কুড়িগ্রামে বজ্রপাতে আলিয়া কামিল মাদ্রাসায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি টিনশেড বিল্ডিংয়ের ৪টি রুম। এই ৪টি রুমে মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের চেম্বার, অফিস, অভ্যন্তরীণ পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্রাদী, কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
গত ২৪ জুন রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার সকালে মাদ্রাসা টিনসেড ভবনের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার সুপারের রুমে আগুন লেগে তা দ্রুত পার্শ্ববর্তী রুমগুলোতে ছড়িয়ে পড়ে। কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত জানান, মাদ্রাসায় বজ্রপাতে আগুনের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।