ঢাকাই ছবির ‘বিউটি কুইন’ বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলিল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি নায়িকা অপু বিশ্বাস।
নানা জটিলতার কারণে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।
কিছুদিন আগে অপু বিশ্বাস অভিনয় করেছেন কলকাতার ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায়।
এ খবর সবার জানা তবে নতুন খবর হলো ‘শটকার্ট’ ছবিটি মুক্তির আগেই আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু।
জানা গেছে, শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এই অভিনেত্রী।
তার সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনিও সিনেমাটিতে অভিনয় করবেন।
এদিকে অপু বিশ্বাস অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে।
ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পি চৌধুরী।