‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

admin June 21, 2019

বর্তমানে সময়ের মারাঠি ভাষার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি মারাঠ। ভারতীয় চলচ্চিত্রের জগতে বইয়ে চলা। মিটু আন্দোলন নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। সম্প্রতি হিউম্যানস অফ বোম্বের জন্য লেখা তার একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে।


যেটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।এদিকে সেই পোস্টে শ্রুতি জানিয়েছেন, একটি ছবিতে মুখ্য ভূমিকার চরিত্রটি পাওয়ার জন্য কীভাবে তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।


তপ্তপদী ও রামা মাধব-এর মতো বহু জনপ্রিয় মারাঠি ছবিতে কাজ করা এই অভিনেত্রী বলেছেন, ‘এক প্রযোজক তার ইন্টারভিউ নেয়ার সময় কম্প্রোমাইজ, ওয়ান নাইট-এর মতো বিভিন্ন শব্দ ব্যবহার করেছিলেন।’


এ ব্যাপারে শ্রুতি বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে পালানোর পথ নেই। তখন আমি ওই প্রযোজককে উল্টো বলেছিলাম, আপনি আমাকে আপনার সঙ্গে শুতে বললেন, কোনো অভিনেতাকে শোয়ার কথা বলেছেন?


লোকটা সে সময় কথা হারিয়ে ফেলেছিল। পরে আমাকে জানানো হয়েছিল, ওই ছবিটি থেকে আমি বাদ পড়েছি।’এদিকে শ্রুতির এমন ইনস্টাগ্রাম পোস্টে সকল নেটিজেনই প্রশংসাসূচক মন্তব্য লিখেছেন।


অনেকে লিখেছেন, ‘আপনি আরও সাহসী হোন।’ আবার অনেকের কথায়, ‘আপনার জন্য আমরা গর্বিত।’


বর্তমানে মারাঠি ছবির তারকা শ্রুতি বলিউডেও কাজ করেছেন। বুধিয়া সিং ও বর্ন টু রান ছবি দুটিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three