ওপার বাংলা: ভারতের কলকাতায় রেললাইনের ওপর দিয়ে যাওয়া একটি ফ্লাইওভার ভেঙে পড়ায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও অনেকে ধংসস্তুপের নিচে চাপাপড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার সময় ফ্লাইওভারটির ওপর দিয়ে অনেক যানবাহন চলছিল।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
ফ্লাইওভার ভেঙে যাওয়ার পর পরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং সেনাবাহিনীও এতে যোগ দিয়েছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে পুলিশ।
ভেঙে পড়া ফ্লাইওভারটি কলকাতার দক্ষিণাংশের সঙ্গে সংযোগস্থাপনকারী গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার।