কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ মে) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান শিক্ষক মোজাম্মেল হক বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, সহকারি শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল, তাজুল ইসলাম, সহকারি শিক্ষক এম নাঈম প্রমূখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।