কাউনিয়ায় সরকারের উন্নয়নে প্রেস ব্রিফিং

admin June 18, 2019

মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন, অগ্রগতি, অর্জন ও সাফল্য নিয়ে জনগণকে অবহিতকরণ বিষয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ জুন) জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ুন কবীর। তিনি তার বক্ত্যবে বলেন, বর্তমান সরকার তৃতীয় মেয়াদসহ বিগত ১০ বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।


এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া কলেজের প্রাক্তন অধ্যাপক শাহ আলম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three