৩০ মে শপথ নেবেন নরেন্দ্র মোদি

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি তথা এনডিএ। আগামী ৩০ মে দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।


রোববার বিকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটার এ কথা জানান। এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিনই শপথ নিতে পারেন কয়েকজন মন্ত্রী। তবে সেই তালিকায় কারা থাকবেন, তা নিয়ে বিজেপি গোপনীয়তা বজায় রাখছে।


ভারতীয় গণমাধ্যম মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠদের বরাত দিয়ে জানায়, মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ মন্ত্রীসভায় ঠাঁই পাবে। তাই ৩০ মে রাষ্ট্রপতি ভবনে একাধিক বাঙালিকে শপথ নিতে দেখা যেতে পারে বলেও জানানো হয়।


এর আগে শনিবার রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের জন্য দাবিপত্র দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এর পরই প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারা শপথ নেবেন, তা জানাতে বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


বিজেপির পক্ষ থেকে সম্মতি পেয়ে ৩০ মে সন্ধ্যা ৭টায় শপথগ্রহণের দিন ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three