রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমদহ গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় আমদহ গ্রামের আরিফ হোসেন ও তার স্ত্রী নুপুর ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের শোবার ঘরে ইলেক্ট্রিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুপুর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আরিফও স্পৃষ্ট হন।
এসময় প্রতিবেশী আব্দুল গণি তাদের রক্ষা করতে গিয়ে বিদ্যুৎতাড়িত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরিফ ও নূপুর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল গণিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।