নরসিংদীতে ফাঁকা বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীতে ফাঁকা বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin May 13, 2019

নরসিংদী নরসিংদী:
নরসিংদীতে হাবিবুর রহমান (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে পৌর শহরের বন বিভাগ এলাকার ইব্রাহিম ভূঁইয়ার তিন তলাবিশিষ্ট বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমান রায়পুরা আমিরগঞ্জের খলাপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে এবং নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বন বিভাগের ভাড়া বাসায় ছেলে হাবিবকে রেখে পরিবারের সদস্যরা রায়পুরা আমিরগঞ্জের খলাপাড়া গ্রামের বাড়িতে বেড়াতে যান। এর মধ্যে পরিবারের সদস্যরা হাবিবকে ফোনে যোগাযোগ করেও পাচ্ছিলেন না।


সোমবার সকালে তারা গ্রামের বাড়ি থেকে ফিরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় বাসায় দুর্গন্ধ পান তারা। পরে ছেলের ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে হাবিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, খবর পেয়ে দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মেঝেতে প্রচুর রক্ত পড়েছিল। ময়নাতদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৯ মে (বুধবার)।


সোমবার (১৩ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান রেল সচিব মোফাজ্জেল হোসেন।


এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তরিকুল আলম জানান, ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

গর্ভপাতবিরোধী আইন ঠেকাতে ‘যৌন ধর্মঘটে’র ডাক অভিনেত্রীর

গর্ভপাতবিরোধী আইন ঠেকাতে ‘যৌন ধর্মঘটে’র ডাক অভিনেত্রীর

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গর্ভপাতবিরোধী আইন ঠেকাতে যৌন ধর্মঘটের ডাক দিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো। এর আগে মিটু আন্দোলনেও সোচ্চার ছিলেন তিনি। এক টুইট বার্তায় অ্যালিসা লিখেছেন, ‘মেয়েদের নিজের শরীরের ওপর আইনগত অধিকার না পাওয়া পর্যন্ত আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারিনা’।


যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সর্বশেষ জর্জিয়া গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করে আইন প্রণয়ন করেছে। এর প্রতিবাদে যৌন সম্পর্ক থেকে বিরত থাকার যে আহবান মিস মিলানো জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। খবর বিবিসির।


গর্ভপাতবিরোধী ‘হার্ট-বিট বিল’ জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প মঙ্গলবার স্বাক্ষর করেছেন। আগামী বছরের প্রথম দিন থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। অ্যালিসা মিলানো তার টুইটে লিখেছেন, ‘আমাদের প্রজনন অধিকার বিলুপ্ত হতে যাচ্ছে। যতদিন শরীরের ওপর নারীর আইনগত নিয়ন্ত্রণ না আসবে ততদিন আমরা গর্ভধারণের ঝুঁকি নিতে পারি না। শরীরের স্বায়ত্তশাসন ফিরে না পাওয়া পর্যন্ত যৌন সম্পর্ক করা থেকে বিরত থেকে আমার সাথে যোগ দিন।’


নতুন এ আইনে মায়ের গর্ভধারণের পর ভ্রূণের হার্ট-বিট পাওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত গর্ভধারণের ছয় সপ্তাহ পর গর্ভজাত শিশুর হার্ট-বিট তৈরি হয়। যদিও অনেক সময় নারীরা কিছুটা লক্ষ্মণ ছাড়া ছয় সপ্তাহে টেরই পাননা যে তিনি গর্ভধারণ করেছেন।


এমনকি মর্নিং সিকনেস নামে গর্ভধারণের পর যে শারীরিক লক্ষ্মণ প্রকাশ পায় তাও নয় সপ্তাহ সময় লাগে। নতুন এ আইনটি অবশ্য আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। অ্যালিসা মিলানো টুইটটি করেছেন। এরপর তিনি নিজে ও তার তৈরী হ্যাশট্যাগ সেক্স স্ট্রাইক টুইটারে অনেকটা ট্রেন্ডিং হয়ে উঠেছে। প্রায় ৩৫ হাজার লাইক আর ১২ হাজার বার রি-টুইট হয়েছে তার টুইট।


অভিনেত্রী বেটি মিডলারও মিস মিলানোকে সমর্থন করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আশা করি জর্জিয়ার নারীরা যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকবেন এমন লজ্জার বিষয়টি বাতিল না হওয়া পর্যন্ত’।

পানামায় শক্তিশালী ভূমিকম্প, আহত ৫

পানামায় শক্তিশালী ভূমিকম্প, আহত ৫

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
পানামায় রবিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। এতে অন্তত পাঁচজন আহত এবং দেশটির ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শক্তিশালী ভূমিকম্পটি কোস্টারিকা সীমান্তের কাছে পানামার পশ্চিম প্রান্তে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। ন্যাশনাল সিভিল প্রোটেকশন সিস্টেম (সিনাপ্রোক) জানিয়েছে, এই ঘটনায় পাঁচজন আহত ও চারটি বাড়ির ক্ষতি হয়েছে। পুয়ের্তো আর্মুয়েলেস থেকে ২২ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।


এর আগে প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা টুইট বার্তায় বলেছিলেন, ভূমিকম্পের ঘটনায় পুয়ের্তো আর্মুয়েলেসে মাত্র একজন আহত হয়েছে। তিনি ভূমিকম্পে মধ্য আমেরিকার এ দেশের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির কথা জানান। সিনাপ্রোক জানায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে দুটি ধসে পড়েছে।


এতে প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের সুনামি সতর্ককরণ কেন্দ্র থেকে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটস অ্যাপ বন্ধ

শ্রীলঙ্কায় ফেসবুক-হোয়াটস অ্যাপ বন্ধ

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কায় মুসলিমদের দোকানপাট ও মসজিদে হামলার জেরে সাময়িক সময়ের জন্য ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। দেশটি পক্ষ থেকে সোমবার এ তথ্য জানায়। খবর রয়টার্সের।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিলাউ এলাকায় ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জেরে রবিবার মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়েছে স্থানীয় লোকজন। এছাড়া একজনকে পেটানোর খবর ও পাওয়া গেছে বলে খবরে বলা হয়েছে। এরপর দেশটির সরকার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয়।


শ্রীলঙ্কার পুলিশ জানায়, তারা ফেসবুকে উসকানি মূলক পোষ্টকারী আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার নামে এক ব্যক্তিকে আটক করেছে। অন্যদিকে মুসলিমদের মসজিদ ও দোকানে হামলার অভিযোগে এক গ্রুপকে আটক করেছে পুলিশ।

এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

admin May 13, 2019

অনলাইন ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনপ্রিয় ওই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।


প্রবীণ এ অভিনেতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিপ্লব বড়ুয়া। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কোয়েল আহমেদ।


এদিকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ড. সামন্ত লাল সেন বলেছেন, এ দেশেই এটিএম শামসুজ্জামানের চিকিৎসা সম্ভব।


গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। ওইদিন রাত এগারোটার দিকে তাকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গত শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: বেঁচে যাওয়া এক বাংলাদেশির বর্ণনা

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: বেঁচে যাওয়া এক বাংলাদেশির বর্ণনা

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
ভূমধ্যসাগরের নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ১৪ বাংলাদেশির একজন বিলাল আহমেদ। ঘণ্টার পর ঘণ্টা সাগরের হীমশীতল পানিতে মৃত্যুর প্রহর গুণছিলেন। এক পর্যায়ে সৃষ্টিকর্তা যেন সহায় হন। তিউনিসিয়ার জেলেরা আসেন জীবনের দূত হয়ে। যখন তাকে উদ্ধার করা হয়, ততোক্ষণে দুই নিকটাত্মীয়কে তলিয়ে যেতে দেখেছেন তিনি। কান্নারত কণ্ঠে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ছয় মাস আগে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ার পরের নিদারুণ করুণগাঁথা।


নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সূত্রে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে লিবিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূলের জুয়ারা শহর থেকে প্রায় ৭৫ আরোহী নিয়ে একটি বড় নৌকা রওনা হয়। উপকূলে ওই নৌকা থেকে আরোহীদের আরেকটি ছোট নৌকায় তোলার অল্প সময়ের মধ্যেই তা ডুবে যায়। তিউনিস প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মর্মান্তিক ওই নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তিউনিস নৌবাহিনী। তারা জীবিতদের পাশাপাশি তিনজনের মরদেহ উদ্ধারে সমর্থ হয়।


রেডক্রিসেন্ট সূত্রে জানা গেছে, ওই নৌকার আরোহীদের মধ্যে ৫১জন বাংলাদেশি ছিল। এদের মধ্যে ৩৭ জন প্রাণ হারিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। এদেরই একজন সিলেট অঞ্চলের বিলাল আহমেদ। ভূমধ্যসাগরের ঠাণ্ডা পানিতে নিজে ডুবতে থাকার মধ্যে আশেপাশে আরও বহু মানুষকে তলিয়ে যেতে দেখেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আল্লাহ ঠিক তখনই আমাদের কাছে জেলেদের পাঠান।’ নিজের চোখের সামনে দুই নিকটাত্মীয়কে হারানোর প্রতিক্রিয়ায় ৩০ বছর বয়সী বিলাল বলেন, কোনমতেই কান্না থামাতে পারছিলেন না তিনি।


চোখের সামনে একের পর এক মানুষ ডুবতে দেখে বিলাল নিজের বাঁচার আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে জেলেরা ১৪ জন বাংলাদেশি একজন মরক্কোর ও অপর একজন মিসরীয় নাগরিক মেতওয়ালাকে উদ্ধারে সমর্থ হয়। রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোংগি স্লিম বলেন, তিউনিসিয়ার জেলেরা যদি তাদের দেখতে না পেত তাহলে আমরা জীবিত কাউকেই পেতাম না আর কখনোই এই নৌকাডুবির ঘটনা জানতে পারতাম না।


তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জার্জিসে রেড ক্রিসেন্টের একটি জরুরি আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন বিলাল। জানিয়েছেন, ছয় মাস আগে তার ইউরোপ যাত্রা শুরু হয়। অন্য তিনজনের সাথে তিনি আকাশপথে দুবাই প্রবেশ করেন। সেখান থেকে তুরস্কের ইস্তানবুল। এরপর আরেকটি ফ্লাইটে তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নেওয়া হয় বলে জানান বিলাল। ত্রিপোলিতে তাদের সঙ্গে আরও প্রায় ৮০ জন বাংলাদেশির সাথে দেখা হয়। তাদের সবাইকে পশ্চিম লিবিয়ার একটি কক্ষে তিন মাস রাখা হয়। লিবিয়ায় থাকার অভিজ্ঞতা জানাতে গিয়ে বিলাল বলেন, ‘আমি ভেবেছিলাম আমি সেখানেই মারা যাবো। দিনে একবার খাবার দেওয়া হতো, কখনও কখনও কিছুই জুটতো না। ৮০ জন মানুষের জন্য ছিল মাত্র একটি টয়লেট। গোসল করতে পারতাম না। কেবল দাঁত পরিষ্কার করতে পারতাম। খাবারের জন্য আমরা কাঁদতাম।’


চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ)এর ধারণা লিবিয়াতে এধরনের আন্তর্জাতিক সাধারণ মানের চেয়েও নিচের পরিস্থিতিতে প্রায় ৬ হাজার অভিবাসীকে আটক রাখা হয়েছে। গত মাসে লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার ত্রিপোলি অভিমুখে অভিযান শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এই সামরিক অভিযানে প্রায় সাড়ে চার শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।


বাংলাদেশের সিলেট এলাকায় বাড়ি বিলালের। সেখানে তিনি দেখেছেন গ্রামের যাদের আত্মীয়রা ইউরোপে থাকেন তারা উন্নত জীবন যাপন করেন। সেখান থেকে রওনা দেওয়ার মুহূর্তে বিলালের কোনও ধারণা ছিল না কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন তিনি। নিজের পরিবারের জমি বিক্রি করে বিলালের ইউরোপ যাত্রার আয়োজন বাবদ তার বাবা বাংলাদেশি পাচারকারীর হাতে প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা তুলে দেন।


‘সৌভাগ্য’ ছন্দনামের ওই বাংলাদেশি পাচারকারী সম্পর্কে বিলাল জানান., তাকে উন্নত জীবনের লোভ দেখানো হয়েছিল। তাতে বিশ্বাস করেই ভূমধ্যসাগরে তার ভাগ্য তলিয়ে যেতে বসেছে। ‘আমি নিশ্চিত তার পাঠানো বেশিরভাগ মানুষই রাস্তায় মারা গেছে।’ আশঙ্কার কথা জানান তিনি।


বিলালসহ অন্য শরণার্থীদের উত্তর লিবিয়া থেকে বড় একটি নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু হয়। সেখান থেকে তিউনিসিয়া উপকূলে নিয়ে আরেকটি বাতাসভর্তি ছোট নৌকায় তোলা হয় তাদের। মিসর থেকে অভিবাসন প্রত্যাশী হয়ে আসা মানজুর মোহাম্মদ মেতওয়ালা জানান, প্রায় সাথে সাথেই নৌকাটি ডুবতে থাকে। ২১ বছর বয়সী মেতওয়ালা বলেন আমরা সারা রাত সাঁতার কেটেছি। বেঁচে যাওয়াররা জানিয়েছেন নৌকার সব আরোহী ছিল পুরুষ। আর তাদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, তিন জন মিসরীয়, কয়েক জন মরক্কোর নাগরিক।

নৌকাডুবিতে মারা গেছে ৩৭ বাংলাদেশি, জানাল ত্রিপলি দূতাবাস

নৌকাডুবিতে মারা গেছে ৩৭ বাংলাদেশি, জানাল ত্রিপলি দূতাবাস

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। লিবিয়ার ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। রোববার ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের শ্রমবিষয়ক উপদেষ্টা এএসএম আশরাফুল ইসলাম বলেন, আমরা তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের সঙ্গে কথা বলেছি। ডুবে যাওয়া নৌকাটিতে ৫১ বাংলাদেশি ছিলেন। বেঁচে যাওয়াদের মধ্যে পাঁচজনকে তিউনিসিয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে।


জীবিত উদ্ধারকৃত বাকিদের তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা যৌথভাবে আশ্রয়ের ব্যবস্থা করেছে বলে জানান তিনি। বৃহস্পতিবার গভীর রাতে ৫১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির কয়েক ঘণ্টা পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে ১৪ জনই বাংলাদেশি। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।


উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া যাত্রীদের শনিবার সকালে তিউনিসিয়ার জারযিজ শহরের তীরে আনা হয়। ত্রিপলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী জানান, তারা দুর্ঘটনার কথা শুনেছেন এবং তিউনিসিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তারা জারযিজে যাওয়ার চেষ্টা করছেন। সড়কপথে তিউনিসিয়া যাওয়া সম্ভব নয় বলে তাদের আকাশপথে যেতে হবে।


বেঁচে ফেরা অভিবাসীরা জানান, নৌকাটিতে ৫১ বাংলাদেশি ছিলেন। এ ছাড়া মিসর, মরক্কো, শাদসহ আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক ছিলেন। তারা আরও জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৭৫ অভিবাসী নিয়ে একটি বড় নৌকা লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশে রওনা হয়। এর পর গভীর সাগরে নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় যাত্রীদের তোলা হলে কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।


তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম জানান, রাবারের তৈরি ‘ইনফ্লেটেবেল’ নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়। তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে জারযিজ শহরের তীরে নিয়ে আসেন। জারযিজের একটি আশ্রয়কেন্দ্রে অভিবাসীদের রাখা হয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশি। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, ঠাণ্ডা সাগরের পানিতে তারা প্রায় আট ঘণ্টা ভেসে ছিলেন।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা জানান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে এ দুর্ঘটনায় ৬৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধারের কথাও তারা জানান।


তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপির খবর অনুযায়ী, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সি ফ্যাক্স উপকূলের ৪০ নটিক্যাল মাইল দূরে এটি ডুবে যায়। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে ওই স্থানের দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মর্মান্তিক ওই নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তিউনিস নৌবাহিনী। তারা জীবিতদের পাশাপাশি তিনজনের মরদেহ উদ্ধারে সমর্থ হয়।


এ বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেয়ার সময় নৌকা ডুবে কমপক্ষে ১৬৪ জন মারা গেছেন বলে জাতিসংঘ বলছে।

মা দিবসে গুগলের বিশেষ ডুডল

মা দিবসে গুগলের বিশেষ ডুডল

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শনিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এই ডুডলটি চালু করেছে, যা রোববার সারাদিন থাকবে। মা দিবসে গুগলের ডুডলটিতে দেখা যাচ্ছে- এক মা হাঁস ছয়টি ছানা নিয়ে হাঁটছে। মায়ের পিছে পিছে তারা দৌড়াচ্ছে।


পরের ধাপে দেখা যায়, মায়ের সঙ্গে সাঁতার কাটছে ছানাগুলো। এর পরের ধাপে বৃষ্টি পড়তেও দেখা গেছে ডুডলে। এ সময় ছানাগুলো মা হাঁসটির ডানার নিচে আশ্রয় নেয়।


কয়েক বছর ধরেই মা দিবসে এমন বিশেষ ডুডল প্রচার করে আসছে গুগল। যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের উদ্যোগে মা দিবসের সূচনা হয়।


আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশনের বাসিন্দা ছিলেন। তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথদের সেবায়।


মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন।


সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মা দিবস। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে মা দিবস পালনের ঘোষণা দেয়া হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে।


পরে এটি ১৯১৪ সাল থেকে আমেরিকার অফিসিয়াল ছুটির দিন হিসেবে স্বীকৃত পায়। এর পর একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে থাকে।

২০ দলের বৈঠক কাল, বিজেপি সভাপতি পার্থকেও আমন্ত্রণ

২০ দলের বৈঠক কাল, বিজেপি সভাপতি পার্থকেও আমন্ত্রণ

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। এতে সদ্য জোট ছাড়ার ঘোষণা দেওয়া বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে।


২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।


রোববার দুপুরে এ দুই নেতা বলেন, আগামীকাল সোমবার বিকেল ৪টায় ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।


জোটের শরিকদের সঙ্গে চলমান সংকট নিরসনে এ বৈঠক ডাকা হয়েছে বলেও ইঙ্গিত দেন জোটের দুই নেতা। অন্যদিকে বিএনপির একটি সূত্র জানায়, জোটের শরিকদের ক্ষোভ প্রশমনে এ বৈঠক ডাকা হয়েছে।


বৈঠকে ২০ দলীয় জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পার্থ গণমাধ্যমকে বলেন, ‘২০ দলীয় জোটের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে ফোন দেওয়া হয়েছে। তবে আমি ওই বৈঠকে অংশগ্রহণ করব না।’


বিএনপি থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্যের শপথ গ্রহণ, উদ্ভূত পরিস্থিতিতে ২০ দলীয় জোট থেকে বিজেপির বেরিয়ে যাওয়াসহ অন্যান্য পরিস্থিতির মধ্যে আগামীকাল জোটের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ২০ দলীয় জোটের দ্বিতীয় বৈঠক।

দেনার দায়ে ক্রিকেটারের আত্মহত্যা!

দেনার দায়ে ক্রিকেটারের আত্মহত্যা!

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রের ভিরারের পূর্ব সাইবা ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন তিনি। ক্রিকেট খেলে যে আয় হতো, তা দিয়ে সংসার চলত না বিনোদের। তাই খেলার পাশাপাশি পার্টটাইম চাকরিও করতেন তিনি। কিন্তু দেনার দায় এতটাই বেড়ে গিয়েছিল, বাধ্য হয়ে মা সঞ্জিবনী চৌগুলের সঙ্গে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।


বিনোদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগে। মায়ের সঙ্গে আলাদা ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি ভিরারের নারাঙ্গির একটি ফ্ল্যাটে। মায়ের সঙ্গে ছোট সংসার। কিন্তু আয়ের চেয়ে খরচ এতটাই বেশি হচ্ছিল, দিন দিন ঋণ বেড়েই চলতে থাকে। এই টাকা শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাঁরা। স্থানীয় পুলিশ তেমনটাই ধারণা করছে। অপমৃত্যুর মামলা হয়েছে।


গত শুক্রবার রাতে ভিরারের একটি ফ্ল্যাট থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বিনোদ ও তাঁর মা।


ক্রিকেটপাগল দেশ ভারতে একজন ক্রিকেটারের মৃত্যুতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে ভারতীয় সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় তরুণ ক্রিকেটারদের বৃত্তির দাবি তুলেছিলেন। কারণ, ক্রিকেটাররা ব্যর্থ হলে জীবিকার জন্য অন্য পথ বেছে নিতে পারেন না। ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময় তাদের পড়াশোনা ঠিকভাবে হয় না। তাই ভারতীয় বোর্ডকে বিষয়টি নিয়ে ভাবার দাবি জানিয়েছেন তিনি।

মেক্সিকোতে গণকবরে ৩৫ লাশের সন্ধান

মেক্সিকোতে গণকবরে ৩৫ লাশের সন্ধান

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
মেক্সিকোর মধ্যাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত গোলযোগপূর্ণ জালিস্কো অঙ্গরাজ্যে একটি গণকবরে স্থানীয় কর্তৃপক্ষ ৩৫টি লাশের হাড়গোড়ের সন্ধান পেয়েছে। শনিবার প্রসিকিউটর গেরারডো অক্টাভিও সোলিস বলেন, অধিকাংশ লাশই জাপোপান শহরের একটি খামারে পাওয়া গেছে। খবর বার্তা এএফপি’র।


সোলিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নিহতদের মধ্যে ২৭ জনকে হাত-পা বেঁধে হত্যা করা হয়। এ পর্যন্ত আমরা দুজনকে শনাক্ত করেছি।’ তিনি আরো বলেন, ‘আমরা তিন মিটারের বেশি খনন করার পর এই লাশগুলোর হাড়গোড় দেখতে পাই। এ কাজে আমরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করেছি।’


সোলিস বলেন, মেক্সিকোর দ্বিতীয় ঘন জনবসতিপূর্ণ নগরী গুয়াদালাজারার একটি বাড়ির প্রাঙ্গনে এই গণকবর থেকে অপর সাত জনের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।


জালিসোতে নিখোঁজদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চেয়েছে। মেক্সিকোতে ২০০৬ সালে মাদকের বিরুদ্ধে ফেডারেল সৈন্যদের অভিযানের পর থেকে ৪০ হাজারের বেশি লোক নিখোঁজ হয়েছে। এরা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

মা দিবসে জানালেন কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা

মা দিবসে জানালেন কবে মা হচ্ছেন প্রিয়াঙ্কা

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
বিয়ের পর পাঁচ মাস কেটে গেছে। ভক্তরা অপেক্ষায় আছেন, কবে প্রিয়াঙ্কা চোপড়ার কোলজুড়ে আসবে ফুটফুটে সন্তান। নিরাশ করছেন না এ বিশ্বতারকাও। বললেন, মা হওয়ার জন্য মুখিয়ে আছেন তিনিও।


গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। মা হবেন কবে? গণমাধ্যমের মুখোমুখি হলেই এ প্রশ্ন অবধারিত। আজ মা দিবস। দিবসটি উপলক্ষে একই প্রশ্নের সম্মুখীন হলেন। পিসি বললেন, একদিন নিশ্চয়ই মা হবেন তিনি।


মা হতে চান? এমন প্রশ্নের জবাবে ইঅনলাইন ডটকমকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘হ্যাঁ। সব সময়। সর্বদাই হতে চাই। আমার মনে হয় আপনিও জানেন, ঈশ্বর যেদিন চাইবেন, সেদিনই হব।’


নিকের সঙ্গে বিয়ের দুই মাস আগে, গত বছরের অক্টোবরে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমার খুব কম বন্ধুরই বাচ্চা রয়েছে। আমি মনে মনে বলি, ওহ ঈশ্বর, বাচ্চা নিতে চাই!’


ডিসেম্বরে ২৬ বছরের নিকের সঙ্গে পাকাপাকি গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা। বিয়ের পরে আয়োজন করেন বেশ কয়েকটি অভিজাত অভ্যর্থনার। ২০১৭ সালের মেট গালায় কিংবদন্তি ডিজাইনার রালফ লরেনের পোশাক পরে একসঙ্গে লালগালিচায় হাঁটেন তাঁরা। এর পরেই তাঁদের রোমান্সের গুঞ্জন শুরু হয়।


এবারের ৭২তম মেট গালায় ভিন্নরূপে আবির্ভূত হন প্রিয়াঙ্কা চোপড়া। মুখখানি চেনা হলেও পুরো সাজে অনেকটাই অচেনা ছিলেন ৩৬ বছরের এ সুন্দরী। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাঁর অদ্ভুত সাজ নিয়ে নানা বিদ্রুপ হয়েছে। মিমে সয়লাব হয়েছে নেট দুনিয়া।


প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গিয়েছে। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’র পর তাঁকে আর বলিউডি সিনেমায় দেখা যায়নি।


প্রিয়াঙ্কাকে আগামীতে ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা যাবে। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। সূত্র : হিন্দুস্তান টাইমস
বিশ্ব মা দিবস আজ

বিশ্ব মা দিবস আজ

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
আজ মে মাসের দ্বিতীয় রোববার। বিশ্ব মা দিবস। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেয়া, ভালোবাসা। দিনটি উপলক্ষে দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে মাকে ভালোবাসা জানিয়েছেন বহু সন্তান।


জানা যায়, যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মেয়ে আনা মারিয়া রিভস জার্ভিসের উদ্যোগে মা দিবসের সূচনা হয়। আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন।


সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মা দিবস। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে মা দিবস পালনের ঘোষণা দেয়া হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে।


তবে মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাকে দুই কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।

জঙ্গি সম্পৃক্ততা: পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ ঘোষণা

জঙ্গি সম্পৃক্ততা: পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ ঘোষণা

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জইশ-ই-মোহাম্মদসহ ১১ টি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব সংগঠন ও সংস্থাকে নিষিদ্ধের কথা জানায়। খবর ডন ও জিও নিউজের।


ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের (এনএপি) অধীনে নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনগুলো হলো- আল আনফান ট্রাস্ট (লাহোর), ইদারায়ে খেদমতে খালক (লাহোর), আদ-দাওয়া ওয়াল ইরশাদ (লাহোর), আল হামদ ট্রাস্ট (লাহোর ও ফয়সালাবাদ), মসজিদ ওয়েলফেয়ার ট্রাস্ট (লাহোর), আল মদিনা ফাউন্ডেশন (লাহোর), মুয়াজ বিন জাবাল এডুকেশন ট্রাস্ট (লাহোর) আল ইসার ফাউন্ডেশন (লাহোর), আর-রহমত ট্রাস্ট অর্গানাইজেশন (ভাওয়ালপুর) এবং করাচির আল ফোরকান ট্রাস্ট।


পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুদ দাওয়াহ, ফালাহ ইনসানিয়াত ফাউন্ডেশন এবং জইশ-ই-মোহাম্মদের সঙ্গে এ প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা রয়েছে। এর আগে ১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের একটি দাতব্য সংস্থাকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছিল।


এ বছরের মার্চ থেকে পাকিস্তান সরকার বিভিন্ন উগ্রপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। উগ্রপন্থী সংগঠনগুলোর বিদেশি সহায়তা বন্ধেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। এ ছাড়া ভারতের পুলওয়ামা হামলার পর পাকিস্তানে ২৮০টিরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠান বা মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।


প্রসঙ্গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়।

১৮ ধরনের পণ্য মানহীন খাদ্যপণ্য বিক্রি বন্ধের নির্দেশ

১৮ ধরনের পণ্য মানহীন খাদ্যপণ্য বিক্রি বন্ধের নির্দেশ

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
বিএসটিআইর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ ৫২টি ব্র্যান্ডের ১৮ ধরনের পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বাজারে থাকা এসব পণ্য দ্রুত অপসারণ করে ধ্বংস এবং মানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তার উৎপাদন বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।


বিএসটিআইর প্রতিবেদন শিল্প মন্ত্রণালয় প্রকাশের পর একটি রিট আবেদনে রোবববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এসব নির্দেশ বাস্তবায়ন করে আগামী ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


আগামী ২৩ মে এ্ই রিট আবেদনের পরবর্তী শুনানির দিন রেখেছে আদালত। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে সিটি অয়েল মিলের তীর সরিষার তেল, গ্রিন ব্লিসিং ভেজিটেবল অয়েল কোম্পানির জিবি সরিষার তেল, বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা সরিষার তেল এবং শবনম ভেজিটেবল অয়েলের পুষ্টি সরিষার তেল।


মানের পরীক্ষায় অনুত্তীর্ণ লবণের মধ্যে এসিআই, মোল্লা সল্ট, মধুমতি, দাদা সুপার, তিন তীর, মদিনা, স্টারশিপ, তাজ ও নূর স্পেশাল নামের ব্র্যান্ডগুলো রয়েছে।


লাচ্ছা সেমাইয়ের মধ্যে রয়েছে মিষ্টিমেলা, মধুবন, মিঠাই, ওয়েলফুড, বাঘাবাড়ি স্পেশাল, প্রাণ, জেদ্দা, কিরণ ও অমৃত। নুডলসের মধ্যে রয়েছে নিউ জিল্যান্ড ডেইরির ডুডলি নুডলস।


হলুদের গুঁড়ার মধ্যে রয়েছে ড্যানিশ, ফ্রেশ, বাঘাবাড়ি স্পেশাল, প্রাণ ও সান। এসিআই ফুডের এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুঁড়াও রয়েছে। কাশেম ফুড প্রোডাক্টের ‘সান’ ব্র্যান্ডের চিপসও এই তালিকায় রয়েছে।


গত ২ মে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, বিএসটিআই রোজার আগে বাজার থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ৫২টি ব্র্যান্ডের ১৮ ধরনের নিম্নমানের পণ্য চিহ্নিত করেছে।


এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে এবং অচিরেই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।


এরপর এসব খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার, জব্দ ও মান উন্নীত না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে গত ৮ মে ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস)’র পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান একটি রিট আবেদন করেন।


পরদিন ওই রিট আবেদনের প্রাথমিক শুনানিতে মানহীন খাদ্যপণ্যের তালিকা দেখে বিচারক বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, “কোনো কোম্পানিই তো বাদ নাই।”


এসব পণ্যের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানাতে আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে তলব করে। তলবের নির্দেশে তারা হাজির হওয়ার পর রোববার আদেশ দেয় হাই কোর্ট।

তিউনিশিয়ায় নৌকা ডুবে নিহতদের ৬ জনের বাড়ি সিলেটে

তিউনিশিয়ায় নৌকা ডুবে নিহতদের ৬ জনের বাড়ি সিলেটে

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে নিহত বাংলাদেশিদের মধ্যে ছয়জনই সিলেটের বাসিন্দা। এর মধ্যে চারজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তারা হলেন- উপজেলার কটালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল মিয়া (২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪) এবং দিনপুর গ্রামের আফজাল হোসেন (২৫)।


ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়মের চেয়ারম্যান আহমেদ জিলু জানান, উদ্ধার হওয়াদের মধ্যে বেলাল আহমেদ নামে একজন রয়েছেন, যার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তিনি-ই ফোনে এ খবর দিয়েছেন। তিনি জানান- নৌকায় তারা ৮০ জন ছিলেন। এর মধ্যে ১৪ জন বেঁচে ফিরেছেন। বাকিরা সবাই সাগরে নিখোঁজ। ‘নৌকা ডুবিতে নিহত হওয়ার খবর শোনার পর বাড়িতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে,’ বলেন তিনি।


এ ঘটনায় নিহত অন্য দুজন হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বকশিমইলের বাসিন্দা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই শামীম আলম ও জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ আহমদের ছোট ভাই কামরান আহমদ (মারুফ)। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর গ্রামে। তার বাবার নাম ইয়াকুব আলী।


নিহত আজিজের ভাই মফিজুর রহমান বলেন, শনিবার (১১ মে) বিকেল ৩টার দিকে তিউনিসিয়া উপকূল থেকে বেঁচে যাওয়া তারই চাচা মুয়িদপুর গ্রামের দিলাল মিয়া ফোনে বিষয়টি জানিয়েছেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুজ্জামান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।


এ বিষয়ে খোঁজ-খবর নেওয়ার কথা জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলমও। গত ৯ মে (বৃহস্পতিবার) গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জন অভিবাসীবাহী একটি বড় নৌকা ইতালি পাড়ি জমায়। ভূমধ্যসাগরে গিয়ে নৌকাটি ডুবে গেলে প্রায় ৬০ জন অভিবাসী প্রাণ হারান।


এর অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট। সংস্থাটি বলছে, গভীর সাগরে বড় নৌকা থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।


১৬ জনকে উদ্ধার করে শনিবার (১২ মে) সকালে জারযিজ শহরের তীরে নিয়ে আসেন তিউনিসিয়ার জেলেরা। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, সাগরের ঠাণ্ডা পানিতে প্রায় আট ঘণ্টা ভেসে ছিলেন তারা।

‘এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা ভালো’

‘এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা ভালো’

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক। এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদের বরাত দিয়ে অলিক বলেন, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা আগের তুলনায় খানিকটা ভালো। শনিবার বেলা ১১টায় লাইফসাপোর্ট খুলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।


সামাজিকমাধ্যম ফেসবুকে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা খোঁজ নিয়ে এসব কথা বলেন এসএ হক অলিক।


এদিকে বারবার মৃত্যু গুজব ছড়ানোতে বিরক্ত এটিএম শামসুজ্জামানের পরিবার। এ অভিনেতার ছোট ভাই সালেহ জামান সেলিম বলেন, ভাইয়ের মৃত্যুর গুজবে আমরা খুবই বিরক্ত। একটা মানুষকে কেন মরার আগেই বারবার মেরে ফেলা হচ্ছে!


তিনি বলেন, মানুষের মৃত্যুর নিউজ ছড়িয়ে কী আনন্দ পায় তারা? আর এসব খবর পায়ই বা কোথায়! আপনারা সবাইকে জানিয়ে দিন, তিনি ভালো আছেন। আল্লাহর দোহাই লাগে পরিবারের কারও সঙ্গে কথা বলে নিশ্চিত না হয়ে যেন নিউজ না হয় বা মৃত্যুর গুজব ছড়ানো না হয়।


প্রসঙ্গত এটিএম শামসুজ্জামানকে গত ২৬ এপ্রিল ডেমরার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরিপাকতন্ত্রের জটিলতায় আক্রান্ত এ অভিনেতার পর দিনই অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।


অস্ত্রোপচারের তিন দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কেবিন থেকে আইসিইউতে নিয়ে লাইফসাপোর্ট দেয়া হয় শামসুজ্জামানকে। মাঝে কিছু দিন কেবিনে রাখার পর গত সোমবার দ্বিতীয়বারের মতো লাইফসাপোর্টে নেয়া হয় তাকে। প্রখ্যাত এই অভিনেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three