আফ্রিদির অভিযোগ আল্লাহ’র ওপর ছেড়ে দিলেন মিয়াঁদাদ

আফ্রিদির অভিযোগ আল্লাহ’র ওপর ছেড়ে দিলেন মিয়াঁদাদ

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ একের পর এক বোমা ফাটিয়েই যাচ্ছে। সর্বশেষ এই বইয়ের একটি চুম্বক অংশে পাওয়া গেল, যেখানে আফ্রিদি অভিযোগ করে বসলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক কোচ জাভেদ মিয়াঁদাদের বিরুদ্ধে। জানান, মিয়াঁদাদ মানুষ হিসেবে খুবই ছোট।


গত সপ্তাহের শনিবার পাকিস্তানে গেম চেঞ্জার উন্মোচিত হয়। এই বইতে আফ্রিদি তার ক্রিকেট ক্যারিয়ারে বয়স লুকানোর মতো বিষয় তুলে ধরেন। এছাড়া গৌতম গম্ভীর ও ওয়াকার ইউনিসসহ বেশ কয়েকজনে ক্রিকেটারের সমালোচনা করেন। মিয়াঁদাদ সর্বশেষ সংযোজন।


আফ্রিদি জানান, পাকিস্তানের কোচ থাকাকালে তার ব্যাটিং স্টাইল পছন্দ করতেন না মিয়াঁদাদ। এমনকি ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি।


সাবেক তারকা ক্রিকেটার আফ্রিদির এমন অভিযোগ অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন মিয়াঁদাদ। পিটিআইকে তিনি বলেন, ‘আমি সবকিছুই আল্লাহ’র ওপর ছেড়ে দিচ্ছি। তবে এটা কি সম্ভব টেস্ট ম্যাচের একদিন আগে কোনো খেলোয়াড়কে নেটে অনুশীলনের সুযোগ দেওয়া হচ্ছে না।’


আফ্রিদির সঙ্গে মিয়াঁদাদের কিছু সমস্যা ছিল। তবে পেশাদারি জায়গায় এসবের কোনো স্থান ছিল না বলে জানান ১৯৯২ বিশ্বকাপ জয়ী এই তারকা।


‘আমি তাকে সবসময়ই বলতাম, সে পাকিস্তানের সেরা একজন ক্রিকেটার। তার ব্যাটিং টেকনিক উন্নতির জন্য আমি ঘণ্টার পর ঘণ্টা তার সঙ্গে নেটে কাটিয়েছি।’


এদিকে আফ্রিদির আত্মজীবনীতে এই ধরনের বিতর্কিত ইস্যুতে অবশ্য মিয়াঁদাদ মোটেই বিস্মিত হননি। তিনি জানান বইয়ের বিক্রি বাড়াতেই আফ্রিদির এমন কৌশল।

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

admin May 07, 2019

রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে সুমন নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি ধর্ষণ মামলার আসামি বলে দাবি করছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব ইছলী এলাকায় এই ঘটনা ঘটে।


সুমনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্বেশ্বর গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী অপহরণ, ধর্ষণ, ছিনতাইসহ ১২টি মামলা আছে।


পুলিশ জানায়, গতকাল রাতে শহিদুলকে গ্রেপ্তার করে গঙ্গাচড়া থানা পুলিশ। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের চর ইছলী এলাকায় যায় পুলিশ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে সুমন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলির খোসা, একটি দেশি পিস্তল ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়।


রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, শহিদুল একজন সন্ত্রাসী। তিনি নারী অপহরণ ও ধর্ষণের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা

একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
বেসরকারি মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর ও ও রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা এশিয়াতে তাদের ব্যবসা একীভূত করার বিষয়ে আলোচনা করছে। গতকাল দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে একথা জানানো হয়েছে।


এতে নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের যত রকম অবকাঠামো রয়েছে, তা একসঙ্গে ব্যবহার করবে বলে আলাপের কথা উল্লেখ করেছে।


সম্ভাব্য এই নতুন ব্যবসায়িক উদ্যোগের নাম হবে মার্জকো। আর প্রস্তাবিত এই কোম্পানিটির মূল কার্যালয় হবে মালয়েশিয়াতে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


টেলিনর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, তারা এর মালিকানার বড় অংশীদার হবে। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬.৫ শতাংশ। বাকি ৪৩.৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা।


বাংলাদেশের বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। আজিয়াটার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে তারা স্বাধীনভাবেই কাজ করবে।


এতে আরও বলা হয়, এশিয়ার দেশগুলোতে এই দুটি কোম্পানির ৬০ হাজারের মতো টাওয়ার রয়েছে। একত্রে কোম্পানি দুটির সেবা গ্রহণকারীদের সংখ্যা হবে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি।


টেলিনর বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে আজিয়াটার ব্যবসা রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াতে।

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ীতে অবরোধে পাটকল শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ীতে অবরোধে পাটকল শ্রমিকরা

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে শতাধিক পাটকলশ্রমিক সড়ক অবরোধ করেন।


শ্রমিকরা জানান, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। ফলে সেখানে শত শত রাজধানীমুখী যান আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।


সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুটমিলের শতাধিক শ্রমিক লাঠি হাতে নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।


লতিফ বাওয়ানী মিলের এক পাটকল শ্রমিক জানান, আট সপ্তাহ ধরে বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।


করিম জুটমিলের আরেক শ্রমিক জানান, আজ প্রথম রোজা। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। ইফতার করব কীভাবে।


আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। বদলি শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে।


সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। তখন শ্রমিকরা ঢাকা-ডেমরা রোডে অবস্থান নেন।

ফণীর কারণে ৬৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

ফণীর কারণে ৬৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ৩৫ জেলার প্রায় ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এসব ফসলের মধ্যে ধান, ভুট্টা, সবজি, পাট ও পান রয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকা বলে জানান মন্ত্রী।


মঙ্গলবার (৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।


ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে গত ৪ মে সকালে কিছুটা দুর্বল অবস্থায় খুলনা-সাতক্ষীরা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঢাকা-ফরিদপুর অঞ্চল পেরিয়ে সন্ধ্যা নাগাদ এটি লঘুচাপে পরিণত হয়।


ফণী ধেয়ে আসায় প্রেক্ষিতে গত ২ মে সকাল থেকে পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করা হয়।

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীতশিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দী’র মৃত্যু দেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনা শোকবার্তায় বলেন, পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।


কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দী সোমবার (৬ মে) দিনগত রাত ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।

অবশেষে মুক্ত মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক

অবশেষে মুক্ত মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
প্রায় ৫০০ দিন পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় মঙ্গলবার (০৭ মে) ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে মুক্তি পান তারা।


গত সেপ্টেম্বরে ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ও (২৯) নামের ওই দুই সাংবাদিককে সাত বছরের সাজা দেন মিয়ানমারের আদালত। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যদিও দুই সাংবাদিক কোনো অপরাধ করেননি উল্লেখ করে দ্রুত তাদের মুক্তি দাবি করে রয়টার্স।


এ বছরের জানুয়ারিতে উপযুক্ত প্রমাণের অভাবে ওয়া লোন ও কিয়াও সোর আপিল খারিজ করে দেন ইয়াঙ্গুন হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টে আপিল করে সেখানেও প্রত্যাখাত হন তারা।


এসবের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে দুই সাংবাদিকের সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করেন তাদের স্ত্রী। চিঠিতে তারা বলেন, যদিও তারা কোনও অপরাধ করেননি, তবু পরিবারের কথা ভেবে যেন তাদের মুক্তি দেওয়া হয়। রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি কর্তৃপক্ষ।


গত মাসে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট দেশটির হাজার হাজার সাজাপ্রাপ্ত আসামির রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন। প্রতিবছর ১৭ এপ্রিল থেকে দেশটিতে নববর্ষ উপলক্ষে আসামিদের মুক্তি দেওয়ার রীতি রয়েছে।


২০১৭ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়ার আগে ওয়া লোন ও কিয়াও সো রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাতে ১০ মুসলিম রোহিঙ্গা হত্যার বিষয়ে তদন্ত করছিলেন। ওই বছরের আগস্ট থেকে নির্যাতনের শিকার হয়ে জাতিসংঘের হিসেবে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সাহসি প্রতিবেদনের জন্য চলতি বছরের মে মাসে সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিৎজার পুরস্কার পান রয়টার্সের ওই দুই সাংবাদিক।

চলে গেলেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী

চলে গেলেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ জনপ্রিয় শিল্পী মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী।


পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পরে অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।


প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে।


দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।


১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম 'সুবীর নন্দীর গান' ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত 'সূর্যগ্রহণ' চলচ্চিত্রে।


চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে সওম শুরু

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে সওম শুরু

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সোমবার (০৬ মে) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।


নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার (০৬ মে) দিনগত শেষ রাতে সাহরি খেয়ে সওম রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে সোমবার এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত।


সোমবার ( ০৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার অনুরোধও জানান প্রতিমন্ত্রী।


এ হিসেবে আগামী ২৬ রমজান (০১ জুন) শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

আশুলিয়ায় মা-মেয়েসহ ৩ নারীকে ধর্ষণ, পীর গ্রেপ্তার

আশুলিয়ায় মা-মেয়েসহ ৩ নারীকে ধর্ষণ, পীর গ্রেপ্তার

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
সাভার উপজেলার আশুলিয়ায় মা মেয়েসহ একই পরিবারের তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভণ্ড পীরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভণ্ড পীর মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ভণ্ডপীর মনির হোসেন আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত আ. রহিমের ছেলে। তবে এ ঘটনার পর থেকে ভণ্ড পীরের সহযোগী মকবুল হোসেন পলাতক।


জানা গেছে, প্রায় ১০ বছর আগে এক প্রবাসীর স্ত্রী একই এলাকার ভণ্ডপীর মনির হোসেনের কাছে মুরীদ হন। ফলে ভণ্ড পীরের আস্তানায় তার নিয়মিত যাতায়াত ছিলো। এভাবে ধর্মের নানা অপব্যাখ্যা দিয়ে কৌশলে ওই নারীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক গড়ে তুলে ভণ্ড পীর মনির।


তারপর ওই ভণ্ড পীরের নজর পরে ওই প্রবাসীর স্ত্রীর ছোট বোনের ওপর। বড় বোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একই কায়দায় ছোট বোনকে মুরীদ করে নেয় ভণ্ড পীর। এরপর তাকেও নিয়মিত ধর্ষণ করে সে। সর্বশেষ বড় বোনের ১৩ বছরের কিশোরী মেয়েও রেহাই পায়নি ভণ্ড পীরের কবল থেকে। তার মাকে নানা কৌশল করে বুঝিয়ে মেয়েকেও একই কায়দায় ধর্ষণ করতে শুরু করে ভণ্ড পীর।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রিজাউল হক দিপু জানান, বিষয়টি বুঝতে পেরে ভণ্ড পীরের আস্তানা থেকে কৌশলে বের হয়ে ছোট বোন আশুলিয়া থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ভণ্ডপীর মনিরকে আশুলিয়ার কুরগাঁও এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার হয়। এ বাড়ির পাঁচ তলায় সে নিজের আস্তানা তৈরি করে এসব অপকর্ম চালিয়ে আসছিল। আর তার এসব অপকর্মে সহায়তা এবং বিভিন্ন হতাশাগ্রস্ত নারীকে ফুসলিয়ে পীরের আস্তানায় নিয়ে আসার কাজ করতো সহযোগী মকবুল হোসেন।


ভুক্তভোগী ওই তিন নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিশ্বজুড়ে ধর্মের নামে সৃষ্ট জঙ্গিবাদ নিয়ে সাধারণ মানুষের ভাবনা

বিশ্বজুড়ে ধর্মের নামে সৃষ্ট জঙ্গিবাদ নিয়ে সাধারণ মানুষের ভাবনা

admin May 06, 2019

বিশ্বজুড়ে ধর্মের নামে সৃষ্ট জঙ্গিবাদ সমস্যা সকলের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। প্রায়শঃই আমাদের দেশসহ বিশ্বের নানা স্থানে জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। সম্প্রতি শ্রীলংকায় একই দিনে গীর্জাসহ প্রায় ছয়টি স্থানে বোমা হামলা চালায়। এতে প্রায় ২৫৩ জন মানুষ নিহত হয়। আহত হয়েছে প্রায় পাঁচশত। এরআগে নিউজি ল্যান্ডে মসজিদে এক জঙ্গি গুলি করে ৪৯ জন মানুষ হত্যা করে।


চলতি শতাব্দীতে বিশ্বজুড়েই ধর্মের নামে এসব সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এ থেকে মুক্ত নয়। সম্প্রতি আইএস বাংলাদেশে হামলা করবে বলে হুমকি দিয়েছে। জঙ্গিবাদী এ সমস্যা নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে? তাদের করণীয় কি? এ ব্যাপারে তারা কতটুকু সচেতন চলুন জেনে নেওয়া যাক তাদের মুখ থেকে।


https://www.youtube.com/watch?v=MBUJntLlNQk
পরপর দুদিন হার্ট অ্যাটাক, জীবন শঙ্কায় সুবীর নন্দী

পরপর দুদিন হার্ট অ্যাটাক, জীবন শঙ্কায় সুবীর নন্দী

admin May 06, 2019

অনলাইন ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।সুবীর নন্দী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার সমন্বয় করছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।


তিনি জানিয়েছেন, পরপর দুদিন হার্ট অ্যাটাক হয়েছে সুবীর নন্দীর। শনি ও রোববার। তার হার্টে চারটা ব্লক ছিল। রোববার সকালে ওটিতে নিয়ে তাকে চারটা রিং পরানো হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা মোটেও ভালো নয়।


ঢাকা থেকে সিঙ্গাপুর টানা ১৮ দিন হাসপাতালের বিছানায় চোখ-বুজে নিথর পড়েছিলেন সুবীর নন্দী। অবশেষে গত ৩ মে চোখ মেলেন তিনি, মেয়ে ফাল্গুনীকে দেখে কাঁদেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে ভেসে আসা এই কান্নার খবর সুখের বার্তা হয়ে ধরা দিয়েছে সুবীর নন্দীর স্বজন-ভক্তদের কাছে।


এই অশ্রু আশার আলো জ্বালিয়েছিল তার স্বজনদের মধ্যে। শুক্রবার সুবীরের মস্তিষ্ক কাজ করে। চিকিৎসকরা এতে বেশ আশাবাদী হয়ে ওঠেন। স্বস্তির দেখা পায় তার পরিবার। এমন স্বস্তির খবরের কয়েক ঘণ্টার ব্যবধানে শনি ও রোববার দুই দফা হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। এটিকে ‘সংকটাপন্ন’ অবস্থা বলে বর্ণনা করেন চিকিৎসকরা।


এর আগে মঙ্গলবার কিংবদন্তি এ কণ্ঠশিল্পীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। তার সঙ্গে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী।


গত ১৪ এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে।


দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম 'সুবীর নন্দীর গান' ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে।


তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত 'সূর্যগ্রহণ' চলচ্চিত্রে। চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার সুবীর নন্দীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে।


এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দুই দফায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন বলে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছে।

রামপুরায় যুবককে কুপিয়ে হত্যা

রামপুরায় যুবককে কুপিয়ে হত্যা

admin May 06, 2019

অনলাইন ডেস্ক:
রাজধানীর রামপুরার জামতলা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাসেল (১৯)। তিনি পূর্ব রামপুরার জামতলার ৩১২/৩৬ নম্বর বাসায় থাকতেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।


গুরুতর আহতাবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএসসি ফলাফল: কমেছে জিপিএ-৫, বেড়েছে পাসের হার

এসএসসি ফলাফল: কমেছে জিপিএ-৫, বেড়েছে পাসের হার

admin May 06, 2019

অনলাইন ডেস্ক:
এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের সারসংক্ষেপ ঘোষণা করেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


ঘোষিত ফলে দেখা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। আর শিক্ষার্থীদের বহু প্রত্যাশিত জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫ হাজার ৫৯৪ জন।


গত বছর গড় পাস ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে প্রায় ৫ শতাংশ। আর গেল বছর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৩৫ জন।


ঘোষিত ফলে আরও দেখা গেছে, স্কুল বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ৩ শতাংশ, আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ২৪ শতাংশ।


গত বছর এ পরীক্ষায় ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ১০ হাজার ৬২৯ জন। ২০১৭ সালে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪ হাজার ৭৬১ জন।


এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ ছাত্র।


এবার এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হবে।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।


শিক্ষার্থীরা দুপুর ২টার পর থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামে প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


আর মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


এ ছাড়া কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করা যাবে।


প্রথা অনুযায়ী, আগে প্রথমে প্রধানমন্ত্রীর হাতে পাবলিক পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেয়া হতো। এর পর শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানাতেন। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় তা হলো না।


তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত করেন। পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন, তাদের প্রধানমন্ত্রী অভিনন্দন জানান।

এসএসসিতে পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

এসএসসিতে পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড

admin May 06, 2019

অনলাইন ডেস্ক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে পরীক্ষায় পাসের হারে শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ, যা গত বছর ছিল ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ।


সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবারের পরীক্ষায় এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। পাসের হারে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ।


এ ছাড়া ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।


এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী।

এসএসসির ফল জানবেন যেভাবে

এসএসসির ফল জানবেন যেভাবে

admin May 06, 2019

অনলাইন ডেস্ক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ দুপুর ১২ টার দিকে প্রকাশ করা হবে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিয়েছে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। সেখানেই ফলাফলের বিস্তারিত প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।


সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় এবার তা হচ্ছে না।


দুপুর ১২ টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।



যেভাবে ফল জানা যাবে:


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এজন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


আর মাদরাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করা যাবে।


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, যে কোনো মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে প্রাথমিকভাবে জানা যায় এসএসসি ও সমমানের ফল। কিন্তু ফলাফল ডাউনলোড করতে সাধারণত www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ঢুকে থাকেন শিক্ষার্থীরা।


কিন্তু ফল প্রকাশের পর একযোগে লাখ লাখ শিক্ষার্থী ও অভিবাবকরা একই ওয়েবসাইটে ঢোকায় তা ঠিকমতো কাজ করে না। আগের বছরগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে। তাই এবার ফল ডাউনলোড করতে একাধিক মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।


এই www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ছাড়াও স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইডে গিয়েও ফল ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। যেমন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা www.dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে result কর্নার ক্লিক করেও ফল জানতে পারবে।

এসএসসি ও সমমানে পাশের হার ৮২.২০%

এসএসসি ও সমমানে পাশের হার ৮২.২০%

admin May 06, 2019
অনলাইন ডেস্ক:
চলতি বছর এসএসসি ও সমমানে পাশের হার ৮২.২০ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার বেড়েছে শতকরা ৪.৪৩ ভাগ। মোট জিপিএ ৫ এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। মোট পাশের হার বৃদ্ধি পেলেও জিপিএ ৫ প্রাপ্তির হার কমেছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেন। বেলা ১২ টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল; জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৩৫ জন।

অন্যবার প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা।

মাধ্যমিকের ফলাফল নিয়ে শেখ হাসিনার পাঠানো একটি লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে পড়ে শোনান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর মোবাইলে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীও বক্তব্য দেন । সকল কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কৃতকার্য হতে পারেনি আবার প্রস্তুত হয়ে পরীক্ষা দিলে ভালো করতে পারবে। সময়মত ফল ঘোষণা করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভারতে ৭ রাজ্যে চলছে পঞ্চম ধাপের নির্বাচন

ভারতে ৭ রাজ্যে চলছে পঞ্চম ধাপের নির্বাচন

admin May 06, 2019

অনলাইন ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে আজ সোমবার ৭ রাজ্যের ৫১ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এসব আসনে ভোটার সংখ্যা প্রায় ৯ কোটি। এই ধাপের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৬৭৪ প্রার্থীর। দেশটির স্থানীয় সময় সকাল ৭ টা নাগাদ শুরু হয় এ ভোটগ্রহণ, চলবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।


আজকের ধাপে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানির মতো হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন।


সোমবার পশ্চিমবঙ্গের ৭, উত্তর প্রদেশের ১৪, বিহারের ৫, রাজস্থানের ১২, মধ্যপ্রদেশের ৭, জম্মু-কাশ্মীরের ২ এবং ঝাড়খন্ডের ৪ আসনে ভোটগ্রহণ হবে। উত্তর প্রদেশের রায় বরেলি আসন থেকে সোনিয়া গান্ধী ও আমেথি আসন থেকে লড়ছেন রাহুল গান্ধী।


রায় বরেলিতে সোনিয়ার মূল প্রতিদ্বন্দ্বী সাবেক কংগ্রেস নেতা ও বর্তমানে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং। আর আমেথিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী বর্তমান মন্ত্রী স্মৃতি ইরানি।


এই দুই আসন কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত হলেও বিশ্লেষকরা বলছেন, এবার লড়াইটা জমজমাট হতে পারে। এই দফার ভোটে পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষভাবে নিরাপত্তা দেওয়া হবে। এজন্য সব রকম প্রস্তুতি নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এমনকি বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রার্থীদের ওপরও বিশেষ নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে। বাকি দুই ধাপের ভোটগ্রহণ হবে যথাক্রমে ১২ ও ১৯ মে আর ভোট গণনা হবে ২৩ মে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three