৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

admin May 28, 2019

স্টাফ রিপোর্টার:
মাগুরা, নাটোর, দিনাজপুর, চট্টগ্রাম, বাগেরহাট ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।


মাগুরা: মাগুরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক এবং অন্যটির হেলপারের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে সদর উপজেলার ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ রায় জানিয়েছেন। তিনি বলেন, ইছাখাদা দরগা এলাকায় আরএফএল এর ডিপো থেকে মালামাল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আরএফএলের ট্রাকের হেলপার নাইম এবং অপর ট্রাকের চালক মুন্সীগঞ্জের শাহাদত হোসেনসহ চারজন গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইম ও শাহাদতকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই বিশ্বজিৎ। তিনি বলেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।


নাটোর: নাটোরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে আহত এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার নুর মোহাম্মদের ছেলে। নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন দুপুরে জানান, আব্দুল্লাহ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে গত রোববার বিকেলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। সন্ধ্যা ৭টার সময় বাড়ি ফেরার পথে শহরতলী দত্তপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আব্দল্লাহর মৃত্যু হয়।


দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই অরোহী নিহত হয়েছেন। উপজেলার চুনিয়াপাড়া এলাকার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান। নিহতরা হলেন- সদরের বনতারা গ্রামের আনিস (৩৫) ও আমতলী গ্রামের আবদুস সামাদ (৬৫)। ওসি বলেন, সকালে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে দুই জনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের পরিবারের লোকজন লাশ নিয়ে যায়। কোন ভারি যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়েছে। তবে ট্রাক নাকি বাস তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনা অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় একটি অপমৃত্যুর মালা হয়েছে (ইউডি) মামলা হয়েছে।


চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া এলাকায় দুই ট্রাকের চাপায় পড়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১১ টার দিকে বাকলিয়ার রাহাত্তাপুল এলাকার ফুলকলির একটি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত ইয়াসিন আরাফাত রুবেল নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার রহমান নগরে থাকতেন। তিনি ল²ীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার আলী হোসেনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে মোটর সাইকেলে করে যাওয়ার সময় দুই ট্রাকের মাঝখানে চাপায় পড়েন রুবেল। রক্তাক্ত অবস্থায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।


বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহারট উপজেলায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। উপজেলার মাদ্রসাঘাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে গত রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ স্থানীয়দের বরাতে বলেন, আনুমানিক ৬৫ বছর বয়সী এই নারী বেশ কিছুদিন ধরে মাদ্রাসাঘাট বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। রাতে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে বাসটি পালিয়ে যাওয়ায় ধরা যায়নি।


গাজীপুর: গাজীপুরে শ্রীপুরে গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস কুমার জানান, শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম (২৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইছাইল বেপারীপাড়া গ্রামের আরফান আলী ছেলে। ফকরুলের চাচাত শ্যালক দেলোয়ার হোসেন বলেন, কয়েক বছর আগে তার বোন নাসরিনের সঙ্গে পারিবারিকভাবে ফখরুলের বিয়ে হয়। নাসরিন গাজীপুরে একটি সোয়েটার কারখানায় কাজ করে, কিন্তু ফখরুল বেকার থাকায় বিয়ের পর স্বামী-স্ত্রী মধ্যে কলহ শুরু হয়। দীর্ঘদিন তারা আলাদাও ছিল। স¤প্রতি ফকরুল কাজ করার প্রতিশ্রুতি দিলে ২/৩মাস আগে তাদের মধ্যে বনিবনা হয়। পরে কাজের সন্ধানে গাজীপুর এসে স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে ফকরুল। তিনি বলেন, ফকরুল স্থানীয় একটি দোকানে দৈনিক মজুরিতে কাজে যোগ দেয়। সকালে কাজে যাওয়ার জন্য বের হয়। পরে তার সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পান। এসআই হরিদাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই ফখরুলের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three