যেসব লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে!

যেসব লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে!

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রচলিতভাবে বলা হয়, পুরুষ এসেছে মঙ্গল গ্রহ থেকে, আর নারী শুক্র গ্রহ থেকে। এর মানে অনেকটা এ রকম, পুরুষ হলো রণদেব, আর নারী হলো প্রেমের দেবী।


মজা করে তাই বলতেই হয়, এত প্রেমের দেবীর ভেতরে কীভাবে খুঁজে নেবেন আপনার স্বপ্ন কন্যাকে বা কীভাবে বুঝবেন কোনো মেয়ে আপনাকে পছন্দ করছে? এর কিছু কৌশল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট সাইনস ইউ।


১. মেয়েটির বন্ধু আপনার বিষয়ে জানে
সাধারণত অধিকাংশ মেয়েই তাঁর পছন্দের মানুষের কথা প্রথমে তাঁর খুব কাছের বন্ধুকে খুলে বলে। মেয়েটি আপনাকে ভবিষতের সঙ্গী হিসেবে চায়, এটি এর ছোট্ট একটি ইঙ্গিত।


২. বডি ল্যাঙ্গুয়েজ
যেই মেয়েটি আপনাকে পছন্দ করবে তার অঙ্গভঙ্গী বা বডি ল্যাঙ্গুয়েজে একটু আলাদা হবে অন্য নারীর তুলনায়। আপনাকে দেখলে মেয়েটির চোখে-মুখে প্রেমভাব ফুটে উঠবে, এমনই বলেন সম্পর্ক বিশেষজ্ঞরা।


৩. রক্ষাকারী
যদি সে আপনার সঙ্গে প্রেমের ভান না করে থাকে, তাহলে সে আপনাকে রক্ষা করবে। সে আপনার সর্বোচ্চ যত্ন করার চেষ্টা করবে।


৪. বন্ধু ও পরিবারের সঙ্গে আপনার পরিচয় করাতে চাইবে
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কোনো মেয়ে আপনাকে পছন্দ করলে সে অবশ্যই তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাইবে। সে চাইবে তার পছন্দের মানুষের সঙ্গে আপনিও আন্তরিকভাবে মিশুন।


৫. আপনার মতের সঙ্গে সম্মতি দেওয়া
এমনকি আপনি ভুল করলেও সে আপনার মতে সঙ্গে সম্মতি জানাবে। সে আপনাকে সবসময় আবেগীয় সহযোগিতা করতে চাইবে, আপনার সহযোদ্ধা হতে চাইবে। আর পছন্দ না করলে অতটা চেষ্টা করবে না।

যে চার কাজ তৈলাক্ত ত্বকে করা ঠিক নয়

যে চার কাজ তৈলাক্ত ত্বকে করা ঠিক নয়

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ত্বক সাধারণত তিন ধরনের হয়। এগুলো হলো : তৈলাক্ত, শুষ্ক ও স্বাভাবিক। তৈলাক্ত ত্বককে স্পর্শকাতরই বলা চলে। একটু অযত্ন করলেই এই ধরনের ত্বকে ব্রণ, ব্লেক হেড, হোয়াইট হেডের মতো সমস্যা তৈরি হয়।


কিছু বিষয় রয়েছে যেগুলো তৈলাক্ত ত্বকে সমস্যা তৈরি করে। তাই এ ধরনের ত্বক ভালো রাখতে এ কাজগুলো না করাই ভালো। তৈলাক্ত ত্বককে ক্ষতিগ্রস্ত করে এমন কিছু বিষয় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। আসুন জানি সেগুলো :


১. মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া
বাইরে বের হতে হলে খানিকটা মেকআপ করতে হয়। তবে অনেকেই বাড়িতে ফিরে মেকআপ না ধুয়ে ঘুমিয়ে পড়ে। এই অভ্যাসটি ত্বকের ক্ষতি করে। বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে লোমকূপগুলো বন্ধ হয়ে ব্লাক হেড, হোয়াইট হেডের মতো সমস্যা হতে পারে।


২. ভারি মেকআপ ব্যবহার করা
কখনোই তৈলাক্ত ত্বকে ভারি মেকআপ ব্যবহার ঠিক নয়। আর মেকআপ ব্যবহারের ক্ষেত্রে তেলহীন মেকআপ ব্যবহার করাই ভালো।


৩. ক্ষারযুক্ত ক্লিনজার
ক্লিনজার মুখের ময়লা ও তেল দূর করতে কাজ করে। ত্বক বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত দুবেলা মুখ ধোয়ার কথা বলেন। তবে তৈলাক্ত ত্বক হলে দিনে তিন থেকে চারবার মুখ ধুতে পারেন। এ ক্ষেত্রে ক্ষারহীন ক্লিনজার অবশ্যই ব্যবহার করুন।


৪. ভুল ময়েশ্চারাইজারের ব্যবহার
ত্বকের যত্নে ময়েশ্চারাইজার খুব গুরুত্বপূর্ণ। তবে ময়েশ্চারাইজার নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখুন। তৈলাক্ত ত্বকে ব্যবহার করুন ওয়াটার বেজ ময়েশ্চারাইজার, আর শুষ্ক ত্বকের জন্য ব্যবহার করুন ওয়েল বেজ ময়েশ্চারাইজার।

মুখ দেখে জেনে নিন রোগের লক্ষণ

মুখ দেখে জেনে নিন রোগের লক্ষণ

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রোগের লক্ষণ প্রথমে মুখে মুখটা কি একটু ফোলা লাগছে, গালগুলো হঠাৎ লাল হয়ে যাচ্ছে, ছোট ছোট তিলে ভরে গেছে মুখ? প্রায়ই এই ধরনের পরিবর্তন হলে এখন থেকেই সচেতন হতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলেন, নানা রোগের লক্ষণ প্রথমে মুখেই দেখা যায়।


জেনে নিন, মুখের কোন লক্ষণে কি অসুস্থতা বোঝায়:




  • চোখ, মুখ হলুদ হয়ে গেলে জন্ডিস হয়েছে কিনা পরীক্ষা করিয়ে নিন

  • ঠান্ডা লেগে ও অতিরিক্ত স্ট্রেসের কারণেও মুখে গোটা উঠতে পারে

  • নাকের দুপাশ থেকে সারা গালে লাল ছোপ হলে বুঝতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো কাজ করছে না বা দুর্বল হয়ে পড়েছে

  • যদি গরমকালেও ঠোঁট ফাটে, তবে বুঝে নিন অ্যালার্জির কারণে হচ্ছে

  • রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে তার ছাপ পড়ে ত্বকে৷ চোখের পাতার ওপর হলুদ ছাপ এভাবেই জানান দেয় কোলেস্টেরল বেড়েছে

  • আপনার মুখে কি তিল বাড়ছে, তিলগুলো কি অসমান? সাবধান হোন, হতে পারে ত্বকের ক্যান্সার।


মুখের ত্বকে-চোখে, দাঁতে যেকোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
গরমের হেয়ারস্টাইল

গরমের হেয়ারস্টাইল

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গরমে খোলা চুলে অন্যকে দেখতেও অস্বস্তি লাগে। আর নিজের মাথার চুল নিয়ে তো যুদ্ধ করতে হয়। খোলা চুলে ঘাম আটকে যায়, যা খুবই যন্ত্রণা ও বিরক্তির। গরমও অনেক বেশি লাগে।


এই সময়ে খোলা চুলে বাইরে যাওয়ার কথা না ভাবাই ভালো। সহজ হেয়ারস্টাইল জেনে নিন। চুল সারাদিন ঠিক থাকবে, আপনিও নিশ্চিন্তে স্বস্তির সঙ্গে কাজ করতে পারবেন।


ডুয়াল ব্রেইডেড বান
সেসব অনুষ্ঠান যেখানে স্টাইল ও আরাম দু’টিই দরকার, ডুয়াল ব্রেইডেড বান সেখানে করুন। দু’দিক থেকে অল্প চুলের ভাগ নিয়ে নিয়ে বেণি করে মাথার পিছনে কয়েকটা হেয়ার পিন দিয়ে আটকে দিন। সহজেই তৈরি করতে পারবেন এই বান।


কার্লড বান
গরমকালের কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আপডুর ক্ষেত্রে কার্ল ম্যাজিকের মতো কাজ করে। ওপরে কার্ল করে পাশ দিয়ে কিছু চুল ছেড়ে রাখুন, এটি আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে।


আর কিছুই করতে না চাইলে শুধু চুলগুলোকে ধরে মাথার ওপর একটি টাইট বান বানিয়ে ফেলুন। গরমকালের জন্য এটাই আদর্শ হেয়ারস্টাইল।

গরমে খাবার সংরক্ষণ করুন পুষ্টিগুণ ঠিক রেখে

গরমে খাবার সংরক্ষণ করুন পুষ্টিগুণ ঠিক রেখে

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
আমরা খাবার তৈরি করার সময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত ভাবে করতে। যেন স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকে। গরমে খাবার বাইরে থাকলে দ্রুত নষ্ট হয়ে ‍যায়। খাবারগুলো ভালো রেখে আমাদের কাজ সহজ করে দেয় রেফ্রিজারেটর বা ফ্রিজ।


খাবার স্বাস্থ্যকর রাখতে, খাবার তৈরির মতোই সচেতন থাকতে হবে ফ্রিজে সংরক্ষণ করার সময়। নিরাপদে খাবার সংরক্ষণের জন্য যা করতে হবে:




  • ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে খাদ্য সংরক্ষণ করবেন না

  • প্রতিটি খাবারের তৈরির তারিখ আর কতদিন খেতে পারবেন নিশ্চিত হয়ে নিন

  • প্লাস্টিকের পাত্রে খাদ্য গরম করা বা জমানো এড়িয়ে চলুন। কাঁচের বা অ্যালুমিনিয়ামের পাত্রে
    খবার রাখুন

  • ছোট ছোট বক্সে করে খাবার সংরক্ষণ করুন, বারবার গরম করে আবার সেই খাবার ফ্রিজে রাখলে খাবারের মান কমে যায়

  • সঠিক তাপমাত্রায় খাবার রান্না করুন

  • নির্দিষ্ট স্থানে খাবার রাখুন, যেমন ডিমের ট্রেতে ডিম, নির্দিষ্ট বক্সে সবজি বা ফল

  • ফয়েলের মধ্যে কাঁচা মাছ এবং মাংস সংরক্ষণ করুন

  • দু’টি জিনিসের মধ্যে একটু জায়গা রাখুন ঠাণ্ডা বাতাস চলাচলের জন্য

  • কোনো খাবারই দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করবেন না

  • চেষ্টা করুন সপ্তাহে একদিন ফ্রেশ বাজার করতে

  • আর রান্না করা খাবারও সপ্তাহ পার হওয়ার আগেই খেয়ে নিন।

ঘুমানোর বালিশটি শরীরের জন্য ঠিক তো?

ঘুমানোর বালিশটি শরীরের জন্য ঠিক তো?

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
আজকাল বালিশ নিয়ে অনেক কথাই হচ্ছে। কিন্তু নিজের ঘুমানোর বালিশটি আরামদায়ক ও শরীরের জন্য ভালো তো? জানেন তো, ঘুমানোর বালিশ ঠিক না হলে অনিদ্রা, মাথাব্যথা, ঘাড়ে ব্যথা-ক্লান্তি-অবসাদ হতে পারে।


বিশেষজ্ঞরা বলেন, মাথার আকারের ওপর নির্ভর করে আপনার জন্য সঠিক বালিশ কোনটি। যেমন মাথার বড় বলে কিং বা কুইন সাইজের বালিশ নিন। আর মাথা ছোট হলে বালিশও হবে ছোট।


অনেকেই ফোমের বালিশ ব্যবহার করেন, কিন্তু তা শরীরের জন্য উপকারী নয়। কার্পাস বা শিমুল তুলার বালিশ শরীরের সুস্থতা ও ঘুমের জন্য ভালো।


বালিশ বেশি উঁচু হবে না আবার খুব নিচুও হবে না। খুব শক্ত বা নরম বালিশও কিন্তু ব্যবহারে বারণ করেন বিশেষজ্ঞরা।


পাশ ফিরে শোওয়ার সময় কাঁধের সঙ্গে গলার যতটা দূরত্ব, বালিশের সঙ্গেও কাঁধের যেন ততটাই হয়। অর্থাৎ ঘাড়ের ওপরের দিকের সঙ্গে বালিশের শেষ ভাগ যেন স্পর্শ করে থাকে। কেনার সময় এই বিষয়টিও মাথায় রাখতে হবে।


বালিশের ওপর একটা আলাদা সুতির কাপড়ের পরিষ্কার কভার ব্যবহার করুন। এতে বালিশ কম ময়লা হবে, দীর্ঘ দিন নতুনের মতো থাকবে।


এবার আসুন দরদামে, একটি ভালো তুলার বালিশ বানাতে বা রেডিমেট কিনতে এক হাজার কিছু কম বেশি প্রয়োজন হয়। তবে ফাইভারের বা পাখির পালকের বালিশের দাম আরও একটু বেশি হতে পারে।

রক্ত থেকে বিষাক্ত উপাদান দূর করতে করণীয়

রক্ত থেকে বিষাক্ত উপাদান দূর করতে করণীয়

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রক্ত পরিশোধনের প্রধান দায়িত্ব পালন করে বৃক্ক এবং যকৃত। গৃহস্থালী কিছু উপকরণ এই রক্ত পরিশোধন প্রক্রিয়ার উপকারী ভ‚মিকা পালন করতে পারে।


বিভিন্ন জৈবিক প্রক্রিয়ার ফলাফল হিসেবে রক্তে মিশে থাকা বর্জ্য অপসারণে এবং কিছু রোগ থেকে সুরক্ষা দিতে এই ঘরোয়া উপকরণগুলো সহায়ক। স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।


লেবু: রক্ত এবং হজমতন্ত্র পরিষ্কার করে লেবুর রস। অম্লীয় ধরনের এই রস অম্ল-ক্ষারের মাত্রা পরিবর্তন করতে পারে এবং রক্ত থেকে বিষাক্ত উপাদান অপসারণ করতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রস পান করলে শরীরে থেকে দুষিত উপাদান অপসারিত হয়। কুসুম গরম পানিতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিলেই যথেষ্ট।


অ্যাপল সাইডার ভিনিগার ও বেইকিং সোডা: এই মিশ্রণ শরীরের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে, যা রক্ত এবং টিস্যু পরিশোধন করে। রক্ত থেকে ইউরিক অ্যাসিড পরিষ্কার করে এই মিশ্রণ। দুই টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে আধা টেবিল-চামচ বেইকিং সোডা একটি খালি গ্লাসে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ফেনা কমে আসে। এরপর তাতে পানি যোগ করে সঙ্গে সঙ্গে পান করতে হবে। অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে মেশালে বেইকিং সোডা নিষ্ক্রিয় হয়ে যায়। তারপরও যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের এই মিশ্রণ পান করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


বেসিল: ব্যাকটেরিয়া ও প্রদাহরোধী গুণ রয়েছে বেসিলের। পাশাপাশি রক্ত পরিশোধনের ক্ষেত্রে এবং বৃক্ক ও যকৃত থেকে বিষাক্ত উপাদান দূর করতে এই ভেষজ উপাদান অনন্য। মূত্রের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করবে এই উপাদান। প্রতিদিনের খাবারে পাঁচ থেকে ছয়টি বেসিল পাতার গুঁড়া মিশিয়ে দিলেই এর উপকার পাওয়া যায়। আবার একই পরিমাণ পাতা দিয়ে চা বানিয়েও পান করা যেতে পারে।


হলুদ: অত্যন্ত উপকারী একটি মসলা হলুদ, যা রক্ত পরিষ্কার করে এবং রোগ নিরাময় প্রক্রিয়া দ্রুত করে। হলুদে থাকা ‘কারকিউমিন’ প্রদাহ এবং শরীরের প্রায় সব ধরনের জটিলতার বিরুদ্ধে লড়াই করে। নতুন লোহিত রক্তকণিকা তৈরিতেও ভ‚মিকা রাখে হলুদ। আর হলুদের স্বাস্থ্যগুণ সেই আয়ুর্বেদিক চিকিৎসার দিনগুলো থেকেই জন সমাদৃত। এক কাপ কুসুম গরম দুধের সঙ্গে আধা চা-চামচ হলুদ গুঁড়া মিশিয়ে পান করতে হবে। যকৃতের সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এই পানীয়।


পানি: প্রাকৃতিক পরিশোধনকারী হল পানি। যত বেশি পানি পান করা হবে রক্ত ততই বিশুদ্ধ হবে। শরীর থেকে দূষিত উপাদান ধুয়ে প্রসাবের সঙ্গে বের করে দেয় পানি এবং সকল অঙ্গের স্বাভাবিক কার্যক্রম অক্ষুণ্ন রাখে। খনিজ উপাদান ও ভিটামিনের প্রবাহ নিয়ন্ত্রণেও সহায়ক পানি।


অন্যান্য খাবার
উপরোক্ত খাবারগুলো উপকরণগুলো ছাড়াও আরও অনেক ফল ও সবজি আছে যা রক্ত পরিশোধনে কার্যকর।


ব্লুবেরি: প্রাকৃতিক রক্ত পরিশোধনকারী খাবারের মধ্যে সবচাইতে কার্যকর এই ফল। পাশপাশি যকৃত ক্যান্সার সৃষ্টিকারী কোষের বৃদ্ধিও বন্ধ করে ব্লুবেরি।


ব্রকলি: প্রচুর পরিমাণে ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস ও ম্যাঙ্গানিজ থাকে ব্রকলিতে। আর শরীর থেকে বিষাক্ত উপাদান অপসারণেও কার্যকর এই সবজি।


বিট: এতে থাকে ‘বেটালাইন্স’ এবং ‘নিট্রাটস’ নামক ‘অ্যান্টি-অক্সিডেন্ট’ যা রক্ত পরিশোধন করে।


গুড়: রক্ত পরিষ্কার করার কাজে গুড় একটি অনন্য উপাদান। শরীরের ভেতরে জমাট বেঁধে থাকা রক্ত দূর করে গুড় যা রক্ত পরিশোধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: রয়টার্স।

বিয়ে করছেন নুসরাত জাহান

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজনীতিতে নতুন ক্যারিয়ার শুরু করেই অভাবনীয় সাফল্য। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। ভোটের ব্যবধান ৩ লক্ষ ৫০ হাজার ৩৬৯।


এহেন ফলফলে যারপরনাই উচ্ছ্বসিত নায়িকা নুসরাত জাহান। টলিউড থেকে এবার যাচ্ছেন দিল্লিতে, একেবারে সংসদের অন্দরে।


এর পাশাপাশি আরো এক সুখবর রয়েছে নুসরাতের জীবনে। খুব শিগগিরিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা। হাতে সময় নেই।


নুসরাত জাহান। সাম্প্রতিক ছবিমাত্র আর ক’টা দিন। এরমধ্যেই মেহেন্দি-সংগীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামি মাসের মাঝামাঝি নুসরাতের বিয়ে। পাত্র নিখিল জৈন। কলকাতার অন্যতম খ্যাতনামা শিল্পপতি তিনি।


নুসরাত ও নিখিলের পরিচয় কর্মসূত্রেই। তবে কলকাতায় বিয়ে করছেন না নুসরাত। ডেস্টিনেশন ওয়েডিং।


দেশের বাইরেই নুসরাত এবং নিখিলের চার হাত এক হবে। আর সেটা হবে ইস্তানবুলে। যার জন্য হবু দম্পতি ইতিমধ্যেই সেখানকার এক পাঁচতারা হোটেল বুক করে নিয়েছেন। বুকিংয়ের তারিখ- জুনের ১৯ থেকে ২১। অর্থাৎ জুনের ১৯ তারিখেই নিকাহ সারছেন নুসরত।

টেলিফোনে মোদিকে আলোচনার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী

টেলিফোনে মোদিকে আলোচনার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী

admin May 27, 2019

অনলাইন ডেস্ক:
শান্তির আলোচনায় বসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বোববার টেলিফোনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ইমরান।


কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি হামলাল ঘটনার পরে এই প্রথম টেলিফোনে কথা বললেন দুই দেশের প্রধানমন্ত্রী। এর আগে ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসন নিয়ে জয়ী হওয়ার পর দেশটির প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।


ইমরান খান বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান ভারতের দ্বিতীয়বার নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি জানিয়েছেন।


এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নিজেদের বিশ্বাস বাড়াতে হবে, হিংস্রতা মুক্ত এবং সন্ত্রাসবাদ পরিবেশ তৈরি করতে হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশ তাদের জনগণের কল্যাণে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।


এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য মোদিও ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রীকে।


পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়ার সরকারি লাইনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদি ইমরানকে মনে করিয়ে দিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা সবার আগে লড়তে হবে দারিদ্র দূরীকরণের জন্য।


এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যে পারস্পরিক বিশ্বাস বাড়িয়ে তোলা আর সংঘর্ষ বন্ধ করাটাই সবচেয়ে বেশি জরুরি ইমরান খানকে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন মোদি। সূত্র: এএফপি

৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদি

৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদি

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ। আগামী ৩০ মে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।


রোববার বিকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটার এ কথা জানান। এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিনই শপথ নিতে পারেন কয়েকজন মন্ত্রী। তবে সেই তালিকায় কারা থাকবেন, তা নিয়ে বিজেপি গোপনীয়তা বজায় রাখছে।


ভারতীয় গণমাধ্যম মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠদের বরাত দিয়ে জানায়, মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ মন্ত্রীসভায় ঠাঁই পাবে। তাই ৩০ মে রাষ্ট্রপতি ভবনে একাধিক বাঙালিকে শপথ নিতে দেখা যেতে পারে বলেও জানানো হয়।


এর আগে শনিবার রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের জন্য দাবিপত্র দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এর পরই প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারা শপথ নেবেন, তা জানাতে বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


বিজেপির পক্ষ থেকে সম্মতি পেয়ে ৩০ মে সন্ধ্যা ৭টায় শপথগ্রহণের দিন ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হাতীবান্ধার মেধাবী ছাত্রী নূরেফা ইয়াছমিনের

অর্থাভাবে লেখাপড়া অনিশ্চিত হাতীবান্ধার মেধাবী ছাত্রী নূরেফা ইয়াছমিনের

admin May 27, 2019

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামের অতিদরিদ্র পরিবারের সন্তান নূরেফা ইয়াছমিন। তার পিতা হামিদুল ইসলাম একজন দিন মজুর।


নূরেফার ৩ বছর বয়সে তার মা মনসুরা বেগম মানসিক ভারসাম্য হারান। তখন থেকে সে আশ্রয় নেয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম নানা বাড়িতে। নানা প্রতিকূলতার মধ্যে জেএসসি, এসএসসিতে ভালো রেজাল্ট করেছেন তিনি। কিন্তু অর্থাভাবে বর্তমানে তার লেখাপড়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যের সহযোগিতা কিংবা টিউশনির টাকায় চলে তার লেখাপড়া।


জানা যায়, নানা প্রতিকুলতার মাঝেও জীবন সংগ্রাম চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন। জেএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন। দারিদ্রতা তার মেধা বিকাশে প্রধান অন্তরায়। আর্থিক অভাব অনটনের কারণে বর্তমানে তার উচ্চ শিক্ষা অর্জন অনেকটা অনিশ্চিত। সমাজের উচ্চবিত্তরা এগিয়ে এলে হয়তো দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে নূরেফা।


নূরেফা ইয়াছমিন বলেন, মায়ের অসুস্থ্যতার কারণে আমার স্বাভাবিক ভাবে বেড়ে উঠা লেখাপড়া ছিল অনিশ্চিত। কিন্তু ইচ্ছাশক্তির কারণে এসএসসিতে আমার এ সাফল্য। ভবিষ্যতে আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা দারিদ্রতা।


স্কুল প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবলু বলেন, নূরেফা ইয়াছমিন নানা প্রতিকুলতার মাঝে বেড়ে উঠেছেন। কিন্তু তার ইচ্ছা শক্তি ও মানসিক মনোবলের কারণে সাফল্য পেয়েছে। ছাত্রীটি মেধাবী। কারও সহযোগিতা পেলে তার মেধা বিকশিত হবে। তার মেধা জাতির কল্যাণে আসবে।

কাউনিয়ায় প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান শিক্ষক মোজাম্মেল হক বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, সহকারি শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল, তাজুল ইসলাম, সহকারি শিক্ষক এম নাঈম প্রমূখ।


এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

কাউনিয়ায় টাচ স্টোন মডেল স্কুলে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কাউনিয়ায় টাচ স্টোন মডেল স্কুলে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় টাচ স্টোন মডেল স্কুলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ মে) স্কুল প্রাঙ্গনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় স্কুলটির অধ্যক্ষ আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সরকার, শাহ্ আকতার হোসেন, স্কুলের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রানা, ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সরকার সৈকত, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জাহাঙ্গীর আলম জনি, উপ-পরিচালক সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নিমাই চন্দ্র, করিমুজ্জামান প্রমূখ।


এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

কাউনিয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

কাউনিয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

admin May 27, 2019

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


রবিবার (২৬ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মনোয়ারা বেগম, সম্পাদক ও ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য খুরশীদা আক্তার, ফোরামের সদস্য ও ইউপি সদস্যদ্বয় জয়গুন নেছা, আঞ্জুমান আরা, মাহাফুজা বেগম, মালেকা বেগম, আনজুমান আরা, নুরজাহান বেগম, আবেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রমূখ।


এসময় নারীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান ফোরামের সভাপতি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্ধ পাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে জমে উঠছে ঈদ বাজার

ঠাকুরগাঁওয়ে জমে উঠছে ঈদ বাজার

admin May 27, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঈদ মানে আনন্দ। আর এই আনন্দের প্রস্তুতিনিতেই প্রতি বছরের মত এবারও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সবাই কেনা-কাটায়। ঈদের কেনাকাটায় জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার ঈদ বাজার।


প্রতিবছরের মতো এবারও ক্রেতাদেরকে আগে থেকেই ঈদের কেনাকাটা করতে দেখা যাচ্ছে। এর কারণ হিসাবে অনেক ক্রেতারা জানায়, ঈদেও কেনাকাটা তো কম বেশি করতেই হবে তাই প্রথমেই দেখেশুনে কেনার সময় বেশ ভালো পাওয়া যায়। তাই একটু আগে থেকেই সচেতন ক্রেতারা কেনা কাটা শুরু করেছেন।


বর্তমানে ঠাকুরগাঁও প্রতিটি মার্কেট ও বিপনী বিতানগুলোতে দেখা গেছে ঈদের আমেজ। সব দোকানেই ক্রেতার সমাগম লক্ষ্য করা গেছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দর্জি পাড়ার কারিগররা। অনেকেই আবার ঈদের কেনাকাটার ভিড় জমার আগেই দর্জির দোকানগুলোতে পছন্দ মতো কাপড় কিনে তৈরি করতে দিচ্ছেন বিভিন্ন পোষাক।


রাতভর সেলাই মেশিনের শব্দে সমাগম হয়ে থাকছে টেইর্লাস পট্টিগুলো। কিছু কিছু টেইলার্সের দোকানে সাইনর্বোড ঝুলছে “ঈদের শেষ আট দিন কোন অর্ডার নেয়া হবে না”। ছোট থেকে শুরু করে ভিআইপি দোকানের কারিগররা এখন দিনরাত ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই তাদের। তবে গত বারের চেয়ে এবার প্রতিটি কাপড়ের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পরা ভিড়। এছাড়া শাড়ির দোকানগুলোতেও রয়েছে সমান ভিড়। শাড়ি ও তার সাথে ম্যাচ করে অন্যান্য জিনিসপত্র কেনার জন্য সবাই এখন ব্যস্ত।


এবারে ঈদে বিভিন্ন মেগাসিরিয়ালে নায়িকাদের পরিহিত পোষাকের নামের পোষাকগুলোর চাহিদা তরুনীদের মাঝে। কেউ কেউ বাহুবলী, ধূম, পাখি জামা, কেউ কেউ কিরণমালার জামাসহ অন্যান্য নায়িকাদের পরিহিত জামাই বেশি ক্রয় করছে বলে বিভিন্ন দোকানীরা জানান। সবাই এই ঈদে দেশি-বিদেশি কাপড় কেনায় বেশি ব্যস্ত। এলাকার বিভিন্ন কাপড়ের দোকানে দেখা গেছে দেশি-বিদেশি থ্রি পিচ কেনার জন্য মেয়েদের উপচে পড়া ভিড়। ঈদ মানে আনন্দ তাই অভিভাবকদের একটু কষ্ট হলেও সন্তানসহ অন্যান্য প্রিয়জনের মুখে হাসি ফুটাতেই শত সমস্যা উপেক্ষা করে কিনে দিচ্ছেন।


অপরদিকে সুযোগ হাতে পেয়ে দর্জিপাড়ার লোকেরা সময় নেই এবং কাজের অনেক ভিড় বলে দ্বিগুন পারিশ্রমিকে অর্ডার নিতে বাধ্য হচ্ছেন। প্যান্ট ও শ্যার্ট পিস থেকে শুরু করে থ্রি-পিচ, শাড়ি এবং তৈরি পোষাকের প্রতিটির মূল্য গত বারের চেয়ে এবার হাতের নাগালে আছে বলে অনেক জানান ক্রেতারা। প্রতিটি ম্যার্কেট ও কসমেটিক্স বিপনী বিতানগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেলেও বেশি দামের জন্য পছন্দের জিনিস অনেকেই নিতে পারছে না। ঠাকুরগাঁয়ের মার্কেট, উপজেলা মার্কেট গুলো ঘুরে দেখা যায় এবারও মার্কেট গুলোতে বিদেশী কাপড়ে সয়লাব।

বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু সন্ধ্যা ৭টায়ও যখন বৃষ্টি থামেনি, তখন ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট।


বিশ্বকাপকে সামনে রেখে আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা তো দূরের কথা অনুষ্ঠিত হয়নি টসও।


বৃষ্টির পূর্বাভাস অবশ্য আগেই মিলেছিলো। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হতে পারে বৃষ্টি। তবে এ খবরকে গুরুত্ব দেয়নি অনেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকে সত্য প্রমাণ করলো বৃষ্টিই।


সে বৃষ্টি থামেনি এখনও। তাই আজ ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বরং, বৃষ্টি বন্ধ না হওয়ায় আগেই লাঞ্চ করে ফেলতে পারছেন খেলোয়াড় কিংবা কর্মকর্তারা। অবশ্য দুই প্রতিযোগি দেশ মুসলিম হওয়ায় খেলেয়াড়দের অনেকেই হয়তো রোজা রেখেছেন।


এদিকে বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ানোয় গ্যালারিতে সমর্থকের সঙ্গে ছবি তুলতে দেখা যায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটি প্রকাশ করেছে আইসিসি। সেখানে ক্যাপশনে তারা লিখেছে ‘দুর্ভাগ্যজনকভাবে কার্ডিফে এখনও বৃষ্টি থামেনি। তাই খেলা হচ্ছে না। এরই ফাঁকে সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন মোহাম্মদ হাফিজ।’


আগামী ২৮ তারিখ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনেই ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা।

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলা

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের জিযান বিমানবন্দরের সামরিক হ্যাঙ্গারে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।রোববার হুতি সমর্থিত ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত কয়েকদিন আগে মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল ছুড়েছিল জঙ্গিরা।


তবে সৌদি কর্তৃপক্ষ বা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চার বছর ধরে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হামলায় আক্রান্ত হওয়ার ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেনি।


গত দুই সপ্তাহ ধরে সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহে ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ২টি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে, মক্কা অভিমুখী অপর মিসাইলটি মক্কার ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস।


এর আগে সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে সশস্ত্র ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আরমাকো তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।


এ ছাড়া পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে সৌদি আরবে হুতি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করেছে। আগামীতে তিন শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

সাদুল্যাপুরে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

সাদুল্যাপুরে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

admin May 26, 2019

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৫ মে) দিনগত গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।


নিহতের নাম বুদা শেখ (৪৭)। তিনি ইসবপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। পরে আজ রোববার (২৬ মে) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুদা শেখ রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে দোকানে নিয়ে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বুদা শেখের।


সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে শনিবার দিনগত রাত ২ টার দিকে ঘটনাস্থল থেকে বুদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three