কারা হেফাজতে আইনজীবীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
news জাতীয় নির্বাচিত পঞ্চগড় সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টঅনলাইন ডেস্ক:
কারা হেফাজতে অগ্নিদগ্ধ হওয়ার পর হাসপাতালে আইনজীবী পলাশ কুমার রায়ের (৩৬) মৃত্যুর ঘটনায় পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিচারিক তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ তদন্ত কাজে প্রয়োজনীয় সহযোগিতা করতে পঞ্চগড়ের জেলা প্রশাসক, জেলা কারাগারের প্রধান ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (০৮ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে কারাগারে কারাবন্দিকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আদালত ২৩ জুন দিন ঠিক করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। রিটকারীর পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নিজেই শুনানি করেন।
আদেশের পরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, পঞ্চগড়ের সন্তান (পলাশ) ঢাকা বারের একজন অ্যাডভোকেট। উনি মানহানির মামলায় পঞ্চগড় জেলা কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালে গত ২৬ তারিখে (এপ্রিল) ওনাকে কে বা কারা শরীরে পেট্রোল বা কেরোসিন জাতীয় পদার্থ দিয়ে আগুন লাগিয়ে আহত করে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমি বাদী হয়ে হাইকোর্টে এ ঘটনায় রিট করি।
‘জেলা কারাগারে এই যে ব্যর্থতা তাকে সিকিউরিটি দিতে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ ব্যাপারে রুল দিয়েছেন আদালত। একই সঙ্গে বলে দিয়েছেন পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে আরেকজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন বিচারিক তদন্তের জন্য এবং ডিসি, কারাগারের সুপার এবং এসপি ওনারা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন তদন্তের ব্যাপারে। ৩০ দিনের মধ্যে প্রতিবেদনটা আদালতে জমা দিবেন।’
সায়েদুল হক সুমন আরও বলেন, ‘আদালত এ কথা বলেছেন এ ছেলেটা যদি কোনো কারণে এই যে অভিযোগ, হত্যা করা না হয়ে থাকে, সে যদি সুসাইডও করে থাকে, তাও এটা বের হয়ে আসা দরকার যে, আগুনে জ্বলার মতো পদার্থ কই পেলো কিভাবে আগুন দিলো এ ব্যাপারটা সামনে আসা জরুরি।’
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সোমবার (৬ মে) রিট করেন। বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী পলাশ জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগিয়া গ্রামের প্রণব কুমার রায়ের ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে একটি প্রতিষ্ঠানের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৫ মার্চ দুপুরে মানববন্ধন করার সময় প্রধানমন্ত্রীর নামে পলাশ কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। রাজীব রানা নামে এক তরুণ তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
তাকে আটক করে ২৬ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৬ এপ্রিল কারা হাসপাতালের বাথরুমে অগ্নিকাণ্ডের শিকার হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত ৩০ এপ্রিল দুপুরে চিকিত্সাধীন অবস্থায় পলাশ মারা যান। রিটের বিবাদীরা হচ্ছেন, স্বরাষ্ট্র সচিব, আইজি প্রিজন, রংপুর বিভাগের ডিআইজি ও পঞ্চগড় কারাগারের জেলার।
শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহে শেষ শ্রদ্ধা
news জাতীয় নির্বাচিত সুবীর নন্দীঅনলাইন ডেস্ক:
জাতীয় শহীদ মিনারে বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার (৮ মে) বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এই সংগীতশিল্পীর মরদেহ।
এ সময় তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ আরো অনেকে।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী শ ম রেজাউল করিম, খালিদ মাহমুদ এমপি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউছার, অসিম কুমার উকিল, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগ, কবিতা পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, গণফোরাম, জগন্নাথ হল অ্যালামনাই, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আইন ও সালিশ কেন্দ্র, ডাকসুর নেতৃবৃন্দ সুবীর নন্দীর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছে।
দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিক নিহত
news দেশজুড়ে সেপটিক ট্যাংকদিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক (৪৫) ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো. নাসিম (৩৫)।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল ৯ টার দিকে উপজেলার ইসাইল গ্রামে শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে অসাবধানতাবশত ওই দুই শ্রমিক ভেতরে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পরে নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা করা হবে বলে জানান ওসি।
২০ দলে ভাঙন, বিএনপিকে ছাড়াই হতে পারে আলাদা জোট
news বিএনপি রাজনীতিঅনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরিকৃত জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর বিএনপির কাছে অনেকটা গুরুত্বহীন হয়ে পড়েছে ২০ দলীয় জোট। আর এতে করে বিশ দলীয় জোট ভেঙে গিয়ে বিএনপিকে বাইরে রেখেই আলাদা একটা জোট তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০ দলকে গুরুত্বহীন করে ফ্রন্টকেই অগ্রাধিকার দেয় প্রধান শরিক বিএনপি।
সূত্র জানায়, শপথ ঘিরে ফ্রন্টের শরিকদের মধ্যেও চলছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে করণীয় চূড়ান্তে বৃহস্পতিবার জরুরি বর্ধিত সভার আহ্বান করেছে ফ্রন্টের শরিক বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
সভার পর তিনি জরুরি সংবাদ সম্মেলনও করবেন। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরবেন বঙ্গবীর। অনেকেই ধারণা করছেন তিনি ফ্রন্ট ছাড়ার ঘোষণা দিতে পারেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মঙ্গলবার বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় আমাদের দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এরপর দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরবেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বলেন, দলগুলো এখনও বুঝতে পারছে না তাদের অবস্থানটা কি হবে। বিশেষ করে বিএনপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে।
সিনিয়র নেতারা সব নীরব হয়ে গেছেন। এরপর আবার বিএনপির সংসদে যাওয়া পুরো রাজনীতিকে ওলটপালট করে দিয়েছে। আমার যেটা ধারণা- প্রথমত ২০ দলীয় জোট ভেঙে যাবে, থাকবে না।
যারা বেরিয়ে যাবে তারা আলাদা একটা ফ্রন্ট তৈরি করবে, বিএনপিকে বাইরে রেখে। সেক্ষেত্রে বিএনপির অলটারনেটিভ হচ্ছে এখন ড. কামাল হোসেনের সঙ্গে থাকা। এটা ছাড়া বিএনপির কোনো উপায় নেই।
তিনি বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপি এখন রাজনৈতিক মাঠে একা হয়ে পড়েছে। ফলে বিএনপির যে একটা বড় দল হিসেবে গ্রহণযোগ্যতা ছিল সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। শিগগিরই আমরা দেখতে পাব খালেদা জিয়া জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি বিদেশে যাচ্ছেন।
তারেক বলেন, যারা জোট থেকে বেরিয়ে যাবেন তারা তো বিএনপির ওপর ভরসা করত। বিএনপিকে হাতে রেখে যা পাওয়া যায়, হালুয়া-রুটি তাতেই তাদের লাভ। এখন তারা দেখছেন বিএনপি সরকারের সঙ্গে সমঝোতা করে সংসদে গিয়েছে, তাদের পাওয়ার তো কিছু থাকছে না।
লেবার পার্টি বলেন, বিজেপি বলেন, এরা সবাই এখন চেষ্টা করবেন আরেকজনকে সামনে রেখে কাউন্টার বিএনপির মতো একটা দল গঠন করতে। সেক্ষেত্রে আমার ধারণা এলডিপি, বিজেপি একটা ব্যানারে আসবে। হতে পারে আরও দু-চারটা দল নিয়ে তারা একটা ফ্রন্ট দাঁড় করাবে।
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
news জাতীয় নির্বাচিত বন্দুকযুদ্ধঅনলাইন ডেস্ক:
রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার ভোরে আগারগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত আশরাফ আলী ফেনসিডিল ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি একটি পিস্তল ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত আশরাফ মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার বাসিন্দা।
র্যাব ২-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে আগারগাঁও ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকার এলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামাতে বলেন।
এ সময় প্রাইভেটকার থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে যায়।
এ সময় চালক পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থেকে এক যুবককে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে গুলিসহ বিদেশি একটি পিস্তল ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গাড়িতে পাওয়া একটি পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
গুয়েতেমালা কারাগারে গোলাগুলি, নিহত ৭
news আন্তর্জাতিক গুয়েতেমালা গুয়েতেমালা কারাগারঅনলাইন ডেস্ক:
গুয়েতেমালার রাজধানীর কাছে অবস্থিত একটি কারাগারে গোলাগুলির ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। মঙ্গলবার কারাগারের দুই বন্দির মধ্যে প্রথমে মারামারি শুরু হয়। ওই ঘটনা কেন্দ্র করেই পরে সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর রয়টার্স ও এপির।
প্রাথমিক তথ্যে জানা গেছে, মাদক নিয়ে কারাগারের দুই বন্দির মধ্যে প্রথমে মারামারি শুরু হয়। ওই ঘটনা কেন্দ্র করেই পরে সহিংসতা ছড়িয়ে পড়ে। গুয়েতেমালা কারাগার রক্ষণাবেক্ষণের মুখপাত্র কার্লোস মোরালস বলেন, এ ঘটনার পর প্রায় আট ঘণ্টা কারাগারটির নিয়ন্ত্রণ ছিল বন্দিদের হাতে।
পরে সহিংসতা বন্ধ করতে কারাগারটিতে প্রায় এক হাজার ৫০০ সেনা এবং পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়। ইতোমধ্যে কারাগারটিতে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী।
দেশটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মারিও ক্রুজ বলেন, সহিংসতার এই ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। আমরা ইতিমধ্যে সাতজনের লাশ উদ্ধার করেছি এবং শেষ লাশটি উদ্ধারের অপেক্ষায় আছি।
গুয়েতেমালা শহরের কাছে অবস্থিত প্যাভন কারাগারটি ১৯৭০ সালে নির্মাণ করা হয়। কারাগারটির ধারণক্ষমতা মাত্র এক হাজার। তবে এতে বন্দি রয়েছে কমপক্ষে চার হাজার। এর আগে ২০১৬ সালে ওই একই কারাগারে দাঙ্গায় ১৪ জনের মৃত্যু হয়।
নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ৩
news জাতীয় দেশজুড়ে নির্বাচিত নোয়াখালীনোয়াখালীর চাটখিল উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সী রাস্তারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
চাটখিল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, চৌমুহনী থেকে জননী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে যাচ্ছিল।
পথে ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সিরাস্তারসংলগ্ন স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে সরু খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং আহত হন কমপক্ষে ১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
দিনমজুর ছেলেটি গোল্ডেন এ প্লাস পাওয়ায় অবাক গ্রামবাসী
news দিনাজপুর দেশজুড়েগ্রামের সবাই জানে মো. সিফাত ঢালী শুধুই একজন দিনমজুর কিশোর। কেউ কখনও জিজ্ঞাসাও করেনি সে পড়ালেখা করে কীনা? সেই সিফাতই সবাইকে অবাক করে দিয়েছে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন।
পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বাবার সঙ্গে দিনমজুরের কাজ করতো সিফাত ঢালী। এ কারণে ঠিকমতো স্কুলে যেতেও পারতো না সে। এরই মধ্যে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। সেই সিফাত এসএসসিতেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছে।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সিফাত। সে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের আটিপাড়া গ্রামের দিনমজুর মো. লিটন ঢালীর ছেলে। কষ্টের জীবনে তাদের সফলতার এমন গল্প স্বপ্ন দেখাচ্ছে তার পরিবারকে।
সিফাতের পরিবার সূত্রে জানায়, আটিপাড়া গ্রামের লিটন ঢালী অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে দিনমজুরের কাজ করে তিনি সংসার চালিয়ে ৩ মেয়ে ও ১ ছেলেকে লেখাপড়া করান। একা কাজ করে সংসার চালিয়ে সন্তানদের লেখাপড়া যখন বন্ধের পথে তখন বাবার সঙ্গে অভাবের সংসারে হাল ধরে ছেলে সিফাত। সিফাতের বড় বোন আয়শা আক্তার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী, মেঝ বোন তানহা আক্তার আটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী, ছোট বোন গণশিক্ষায় শিশু শ্রেণির ছাত্রী ও মা গৃহিণী।
সিফাতের এ ভালো ফল জেনেও কেন যেন হাসি নেই বাবা-মার মুখে। কারণ একটাই, অভাব। সামনে আরও অনেক পথ হাঁটতে হবে সিফাতকে। এ ভেবে আনন্দ যেন তাদের স্পর্শ করতে পারছে না।
সিফাত জানায়, বাবা কৃষি কাজ করেন। বাবার সঙ্গে আমিও কৃষি কাজে সাহায্য করি। প্রাইভেট পড়তে না পারলেও সহপাঠীদের সাহায্য নিয়ে বাড়িতেই পড়েছি। খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন রয়েছে। জানি না এ স্বপ্ন পূরণ হবে কীনা?
সিফাতের বাবা লিটন ঢালী বলেন, সিফাত এসএসসিতে প্রতিটি পরীক্ষায় অংশ নিয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই।
সিফাতের মা মনি বেগম বলেন, অভাবের সংসার। তাই সন্তান ও স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকি। সিফাত ঠিকমতো ক্লাসে যেতে পারেনি। কষ্ট করেই ভালো ফল করেছে সে। তবে এতো ভালো করবে বুঝতেই পারিনি।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন বলেন, আমাদের কলেজটি এসএসসি পরীক্ষার ফলে তিনবারই জেলায় প্রথম হয়েছে। আমরা শিক্ষার্থীদের ভালো পাঠদানে সহায়তা করে থাকি। সিফাত এবার এসএসসি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সিফাত অনেক মেধাবী। তার পরিবার খুব গরিব। তাই ফ্রি বেতনে পড়ানো হয়েছে সিফাতকে। আমরা সিফাতের উত্তোরত্তর উন্নতি কামনা করছি।
কুষ্টিয়ায় হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন
news কুষ্টিয়া দেশজুড়ে হত্যা মামলাকুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ডাবলু নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মকছেদ আলী প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক, একই এলাকার মৃত খেজের আলী বিশ্বাসের ছেলে আতর আলী, মৃত গোলাম জিলানীর ছেলে জামান হোসেন ওরফে জামিন হুজুর, আনছার আলী মোল্লার ছেলে আসাদুল মোল্লা, কেরামত মালিথার ছেলে রুবেল মালিথা, মৃত রিফাজ উদ্দিন মালিথার ছেলে আসলাম মালিথা ও কেরামত আলীর ছেলে মেহের আলী মালিথা।
এ ছাড়া মামলার আরেক আসামি ইশারত বিশ্বাস মৃত্যুবরণ করায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জুন মিরপুরে আধিপত্য বিস্তার, পুকুরের লিজ এবং হাটের টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে শত্রুতার জেরে ডাবলুকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।
ত্রিদেশীয় সিরিজে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
news খেলাধুলা ত্রিদেশীয় সিরিজঅনলাইন ডেস্ক:
মাহমুদউল্লাহর বোলিং নিয়ে অনিশ্চয়তা থাকায় আগেই আভাস মিলেছিল, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশর সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও রুবেল হোসেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান।
আগের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়া উদ্বোধনী জুটিকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ১৭৯ রানের দারুণ এক ইনিংস খেলা জন ক্যাম্পবেল ছিটকে গেছেন চোটের জন্য। অভিষেক হচ্ছে টেস্ট দলের উইকেটরক্ষক শেন ডাওরিচের।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শেই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল আমব্রিস, অ্যাশলি নার্স, রোস্টন চেইস, শেন ডাওরিচ, জোনাথন কার্টার।
সকাল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। সময় গড়ানোর সঙ্গে পরিষ্কার হয়ে এলো আকাশ। টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবতে হলো না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। নিজেদের সবশেষ সিরিজে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হওয়া দলটি বিশ্বকাপে যেতে চায় জয়ের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। মঙ্গলবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায়।
ওয়েস্ট ইন্ডিজ ও দেশে ক্যারিবিয়ানদের সবশেষ দুটি ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মানসিকভাবে একটু এগিয়েই জেসন হোল্ডারের দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। শেই হোপ ও জন ক্যাম্পবেল গড়েছেন উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। অন্যদিকে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে হেরেছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সঙ্গে নিজেদের সেরা কম্বিনেশন ঠিক করে নেওয়ার লক্ষ্য নিয়ে নামবে মাশরাফির দল।
সাড়ে ছয় হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার
news আন্তর্জাতিক মিয়ানমারঅনলাইন ডেস্ক:
প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে আজ মঙ্গলবার ৬ হাজার ৫২০ বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। দেশটির নববর্ষ উপলক্ষে প্রতিবছরই এভাবে বন্দিদের সাধারণ ক্ষমা করার রেওয়াজ আছে। খবর রয়টার্সের।
মিয়ানমারের ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ এপ্রিল দেশটিতে নতুন বছর শুরু হয়। এই সাধারণ ক্ষমার আওতায় রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩৩) ও কিয়া সোও (২৯) মুক্তি পেয়েছেন।
ইয়াঙ্গুনের কাছে একটি কারাগারে ৫১১ দিন কারাভোগের পর আজ মঙ্গলবার ছাড়া পেলেন রোহিঙ্গা নির্যাতন নিয়ে সংবাদ প্রকাশ করা ওই দুই সাংবাদিক।
২০১৭ সালের ডিসেম্বরে দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞের খবর প্রকাশ করায় রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলায় তাদের আটক করা হয়।
রাখাইনের একটি গ্রামে ১০ নিরীহ রোহিঙ্গাকে বসিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী। অনুসন্ধানী এ খবরটি সচিত্র রয়টার্সে প্রকাশ করায় মূলত তাদের ওপর ক্ষুব্ধ হয় দেশটির সামরিক জান্তারা।
পরে প্রহসনের বিচারের মাধ্যমে তাদের বিরুদ্ধে 'রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস' করার অভিযোগ এনে গত বছরের সেপ্টেম্বরে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।
সুবীর নন্দীর মরদেহ আসবে আগামীকাল
news জাতীয় বিনোদন সুবীর নন্দীঅনলাইন ডেস্ক:
বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ আগামীকাল বুধবার সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি জানান, বুধবার সকালে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছানোর পর প্রথমে নেওয়া হবে তার গ্রিন রোডের বাসায়। পরে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এছাড়া ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনেও নেওয়া হবে তার কফিন।
বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে মারা যান। শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী তার বাবার মৃত্যুর বিষয়টি সিঙ্গাপুর থেকে ফোনে গণমাধ্যমকে নিশ্চিত করেন। শিল্পীর মৃত্যুর খবর পৌঁছানোর পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন।
সুবীর নন্দীর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান। বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন।
সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দীর অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিল্পীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির পর দুইদিনের মাথায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে সিঙ্গাপুর হাসপাতালে পর পর তিনবার শিল্পী হৃদরোগে আক্রান্ত হন। দেশের হাসপাতালে ভর্তি অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। সিঙ্গাপুর হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শিল্পী।
গত ৩০ এপ্রিল শিল্পীকে সিংগাপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে ঢাকায় সিএমএইচ’এ ১৮টি দিন চিকিৎসাধীন ছিলেন। ১২ এপ্রিল সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। ট্রেন থেকে নামিয়ে তাকে দ্রুত ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনিত হলে শিল্পীকে আইসিইউতে রাখা হয়। সেখানে তিনি লাইফসাপোর্টে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভোগছিলেন।
শিল্পী সুবীর নন্দী আধুনিক গানসহ বিভিন্নঘরানার আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার, টিভি, চলচ্চিত্রে অসংখ্য গানে কন্ঠ দিয়েছেন। ১৯৮১ সালে তার প্রথম একক এ্যালবাম ‘ সুবীর নন্দীর গান ’ প্রকাশ পায়। চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
ওলামা-মাশায়েখ-এতিমদের সাথে বিএনপির প্রথম ইফতার
news বিএনপি রাজনীতিঅনলাইন ডেস্ক:
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন ওলামা মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করবেন বিএনপির নেতারা। মঙ্গলবার (৭ মে) প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিবছর রমজানের প্রথম ইফতার করতেন ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে নিয়ে। কিন্তু গত বছর রমজানের আগে থেকে তিনি কারাবন্দি রয়েছেন। তার রেওয়াজ অনুযায়ী দলীয় নেতারা গতবছরও প্রথম রমজানে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে নিয়ে ইফতার করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না। দলীয় নেতারা প্রথম রমজানের ইফতার করবেন ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে।
ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইফতার মাহফিলে বিভিন্ন এতিমখানার কয়েকশ এতিম ছেলে-মেয়ে ও বিশিষ্ট ওলামা-মাশায়েখদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আফ্রিদির অভিযোগ আল্লাহ’র ওপর ছেড়ে দিলেন মিয়াঁদাদ
news আফ্রিদি খেলাধুলাঅনলাইন ডেস্ক:
শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’ একের পর এক বোমা ফাটিয়েই যাচ্ছে। সর্বশেষ এই বইয়ের একটি চুম্বক অংশে পাওয়া গেল, যেখানে আফ্রিদি অভিযোগ করে বসলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক কোচ জাভেদ মিয়াঁদাদের বিরুদ্ধে। জানান, মিয়াঁদাদ মানুষ হিসেবে খুবই ছোট।
গত সপ্তাহের শনিবার পাকিস্তানে গেম চেঞ্জার উন্মোচিত হয়। এই বইতে আফ্রিদি তার ক্রিকেট ক্যারিয়ারে বয়স লুকানোর মতো বিষয় তুলে ধরেন। এছাড়া গৌতম গম্ভীর ও ওয়াকার ইউনিসসহ বেশ কয়েকজনে ক্রিকেটারের সমালোচনা করেন। মিয়াঁদাদ সর্বশেষ সংযোজন।
আফ্রিদি জানান, পাকিস্তানের কোচ থাকাকালে তার ব্যাটিং স্টাইল পছন্দ করতেন না মিয়াঁদাদ। এমনকি ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি।
সাবেক তারকা ক্রিকেটার আফ্রিদির এমন অভিযোগ অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন মিয়াঁদাদ। পিটিআইকে তিনি বলেন, ‘আমি সবকিছুই আল্লাহ’র ওপর ছেড়ে দিচ্ছি। তবে এটা কি সম্ভব টেস্ট ম্যাচের একদিন আগে কোনো খেলোয়াড়কে নেটে অনুশীলনের সুযোগ দেওয়া হচ্ছে না।’
আফ্রিদির সঙ্গে মিয়াঁদাদের কিছু সমস্যা ছিল। তবে পেশাদারি জায়গায় এসবের কোনো স্থান ছিল না বলে জানান ১৯৯২ বিশ্বকাপ জয়ী এই তারকা।
‘আমি তাকে সবসময়ই বলতাম, সে পাকিস্তানের সেরা একজন ক্রিকেটার। তার ব্যাটিং টেকনিক উন্নতির জন্য আমি ঘণ্টার পর ঘণ্টা তার সঙ্গে নেটে কাটিয়েছি।’
এদিকে আফ্রিদির আত্মজীবনীতে এই ধরনের বিতর্কিত ইস্যুতে অবশ্য মিয়াঁদাদ মোটেই বিস্মিত হননি। তিনি জানান বইয়ের বিক্রি বাড়াতেই আফ্রিদির এমন কৌশল।
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
news দেশজুড়ে ধর্ষণ বন্দুকযুদ্ধ রংপুররংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে সুমন নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি ধর্ষণ মামলার আসামি বলে দাবি করছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব ইছলী এলাকায় এই ঘটনা ঘটে।
সুমনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্বেশ্বর গ্রামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী অপহরণ, ধর্ষণ, ছিনতাইসহ ১২টি মামলা আছে।
পুলিশ জানায়, গতকাল রাতে শহিদুলকে গ্রেপ্তার করে গঙ্গাচড়া থানা পুলিশ। পরে স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের চর ইছলী এলাকায় যায় পুলিশ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে সুমন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলির খোসা, একটি দেশি পিস্তল ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, শহিদুল একজন সন্ত্রাসী। তিনি নারী অপহরণ ও ধর্ষণের সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা
news আজিয়াটা টেলিনর তথ্যপ্রযুক্তিঅনলাইন ডেস্ক:
বেসরকারি মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর ও ও রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা এশিয়াতে তাদের ব্যবসা একীভূত করার বিষয়ে আলোচনা করছে। গতকাল দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে একথা জানানো হয়েছে।
এতে নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের যত রকম অবকাঠামো রয়েছে, তা একসঙ্গে ব্যবহার করবে বলে আলাপের কথা উল্লেখ করেছে।
সম্ভাব্য এই নতুন ব্যবসায়িক উদ্যোগের নাম হবে মার্জকো। আর প্রস্তাবিত এই কোম্পানিটির মূল কার্যালয় হবে মালয়েশিয়াতে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
টেলিনর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, তারা এর মালিকানার বড় অংশীদার হবে। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬.৫ শতাংশ। বাকি ৪৩.৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা।
বাংলাদেশের বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। আজিয়াটার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে তারা স্বাধীনভাবেই কাজ করবে।
এতে আরও বলা হয়, এশিয়ার দেশগুলোতে এই দুটি কোম্পানির ৬০ হাজারের মতো টাওয়ার রয়েছে। একত্রে কোম্পানি দুটির সেবা গ্রহণকারীদের সংখ্যা হবে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি।
টেলিনর বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে আজিয়াটার ব্যবসা রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াতে।
বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ীতে অবরোধে পাটকল শ্রমিকরা
news অর্থনীতি জাতীয় পাটকল শ্রমিক যাত্রাবাড়ীঅনলাইন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে শতাধিক পাটকলশ্রমিক সড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। ফলে সেখানে শত শত রাজধানীমুখী যান আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুটমিলের শতাধিক শ্রমিক লাঠি হাতে নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
লতিফ বাওয়ানী মিলের এক পাটকল শ্রমিক জানান, আট সপ্তাহ ধরে বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
করিম জুটমিলের আরেক শ্রমিক জানান, আজ প্রথম রোজা। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। ইফতার করব কীভাবে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। বদলি শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে।
সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। তখন শ্রমিকরা ঢাকা-ডেমরা রোডে অবস্থান নেন।