মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শামছুল ইসলাম (৬৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে মৃত কাঁচুয়া মামুদ এর পুত্র।
জানা গেছে, ঘটনার দিন গাছ কাটতে গিয়ে নিজের অজান্তেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।