শৈল্পিক নগ্নতা বন্ধে ফেসবুক কার্যালয়ের সামনে নগ্ন প্রতিবাদ

শৈল্পিক নগ্নতা বন্ধে ফেসবুক কার্যালয়ের সামনে নগ্ন প্রতিবাদ

admin June 04, 2019

নিউজিবিডি ডেস্ক:
নিউইয়র্কে ফেসবুকের প্রধান কার্যালয়ের সামনে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক নারী ও পুরুষ। ফেসবুক এবং ইনস্টাগ্রামে শৈল্পিক নগ্নতা প্রদর্শনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় এমন প্রতিবাদ জানিয়েছে তারা।


রোববার নিউইয়র্কে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান কার্যালয়ের সামনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলছে, রোববার সকালের দিকে প্রতিবাদকারীরা ফেসবুকের কার্যালয়ের সামনের রাস্তায় নগ্ন হয়ে শুয়ে পড়েন। এ সময় তাদের দুই হাতে পুরুষের নিপলের ছবি দেখা যায়। ডান হাত উপরে তুলে একটি নিপল প্রদর্শন করছেন এবং অন্যটি দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছেন বিক্ষোভকারীরা।


ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোকচিত্রের জন্য সুপরিচিত মার্কিন শিল্পী স্পেন্সার টুনিক ও ন্যাশনাল কোয়ালিশন অ্যাগেইন্সট সেন্সরশিপ (এনসিএসি) নামের একটি সংস্থা। হ্যাশট্যাগে উইদ্যনিপল নামে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা।


পরে এক বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম নারীদের শৈল্পিক নগ্নতা নিয়ে যে সেন্সরশিপ আরোপ করেছে, এটা তার বিরুদ্ধে চ্যালেঞ্জ। প্রতিবাদকারীরা বলছেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে নারীদের নিপল প্রদর্শনরত শৈল্পিক ছবি দেয়া হলে ব্লক করে দেয় ফেসবুক। কিন্তু পুরুষের এমন ছবির ক্ষেত্রে সেটি করা হয় না।


ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টাগ্রাম। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিবাদকারীদের অভিযোগের ব্যাপারে জানতে যোগাযোগ করেছে সিএনএন। কিন্তু তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

‘আমার ভালবাসার দাম দাও’ -প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় প্রেমিক

‘আমার ভালবাসার দাম দাও’ -প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় প্রেমিক

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
তার ভালবাসায় তো কোনও খামতি ছিল না। তাহলে কেন তাকে এভাবে ঠকতে হবে? কেন বিয়ের কথা উঠতেই বেঁকে বসলেন প্রেমিকা? সদুত্তর পেতে নিয়ে ফেললেন একটা বড়সড় সিদ্ধান্ত। না, আত্মহনন কিংবা প্রেমিকার জীবন নাশের মতো কোনও অপরাধের কথা ভাবেননি তিনি। বরং প্রেমিকাকে নিজের জীবনে ফেরাতে একেবারে অন্যরকম পন্থা অবলম্বন করলেন তিনি। যা দেখে থ সকলেই। কী করলেন? প্রেমিকার বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধরনায় বসে পড়লেন যুবক।


ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ওই যুবককে স্রেফ চোখের দেখা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বাড়ির সামনে ভিড়ের ঠেলার অসুস্থ হয়ে পড়েছেন প্রেমিকার মা। তিনি ভরতি হাসপাতালে।


কখনও পরিবারের আপত্তিতে, তো কখনও আবার পরিস্থিতির কারণে এক হতে পারেন না প্রেমিকা-প্রেমিকারা। মানসিক আঘাতে আত্মহত্যার ঘটনাও বিরল নয়। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা ঠিক কোথায়, তা জানা যায়নি। তবে আট বছর প্রেম করার পরেও তাকে বিয়ে করতে রাজি নন প্রেমিকা লিপিকা বর্মন। অন্তত তেমনই দাবি অনন্ত বর্মনের। দু’জনেরই বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে।


রবিবার থেকে শহরের চাকলাপাড়ায় লিপিকার বাড়ির সামনে রীতিমতো প্ল্যাকার্ড হাতে ধরনায় বসেছেন অনন্ত। একটি প্ল্যাকার্ডে লেখা, ‘আমার ৮ বছর ফিরিয়ে দাও।’ আর অন্য প্ল্যাকার্ডটিতে লেখা, ‘আমার ভালবাসার দাম দাও।’


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতেও প্রেমিকার বাড়ির সামনে রাস্তায় মশারি টাঙিয়ে বসেছিলেন অনন্ত। ঘটনার খবর চাউর হতে সময় লাগেনি। অনন্তকে দেখতে ধূপগুড়ির চাকলাপাড়ায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এদিকে এমন ঘটনায় মানসিক চাপ সহ্য করতে পারেননি লিপিকা বর্মনের মা।


গুরুতর অসুস্থ হয়ে ধূপগুড়ি হাসপাতালে ভরতি তিনি। সমস্যা মেটাতে আসরে নেমেছেন ধূপগুড়ির পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দু’পক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে এখনও পর্যন্ত নিজের অবস্থানে অনড় অনন্ত বর্মন। ধরনা চালিয়ে যাচ্ছেন তিনি।

ইংল্যান্ডের ডাবল সেঞ্চুরিও হারাতে পারেনি পাকিস্তানকে

ইংল্যান্ডের ডাবল সেঞ্চুরিও হারাতে পারেনি পাকিস্তানকে

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
টানা ১২ ম্যাচে হারা পাকিস্তান অবশেষে জয়ের দেখা পেলে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ইংল্যান্ডকে তারা হারিয়েছে ১৪ রানে। দুই ইংলিশ ব্যাটার জো রুট এবং জস বাটলারের সেঞ্চুরির পরেও পাকিস্তানকে হারাতে পারেনি স্বাগতিকরা।


জিততে হলে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়তে হতো ইংল্যান্ডকে। নিজেদের প্রথম ম্যাচে ছন্নছাড়া ব্যাটিং করা পাকিস্তান হঠাৎ জ্বলে উঠলো আগ্নেয়গিরির মতো। ৩৪৮ রান বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর একটি রান হলেই ছুঁয়ে ফেলত সর্বোচ্চ রানের রেকর্ড।


বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার জেসন রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শাদাব খান। এরপর জনি বেয়ারস্টোও বেশিক্ষণ থাকতে পারেননি। ৩২ রানে তাকে ফেরান ওয়াব রিয়াজ। ষষ্ঠ ওভারে ৯ রানের সময় স্লিপে রুটকে জীবন উপহার দেন বাবর আজম। সেই রুটের ব্যাট থেকে শেষ পর্যন্ত আসে সেঞ্চুরি। অধিনায়ক ইয়ন মর্গান ব্যার্থ। তাকে ৯ রানে বোল্ড করেন হাফিজ। ১৩ রানে বেন স্টোকসকে ফিরিয়ে ইংলিশদের চাপে ফেলেন শোয়েব মালিক। তবে জস বাটলারের সেঞ্চুরি আবারো আশার আলো দেখায়। কিন্তু বাটলারের বিদায়ের ভরসা দেয়া মইন আলী এবং ক্রিস ওকসকে দ্রুত ফিরিয়ে পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যান ওয়াহাব রিয়াজ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৩৪ রান করে ইংল্যান্ড।


এরআগে ইংল্যান্ডকে বড় টার্গেট দেয় পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে পাকিস্তান। মাত্র ২ রানের জন্য বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেনি সরফরাজের দল। ২০০৭ সালে কিংস্টনে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪৯ রান করেছিল পাকিস্তান। যা এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার ফখর জামান এবং ইমাম-উল হক। দলীয় ৮২ রানের সময় ফখর জামান ফেরেন ৩৬ রানে। বাবর আজমের সঙ্গে গড়া জুটিটাকে বেশিদূর নিয়ে যেতে পারেননি ইমাম। ৪৪ রানে মইন আলির শিকার হন তিনি। এদিন উপরের দিকে ব্যাট করতে নামা মোহাম্মদ হাফিজ বাবর আজমের সঙ্গে জুট গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তাদের ৮৮ রানের জুটি ভাঙে বাবর ৬৩ রানে মইন আলির শিকার হলে। এরপর হাফিজ-সরফরাজ জুটি থেকে আসে ৮০ রান। ৬২ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন একবার লাইফ পাওয়া হাফিজ। সরফরাজও তুলে নেন অর্ধশতক।


স্কোর:
পাকিস্তান ৩৪৮/৮ (৫০)
ইমাম ৪৪ (৫৮)
ফখর ৩৬ (৪০)
বাবর আজম ৬৩ (৬৬)
হাফিজ ৮৪ (৬২)
সরফরাজ ৫৫ (৪৪)
আসিফ আলি ১৪ (১১)
শোয়েব মালিক ৮ (৮)
ওয়াহাব রিয়াজ ৪ (২)
হাসান আলী ১০* (৫)
শাদাব খান ১০* (৪)


বোলার:
ওকস ৮-১-৭১-৩
আর্চার ১০-০-৭৯-০
মইন ১০-০-৫০-৩
উড ১০-০-৫৩-২
স্টোকস ৭-০-৪৩-০
আদিল ৫-০-৪৩-০


স্কোর:
ইংল্যান্ড ৩৩৪/৯ (৫০)
জেসন রয় ৮ (৭)
জনি বেয়ারস্টো ৩২ (৩১)
জো রুট ১০৭ (১০৪)
ইয়ন মরগান ৯ (১৮)
বেন স্টোকস ১৩ (১৮)
জস বাটলার ১০৩ (৭৬)
মইন আলী ১৯ (২০)
ক্রিস ওকস ২১ (১৪)
জোফরে আর্চার ১ (২)
আদিল রশিদ ৩* (৪)
মার্ক উড ১০* (৬)


বোলার
শাদাব খান ১০-০-৬৩-২
মোহাম্মদ আমীর ১০-০-৬৭-২
ওয়াহাব রিয়াজ ১০-০-৬৬-৩
হাসান আলি ১০-০-৬৬-০
মোহাম্মদ হাফিজ ৭-০-৪৩-১
শোয়েব মালিক ৩-০-১০-১

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৫ : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৫ : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

admin June 04, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০২ জুন ২০১৯, রবিবার, কেনিংটন ওভাল। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম ম্যাচ। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। বিশ্বকাপে জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ মিশন। ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।


ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিক-সাকিবের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।


টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।


টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬০ রান করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। হাতের চোট নিয়ে খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল।


ইনিংসের শুরু থেকে সৌম্য সরকার একের পর এক বাউন্ডারি হাঁকালেও উইকেটের অন্য প্রান্ত আগলে রাখেন তামিম। কিন্তু আন্দিলে ফিলোকাওয়ের গতির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দেশসেরা ওপেনার। তার আগে ২৯ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করেন তামিম।


এরপর ১৫ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। দলীয় ৭৫ রানে ক্রিস মরিসের বাউন্সি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বিপদে পড়েন দুর্দান্ত খেলতে যাওয়া সৌম্য। ক্রিস মরিসের করা বলটি সৌম্যর মাথার ওপর দিয়ে যাচ্ছিল।


উড়ে আসা সেই বলটি সৌম্যর গ্লাভসে লেগে উইকেটকিপার কুইন্টন ডি ককের ক্যাচে পরিনত হয়। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৯টি চারের সাহায্যে ৪২ রান করেন করেন সৌম্য।


৭৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ১৪১ বলে ১৪২ রানের জুটি গড়েন। তাদের অনবদ্য জুটিতে বড় সংগ্রহ পায় টাইগাররা।


ক্যারিয়ারের ৪৩তম ওডিআই ফিফটি গড়ার পর সেঞ্চুরি পথেই ছিলেন সাকিব। কিন্তু ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৮৪ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭৫ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।


এদিকে আন্দিলে ফিলোকাওয়েকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৩৪তম ফিফটি গড়েন মুশফিক। ফিফটির পর তিনিও সেঞ্চুরির পথে ছিলেন। দলীয় ২৫০ রানে আউট হন মুশফিক। তার আগে ৮০ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ রান করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।


ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৩ বলে ৬৬ রানের জুটি গড়েন তারা। ২০ বলে ২৬ রান করে ফেরেন সৈকত। মাত্র ৩৩ বলে তিন চার ও এক ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।


৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন আফ্রিকান ওপেনার। তার আগে ৩২ বলে ২৩ রান করেন ডি কক। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও দুর্দান্ত মুশফিকুর রহিম। তার থ্রোতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি ককের উইকেট।


ডি ককের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অফিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন মার্করাম। তাদের মধ্যকার এই জুটি ভাঙেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের শিকারে পরিনত হওয়ার আগে ৫৬ বলে ৪৬ রান করেন মার্করাম। তার বিদায়ের মধ্য দিয়ে ১০২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।


মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত ফাফ ডু প্লেসিস। বাংলাদেশের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান এ অধিনায়ককে বোল্ড করেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬২ রান করেন ডু প্লেসিস।


১৬ রানেই আউট হয়ে সাজঘরে ফেরার কথা ছিল ডেভিড মিলারের। সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে সৌম্য সরকারের কারণে লাইফ পান। ভয়ঙ্কর হয়ে ওঠা মিলার কিলারকে আউট করে টাইগার শিবির স্বস্থির পরশ এনে দেন মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিনত হওয়ার আগে ৪৩ বলে দুটি চারের সাহায্যে ৩৮ রান করেন মিলার।


দলীয় ২২৮ রানে ভেন দার ডুসেনকে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। তার আগে ৩৮ বলে দুই চার ও এক ছক্কায় ৪১ রান করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দেন ফেহালুকাওয়ে। সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ।


নিয়মিত বিরতিতে উইকেট পতন এবং রান রেট বেড়ে যাওয়ায় শেষ দিকে জেপি ডুমিনির একা লড়াই করেও দলের পরাজয় এড়াতে পারেননি।


Bangladesh vs South Africa Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=e6R6VsgD8yQ[/embed]

সংক্ষিপ্ত স্কোর


টস: দক্ষিণ আফ্রিকা


বাংলাদেশ ৩৩০/৬ (৫০ ওভার)
মুশফিক ৭৮, সাকিব ৭৫, রিয়াদ ৪৬* সৌম্য ৪২, মোসাদ্দেক ২৬
ফেলকায়ো ৫২/২, তাহির ৫৭/২, মরিস ৭৩/২

রংপুরে শিশু অপহরণের দুইদিন পর নাটকীয়ভাবে উদ্ধার

রংপুরে শিশু অপহরণের দুইদিন পর নাটকীয়ভাবে উদ্ধার

admin June 04, 2019

স্টাফ রিপোর্টার:
অপহরণের দুইদিন পর রংপুরে নগরীর আলমনগর খেড়বাড়ী গ্রামের আশিক নামে এক ৫ বছরের শিশুকে  উদ্ধার করেছে পুলিশ। সোমবার অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর থেকে শিশু অপরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার ও অপহৃত শিশুটিকেও উদ্বার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারীর সৈয়দপুরের কয়াগোলারহাট বসুনিয়াপাড়ার উমালু জাকিরের ছেলে শাহিন মিয়া (২০) ও একই উপজেলার পুর্ব বেলপুকুর পাকাধারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২৫)।


সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আব্দুল আলীম মাহমুদ তথ্য জানান।


সংবাদ সম্মলনে তিনি বলেন, গত ১ জুন শনিবার সন্ধ্যায় নগরীর তাজহাট থানার আলমনগর খেড়বাড়ি গ্রামের কালু মিয়া ৫ বছর বয়সী ছেলে আশিক নিখোঁজ হয়। পরে অনেক খোঁজা খুজি করে তাকে না পেয়ে পিতা কালু মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামীয় ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। এরই মধ্যে অপহরণকারী চক্র শিশুটির পিতার কাছে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে ওই শিশুকে হত্যা করারও হুমকি দেয়া অপহরণ কারী চক্র। এদিকে মামলার পরেই পুলিশ শিশুটিকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরের মোজার মোড়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণ চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে রংপুর মেট্রো পুলিশের উপ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার, সহকারী কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন, তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন প্রমুখ।

স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদযাত্রায় সড়ক পথে যানজট না থাকায় রাজধানী থেকে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। সোমবার সকালে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলসহ চট্টগ্রাম মহাসড়কে একই অবস্থা দেখা গেছে। এবার ঈদের ছুটিতে সড়কপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সড়কপথে অন্যান্য বছরের মতো যানজট নেই।


টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজটমুক্ত থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের ২৩ জেলার একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। মির্জাপুর বাইপাস আন্ডার পাস ব্রিজ, ধেরুয়ায় রেলওয়ে ওভার ব্রিজ, কালিয়াকৈরের লতিফপুরে রেলওয়ের রেলওয়ের ওভার ব্রিজ, দেওহাটা আন্ডার পাস ব্রিজ, টাঙ্গাইলের ঘারিন্দা আন্ডার পাস ব্রিজ, চন্দ্রায় ওভার ব্রিজ ও কোনাবাড়ি ওভার ব্রিজ খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস জাতীয় মহাসড়কে নেই যানজট। এবারের ঈদে যানজট মুক্ত, নিরাপদে এবং কম সময়ে বাড়ি ফিরতে পারায় তাদের স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।



যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, প্রতি বছর রোজা ও কোরবানীর ঈদ এলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয। ঈদের আগে ও পরে ৫-৬ দিন এই যানজট স্থায়ী থাকে। কিন্ত এ বছর হয়েছে পুরোটাই উল্টো। চন্দ্র থেকে বঙ্গবন্ধু সেতুর পুর্বপ্রাপ্ত পর্যন্ত চার লেনের কাজ মোটামুটি সমাপ্তির পথে। যাত্রীদের দর্র্ভোগের কথা চিন্তা করে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং চারলেন কাজে নিয়োজিত ঠিকাদারী সংস্থা ওভার ব্রিজ ও ছোট বড় মিলে ৩৬ ব্রিজের দুপাশ খুলে দেওয়ায় দ্রুত গতিতে চলছে দুদিক থেকে যানবাহন। এছাড়া চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত বসানো হয়েছে মোবাইল কোর্ট ও স্টাইকিং ফোর্স। বিভিন্ন পয়েন্টে কাজ করছেন, জেলা ও থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন সদস্য, ট্রাফিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। টাঙ্গাইল জেলা পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ এবং পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে কাজ করছেন যানমুক্ত রাখার জন্য বলে পুলিশ জানিয়েছেন।


গাজীপুর: রবিবার রাতে বৃষ্টি ও সোমবার সকালে চান্দনা চৌরাস্তার কাছে ময়মনসিংহগামী সড়কে একটি ট্রাক বিকল কয়ে যাওয়ায় ঢাকা -ময়মনসিংহ সড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। তবে বিকল হয়ে যাওয়া ট্রাকটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।


কুমিল্লা: এবার কাঁচপুর, মেঘনা, গোমতী এবং কোনাবাড়ী উড়াল সড়ক খুলে দেওয়ায় পাল্টে গেছে পরিস্থিতি। এখন অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে আগের মতো আর যানজট নেই। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করেন। একই সঙ্গে কোনাবাড়ী উড়াল সড়কটিও উদ্বোধন করেন। এরপর এগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। গত মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দ্বিতীয় কাঁচপুর সেতু।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, সোনারগাঁর কাঁচপুর এবং মেঘনা টোলপ্লাজা এলাকা ছিল যানজটপ্রবণ। প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের জন্য এই তিনটি স্থান ছিল আতঙ্কের নাম। শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতীতে তিনটি নতুন সেতু নির্মাণের পর দুই ঘণ্টায় নেমেছে ঢাকা-কুমিল্লার দূরত্ব। চট্টগ্রাম যেতে লাগছে ৫ ঘণ্টা।


মুন্সীগঞ্জ: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেন ঘরে ফেরা মানুষ। তবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এবার নির্বিঘ্নে পারাপার হচ্ছে শিমুলিয়া ঘাট দিয়ে। নেই কোনো যানজট, নেই ফেরি সংকট। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম জানান, অন্যান্য বারের চাইতে এবার অনেকটাই ফাঁকা শিমুলিয়া প্রান্তর। আমাদের মোট ১৮টা ফেরি যানবাহন ও যাত্রী পারাপারের জন্য চলমান রয়েছে।


মানিকগঞ্জ: ঈদযাত্রার চতুর্থ দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে বড় ধরনের ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে পার হতে পারছেন যাত্রীরা।


বিআইডব্লিটিসির আরিচা অঞ্চলের এজিএম জিল্লুর রহমান জানান, সোমবার সকালে পাটুরিয়ায় ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ে। তবে ছোট বড় ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত থাকায় যানবাহনগুলোকে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হচ্ছে না। ঘাটে পৌঁছেই নদী পার হতে পারছেন সবাই।

পাখির আঘাত: শাহজালালে বিমানের জরুরি অবতরণ

পাখির আঘাত: শাহজালালে বিমানের জরুরি অবতরণ

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ড্যাশ-৮ মডেলের যে প্লেনটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে, সেটির ককপিটের সামনের অংশে পাখির আঘাত লেগেছিল বলে জানা গেছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাখির আঘাতে শব্দ হওয়ায় পাইলট চাকা ফেটে গেছে মনে করে প্লেনটি জরুরি অবতরণ করান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারগামী বিমানের বিজি ১৪৪৩ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই শাহজালালে জরুরি অবতরণ করে।


বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ড্যাশ-৮ মডেলের ওই প্লেনটি সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণ পরই প্লেনটিতে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা প্রকাশ করেন পাইলট। তিনি উড়োজাহাজটি ঘুরিয়ে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পেয়ে অবতরণে দু’বার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার সফলভাবে অবতরণ করান পাইলট।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, প্লেনটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সবাই সুস্থ আছেন। এছাড়া প্লেনটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো না। সেটি আবার উড্ডয়ন করে চলে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পরীক্ষা–নিরীক্ষা শেষে প্লেনটি উড্ডয়ন করেছে। ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজারগামী বিজি ১৪৪৩ ফ্লাইটটি উড্ডয়ন করার পর পাইলট বিকট শব্দ শুনতে পান। পাইলট ভেবেছিলেন সামনের চাকা ফেটে গেছে। পরে কিছুক্ষণ পর প্লেনটি চট্টগ্রাম অভিমুখ থেকে ঘুরে শাহজালালে আসে এবং কন্ট্রোল রুমের অনুমতিক্রমে অবতরণ করে। পরে দেখা যায়, প্লেনটির চাকা ফেটে যায়নি। ককপিটের সামনের অংশে একটি পাখি আঘাত করেছিল। সেজন্য খানিকটা রক্তও লেগেছিল।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, জরুরি অবতরণ করার পর রানওয়ে স্বাভাবিক ছিলো।


ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজের ইতিহাস বাংলাদেশে তেমন একটা ভালো নয়। বিশ্বব্যাপী ছোট এয়ারক্রাফট হিসেবে ড্যাশ-৮-এর খ্যাতি থাকলেও বাংলাদেশে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে এ মডেলের প্লেন।


সবশেষ গত ৮ মে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ বিমানের এ মডেলের একটি প্লেন ছিটকে পড়ে রানওয়েতে। প্রাণে বেঁচে যান বিমানের ৩৩ জন আরোহী।


২০১৭ সালের ২৫ অক্টোবর সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এ মডেলের একটি প্লেন অলৌকিকভাবে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। উড্ডয়নের পর ৬ হাজার ফুট ওপরে উঠলে প্লেনটির একটি চাকা খুলে যায়। পরে পাইলট ও ফাস্ট অফিসারের দক্ষতায় রক্ষা পান যাত্রীরা। সেই ফ্লাইটে ৫ ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন।


এছাড়া চলতি বছরের ৩১ মার্চ ড্যাশ-৮-৪০০ মডেলের একটি প্লেন সিলেট থেকে ঢাকায় রওনা দেওয়ার কিছুক্ষণ পরই চাকায় ত্রুটি টের পান পাইলট। পরে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে প্লেনটি।

যানজটমুক্ত সড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

যানজটমুক্ত সড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

admin June 03, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক: সড়ক-মহাসড়কে এবার যানজট না থাকায় নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরছেন রাজধানী ঢাকা ও গাজীপুরে বসবাসরত ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে আজও অনেকে বাড়ি যাচ্ছেন। ঈদের আগের দিন পর্যন্ত এমন কি ঈদের দিনও অনেকে বাড়ি যাবেন। এবার ঈদের ছুটিতে সড়কপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে সড়কপথে অন্যান্য বছরের মতো যানজট নেই।


কোন ধরনের ভোগান্তি ও সমস্যা ছাড়াই স্বস্তিতে মানুষ বাড়ি যেতে পারছেন। বৃহস্পতিবার বিকাল থেকেই মানুষ গ্রামের বাড়ির পথে রওয়ানা দিচ্ছেন। এখনও মানুষ রাজধানী ছাড়ছে। রাস্তায় ভোগান্তি কম থাকায় এবার বেশি সংখ্যক মানুষ রাজধানী ছাড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। প্রতি বছরই ঈদে ঘরমুখো মানুষের সড়কপথে বাড়ি ফেরার সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল মহাসড়কে যানজট। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু এবং ঢাকা-বগুড়া ও ময়মনসিংহ সড়কের গাজীপুর, কোনাবাড়ী ও চন্দ্রা এলাকার যানজটের বিড়ম্বনা ঈদ আনন্দকেই মাটি করে দিত।


তবে এবার কাঁচপুর, মেঘনা, গোমতী এবং কোনাবাড়ী উড়াল সড়ক খুলে দেওয়ায় পাল্টে গেছে পরিস্থিতি। এখন অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে আগের মতো আর যানজট নেই। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করেন। একই সঙ্গে কোনাবাড়ী উড়াল সড়কটিও উদ্বোধন করেন। এরপর এগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। গত মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দ্বিতীয় কাঁচপুর সেতু।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, সোনারগাঁর কাঁচপুর এবং মেঘনা টোলপ্লাজা এলাকা ছিল যানজটপ্রবণ। প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের জন্য এই তিনটি স্থান ছিল আতঙ্কের নাম। শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতীতে তিনটি নতুন সেতু নির্মাণের পর দুই ঘণ্টায় নেমেছে ঢাকা-কুমিল্লার দূরত্ব। চট্টগ্রাম যেতে লাগছে ৫ ঘণ্টা।


একই অবস্থা ঢাকা-বগুড়া মহাসড়কেও। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের উত্তরবঙ্গের ১১৮টি রোডের হাজার হাজার যানবাহন চলাচল করে। ঈদে যানবাহনের চাপ বৃদ্ধি পায় বহু গুণ। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র এই মহাসড়ক পথে যানজট ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। যানজটে আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হতো। কোনাবাড়ী উড়াল সড়ক খুলে দেওয়া এবং জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক খুলে দেওয়ায় এখন বগুড়া যেতে সময় লাগছে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। এছাড়া ঢাকা-খুলনা, ঢাকা-যশোর, ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট নেই। নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। আগের চেয়ে কম সময়ে পৌঁছাচ্ছেন যাত্রীরা।


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজটমুক্ত থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের ২৩ জেলার একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। এবার প্রায় ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। তবে এর মাঝে আগামীকাল ৩ জুন সোমবার অফিস-আদালত খোলা। ঈদযাত্রা লম্বা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অনেকেই ওইদিন ছুটি নিয়েছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পবিত্র লাইলাতুল কদরের ছুটি আজ। মাঝখানে সোমবার অফিস-আদালত খোলা থাকলেও মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ সোমবার একদিনের ছুটি নিলে ৯ দিনের ছুটি পাচ্ছেন।


বৃহস্পতিবার বিকাল থেকেই বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় ছিল ব্যাপক। অফিস শেষে অসংখ্য মানুষ বাড়ির উদ্দেশে রওনা দেন। অফিস-আদালতে রমজানের কর্মদিবস বিকাল সাড়ে ৩টায় শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা। রবিবার সকাল থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতিটি ট্রেনে ছাড়লেও ভিড় ছিল একটু বেশি।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৪ : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৪ : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া

admin June 03, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০১ জুন ২০১৯, শনিবার, ব্রিস্টল। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ ম্যাচ। এদিন আফগানিস্তানের বিপক্ষে অনায়াসেই জয় পায় অস্ট্রেলিয়া। আফগানিস্তানের দেওয়া ২০৮ রানের সহজ লক্ষ্য টপকাতে তেমন বেগ পেতে হয়নি ওজিদের। সাত উইকেটের জয় দিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া।


ব্রিস্টলে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। শুরুতেই জোড়া ধাক্কা খায় আফগানরা। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্কের বল মোহাম্মদ শাহজাদের ব্যাট পরাস্ত করে আঘাত হানে অফ স্টাম্পে। পরের ওভারে প্যাট কামিন্সের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন হজরতউল্লাহ যাযাই। কোনো ওপেনারই রানের খাতা খুলতে পারেননি।


তৃতীয় উইকেটের জুটিতে ৫১ রান তুলেন রহমত শাহ আর হাসমতউল্লাহ শাহিদি। তাদের জুটি ভাঙেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ১৮ রান করে স্টাম্পিং হন হাসমতউল্লাহ। এরপর রহমত শাহকেও নিজের শিকারে পরিণত করেন অ্যাডাম জাম্পা। ৪৩ রান করে বিদায় নেন তিনি। পরের ওভারেই রান আউট হন মোহাম্মদ নবী। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় আফগানিস্তান।


দলের হাল ধরেন অধিনায়ক গুলবাদিন নাইব আর নাজিবুল্লাহ জাদরান। দ্রুত রান তুলতে থাকেন নাজিবুল্লাহ জাদরান। অর্ধশতক তুলে নেন তিনি। তাদের দুইজনের উইকেট এক ওভারে শিকার করেন মার্কাস স্টয়নিস। দলীয় ১৬০ রানের মাথায় স্টয়নিসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন নাইব। ৩৩ বলে ৩১ রান করেন তিনি। পঞ্চম বলে বিদায় নেন নাজিবুল্লাহ। ৭ চার আর ২ ছক্কায় সাজানো ৪৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। ২০৭ রান করে অলআউট হয় আফগানিস্তান।

পরের ওভারে দৌলত জাদরানকে তুলে নেনে প্যাট কামিন্স। এরপর ভয়ঙ্কর রূপ ধারণ করেন রশিদ খান। মার্কাস স্টয়নিসের এক ওভারেই রান হয় ২১। মারেন দুই চার আর দুই ছক্কা। অ্যাডাম জাম্পার বলে ছক্কা হাঁকানোর পরের বলে এলবিডব্লিউ হন রশিদ খান। ১১ বলে ২৭ রান করেন তিনি। তাকে সঙ্গ দেওয়া মুজিব উর অরহমান পরের ওভারে বিদায় নেন প্যাট কামিন্সের বলে। করেন ৯ বলে ১৩ রান।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আফগান বোলারদের ওপর চড়াও হন ওপেনার অ্যারন ফিঞ্চ। স্পিনার মুজিব উর রহমানের করা ইনিংসের প্রথম ওভারেই দুই চার মারেন অ্যারন ফিঞ্চ, দলের রান হয় ১০। মুজিবের পরের ওভারেই ছক্কার খাতা খুলেন ফিঞ্চ। ঐ ওভার থেকে রান আসে ১৪। অন্য প্রান্তে নিয়ন্ত্রিত বোলিং করছিলেন পেসার হামিদ হাসান। ষষ্ঠ ওভারে সুযোগও তৈরি করেছিলেন হামিদ হাসান। তবে ডেভিড ওয়ার্নারের ব্যাট স্পর্শ করা বল চলে যায় ফিল্ডারকে ফাঁকি দিয়ে।


অন্য প্রান্তে অ্যারন ফিঞ্চের ঝড় চলছিল। চার আর ছক্কার ফোয়ারা ছোটাচ্ছিলেন তিনি। রশিদ খানের বলে চার মেরে তুলে নেন অর্ধশতক। পরের বলেই মিড উইকেটের ওপর দিয়ে মারেন ছক্কা।



অ্যারন ফিঞ্চের ঝড় থামান গুলবাদিন নাইব। স্লোয়ার বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মুজিব উর রহমানের হাতে। ছয়টি চার আর চারটি ছয় হাঁকানো ফিঞ্চ ফিরেন ৪৯ বলে ৬৬ রান করে। ৯৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে।


এরপর ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার রানের ধারা চলতে থাকে। ওয়ার্নার-খাজার জুটি ভাঙেন রশিদ খান। এ লেগির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন খাজা। ১৫ রান করেন তিনি।


চতুর্থ উইকেটে ওয়ার্নারের সাথে জুটি বাঁধেন স্টিভ স্মিথ। ৪৩৩ দিন পর একসঙ্গে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন দুজন। অবশ্য দলের জয়ের ক্ষণ পর্যন্ত টিকতে পারেনি এ জুটি। দলকে জয় থেকে তিন রান দূরে রেখে ফিরে যান স্মিথ। নেমেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান গ্লেন ম্যাক্সওয়েল।



Afghanistan vs Australia Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=HGbVsYrzZqI[/embed]

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ২০৭/১০, ৩৮.২ ওভার
নাজিবুল্লাহ ৫১, রহমত ৪৩, নাইব ৩১, রশিদ ২৭
কামিন্স ৩/৪০, জাম্পা ৩/৬০, স্টয়নিস ২/৩৭, স্টার্ক ১/৩১


অস্ট্রেলিয়া ২০৯/৩, ৩৪.৫ ওভার
ওয়ার্নার ৮৯*, ফিঞ্চ ৬৬, স্মিথ ১৮, খাজা ১৫
মুজিব ১/৪৫, নাইব ১/৩২, রশিদ ১/৫২


ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার।

পীরগাছায় আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পীরগাছায় আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

admin June 03, 2019

পীরগাছা প্রতিনিধি, রংপুর:
পীরগাছায় ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সরদার।


এ সময় পবিত্র মাহে রমজানের ফজিলত ও মাহে রমজানের অঙ্গীকারে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. জাহিদুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক রশিদুল হক,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহমেদ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাফায়াত জামিলসহ অত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

admin June 03, 2019

নিউজিবিডি ডেস্ক:
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রোববার ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে তাদের ২১ রানে হারায় বাংলাদেশ।


এই জয়ের পর সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।


শনিবার রাতে মক্কায় ওমরাহ পালনের পর রোববার মদিনায় গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মদিনা থেকে জেদ্দায় ফিরে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন তিনি।


ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশ মিশন

বিশ্বকাপে জয় দিয়ে শুরু বাংলাদেশ মিশন

admin June 03, 2019

নিউজ ডেস্ক:
বিশ্বকাপে জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ মিশন। ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।


রোববার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।এদিন নির্ধারিত ৫০ ওভারে মুশফিক-সাকিবের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।


টার্গেট তাড়া করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এছাড়া ৪৫ রান করেন ওপেনার মার্করাম, ৪১ রান করেন ভেন দার ডুসেন। ৩৮ রান করেন ডেভিড মিলার।


টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬০ রান করেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। হাতের চোট নিয়ে খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি তামিম ইকবাল।


ইনিংসের শুরু থেকে সৌম্য সরকার একের পর এক বাউন্ডারি হাঁকালেও উইকেটের অন্য প্রান্ত আগলে রাখেন তামিম। কিন্তু আন্দিলে ফিলোকাওয়ের গতির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দেশসেরা ওপেনার। তার আগে ২৯ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করেন তামিম।


এরপর ১৫ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। দলীয় ৭৫ রানে ক্রিস মরিসের বাউন্সি বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বিপদে পড়েন দুর্দান্ত খেলতে যাওয়া সৌম্য। ক্রিস মরিসের করা বলটি সৌম্যর মাথার ওপর দিয়ে যাচ্ছিল।


উড়ে আসা সেই বলটি সৌম্যর গ্লাভসে লেগে উইকেটকিপার কুইন্টন ডি ককের ক্যাচে পরিনত হয়। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৯টি চারের সাহায্যে ৪২ রান করেন করেন সৌম্য।


৭৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তারা ১৪১ বলে ১৪২ রানের জুটি গড়েন। তাদের অনবদ্য জুটিতে বড় সংগ্রহ পায় টাইগাররা।


ক্যারিয়ারের ৪৩তম ওডিআই ফিফটি গড়ার পর সেঞ্চুরি পথেই ছিলেন সাকিব। কিন্তু ইমরান তাহিরের বলে বোল্ড হয়ে ফেরেন। তার আগে ৮৪ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭৫ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।


এদিকে আন্দিলে ফিলোকাওয়েকে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৩৪তম ফিফটি গড়েন মুশফিক। ফিফটির পর তিনিও সেঞ্চুরির পথে ছিলেন। দলীয় ২৫০ রানে আউট হন মুশফিক। তার আগে ৮০ বলে ৮টি চারের সাহায্যে ৭৮ রান করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।


ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৩ বলে ৬৬ রানের জুটি গড়েন তারা। ২০ বলে ২৬ রান করে ফেরেন সৈকত। মাত্র ৩৩ বলে তিন চার ও এক ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।


৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন আফ্রিকান ওপেনার। তার আগে ৩২ বলে ২৩ রান করেন ডি কক। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও দুর্দান্ত মুশফিকুর রহিম। তার থ্রোতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি ককের উইকেট।


ডি ককের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অফিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন মার্করাম। তাদের মধ্যকার এই জুটি ভাঙেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের শিকারে পরিনত হওয়ার আগে ৫৬ বলে ৪৬ রান করেন মার্করাম। তার বিদায়ের মধ্য দিয়ে ১০২ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।


মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত ফাফ ডু প্লেসিস। বাংলাদেশের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকান এ অধিনায়ককে বোল্ড করেন মিরাজ। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬২ রান করেন ডু প্লেসিস।


১৬ রানেই আউট হয়ে সাজঘরে ফেরার কথা ছিল ডেভিড মিলারের। সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে সৌম্য সরকারের কারণে লাইফ পান। ভয়ঙ্কর হয়ে ওঠা মিলার কিলারকে আউট করে টাইগার শিবির স্বস্থির পরশ এনে দেন মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিনত হওয়ার আগে ৪৩ বলে দুটি চারের সাহায্যে ৩৮ রান করেন মিলার।


দলীয় ২২৮ রানে ভেন দার ডুসেনকে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফউদ্দিন। তার আগে ৩৮ বলে দুই চার ও এক ছক্কায় ৪১ রান করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দেন ফেহালুকাওয়ে। সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ।


নিয়মিত বিরতিতে উইকেট পতন এবং রান রেট বেড়ে যাওয়ায় শেষ দিকে জেপি ডুমিনির একা লড়াই করেও দলের পরাজয় এড়াতে পারেননি।

পঞ্চগড়ে ‘ভাই ভাই ঐক্য সামাজিক সংগঠনের’ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

পঞ্চগড়ে ‘ভাই ভাই ঐক্য সামাজিক সংগঠনের’ উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

admin June 03, 2019

পঞ্চগড় প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরীব পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে পুর্ব শিং পাড়া ভাই ভাই ঐক্য নামের একটি সামাজিক সংগঠন।


রবিবার (০২ জুন) বিকাল সাড়ে তিনটায় পঞ্চগড় সদরের পুর্ব শিং পাড়া গ্রামে সংগঠনের সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে ওই গ্রামের গরীব পরিবারের ৪০ জন ব্যক্তিকে সেমাই, চিনি, গুড়ো দূধ, গোসলের সাবান ও বাদামসহ কিচমিচ সম্বলিত একটি করে প্যাকেট ঈদ উপহার হিসেবে হাতে তুলে দেন সংগঠনটির সভাপতি মো. ময়নুল ইসলাম।


এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক ঝনু, দপ্তর সম্পাদক রিপন হোসেন (নাজিম), প্রচার সম্পাদক তারেক হোসেনসহ এলাকার মান্যগন্য ব্যক্তিগণ।


উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে এ ধরনের সেবামুলক কাজ করায় এলাকাবাসি এবং মান্যগন্য ব্যক্তিবর্গ প্রসংসা করেছেন। স্বেচ্ছায় রক্তদান, অন্যান্য সেবামূলক কাজ, কারো বিপদ আপদে এগিয়ে আসা এবং বাল্যবিবাহ, মাদক ইত্যাদি ক্ষতিকর কাজে সকলকে সচেতন করাই এ সংগঠনের উদ্দেশ্য উল্লেখ করে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম।


সংগঠনটির দপ্তর সম্পাদক রিপন হোসেন (নাজিম) বলেন মানবতার সেবাই মুলত ধর্মের আসল উদ্দেশ্য তাই আমারা ক্ষুদ্র হলেও একাজের উদ্যোগ নিয়েছি। শেষে গরীব বয়স্কদের প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

admin June 03, 2019

রুহিয়া প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (১ জুন) সন্ধ্যা ৬ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড অরুণাংশু দত্ত টিটো।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ-আল-মামুন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাহীন ফেরদৌস, সাবেক সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র রায় প্রমুখ।


এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের চলার পথ যেন সুগম হয় সেই কামনা করেন এবং অনলাইন প্রেসক্লাবের সাথে থাকার প্রতিশ্রুতি দেন।বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন ঈমাম মাওলানা মো.দবিরুল ইসলাম। পরে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিবের রেকর্ড

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাকিবের রেকর্ড

admin June 03, 2019

অনলাইন ডেস্ক:
সাকিব আল হাসান, বাংলাদেশের রত্ন । ব্যাট হাতে হোক কিংবা বল হাতে দুই জায়গায়ই সাকিবের আছে অগণিত রেকর্ড। আজ (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন তিনি।


দেশের হয়ে সাকিবের প্রথম বিশ্বকাপ ২০০৭ সালে। যেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সেই সময়ের তরুণ সাকিব।


এরপর ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।


২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও ফিফটি তুলে নেন সাকিব। সেই ম্যাচে সাকিবের ৫১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।


নিজের সেই ব্যাটিং ধারাবাহিকতা সাকিব ধরে রাখলেন ২০১৯ বিশ্বকাপেও। আজ (রোববার) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। যেখানে ফিফটি তুলে অপরাজিত আছেন সাকিব।

কাউনিয়ায় ভুয়া ডাক্তার আটক

কাউনিয়ায় ভুয়া ডাক্তার আটক

admin June 03, 2019

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত পল্লীতে অভিযান চালিয়ে হুমায়ুন কবির মিঠু (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের পল্লী চিকিৎসক মোজাফ্ফর হোসেন এর পুত্র। এসময় তার কথিত চেম্বার থেকে চিকিৎসায় ব্যবহারিত সরঞ্জমাদি জব্দ করা হয় বলে জানা যায়।


থানা সুত্র জানায়, শনিবার (০২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এর নেতৃত্বে ওসি (তদন্ত) সেলিমুর রহমান, এসআই শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টেপামধুপুর হাটে অবস্থিত ‘মেডিকেল হল’ নামে চেম্বারে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।


সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি জানান, আটক হুমায়ুন কবির মিঠু রংপুর মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (রংপুর ম্যাটস) এর শিক্ষার্থী। এরইমধ্যে সে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস মেয়াদী ইন্টার্নী ডাক্তার হিসাবে কাজ করছেন। এমতঃবস্থায় সে উপজেলার টেপামধুপুর হাটে কমিউনিটি মেডিকেল অফিসার পরিচয়ে মানুষের সাথে প্রতারনা করছে শুনলে ওই ভুয়া চিকিৎসক হুমায়ুন কবির মিঠুকে গ্রেফতার করা হয়। পরে তাঁর নামে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ টাইগারদের

admin June 03, 2019

অনলাইন ডেস্ক:
মুশফিক-সাকিবের ব্যাটে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। গড়লো নতুন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে টাইগাররা।


টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে মাশরাফি বাহিনী। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩২২ রানের, যা ২০১৫ সালে ২ উইকেটে স্কটল্যান্ডের বিপক্ষে ছিল।


একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ২৮৮ রান করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১১ সালে ভারতের বিপক্ষে টাইগাররা করেছিল ২৮৩ রান।


ওয়ানডেতে সর্বোচ্চ রান:


শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডে ক্রিকেটে যেকোনো দলের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান এটি। এর আগে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে শেরে বাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ৩২৯ রান করেছিল টাইগাররা।


২০১৯ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। তার ৭৮ রানের ইনিংসটি ৮টি চারে সাজানো। এছাড়া সাকিব ৭৫, সৌম্য সরকার ৪২, মাহমুদউল্লাহ ৪৬ রান করেন।


তালিকা...

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৩ : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-৩ : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

admin June 03, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০১ জুন ২০১৯, শনিবার, কার্ডিফ। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় ম্যাচ। এটিসহ প্রথম তিনটি ম্যাচেরই ফলাফল এক পেশে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারায় ইংলিশরা। পরের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় উয়েস্ট ইন্ডিজ। এবার সে ধারায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। দলের জয়ের ভিত গড়ে দেয় কিউই বোলাররা। তাতে লঙ্কানদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছে দলটি। ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে দারুণ সূচনা করে গত আসরের ফাইনালিস্টরা।


লক্ষ্য ছোট হলেও দেশে শুনে ধীর গতিতে খেলার কোন চেষ্টা করেনি নিউজিল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালিয়ে রান রেটটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল তাদের। ইনিংসের প্রথম ওভারেই লাসিথ মালিঙ্গাকে দুটি চার মেরে মার্টিন গাপটিল জানিয়ে দেন লক্ষ্য পূরণে সিদ্ধহস্ত তিনি। আর সে লক্ষ্য পূরণ হলো খুব ভালোভাবেই। ২০৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় দলটি।


নিউজিল্যান্ডের দুই ওপেনারই প্রায় সমান গতিতে ব্যাট করেছেন। দেখার বিষয় ছিল কে আগে ফিফটি স্পর্শ করেন। শুরুতে গাপটিল এগিয়ে থাকলেও মাঝে গিয়ে যান কলিন মুনরো। শেষ পর্যন্ত গাপটিলই আগে হাফসেঞ্চুরি করেন। ৩৯ বলে ফিফটিতে পৌঁছানো এ ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫১ বলে ৭৩ রান করেন। নিজের ইনিংসটি ৮টি চার ও ২টি ছক্কায় সাজান তিনি। ৪৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন মুনরো।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় বলেই নিউজিল্যান্ডের সফল রিভিউতে লাহিরু থিরিমান্নেকে হারায় দলটি। তবে তিন নম্বরে নামা কুশল পেরেরাকে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল দলটি। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৪২ রানের জুটি গড়েছিল দলটি। কিন্তু এ জুটি ভাঙতেই যেন বদলে গেল সব। উইকেট হারানোর মিছিলে যোগ দিলেন ব্যাটসম্যানরা।


সপ্তম উইকেটে অবশ্য থিসারা পেরেরা কিছুটা সঙ্গ দিয়েছিলেন অধিনায়ককে। ম্যাচের একমাত্র অর্ধশত রানের জুটিটিও আসে এ জুটিতে। উইকেটে নেমে ধারার বিপরীতে কিছুটা আগ্রাসী ব্যাট করেন থিসারা। ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। এ দুই ব্যাটসম্যানের স্কোরবোর্ডে যোগ করেন ৫২ রান। তাতেই একশ রানের কোটা পাড় করে দলটি। শেষ পর্যন্ত ২৯.২ ওভারে ১৩৬ রান করেছে তারা।



তবে মজার একটি ব্যাপার ঘটিয়েছেন কারুনারাত্নে। লোকি ফার্গুসনের ২৭তম ওভারের চতুর্থ বলে ফ্রি হিট পেয়েছিলেন তিনি। সে বলটি স্লো বাউন্সার দিয়েছিলেন ফার্গুসন। কিন্তু সবাইকে বিস্ময় উপহার দিয়ে সে বলে না মেরে মাথা নিচু করে মারার কোন চেষ্টায় করেননি অধিনায়ক। তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫২ রানের ইনিংস খেলেছেন কারুনারাত্নে। ৮৪ বলের ধৈর্যশীল ইনিংসে ৪টি চার মেরেছেন এ ব্যাটসম্যান।


এদিন শ্রীলঙ্কাকে ভুগিয়েছেন ম্যাট হেনরিই বেশি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। অথচ এ ম্যাচে খেলার কথাই ছিল না তার। দলের অন্যতম সেরা পেসার টিম সাউদি ইনজুরিতে থাকায় সুযোগ মিলে তার। সুযোগ পেয়েই যোগ্যতা প্রমাণ করেন তিনি। পেয়েছেন ৩টি উইকেট। ৩টি উইকেট পেয়েছেন ফার্গুসনও।


New Zealand vs Sri Lanka Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=rTDbt-TE1EI[/embed]

সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬ (থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৩/২৯, বোল্ট ১/৪৪, ফার্গুসন ৩/২২, ডি গ্র্যান্ডহোম ১/১৪, নিশাম ১/২১, স্যান্টনার ১/৫)।


নিউজিল্যান্ড: ১৪.১ ওভারে ১৩৭/০ (গাপটিল ৭৩*, মুনরো ৫৮*; মালিঙ্গা ০/৪৬, লাকমাল ০/২৮, উদানা ০/২৪, থিসারা ০/২৫, জিবন ০/১১)।


ফলাফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।


ম্যান অব দ্য ম্যাচ: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three