দিনাজপুরে বিশাল আকৃতির কাঁঠাল দেখতে হাজারো মানুষের ভিড়

admin August 29, 2018

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি কাঁঠাল দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। কারণ কাঁঠালটির আকৃতি বেশ বড়। ওজন ৮০ কেজি। বর্তমানে কাঁঠালটি কাহারোল উপজেলা কার্যালয়ে রাখা হয়েছে। কাঁঠালটির মালিক কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর গ্রামের মো. আমিনুল ইসলাম।


স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের মো. আমিনুল ইসলামের বসত বাড়ির আঙিনায় একটি গাছে তিনটি কাঁঠাল ধরে। প্রথম থেকেই কাঁঠালগুলোর আকৃতি গ্রামের মানুষকে আকৃষ্ট করে। গত মঙ্গলবার একটি কাঁঠাল ৫নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন আহম্মেদ দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন। সেখানে কাঁঠালটি ওজন করা হয়। এতে দেখা যায় বিশাল আকৃতির কাঁঠালটির ওজন ৮০ কেজি।


কাঁঠালের মালিক আমিনুল ইসলাম জানান, গাছটিতে এবারই প্রথম তিনটি কাঁঠাল ধরে। কাঁঠালগুলো আকারে বেশ বড় বড়। কিন্তু এতো বড় হবে তা তিনি ভাবতে পারেননি। মঙ্গলবার কাঁঠালটি পাড়ার সময় চেয়ারম্যান সাহেবকে খবর দিলে তিনি কাঁঠালটি দেখতে আসেন। পরে কাঁঠালটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


চেয়ারম্যান মো. শরীফ উদ্দীন আহম্মেদ কাঁঠালের ওজন ৮০ কেজি নিশ্চিত করে বলেন, তিনি জীবনে এতো বড় কাঁঠাল দেখেননি। তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার দৃষ্টিতে আনার জন্য কাঁঠালটি উপজেলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কাঁঠালটি আমার চেয়ে ওজনে বেশি। এ সময় তিনি রসিকতা করে বলেন, আমার ওজন ৭২ কেজি আর কাঁঠালের ওজন ৮০ কেজি। এদিকে কাঁঠালের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য মঙ্গলবার বিকেল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লোকজন ভিড় জমাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three