বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

admin May 21, 2019

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রতন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া কাঁটাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে।


জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে রতন দৌড়ে আওয়ামী লীগ অফিসে আশ্রয় নিলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়।


রতনকে গুরুতর আহত অবস্থায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ এনায়েতুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three