রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় শিবু কুটিরপাড়া এলাকার নানা অপকর্মে জড়িত ও মিথ্যা মামলাবাজ মেহের আলী গং এর অত্যাচারের হাত থেকে বাঁচতে উপজেলার শিবু কুটিরপাড়া, হরিচরণলস্কর, বালাপাড়া, পশ্চিম রাজীব ও টেপামধুপুর এলাকার ৫’শ ৩২ জন শান্তি প্রিয় মানুষের স্বাক্ষর নিয়ে এলাকাবাসীর পক্ষে জেলার বিভিন্ন দপ্তরে গত ১৬ জুন ২০১৯ তারিখে অভিযোগ করেছেন এলাকার ফজিলা বেগম।
পাঁচ শতাধিক মানুষের লিখিত অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার শিবু কুটিরপাড়া এলাকার মেহের আলী পিতা-মৃত বছির উদ্দিন কেল্লা, কহিনুর বেগম স্বামী-মোকছেদ আলী, শরিফুল ইসলাম পিতা-মৃত আকতার হোসেন এবং জবসের আলী পিতা-মৃত মকবুল হোসেন সাং হরিচরণলষ্কর। তারা দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষের ওপর হুমকী ও মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানী করে আসছে। এ মর্মে স্থানীয় থানায় কয়েকটি সাধারণ ডায়েরী ও বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বিবরণে প্রকাশ উল্লিখিত ব্যক্তিদের নামে কাউনিয়া থানায় জিডি নং-১১৮৮ তারিখ ২৮-০৪-২০১৯, জিডি নং-৫০৪ তারিখ ১২-০৪-২০১৯, জিডি নং-৬৯০ তারিখ ১৭-০৪-২০১৯, জিডি নং-৩২৭ তারিখ ০৮-০৪-২০১৯, জিডি নং-২৯৫ তারিখ ০৭-০৪-২০১৯ ও কাউনিয়া থানায় অভিযোগ নং-১২৫ তারিখ ০৩-০৪-২০১৯ ছাড়াও বিজ্ঞ আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে।
এদিকে অভিযোগ করা হয়েছে জেলা-উপজেলা ও পুলিশ প্রশাসনে। বিষয়টি নিয়ে অভিযোগকারী ফজিলা বেগম বলেন, আমরা মেহের আলী গং এর অত্যাচারের হাত থেকে বাঁচতে চাই। অপরদিকে অভিযুক্ত মেহের আলীর সাথে সাংবাদিকরা কথা বললে তিনি তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবী করে বলেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ সব অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম জানান, অভিযোগ দেখে ব্যবস্থা নিব।
অন্যদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, এলাকার শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।