরকার শুধু চাওয়ার। তবে আমার এই নাটকটি দেখার পর দর্শকরা একটু হলেও বিষয়টি নিয়ে ভাববেন।’ সেই ভাবনা থেকেই কেউ হয়তো সমাধানের পথ খুঁজে পেলেও পেতে পারেন।


অনেকে নিশ্চয়ই জানতে অনেক আগ্রহী হয়েছে, সেই ছয় উপায় কিকি? তা জানতে একটু অপেক্ষা করতে হবে, নাটকটি প্রচার হওয়া পর্যন্ত। জানা যাবে ফেসবুক আসক্তি থেকে বাঁচার ছয় উপায়। ঈদের এই বিশেষ নাটকটি আজ ২৪ আগস্ট, শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে এনটিভি প্রচার করবে।। নাটকটির ট্রেলার-


এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three