নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নীলফামারীতে হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ প্রশাসন।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পাঁচশত মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, শার্ট ও সেমাই-চিনি তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।