পরিবার বিচ্ছিন্ন শিশুদের আশ্রয়কেন্দ্রে মেলানিয়া
Internationalএবারই প্রথম ভাবনা
Entertainmentদীর্ঘ বৈঠকের পর অভিবাসী প্রশ্নে সমঝোতায় ইইউ
International
টানা দশ ঘণ্টা বৈঠকের পর অভিবাসী ইস্যুতে সমঝোতায় উপনীত হয়েছেন ইউরোপের নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় ভোরের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা অভিবাসনপ্রত্যাশীদের চাপ সামলাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত হন বলে জানিয়েছে বিবিসি। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, ইতালি ও গ্রিসের ওপর চেপে বসা হাজার হাজার অভিবাসীর বোঝা নিজেদের মধ্যে ভাগ করে নিতে রাজি হয়েছে অন্য দেশগুলো। জোটভুক্ত অন্য দেশগুলোর সহায়তা না পেলে শরণার্থীদের নিয়ে যে কোনো প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে। সমঝোতার ফলে এখন থেকে স্বেচ্ছাসেবার ভিত্তিতে ইইউভুক্ত দেশগুলো নতুন অভিবাসী কেন্দ্র ঠিক করতে পারবে বলে জানিয়েছেন ইইউ নেতারা। যাচাইবাছাই শেষে সেসব কেন্দ্র থেকেই সত্যিকারের শরণার্থীদের গ্রহণ করা হবে; ফেরত পাঠানো হবে বাকি ‘অনিয়মিত অভিবাসীদের’। জোটভুক্ত দেশগুলোর মধ্যে শরণার্থীদের অবাধ চলাচলের সুযোগে কড়াকড়ি আরোপের ব্যাপারেও নতুন এ যৌথ ঘোষণায় বলা হয়েছে। এতে সমুদ্র ও স্থল পথে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের চাপ কমাতে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি তুরস্ক ও উত্তর আফ্রিকার দেশগুলোতে অর্থনৈতিক সাহায্য বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। এবারের সম্মেলনের পর ইউরোপ আরও দায়িত্বশীল হল, বাড়াল সংহতির হাত। আমরা এখন থেকে আর একা নয়,” ইইউ বৈঠকে সমঝোতার পর বলেছেন ইতালির প্রধানমন্ত্রী কন্তে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মতে, বৈঠকের পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতার পথ আরও সক্রিয় হল। কিছু কিছু বিষয়ে একমত হলেও ‘মতপার্থক্য নিরসন’ করে অভিবাসী সংকট মেটাতে ইউরোপের আরও অনেক কাজ করা বাকি বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলও। শুক্রবারের যৌথ ঘোষণায় ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের নেতারা সীমান্তে সুরক্ষা জোরদারের ব্যাপারেও একমত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। বুধবার থেকে ব্রাসেলসে শুরু হওয়া এই সম্মেলনের প্রথম থেকেই ইউরোপের দেশগুলোর মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠতে থাকে। আফ্রিকা দিয়ে অসংখ্য শরণার্থী ইতালি ও গ্রিসে প্রবেশ করার পর দেশ দুটি ইউরোপের অন্য দেশগুলোকে এ চাপ ভাগ করে নেওয়ার আহŸান জানালেও অনেক দেশই এ বিষয়ে তাদের জোরাল আপত্তির কথা জানায়। উরোপিয়ান কাউন্সিল বলছে, অভিবাসনপ্রত্যাশীদের চাপ ২০১৫-র মতো না হলেও নতুন করে আফ্রিকা হয়ে ইউরোপে প্রবেশের হার বৃদ্ধি পাচ্ছে। সংকট মোকাবেলায় উত্তর আফ্রিকার দেশগুলোতেই অভিবাসন কেন্দ্র বানাতে ইউরোপ প্রস্তাব দিলেও মরক্কো প্রথম থেকেই এ ধরণের ভাবনার বিরোধিতা করে আসছে। দেশের ভেতর অভিবাসী ইস্যু নিয়ে চাপে থাকা জার্মান চ্যান্সেলরের জন্যও এবারের বৈঠক স্বস্তির হতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। ইউরোপের অন্য দেশে নিবন্ধিত শরণার্থীদের জার্মানিতে প্রবেশের ব্যাপারে আপত্তি তুলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহের রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মেরকেলের জোটসঙ্গী সিএসইউ পার্টি। অন্যথায় ক্ষমতাসীন বাভারিয়ান কোয়ালিশন সরকার থেকে সরে যাওয়ারও হুমকি ছিল সিএসইউ নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহফের। সিএসইউ ছাড়া মেরকেলের পক্ষে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ অসম্ভব হয়ে পড়ত।ঢাকা থেকে মালয়েশিয়ায় পূর্ণিমা
Entertainmentএক ব্যক্তিকে বেধড়ক পেটালেন নোরা!
Entertainmentএবার অস্ট্রেলিয়ায় ‘বিজলী’
Entertainment
চিত্রনায়িকা ববি এখন অস্ট্রেলিয়ায়। সেখানে তার অভিনীত ‘বিজলী’ ছবিটি দেখানো হবে। এরইমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ববি। এতে বিজলী চরিত্রে তিনি অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, প্রথমে অস্ট্রেলিয়ায় ‘বিজলী’র চারটি শো অনুষ্ঠিত হবে। দর্শক চাহিদার ওপর ভিত্তি করে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।দিনাজপুরে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ উপলক্ষে ‘সিদু-কানু দিবস’ পালন
Localচিংড়ি রফতানিতে স্থবিরতা
Economics Nationalঅভ্যন্তরীণ বাজার থেকে বোরো ধান সংগ্রহে পিছিয়ে পড়েছে সরকার
Economics Nationalহ্যাটট্রিক মারলেন ববি
Entertainmentহিনা খোলামেলা ছবি শেয়ার করে তোপের মুখে
Entertainmentহিনা খান। ভারতীয় টিভি সিরিয়ালের পরিচিত মুখ। টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বিগ বস-১১-এর প্রতিযোগিতায় অংশ নিয়েও আলোচনায় আসেন তিনি। এদিকে স¤প্রতি বিকিনি পরিহিত বেশ কিছু খোলামেলা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে তোপের মুখে পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে খবর, বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন হিনা খান।
বিদেশে কৃষি পণ্য রপ্তানিতে আয় বেড়েছে
National
কোরআন-হাদিসের ভয় দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি, তদন্তে কমিটি
কোরআন-হাদিসের ভয় ছাত্রীদের যৌন হয়রানি জাতীয় লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে কোরআন-হাদিসের ভয় দেখিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক ধর্মশিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক তোফায়েল আহমদের বিরুদ্ধে এ অভিযোগ উঠার পর থেকে সে কৌশলে এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে বৃহস্পতিবার দুপুরে তিন সদস্যের একটি টিম গঠনসহ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে জানা যায়, তিন বছর পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক নিযুক্ত হন তোফায়েল আহমদ। তার বাড়ি সদর উপজেলার মাছিম নগর গ্রামে। নিয়োগ পাওয়ার পর স্থানীয় হাওলাদার বাড়িতে লজিং মাস্টার থেকে পাশ্ববর্তী একটি মসজিদে ইমামতি করতেন তিনি। পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি শিক্ষা ও রাতে প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক। এ সুবাদে কোমলমতি শিশু ছাত্রীদের যৌন হয়রানি করতেন তিনি। কোরআন হাদিসের ভয় দেখিয়ে শিক্ষকের সকল কথা মানার ও কাউকে না বলার প্রতিশ্রুতি নিয়ে যৌন হয়রানি (ধর্ষণ ও শ্লীলতাহানি) করে আসছিলেন শিক্ষক তোফায়েল। গত ২৬ জুন মঙ্গলবার এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করলে সে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর স্কুলের শিক্ষকদের বিষয়টি জানালে এবং ঘটনা জানাজানি হলে অন্য ৭-৮জন ছাত্রীও তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে জানায়। ফাঁস হয়ে যায় শিক্ষক তোফায়েলের অপকর্ম। বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহমদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা ইয়াছমিন পিঙ্কি।
ঘটনার শিকার একাধিক শিক্ষার্থী জানান, হুজুর স্যার (তোফায়েল আহমদ) খারাপ কাজ (ধর্ষণ) করতো, শরীরের বিভিন্ন স্থানে হাত দিতো, কাউকে না বলার জন্য কোরআন হাদিস ধরিয়ে ভয় দেখাতো। আর কাউকে বললে রূপালী পাগলীর মতো হয়ে যাবি, বলে ভয় দেখাতো। এ কারণে অনেকেই ভয়ে মুখ খুলে নি। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ ধরনের ঘটনার প্রমাণ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সচেতন করা হবে বলেও জানান তিনি। একইভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাজান আলী।
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: ভারতের প্রধানমন্ত্রী হবে ঐশ্বর্যের মেয়ে!
আরাধ্য ঐশ্বর্যের মেয়ে জ্যেতিষী ডি জ্ঞানেশ্বর জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী বিনোদন ভারতের প্রধানমন্ত্রীবিনোদন ডেস্ক:
ভারতের হায়দরাবাদের এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। ওই জৌতিষী এও বলেছেন, এ জন্য আরাধ্যর নাম পরিবর্তন করতে হবে। তার নতুন নাম রাখতে হবে রোহিনী। আর তাতে করেই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে সে । ভবিষ্যৎবাণী করা ওই জ্যেতিষীর নাম ডি জ্ঞানেশ্বর। গত রোববার হায়দরাবাদে সংবাদ সম্মেলন করে জ্ঞানেশ্বর নিজেই এই বাণী করেন।
তবে এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে বচ্চন পরিবার থেকে কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি। হ্য এটা সত্য, বচ্চন পরিবারে অনেক আগে থেকেই ‘জ্যোতিষীদের ভবিষৎবাণী’র প্রতি এক প্রকার আনুগত্য আছে বটে। মাঙ্গলিক মেয়েদের ভবিষ্যৎ, মেয়ের বিয়ের পর তার স্বামীর মৃত্যু ঘটবে। ঐশ্বর্য মাঙ্গলিক, যে কারণে এক জ্যোতিষের পরামর্শে কুষ্ঠির দোষ দূর করতে অভিষেকের সাথে বিয়ের আগে কলাগাছকে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া।
জ্যোতিষি জ্ঞানেশ্বরের সংবাদ সম্মেলনে দাবি, এর আগে তিনি তেলেগু সুপারস্টার চিরঞ্জিবী এবং রজনীকান্তের রাজনীতিতে যোগদান নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। বলেছিলেন, তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবেন এবং পরে তা বাস্তবও হয়েছে। সংবাদ সম্মেলনে জ্ঞানেশ্বর আরও কিছু ভবিষ্যৎবাণী করেছেন। এরমধ্যে রয়েছে, ২০১৯ সালে নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন মোদী আর রজনীকান্ত হবেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীতে ডোনাল্ড ট্রাম্প আরও পাঁচ বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টে পদে নির্বাচিত হবেন। এছাড়াও ২০২৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করেছেন জ্ঞানেশ্বর।
ভারতের পত্রিকা গুলোর সংবাদ, হায়দরাবাদে জ্যোতিষী জ্ঞানেশ্বরের ভবিষ্যদ্বাণীর ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস আছে। ইতোপূর্বে তিনি কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা পরে বাস্তবে রূপ পেয়েছে। এতে করে তার উপর হায়দরাবাদের বাসিন্দাদের আস্থা বেশ পোক্ত । এখন দেখার বিষয়, বচ্চন পরিবার এই ভবিষ্যৎবাণীকে কিভাবে দেখেন?
BMW গাড়িতে পিতাকে দাফন করল পুত্র
নাইজেরিয়া পিতাকে দাফন পুত্র বিশ্বএক্সপ্রেস ডেস্ক:
অবাক করা কাণ্ড ঘটিয়েছে নাইজেরিয়ান এক যুবক, যিনি তার সদ্য মৃত পিতাকে গাড়িতে করে দাফন করেছেন। নাইজেরিয়ান সংবাদমাধ্যম নাইজ ডট কম বলছে, তার পিতাকে গাড়ি কিনে দেওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু গাড়ি কিনে দেওয়ার পূর্বেই পিতা মারা যাওয়ায় নগদ অর্থ পরিশোধ করে সে গাড়িটি কেনে এবং পিতাকে দেওয়া কথা রাখে। নাইজ ডটকমের খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম আযুবুইকে। গাড়িটি কিনতে তার ব্যয় হয়েছে ৬৫ লাখ টাকা।
ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, একটি চকচকে রূপালি রঙের BMW গাড়ি কবরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যে গাড়ির মধ্যে ওই পিতার লাশ রাখা হয়েছে। ছবির কমেন্টেস -এ লোকজন মন্তব্য করছে, বিএমডব্লিউ’র স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম মৃত লোকটিকে স্বর্গের পথ দেখাতে সাহায্য করবে।
গরিব একটি দেশে এরকম একটি কাজে টাকা ব্যয় করার সমালোচনাও কম হয়নি ওই ছবি নিয়ে। একজন সমালোচনাকারী লিখেছেন, পিতা জীবিত থাকা অবস্থায় তাকে গাড়ি কিনে দেয়া উচিত, আর মারা গেলে কিনে দিতে হয় কফিন। এই ধরণের কাজকে লোক দেখানো আচরণ বলেও সমালোচনা করেন এক ব্যক্তি।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ -এর সময়সূচি
#Tags
fifa world cup 2018 fixtures
fifa world cup 2018 fixtures bd time
world cup football 2018 bangla fixture
world cup football schedule
world cup football schedule 2018 pdf
russia world cup 2018
fifa world cup 2022
2022 qatar world cup
বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফিকচার
বিশ্বকাপ ফুটবল ২০১৮ ফিকচার ডাউনলোড
বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর সময়সূচি
ফিফা কাপ ২০১৮
২০১৮ ফিফা বিশ্বকাপ
ফিফা কাপ ২০১৮ সময়সূচি
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সময়সূচী-২০১৮
ফিফা কাতার বিশ্বকাপ ২০২২
২০২২ ফিফা কাতার বিশ্বকাপ
২০২২ কাতার বিশ্বকাপ
মাদকবিরোধী অভিযান: উত্তরাঞ্চলে একরাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬
উত্তরাঞ্চল জাতীয় বন্দুকযুদ্ধ মাদকবিরোধী অভিযানডেস্ক রিপোর্ট:
উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত মাদকবিরোধী অভিযানে পুলিশ ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের সবাই মাদকব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ ও র্যাব। তাদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে বলেও জানা গেছে। অভিযানের সময় দেশীয় অস্ত্র, গুলি, ইয়াবা, গাঁজা উদ্ধার করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে জয়পুরহাটরে পাঁচবিবিতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ১ জন, দিনাজপুর সদরের রামসাগর ও বীরগঞ্জ উপজেলায় রাত ৩ টর দিকে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জন, পাবনায় শনিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন, ঠাকুরগাঁওয়ে শনিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় শনিবার ভোরে ১ জনসহ মোট ৬ জন মাদকব্যবসায়ী নিহত হয়।
পুলিশের ভাষ্য, উল্লিখিত স্থানে অভিযানের সময় মাদক কারবারিরা পুলিশের উপর পাল্টা আক্রমণ করে। এময় পুলিশও তাদের বিরুদ্ধে পুলিশও পাল্টা আক্রমণ চালালে এসব নিহতের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে গত ১৯ মে রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত সারাদেশে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। যাদের সবাই মাদক কারবারির সাথে যুক্ত বলে দাবি আইনশৃংখলা বাহিনীর।
অপরদিকে মানবাধিকার সংগঠনগুলো এসব বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে তারা।











