অনলাইন ডেস্ক:
রাজধানীর রামপুরার জামতলা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাসেল (১৯)। তিনি পূর্ব রামপুরার জামতলার ৩১২/৩৬ নম্বর বাসায় থাকতেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।