মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় শিশু ও নারী উন্নয়ন সচেতনতা বিষয়ক এক কর্মশালা উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) জেলা তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, ডাক্তার তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরেশ কাওসার জাহান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, সম্পাদক মিজানুর রহমান মিটুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমূখ।
কর্মশালাটিতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৌলভী-প্ররহিতসহ ৪০ জন অংশ গ্রহন করেন।