কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আ.লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফোরামের সহ-সভাপতি ও ইউপি সদস্য মনোয়ারা বেগম, সম্পাদক ও ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য খুরশীদা আক্তার, ফোরামের সদস্য ও ইউপি সদস্যদ্বয় জয়গুন নেছা, আঞ্জুমান আরা, মাহাফুজা বেগম, মালেকা বেগম, আনজুমান আরা, নুরজাহান বেগম, আবেদা খাতুন ও সুরাইয়া বেগম প্রমূখ।
এসময় নারীদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান ফোরামের সভাপতি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বরাদ্ধ পাওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।