বগুড়া প্রতিনিধি:
পৈত্রিক সম্পত্তির দখল বুঝে নিতে বোন নাসিমা বেগমের ওপর ক্ষুব্ধ হন তার আপন বোন আঞ্জুয়ারা বেগম। এ নিয়ে শুরু হয় দুই বোনের মধ্যে বাকবিতণ্ডা।
এক পর্যায়ে আঞ্জুয়ারা বেগমের ছেলে রাজু আহমেদ (ভাগ্নে) খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালতা শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম, তার ছেলে রাজু আহমদে, মেয়ে খালেদা খাতুন ও রাজু আহমেদের স্ত্রী সানজিদা বেগমকে আটক করেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।