পঞ্চগড়ের বোদায় বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখতে দর্শকদের ভীড় বাড়ছে। বোদা পৌর শহরের পল্লীবিদ্যুৎ সংলগ্ন বিশিষ্ট সমাজসেবী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বোদা মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এমরান আল আমিন তার নিজস্ব উদ্যোগে মিল চাতাল মাঠে প্রজেক্টরের মাধ্যম বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন করেছেন। এই আয়োজনটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় আয়োজন বলে অনেকেই মনে করছেন। প্রতিদিন খেলা দেখতে দর্শকদের ভীড় বাড়ছে। দূর দুরান্ত থেকে অনেকে বড় পর্দায় খেলা দেখতে আসছেন। এ বিষয়ে এমরান আল আমিনের বললে আমি একজন ফুটবল প্রেমী মানুষ হিসেবে সবার সাথে খেলা উপভোগ করতেই ২০০২ সালের থেকে বিশ্বকাপ খেলা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করি। ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলতি বিশ্বকাপের খেলা দেখার ধারাবাহিকতা ধরে রেখেছি।
রংপুরএক্সপ্রেস২৪ ডটকম |Rangpurexpress24.com is a largest online news portal in North Bengal.
Local
বোদায় বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখতে দর্শকদের ভীড়
Subscribe to:
Post Comments (Atom)