বিনোদন ডেস্ক: বলিউডের বেশ কিছু ছবিতে খোলামেলা হয়ে অভিনয় করে আলোচনায় আসেন নিতু চন্দ্রা। এর বাইরে তামিল, তেলেগু ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। অভিয়ের পাশাপাশি নগ্ন ফটোশুট করেও ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে অতীতে পড়েছেন তিনি। এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নিউ ইয়র্কে। এরইমধ্যে হলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেটার শুটিং হবে কিছুদিন পরেই।
তবে তার আগে নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে সেখানে অংশ নিচ্ছেন তিনি। রেখা ভরতবাজের গাওয়া ‘হু মে তুমহারি’ শীর্ষক এ গানের ভিডিওর শুটিং করছেন তিনি। আর এর ভিডিওতে ব্যাপক খোলামেলা রুপে দেখা যাবে নায়িকাকে। বিকিনি ও সুইমস্যুট পড়ে কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছেন নিতু। পাশাপাশি চুম্বন দৃশ্যও থাকবে। এ প্রসঙ্গে নিতু বলেন, যার যেমন ইমেজ তার এমন কাজই আসলে করা উচিত। আমার হট ইমেজ। তাই আমি সুপারহট রুপেই এ ভিডিওতে ক্যামেরাবন্দি হয়েছি। আমার মনে আমার ভক্ত-দর্শক বেশ উপভোগ করবেন এটি। তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।
ঈদের ছুটিতে সড়কে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন -যাত্রী কল্যাণ সমিতি
জাতীয় যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা হাইলাইটরংপুর এক্সপ্রেস: এবার কোরবানির ঈদের মওসুমে দেশের সড়ক-মহাসড়কে ২৩৭টি দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ যাত্রার শুরুর দিন ১৬ অগাস্ট থেকে ঈদের পর ২৮ অগাস্ট পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। এই হিসাবে গত রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের সময় সড়ক দ্র্ঘুটনায় হতাহতের ঘটনা কমেছে। সেজন্য সরকারের বিভিন্ন সংস্থাকে কৃতিত্ব দিচ্ছে যাত্রী কল্যাণ সমিতি। মোজাম্মেল বলেন, ঈদুল ফিতরের তুলনায় দুর্ঘটনা ১৪.৪৪ শতাংশ, প্রাণহানি ২৩.৫৯ শতাংশ এবং আহতের সংখ্যা ২৪.১১ শতাংশ কমেছে। তবে গতবছরের ঈদুল আজহার তুলনায় নিহত ১৩.৫০ শতাংশ এবং আহত ১১.৬৭ শতাংশ বেড়েছে। সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান খান ও আইনজীবী জোতির্ময় বড়ুয়াও উপস্থিত ছিলেন এ সংবাদ সম্মেলনে।
‘জবাবদিহিতার অভাবকে’ সড়কের মূল সমস্যা হিসেবে বর্ণনা করে হোসেন জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনা পৃথিবীর সব দেশেই হয়। কিন্তু আমাদের এখানে সড়ক দুর্ঘটনা নিয়ে বেশি কথা বলার কারণ আমাদের এখানে এমন কিছু দুর্ঘটনা ঘটেছে যেগুলোর অর্ধেক চাইলে এড়ানো যেত। সরকারের দুজন মন্ত্রীর পরিবহন মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ পদে থাকার বিষয়ে ইঙ্গিত করে সাবেক এই উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা নীতি নির্ধারণ করেন, তিনিই আবার মালিক শ্রমিক প্রতিনিধি। জবাবদিহিতার ব্যাপারে যে অনাগ্রহ এর মূলে রয়েছে এই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বাংলাদেশে দুই ঈদের মওসুমে নগর থেকে গ্রামের বাড়িতে যায় কোটি মানুষ। ফলে ওই সময় সড়ক মহাসড়কে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি চাপ থাকে। ফিটনেসহীন যানবাহন, বেপরোয়া চালনার পাশাপাশি সড়কের দুরবস্থার কারণেও ওই সময় দুর্ঘটনা ও প্রাণহানী অনেক বেড়ে যায়।
গত রোজার ঈদের পর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত এবং ১২৬৫ জন আহতের তথ্য দিয়েছিল। কিন্তু ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনটির বিরুদ্ধে ‘মনগড়া তথ্য’ প্রকাশের অভিযোগ আনেন এবং সমিতির নেতাদের ভ‚মিকা নিয়ে প্রশ্ন তোলেন। গত ১০ জুলাই জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, একটা ভুয়া জনকল্যাণ সমিতি বাংলাদেশে আছে, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই। সা¤প্রদায়িক রাজনীতি করে এরকম একটি লোক ওই সংগঠনের নেতৃত্ব দেয়। সময়ে সময়ে তাকে মতলবি মহল আশ্রয় প্রশ্রয় দেয়। আমি দেখি সমাজের অনেক বিশিষ্টজনও এই লোকটির সংবাদ সম্মেলনে এসে হাজির হয়।
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে ৬ জেএমবি সদস্য গ্রেফতার
জেএমবি জেএমবি সদস্য গ্রেফতার সারাদেশ হাইলাইটসারাদেশ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশাল থেকে ছয় জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা। এরমধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ৫-এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারইপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২), চর বোয়ালমারী আদর্শ গ্রামের মকবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন মুরসালিন (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশ্চিম কোদালকাটি মধ্যচর এলাকার গোলাম রাব্বানীর ছেলে ইসমাইল হোসেন (৩২), রুস্তম আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আইনুদ্দিন মণ্ডলের ছেলে আবদুল মতিন (৪০)।
র্যাব কর্মকর্তা আশরাফুল বলেন, জেএমবি সদস্যরা সীমান্ত এলাকার চরে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তাল, একটি ম্যাগাজিনসহ চারটি গুলি ও চারটি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এদিকে, বরিশালে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সন্দেহভাজন এক সদস্যকে অস্ত্রসহ আটক করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সজীব বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দড়গা বাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল মিরাজ নামে ২৫ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়। আটক মিরাজ বরগুনা সদরের মনশাতলী এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। তাকে জেএমবি সদস্য বলা হলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি র্যাবের পক্ষ থেকে। মেজর সজীব বলেন, মিরাজের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ১৫টি ইলেকট্রনিক সার্কিট, একটি তাঁতাল, দুটি হেক্সো বেøড, ১৬টি উগ্র মতবাদের বই, একটি সিডি, একটি টেবিল ঘড়ি, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করেছেন তারা।
মেয়াদ বাড়াতে অ্যাকর্ড কূটনীতিকদের কাছে ধরনা দিলেও রাজি নয় সরকার
অ্যাকর্ড এক্সক্লুসিভ জাতীয় হাইলাইটরংপুর এক্সপ্রেস: বাাংলাদেশের তৈরি পোশাক খাতে কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদ বাড়াতে দৌড়ঝাঁপ করছে ইউরোপের ক্রেতাজোট অ্যাকর্ড। কিন্তু সরকার রাজি নয়। সরকারকে রাজি করাতে ক্রেতাজোটের নেতারা উন্নয়ন সহযোগী এবং কূটনীতিকদের কাছে ধরনা দিয়ে যাচ্ছেন। অ্যাকর্ডের মেয়াদ আর না বাড়াতে আদালতের প্রথম দফা নিষেধাজ্ঞার পর ওই বিষয়ে প্রভাব খাটাতে সরকারকে সরাসরি অনুরোধ করা হয়েছে। তবে সব অনুরোধ আমলে নেয়নি সরকার। এমন অবস্থায় আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে শেষ হচ্ছে অ্যাকর্ডপর্ব। এর ফলে ২শ ব্র্যান্ডের জোট অ্যাকর্ডের এদেশে অধিককাল কাজ করার ইচ্ছা থাকলেও কার্যক্রম গুটিয়ে নিতে হতে পারে। পোশাক খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্রমতে, বিগত ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসের পর একই বছরের ১৫ মে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২শ ব্র্যান্ড এবং খুচরা ক্রেতা ও কয়েকটি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ওই জোটটির ৫ বছরের নির্ধারিত মেয়াদ গত মে মাসে শেষ হয়েছে। যদিও সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ৬ মাস সময় এদেশে কাজ করার সুযোগ দেয়া হয়েছে অ্যাকর্ড এবং অপর ক্রেতাজোট উত্তর আমেরিকার অ্যালায়েন্সকে। বর্ধিত ওই মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বরে। ইতিমধ্যে গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে চূড়ান্ত রায় দিয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে অ্যাকর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। ওই সময় পর্যন্ত তাদের সরকার গঠিত ট্রানজিশন মনিটরিং কমিটির (টিএমও) তত্ত¡াবধানে কাজ করতে বলা হয়েছে। তাছাড়া অ্যাকর্ডের ওয়েবসাইটে দেয়া আগামী ৩ বছরের বর্ধিত মেয়াদের বিষয়ে সরকারের অনুমোদন থাকার তথ্যও আমলে নিয়েছেন আদালত। তাতে বলা হয়, আদালত খবর নিয়ে জেনেছেন এ-সংক্রান্ত কোনো অনুমোদন সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। অ্যাকর্ডের পক্ষে আইনজীবী আদালতে এ বিষয়ে কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। গত ২৬ অক্টোবর অ্যাকর্ড তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, আগের সপ্তাহে অর্থাৎ ১৯ অক্টোবর সরকার অ্যাকর্ডের ৩ বছরের বর্ধিত মেয়াদ অনুমোদন করেছে।
সূত্র জানায়, বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে সেকেন্ড অ্যাকর্ড নামে ইউরোপীয় ক্রেতাজোটটি আগের মতোই এদেশের পোশাক খাতে স্বাধীনভাবে সংস্কার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতবছরের ২৭ অক্টোবর নেদারল্যান্ডসের আমস্টারডামে অ্যাকর্ডের অংশীদারদের মধ্যে একটি চুক্তি সই হয়। তবে জোটের অনেক অংশীদার এখনো তাতে সই করেনি। যদিও ২০০ ব্র্যান্ডের মধ্যে ১৪০টি ব্র্যান্ড মেয়াদ বাড়াতে সম্মত বলে দাবি করেছে অ্যাকর্ড। ওই জোটের দাবি, তাতেই ১২০০ কারখানায় বর্ধিত মেয়াদে কার্যক্রম চালানো সম্ভব হবে। তবে দ্বিতীয় মেয়াদে কাজ চালিয়ে নিতে সরকারের সঙ্গে নতুন করে চুক্তি করার বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত সরকারের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি।
সূত্র আরো জানায়, অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে অস্বস্তিতে আছে তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ সংগঠন বিজিএমইএ। সরকারের কাছে অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে বিজিএমইএ কয়েক দফা অভিযোগও করেছে। তারা কিছুতেই অ্যাকর্ডের অতিরিক্ত সময় কার্যক্রম চালানোর পক্ষপাতি নয়। অ্যাকর্ডভুক্ত ক্রেতারা যেসব কারখানা থেকে পোশাক নেয় ওই রকম ২ হাজার ৯৬টি কারখানাকে প্রাথমিক পরিদর্শনের জন্য বাছাই করা হয়। তারমধ্যে এক হাজার ৬৩১টি কারখানার প্রাথমিক পরিদর্শন শেষ হয়েছে। নতুন করে পরিদর্শনের কথা রয়েছে ৭৪টির। ৪৯টিকে জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ছেড়ে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ৮৮টি। আর সংস্কার অগ্রগতি দেখাতে ব্যর্থতার অভিযোগে ৯৬টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তবে স্থানান্তর আবশ্যক হওয়া বাকি ৫৮টি কারখানা এখন আর অ্যাকর্ডের আওতায় নেই। অ্যাকর্ডের তত্ত্বাবধানে প্রাথমিক পরিদর্শনে চিহ্নিত ভবনের কাঠামো, অগ্নি নিরাপত্তা ও বৈদ্যুতিক নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটির ৮৪ ভাগ ইতিমধ্যে সংশোধন হয়েছে।
এদিকে অ্যাকর্ডের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে বিজিএমইএর সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, অ্যাকর্ডের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। বরং সরকার গঠিত রিমিডিয়েশন কোঅর্ডিনেশন সেলে (আরসিসি) তারা কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হতে পারে। অ্যাকর্ডের প্রয়োজনীয়তা থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে মেয়াদ বৃদ্ধির কথা বিবেচনা করা যেত। কিন্তু তাদের আর প্রয়োজন নেই। কারণ অ্যাকর্ডভুক্ত কারখানার সংস্কার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাছাড়া নেদারল্যান্ডসের আইনে একটা স্বাধীন দেশে তারা কার্যক্রম চালিয়ে যাবে সেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
নাগরিকপঞ্জি ইস্যুতে বিক্ষোভে উত্তাল কলকাতা, ‘বিজেপি হটাও’ স্লোগান
নাগরিকপঞ্জি ইস্যু বিক্ষোভে উত্তাল কলকাতা বিজেপি হটাও বিশ্ব হাইলাইটআন্তর্জাতিক: গতকাল ভারতের অাসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে চল্লিশ লাখ লোকের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ‘বিজেপি হটাও’ স্লোগানে বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়ে ওঠে কলকাতা। এসময় ত্রুটিপূর্ণ এনআরসি বাতিল করার দাবি জানায় ক্ষুব্ধ জনতা। এছাড়াও প্রতিবাদী জনতা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার বহন করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন।
এনআরসির নামে বাঙালিদের হয়রানি করা চলবে না’, ‘সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করো, দেশে কল্যাণের জন্য কাজ করো’, ‘নিরপেক্ষভাবে তথ্য যাচাই করে নাগরিক অধিকার সুরক্ষিত করতে হবে’, ‘এনআরসি ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে’ ইত্যাদি প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতল পুড়িয়ে প্রতিবাদী মানুষজন ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভ সমাবেশে মুসলিমদের পাশপাশি দলিত, আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরে এক জমায়েতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘অনেক আদিবাসী ভাইবোনেরা এখানে আছেন, যাদের কোনো নথি নেই, তাহলে তাদের কী বাংলাদেশে পার করে দেবে মোদি সরকার? আমরা মুসলিম হয়ে ওয়াদা করছি যে, আমরা আদিবাসী ভাইবোনেদের পাশি আছি। কোনোভাবেই তাদের বিরুদ্ধে অত্যাচার, জুলুম, তাদের নাগরিকত্ব কেড়ে নেয়ার কোনরকম ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না, মেনে নেবো না।’
অসমের করিমগঞ্জ উত্তরের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তার ভাষণে বলেন, ‘আমার খুব দুঃখ হয় যে, ২০১৪ সালের ভোটার লিস্ট অনুযায়ী আমারা ভোট দিয়েছি, ২০১৬ সালের ভোটার লিস্টে নাম আছে, ২০১৮ সালের ভোটার লিস্টেও নাম আছে। কিন্তু সেই মানুষদেরও আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হয়! বারবার অসমের বাঙালিদের এভাবে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। নথিপত্র কেবল বাঙালিদের জন্য দরকার, কিন্তু কিছু মানুষের জন্য নথির কোনো দরকার হয় না। যাদের নাম নেই তারা যখন এনআরসি কেন্দ্রে কারণ জানতে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে, ‘টেকনিক্যাল এরর’, ‘নো রিজন’ ইত্যাদি। কিন্তু এসব তো তাদের সমস্যা আমাদের কেন সেজন্য দুর্ভোগে পড়তে হবে?’
জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজিস-এর সর্বভারতীয় সভাপতি সুকৃতিরঞ্জন বিশ্বাস বলেন, ‘দলিত ও মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কে কী আইন করল তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেজন্য দলিত ও মুসলিমদের একে অন্যের সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অঙ্গীকার গ্রহণ করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মুহাম্মদ নূরুদ্দিন, অসমের করিমগঞ্জ উত্তরের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজিস-এর সর্বভারতীয় সভাপতি সুকৃতিরঞ্জন বিশ্বাস,স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (এসআইও) পশ্চিমবঙ্গের সংগঠন সম্পাদক শেখ খালিদ আলী, এসআইও’র জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, ‘সদ্ভাবনা মঞ্চ’-এর রাজ্য আহ্বায়ক মুহাম্মদ তাহেরুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে সেবাখাতে দুর্নীতিতে শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় দুর্নীতিতে শীর্ষ পাসপোর্ট অফিস হাইলাইটরংপুর এক্সপ্রেস: ২০১৭ সালে সার্বিকভাবে বাংলাদেশের ৬৬.৫ শতাংশ মানুষ সেবাখাতগুলোতে দুর্নীতির শিকার হয়েছেন। সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দ্বিতীয় স্থানে রয়েছে পাসপোর্ট অফিস, তৃতীয়- বিআরটিএ এবং চতুর্থ স্থানে রয়েছে বিচারিক ব্যবস্থা। দেশের সেবাখাতের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত জাতীয় খানা জরিপ ২০১৭- এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, “দেশজুড়ে একটি খানা জরিপ পরিচালনা করে টিআইবি। এতে সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জনগণের মতামত জানতে চাওয়া হয়। যেখানে ২০১৭ সালে সার্বিকভাবে ৬৬.৫ শতাংশ মানুষ সেবাখাতগুলোতে দুর্নীতির শিকার হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭২.৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট অফিস ৬৭.৩ শতাংশ এবং বিআরটিএ-তে ৬৫.৪ শতাংশ দুর্নীতি হয়েছে।”
জরিপে বলা হয়, “বাংলাদেশে ২০১৬-১৭ অর্থবছরে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৯০ লাখ টাকা। এটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ।”
[caption id="" align="aligncenter" width="750"] বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।[/caption]
সংবাদ সম্মেলনে জানানো হয়, “২০১৭ সালে টিআইবি শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রশাসন, ভূমি সেবা, কৃষি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, বিদ্যুৎ, ব্যাকিং, বিআটিএ, কর ও শুল্ক, এনজিও, পাসপোর্ট, বীমা, গ্যাস সেবা খাতে জরিপ করে টিআইবি। এর মধ্যে নিম্ন আয়ের মানুষই বেশি দুর্নীতির শিকার ও ঘুষ দিতে বাধ্য হয়। এর পেছনে একটা বড় কারণ হলো, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না এমন একটা পরিবেশ ও ধারণা।”
‘সেবা খাতে দুর্নীতি, জাতীয় খানা জরিপ ২০১৭’ শীর্ষ ওই গবেষণা জরিপে প্রধানত ১৫টি সেবা খাতে সেবা গ্রহণের দুর্নীতির শিকার হওয়ার বিষয় নিয়ে জরিপ চালানো হয়। সেবা খাতে দুর্নীতি হ্রাসে ১২ দফা সুপারিশও পেশ করে টিআইবি। অনুষ্ঠানে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।
রংপুরে ধর্ষিত মাদ্রাসা শিক্ষিকার মামলা
উত্তরাঞ্চল ধর্ষণ ধর্ষিত মাদ্রাসা শিক্ষিকা মামলা রংপুর হাইলাইটরংপুর: রংপুরের তারাগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকাকে (৩০) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে তারাগঞ্জ থানায় ওই শিক্ষিকা আনোয়ার নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিকের বিরুদ্ধে এ মামলা করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক আনোয়ার হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার দৌলতপুরের একটি বাসায় তারাগঞ্জে হাড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার ওই শিক্ষিকাকে ধর্ষণ করেন। এরপর ওই শিক্ষিকা আনোয়ারকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন।
ওই শিক্ষিকা অভিযোগ করেন, দেড় বছর আগে মুঠোফোনে আনোয়ারের সঙ্গে পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ আগস্ট আনোয়ার দৌলতপুরের একটি বাসায় আমাকে ডেকে নেন। একপর্যায় সেখানে আমাকে ধর্ষণ করেন। এখন বিয়ের কথা বললে আনোয়ার অসম্মতি জানান। বাধ্য হয়ে আমি আনোয়ারের বিরুদ্ধে মামলা করি। মামলা করার পর আনোয়ার আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি এ বিষয়ে তেমন কিছু জানিনা তবে আনোয়ার দুই দিন থেকে হাসপাতালে অনুপস্থিত আছে বলে জানান তিনি। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, শিক্ষিকার অভিযোগ পেয়ে থানায় তা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হবে।
রংপুরে হেলমেট ছাড়া জ্বালানি পাচ্ছে না মোটরসাইকেল চালকরা
উত্তরাঞ্চল জ্বালানি মটরসাইকেল চালক রংপুর হেলমেট ছাড়ারংপুর: রংপুরে পুলিশ প্রশাসনের আহ্বানের সাড়া দিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রল ও অকটেন বিক্রি করছেন না পাম্প মালিকরা। গতকাল সকাল থেকে সারাদিন নগরীর বেশ কয়েকটি তেল এমন চিত্র দেখা গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে চালকরা পাম্পের পাশে মোটরসাইকেল রেখে দোকান থেকে নতুন হেলমেট কিনে তা দেখিয়ে পেট্রল বা অকটেন সংগ্রহ করছেন।
এর আগে গত বুধবার দুপুরে রংপুর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ পাম্প মালিক সমিতির সভাপতি মোস্তফা সরোয়ার টিটুকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি বিক্রি না করার আহ্বান জানান। গত বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বর ইউনিক পাম্প, শাপলা ব্রিজ সংলগ্ন রহমান পাম্প, সাতমাথা রোডের আব্দুল্লাহ পাম্পসহ স্টেশন রোডের ছালেক পাম্প, বাংলাদেশ ব্যাংক মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পাম্পটিতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের অনেকেই জ্বালানি নিতে এসে ফিরে যান।
রংপুর চেম্বারের প্রেসিডেন্ট ও পেট্রল মালিক সমিতির সভাপতি মোস্তফা সরোয়ার টিটু সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে। বিষয়টি অতি গুরুত্বসহকারে নিয়েছি। বৈঠক ডেকে এর কার্যকর সিদ্ধান্ত নেবো এবং মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে জন্য পোস্টারিংও করা হবে।
তিনি জানান, রংপুরে ৩৭টি পেট্রল পাম্প রয়েছে। পেট্রল নিতে মোটরসাইকেল চালকদের পাম্পে আসতে হয়। এই পাম্প থেকে প্রতিদিন শত শত লিটার পেট্রল বিক্রি হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ বলেন, সড়ক-মহাসড়ক ছাড়াও আঞ্চলিক সড়কেও এখন অহরহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। মাথায় হেলমেট না থাকার কারণে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের প্রায়ই বড়ধরনের ক্ষতি হচ্ছে বেশি। কিন্তু হেলমেট থাকলে এ ক্ষতিও কম হয়। তাই মোটরসাইকেল দুর্ঘটনা রোধে পেট্রল পাম্প মালিকদের এ আহ্বান জানানো হয়। তারা এ আহ্বানে সাড়া দিয়েছেন।
মোবাইলে প্রেম, বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে গণধর্ষণ
গণধর্ষণ জাতীয় বিয়ের প্রলোভন মোবাইলে প্রেম সারাদেশ হাইলাইটসারাদেশ: পটুয়াখালীতে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরীকে (১৭) বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ২৬ আগস্ট সন্ধ্যার পর শহরের পিটিআই রোডের আনিস কন্টেকটারের বাসার ২য় তলার একটি রুমে বিয়ের প্রলোভন দেখিয়ে মিরাজ ওই কিশোরীকে ডেকে নিয়ে কয়েকবন্ধু মিলে গণধর্ষণ করে।
অভিযুক্তরা হলেন- শহরের সিমুলবাগ এলাকার হানিফ মোল্লার ছেলে মিরাজ (১৭), একই এলাকার সাদু সিকদারের ছেলে আরমান (২০), কলাতলা এলাকার আশরাফ আলীর ছেলে হাসিব (২০) এবং পিটিআই রোডের মৃত হাবিবুর রহমানের ছেলে মারুফ রহমান তুষার (১৯)।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের ওই কিশোরীর সঙ্গে বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনে মিরাজের প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন রাতে শহরের পিটিআই রোডের আনিস কন্টেকটারের বাসার ২য় তলার একটি রুমে মিরাজ ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় উপস্থিত মিরাজের তিন বন্ধুও তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে গত দুই দিন শহরের বিভিন্ন এলাকায় নিয়ে ঘোরাঘুরি করলেও তাকে বিয়ে করেনি মিরাজ। পরে গত বুধবার রাতে ওই কিশোরী সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, দুই চালক নিহত
উত্তরাঞ্চল দিনাজপুর বাস-ট্রাক সংঘর্ষে আগুন হাইলাইটদিনাজপুর: দিনাজপুরের কাহারোলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়িতেই আগুন লেগে বাস ও ট্রাকের দুই চালকই দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী বাস কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং বিপরীতমুখী একটি ট্রাকের (যশোর-ড-১১-৪১৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রাত ১০ টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব জানান, দুর্ঘটনার পর বাসে আগুন ধরে য়ায়। এ সময় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করে বাস থেকে নেমে পড়ে। আগুনের কারণে আশপাশের মানুষও ভয়ে দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেননি। এদিকে এই ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে রাত ১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির
আরপিও সংশোধন ইসি জাতীয়ঢাকা: আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে বৃহস্পতিবার সকালে এক সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, “আমরা (নির্বাচন কমিশন)আরপিও সংশোধনে একমত হয়েছি, সংশোধিত আরপিও নিরীক্ষার জন্য আইন মন্ত্রনালয়ে পাঠানো হবে।”
সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানানোর সময় প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও নেননি তারা। সংসদে (একাদশ সংসদ নির্বাচনে) ইভিএম ব্যবহার হবে- এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এক কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫ সদস্যের কমিশনের একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন।” মাহবুব তালুকদারের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও, সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে সংস্কারের পক্ষে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন “উনি (মাহবুব তালুকদার) ভিন্ন পোষণ করেছেন। আমরা চারজন সম্মত হয়েছি।”
তবে সাংবাদিকদের প্রশ্নে সিইসি বলেছেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও নেননি তারা। “সংসদে (একাদশ সংসদ নির্বাচনে) ইভিএম ব্যবহার হবে- এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।” চালুর পর এতদিন ইভিএম সংসদ নির্বাচনে ব্যবহার করা হয়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বরাবরই ইভিএম ব্যবহারের পক্ষে, অন্যদিকে বরাবরই এর বিরোধিতা করে আসছে বিএনপি।
রাজনৈতিক দলগুলোর মতৈক্য না হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলে এতদিন জানালেও হঠাৎ করেই ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নিজেদের এই অবস্থানে পক্ষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছি। সংসদের জন্য প্রয়োজনীয় আইনগত সংস্কার হলে সংসদে ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে। কমিশন কোনও সময়ে সিদ্ধান্ত নিলে প্রস্তুতি নেওয়া যাবে।”
বঙ্গমন্ধুর খুনীদের রায় কার্যকরের দাবিতে কুড়িগ্রামে যুবলীগের সমাবেশ
কার্যকরের দাবি কুড়িগ্রাম বঙ্গমন্ধুর খুনীদের রায়কুড়িগ্রাম: ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবীতে ও ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় গ্রেনেড হামলাকারী খুনীদের ফাঁসির দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
আজ বৃহস্পতিবার দুপুর শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় স্তম্ভে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট আব্রাহাম লিংকন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ, মমিনুর রহমান মমিন, যুবলীগ নেতা আতাউর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। এছাড়াও ২১ আগষ্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দিশ্যে গ্রেনেড হামলাকারী খুনীদেরও ফাঁসির দাবী জানান।
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরাঞ্চল কুড়িগ্রাম জলবায়ু পরিবর্তন বিষয়ক সভাকুড়িগ্রাম: জলবায়ূ পরিবর্তনের ক্ষয়ক্ষতি বিষয়ে মানুষের সহনশীল সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার বাংলাদেশের স্থায়ীত্বশীল উন্নয়নে জলবায়ূ পরিবর্তনে সমন্বিত অভিযোজন প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয়, ইউএনডিপি এবং জেলা প্রশাসন যৌথভাবে এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ড. আমিনুল ইসলাম, ড. রোকেয়া খাতুন প্রোগ্রাম ডেভলপমেন্ট স্পেশালিস্ট আরিফ এম রহমান ও পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয়ের ডিপুটি সেক্রেটারী এএসএম ফেরদৌস উপস্থিত ছিলেন। প্রকল্পটি ৫ বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কুড়িগ্রাম, রাঙামাটি এবং চট্টগ্রাম-এই ৩ জেলা বাস্তবায়িত হবে।
রৌমারীতে কওমী মাদ্রাসার শিক্ষকের লালসায় অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী
news অন্তসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী রৌমারী লালসাকুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলায় উত্তর বাইটকামারী কওমী মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আব্দুল বাছেদ হুজুরের লালসায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী ৫মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। উপজেলার উত্তর বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে। মাওলানা আব্দুল বাছেদ উত্তর বাইটকামারী গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে।
ছাত্রী পাখিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আল কোরান শিক্ষা করার জন্য সাড়ে ৫মাস আগে ঐ কওমী মাদ্রাসার হুজুরের কাছে পড়তে যায় সে। সে সময় ঐ সুযোগে উত্তর বাইটকামারী গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে কওমী মাদ্রাসার মুহ্তামিম মাওলানা আব্দ বাছেদ ঐ ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, উত্তর বাইটকামারী গ্রামের সাদিনা পাগলার মেয়ে ও পূর্ব পাখিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐ ছাত্রীকে আল্লাহ্র গজবের ভয় দেখিয়ে মাওলানা আব্দুল বাছেদ তাকে সাড়ে ৫মাস থেকে একটানা ধর্ষন করে আসছে। ঐ চতুর্থ শ্রেণির ছাত্রীর পেট বড় হয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ২৯ আগষ্ট রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করে জানতে পারে সে ৫মাসের অন্তসত্তা । এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় শুরু হয়েছে।
মেয়ের বাবা সাদিনা পাগলা জানান, আমি গরীব মানুষ। আমার মেয়েকে ৫মাসের গর্ভবতী করছে মাদ্রাসার হুজুর বাছেদ। আমি কার কাছে বিচার দিমু আমার বিচার কে করবো। গ্রামের বড় বড় দেওয়ানীরা হুজুরের পক্ষ নিয়া মিমাংসা হওয়ার জন্য চাপ দিতেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. কাবেল উদ্দিন জানান, চতুর্থ শ্রেণির ছাত্রী ৫মাসের অন্তসত্তার ঘটনা সম্পূর্ণ সত্য এলাকাবাসী বসে আপোষ মিমাংসা করার কথা শুনছি। এ বিষয়ে আমার কাছে কোন পক্ষ আসে নাই।
তবে এ ব্যাপারে অভিযুক্ত ঐ হুজুরের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এমনকি মাওলানা আব্দুল বাছেদ এর মোবাইল নাম্বারটিও ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বন্ধ রয়েছে। পাশ্ববর্তী লোকজন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর ঐ হুজুরসহ তার পরিবারের লোকজন ঘর-বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে।
পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে একজনের আত্বহত্যা
আত্বহত্যা পঞ্চগড়পঞ্চগড়: পঞ্চগড় সদরের সাতমেড়া এলাকায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে জুল মোহাম্মদ (৪৫) নামে একজন আত্বহত্যা করেছে। আজ বুধবার (২৯ আগষ্ট) বিকেলে সদর উপজেলার সাতমেড়া এলাকার নুনিয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মহির উদ্দীনের ছেলে।
[নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত]
পরিবার সূত্রে জানা যায়, জুল মোহাম্মদ মানসিক রোগে ভুগছিলেন। বুধবার বিকেলে বাড়ির লোকের অজান্তে আত্বহত্যা করেছে। পঞ্চগড় সদর থানার এসআই সাজু মিয়া জানান, কেন আত্মহত্যা করেছে তা জানা যায় নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
[কাউনিয়ায় অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে টানটান উত্তেজনা, রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা]
কাউনিয়ায় অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে টানটান উত্তেজনা, রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা
অধ্যক্ষ পদ আশঙ্কা উত্তরাঞ্চল কাউনিয়া টানটান উত্তেজনা রক্তক্ষয়ী সংর্ঘষ রংপুরকাউনিয়া, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অধ্যক্ষের পদে নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বেঁধে যেতে পারে রক্তক্ষয়ী সংর্ঘষ।
জানাগেছে, টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হোসেন আলী অবসর গ্রহন করার পর কলেজের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেনকে লিখিত দায়িত্ব দেন। এই দায়িত্ব নিয়ে অপর সিনিয়র শিক্ষক রবিউল করিম লিটন আদালতে একটি মামলা দায়ের করেন, সেই মামলাটি এখনো বিচারাধীন। পরবর্তিতে উভয়ের সম্মতিতে কলেজের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জুনিয়র শিক্ষক হাসিনা বুলবুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিলে তিনি সুষ্ঠু ভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এরই মধ্যে পত্রিকায় কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন থেকেই শুরু হয় নানা রাজনৈতিক সমীকরণ।
সভাপতির ভাষ্য অনুযায়ী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম পরিচালনা না করায় জটিলতা বারতে থাকে। ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বলা হয় অধ্যক্ষ পদে আবেদনের যোগ্যতা সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই যোগ্যতা সভাপতির মনোনিত প্রার্থীর না থাকায় জটিলতার মাত্রা নুতন রুপ নেয়। আর্থিক লেনদেনের কারনে কতিপয় দুর্বৃত্ত্বরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বুলবুলের স্বামী কাউনিয়া কলেজের লাইব্রেরিয়ান ফেরদৌস আলম লেলিনকে অপহরন করে। একদিন পর তাকে উদ্ধার করা হয়। সে বিষয়ে একটি মামলা হয়। এ মামলাটিও বর্তমানে বিচারাধীন। এরপর থেকে হাসিনা বুলবুলকে অধ্যক্ষের চেয়ার থেকে সরানোর নানা পায়তারা চলতে থাকে।
[বালিয়াডাঙ্গীতে স্লিপের বরাদ্দের টাকা হরিলুটের অভিযোগ]
সর্বশেষ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ও শিক্ষক প্রতিনিধি বাদ দিয়ে গোপনে নতুন একটি রেজুলেশন খাতায় কমিটির কতিপয় সদস্য নিয়ে রেজুলেশন করে সিনিয়র শিক্ষক উপজেলার বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহজাহান মিয়াকে দায়িত্ব দেয়। তারই প্রেক্ষিতে ঈদের ছুটি শেষে আজ বুধবার (২৯ আগষ্ট) কলেজ খুললে সভাপতি স্ব-দলবলে লোকজন নিয়ে শাহজাহান মিয়াকে অধ্যক্ষের চেয়ারে বসাতে গেলে প্রতিষ্ঠানের শিক্ষকসহ হাসিনা বুলবুলের লোকজন বাধঁসাধেঁ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শুরু হলে স্থানীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠানে গিয়ে উভয় পক্ষকে জানায়, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি সমাধান করবেন। সে পর্যন্ত নতুন কাউকে দায়িত্ব দেয়া যাবে না।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বুলবুল জানান, আমি দায়িত্ব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু সেটি নিয়ম মাফিক হতে হবে। অপরদিকে প্রতিষ্ঠানটির সভাপতি শফিকুল ইসলাম শফি জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের নানা অনিয়মের কারনে তাকে সরিয়ে সিনিয়র শিক্ষক শাহজাহান মিয়াকে প্রতিষ্ঠানের স্বার্থে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত গত ১৬আগষ্ট ২০১৮ ইং তারিখে নিয়েছে কমিটি। কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ জানান, উত্তেজনা বিরাজ করছিল, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ সংবাদ লেখা পর্যন্ত এলাকাবাসী জানান, উভয় দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেতে পারে।
বালিয়াডাঙ্গীতে স্লিপের বরাদ্দের টাকা হরিলুটের অভিযোগ
উত্তরাঞ্চল এক্সক্লুসিভ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী স্কুল লেভেল ইমপ্রুভম্যান্ট স্লিপ হরিলুটঠাকুরগাঁও: বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বা স্কুল লেভেল ইমপ্রুভম্যান্ট (স্লিপ)-এর বরাদ্দের টাকা হরিলুট হয়েছে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায়। বেশির ভাগ স্কুলে টাকা উত্তোলনের দুই মাস অতিবাহিত হলেও কাজ করা হয়নি। অভিযোগ উঠেছে, কোনো কোনো স্কুলের প্রধান শিক্ষক নামমাত্র কাজ করে দায় সেরেছেন। আবার কোনো কোনো প্রধান শিক্ষক জোড়াতালি কাজ করে ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা হজমের চেষ্টা করেছেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় গত অর্থবছরে ৪০ হাজার করে স্লিপের টাকা বরাদ্দ পায়। এতে বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ৫৫ লাখ ২০ হাজার টাকা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরাদ্দের সমুদয় টাকা পাওয়ার দুই মাস অতিবাহিত হলেও কাজ শুরু করেননি ভানোর দীঘিপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৌলা দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। অথচ সকল বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়েছে গত ৩০ জুনের মধ্যে। যদিও দাপ্তরিক নির্দেশনা ছিল নিজেদের টাকা দিয়ে ৩০ জুনের মধ্যে সকল প্রতিষ্ঠানের কাজ শতভাগ সম্পাদন করে সঠিক বিল ভাউচার দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন করার। এ নির্দেশনাও মানা হয়নি। অন্যদিকে কিছু প্রতিষ্ঠানে কাজ শুরু হলেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, স্লিপের টাকা বরাদ্দ পাওয়ার পর যাচ্ছেতাই করে চলেছেন স্কুল প্রধান শিক্ষকরা।
[ফকিরের আস্তানা থেকে গুপ্তধন চুরির গুঞ্জনে তোলপাড়! ]
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, চলতি অর্থ বছরে স্লিপের বরাদ্দের ৪০ হাজার টাকা মধ্যে ১০ হাজার টাকা দিয়ে প্রতিষ্ঠানের সমাবেশ বেদী নির্মাণ, বছরে ৫টি দিবস পালনের জন্য ৫ হাজার টাকা, ক্যাচমেন্ট এলাকার ম্যাপ ক্রয়ের জন্য ১ হাজার টাকা, সাউন্ড সিস্টেম মেরামত বাবদ ১ হাজার, টাকা, সীমানা প্রাচীরের পার্শ্বে বৃক্ষরোপনের জন্য ১ হাজার টাকা, সিটিজেন চার্টার ক্রয় বাবদ ১ হাজার, কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা পুরস্কার, বিদ্যাললয়ের নাম ফলক, পতাকা স্ট্যান্ড পাইপ ক্রয়সহ অন্যান্য খাতে খরচের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে নির্দেশনা প্রদান করা হয়।
অন্যান্য প্রতিষ্ঠানের মতো ৪২ নং গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ৪০ হাজার টাকা বরাদ্দ পায়। বরাদ্দ পাওয়ার পর উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসলিম উদ্দীনের বিরুদ্ধে গত ১৬ আগস্ট বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নানের বরাবর স্লিপের কাজে নিম্নমান সামগ্রী ব্যবহার করে টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আলী।
ইমরান আলীর সাথে কথা বলে ও অভিযোগ সুত্রে জানা গেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ করেছেন। প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে সমাবেশবেদী নির্মাণ বাধ্যতামূলক করা হয়। তার বিপরীতে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এই সমাবেশবেদী নির্মাণে নতুন ইট ব্যবহার না করে উক্ত স্কুলের প্রধান শিক্ষক পুরাতন ইট অর্থাৎ পূর্বে ব্যবহৃত ইট ব্যবহার করে টাকা আত্মসাৎ করেছেন।
জানতে চাইলে গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক মসলিম উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগকারীর অভিযোগটি সত্য নয়। অন্য বিদ্যালয় সমাবেশবেদী দুই নম্বর ইট দিয়ে করলেও আমি এক নম্বর ইট দিয়ে করেছি।
[দিনাজপুরে বিশাল আকৃতির কাঁঠাল দেখতে হাজারো মানুষের ভিড়]
এ বিষয়ে লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, স্লিপের টাকার ভাগ বিভিন্ন জায়গায় দিতে হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিরাও এতে ভাগ বসায় এবং আমাকেও দিতে হয়েছে। বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (একাংশের) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, ঢালাওভাবে সব প্রতিষ্ঠানে এ অভিযোগ সত্য নয়। কিছু কিছু বিদ্যালয়ের শিক্ষক এ বিষয়ে জড়িত মর্মে শুনেছি।
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সিদ্দিকী জানান, গত অর্থবছরের ৩০ জুনের মধ্যে কাজ সম্পাদন করে বিল তোলার কথা। কিন্তু কিছু প্রতিষ্ঠান নানা জটিলতার কারণে কাজ করতে পারেনি বলে আমি শুনেছি। তবে সরকারি নির্দেশনা ছিল নিজেদের টাকায় ৩০ জুনের মধ্যে কাজ শেষ করে টাকা উত্তোলন করার।
[কাউনিয়ায় অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে টানটান উত্তেজনা, রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা]
জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ. মান্নান বলেন, ভানোর গান্ডিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী (পুরাতন ইট) দিয়ে প্রতিষ্ঠানের বেদী নির্মাণ হচ্ছে এমন একটি অভিযোগ স্থানীয়রা আমার দপ্তরে জমা দেয়। যেহেতু অভিযোগটি অন্য দপ্তরের, তাই অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বলা হয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামশুল আলম বলেন, নিম্নমানের পুরাতন ইট দিয়ে সমাবেশবেদী নির্মাণের একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান কাজ শুরু করেনি, তাদের তাগাদা দেয়া হয়েছে বলে জানান তিনি।
দিনাজপুরে বিশাল আকৃতির কাঁঠাল দেখতে হাজারো মানুষের ভিড়
উত্তরাঞ্চল কাঁঠাল দিনাজপুর বিশাল আকৃতির কাঁঠালদিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি কাঁঠাল দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। কারণ কাঁঠালটির আকৃতি বেশ বড়। ওজন ৮০ কেজি। বর্তমানে কাঁঠালটি কাহারোল উপজেলা কার্যালয়ে রাখা হয়েছে। কাঁঠালটির মালিক কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর গ্রামের মো. আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের বসত বাড়ির আঙিনায় একটি গাছে তিনটি কাঁঠাল ধরে। প্রথম থেকেই কাঁঠালগুলোর আকৃতি গ্রামের মানুষকে আকৃষ্ট করে। গত মঙ্গলবার একটি কাঁঠাল ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন আহম্মেদ দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন। সেখানে কাঁঠালটি ওজন করা হয়। এতে দেখা যায় বিশাল আকৃতির কাঁঠালটির ওজন ৮০ কেজি।
কাঁঠালের মালিক আমিনুল ইসলাম জানান, গাছটিতে এবারই প্রথম তিনটি কাঁঠাল ধরে। কাঁঠালগুলো আকারে বেশ বড় বড়। কিন্তু এতো বড় হবে তা তিনি ভাবতে পারেননি। মঙ্গলবার কাঁঠালটি পাড়ার সময় চেয়ারম্যান সাহেবকে খবর দিলে তিনি কাঁঠালটি দেখতে আসেন। পরে কাঁঠালটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন আহম্মেদ কাঁঠালের ওজন ৮০ কেজি নিশ্চিত করে বলেন, তিনি জীবনে এতো বড় কাঁঠাল দেখেননি। তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার দৃষ্টিতে আনার জন্য কাঁঠালটি উপজেলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কাঁঠালটি আমার চেয়ে ওজনে বেশি। এ সময় তিনি রসিকতা করে বলেন, আমার ওজন ৭২ কেজি আর কাঁঠালের ওজন ৮০ কেজি। এদিকে কাঁঠালের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য মঙ্গলবার বিকেল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লোকজন ভিড় জমাচ্ছেন।