যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩ জনের মৃত্যু

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যঞ্চলীয় মিজৌরি রাজ্যে বুধবার রাতে টর্নেডোর আঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ ঝড়ের আঘাতে অঞ্চলটি লন্ডভন্ড হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার জীবিতদের সন্ধানে দ্বারে দ্বারে গিয়ে তল্লাশি অভিযান চালায়। খবর এএফপি’র। মিজৌরি রাজ্যের কর্মকর্তারা জানান, এ প্রাকৃতিক দুর্যোগে সেখানের ছোট শহর গোল্ডেন সিটিতে তিন জনের প্রাণহানি ঘটে।


এদিকে জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, বুধবার রাতে আঘাত হানা শক্তিশালী টর্নেডোর কারণে রাজ্যের রাজধানী জেফারসন সিটির বাসিন্দাদের অনেক ক্ষতি হয়েছে। এক টুইটার বার্তায় গভর্নর মাইক পারসন বলেন, ‘গত রাতের টর্নেডোর আঘাতে এবং বন্যার পানি বেড়ে যাওয়ায় আমাদের রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।’


আবহাওয়া সংস্থা জানায়, এ টর্নেডোয় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার। দানবীয় এ ঝড়ের আঘাতে মোট কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে দ্বারে দ্বারে গিয়ে তল্লাশি অভিযান চালায়। প্রায় ২০ জনকে রাতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three