পথদুর্ঘটনা নিয়ে নৌ-মন্ত্রীর যত বিরুপ মন্তব্য

পথদুর্ঘটনা নিয়ে নৌ-মন্ত্রীর যত বিরুপ মন্তব্য

admin July 31, 2018

বাংলাদেশ সরকারেরর নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওয়াকার্স এসোসিয়েশনের সভাপতিও। দেশের পার্লামেন্টের একজন সংসদ সদস্য, একজন মন্ত্রী। শ্রমিক সমিতির সভাপতি হওয়ার দরুন মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে বরাবরই পথদুর্ঘটনার ক্ষেত্রে তিনি গাড়ির ড্রাইভার, হেলপারদের পক্ষ নিয়ে কথা বলেন তিনি। পথদুর্ঘটনায় মানুষের মৃত্যুও যেন তার কাছে হাস্যকর ব্যাপার। সম্প্রতি তার মন্তব্য নিয়ে ক্ষুব্ধ সরকারের অন্য মন্ত্রীরাও। সোমবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী নিজেই দু:খ প্রকাশ করেছেন। এছাড়াও স্বয়ং প্রধানমন্ত্রীও তাকে সংযত হয়ে কথা বলা নির্দেশ দিয়েছেন।


গত রবিবার ঢাকার বিমানবন্দরে বেপরোয়া এক বাসের চাপায় মারা যান দুই কলেজ শিক্ষার্থী। এতেও মন্ত্রী পক্ষ নেন গাড়ির শ্রমিকদের, এ নিয়ে গত রবিবার থেকে স্যোশাল মিডিয়ায় চলছে তার সমালোচনা। ওই পথদুর্ঘটনার পর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতের এক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে অট্টহাসি হাসেন।



আরও পড়তে পারেন


[পথদুর্ঘটনা: বেপরোয়া ড্রাইভারদের বাগে আনতে হবে]


শুধই এই প্রথম নয় এর পূর্বে বরাবরই তিনি এমন বিরুপ মন্তব্য করেছেন শ্রমিকদের পক্ষ নিয়ে। ২০১১ সালে এক সমাবেশে রাস্তার গরু-ছাগল বা মানুষ চিনতে পারলেই চালকদের গাড়ি চালানোর অনুমতি দিতে হবে এমন বক্তব্য দেন। এ নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা হয়।


পথদুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় এক ড্রাইভারের যাবজ্জীবন দণ্ড দেন আদালত। এতে পরিবহন শ্রমিকরা খুলনা বিভাগের ধর্মঘট শুরু করে। ওই সময়ই সাভারে পথদুর্ঘটনায় এক নারীর মৃত্যুর ঘটনায় ট্রাকের ড্রাইভারকে ফাঁসির দণ্ড দিলে সারা দেশে ধর্মঘট করে পরিবহন শ্রমিকরা। এসব ধর্মঘটকে প্রকাশে সমর্থন দেন এই মন্ত্রী। ওই সময় তিনি বলেছিলেন শ্রমিকরা আর কাজ করবেনা । তারা অবসর নিয়েছে।


চলতি বছরের এপ্রিল থেকে বাস চালকদের বেপরোয়া গতি, বাসের রেষারেষির কারণে একের পর এক সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু ঘটলে ফুসে ওঠে সচেতন মহল। এ নিয়ে একটি অনুষ্ঠানে শাজাহান খান পথদুর্ঘটনার জন্য চালকদের সাজা বাড়ানো হলে দুর্ঘটনা কমবে না বলে মন্তব্য করে। এসব নিয়ে নিষ্ক্রিয়তা ও চালকের শাস্তির সরাসরি বিরুদ্ধাচারণ করায় অনেকেকেই তার রোষের মুখে পড়তে হয়েছে। শ্রমিক এসোসিয়েশনের নেতা ও সরকারের মন্ত্রী হওয়া সত্ত্বেও এসব কিভাবে সম্ভব?

পথদুর্ঘটনা: বেপরোয়া ড্রাইভারদের বাগে আনতে হবে

পথদুর্ঘটনা: বেপরোয়া ড্রাইভারদের বাগে আনতে হবে

admin July 30, 2018

রাস্তায় গাড়ি চালকদের বেপরোয়া ও অসর্তকতার সাথে গাড়ি চালানোর কারণে কখনও প্রাণ যাচ্ছে সাধারণ পথচারীদের, কখনবা যাত্রীদের। একের পর এক এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে ক্ষোভ ও ভীতি। প্রশ্ন উঠেছে বাস চালক-হেলপাররা কি তবে কিলিং মিশনে নেমেছে?


মাত্র কয়েকদিন আগে হানিফ পরিবহনের চালক -হেলপার কর্তৃক পায়েল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রীতিমতো হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হেলপার। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর বাস উঠিয়ে দিল আরেক চালক। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বারো জন। এভাবে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ অন্য শিক্ষার্থীরা বেশকিছু বাস ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। নিহত দুই শিক্ষার্থী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে পড়তেন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, বিমানবন্দর সড়কের বাঁপাশে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থীরা। তারা বাসে উঠার জন্য সিগন্যাল দিচ্ছিল। এসময় আরেক বাসের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে আসা জাবালে নূর পরিবহনের ওই বাসটি শিক্ষার্থীদের না উঠিয়ে চাপা দিয়ে চলে যায়। গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় ঐ শিক্ষার্থীদের।


চালকদের এ ধরনের হটকারী কাণ্ডের প্রতিবাদে আজও বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে। বেলা বারো টার দিকে বিএএফ শাহীন কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়ে বিমানবন্দর সড়কের উভয় পাশ বন্ধ করে দেয়। দুপুর দেড়টা থেকে নিরাপত্তাজনিত কারণে ঢাকার সঙ্গে সব ধরনের রেল চলাচলও বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। পরে দুপুর সাড়ে তিনটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে নয় দফা দাবি আদায়ে চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিকেল চারটার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।


এদেশের সৃষ্টিলগ্ন থেকে সড়ক, মহাসড়কে যত ধরনের দুর্ঘটনা ঘটছে, সন্দেহের প্রথম তীরটি কিন্তু ড্রাইভারদের গায়েই পরেছে। এর যথাযথ কারণও রয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, দেশের সড়কগুলো প্রায় অর্ধকোটি অদক্ষ, ভুয়া ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের নিয়ন্ত্রণে। বলা যায়, বেপরোয়া গাড়ি চালাতেই এদের দক্ষতা রয়েছে।



আরও পড়তে পারেন


[পথদুর্ঘটনা নিয়ে নৌ-মন্ত্রীর যত বিরুপ মন্তব্য]


এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রায় ২৪ লাখ অদক্ষ ও লাইসেন্সহীন ড্রাইভার আছে। অনেকের লাইসেন্স থাকলেও তা জাল বা নকল। ড্রাইভার অদক্ষ হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের দ্বারা দুর্ঘটনাগুলো ঘটছে। শুধু তাই নয়, পরিবহন শ্রমিকদের সংগঠন, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় মালিকদের দাপটের কারণেও আস্কারা পাচ্ছে ড্রাইভার-হেলপাররা। যে কারণে দুর্ঘটনার দায় নিতে তারা অস্বীকার করে। দেশের সর্বোচ্চ পর্যায়ে, এমনকি আইন প্রণয়নকারী মন্ত্রী- এমপি পর্যন্ত তাদের হাত বিস্তৃত। এ কারণে এসবের বিরুদ্ধে কঠোর আইনও করা সম্ভব হচ্ছে না। এঁদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গেলে তারা সংঘবদ্ধভাবে পরিবহন ধর্মঘট ডেকে দেশ অচল করে দেয়।


ড্রাইভার-হেলপারদের এই দৌরাত্ম্যের বিরুদ্ধে সাধারণ মানুষ এখন ফুঁসে উঠছে। তাদের পক্ষ হয়ে দুর্ঘটনাকে স্বাভাবিক বলে বক্তব্য প্রদান করায় সড়ক পরিবহন শ্রমিক এসোসিয়েশনের প্রধান ও নৌ-পরিবহন মন্ত্রীর বিরুদ্ধেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ ক্ষোভ প্রকাশ করেছেন। যে নয় দফা দাবিতে চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রছাত্রীরা দিয়েছে তার মধ্যে একটি দফা হচ্ছে তাঁর পদত্যাগ। এমতবস্থায় চালক-হেলপারদের বেপরোয়া মনোভাব দূরীকরণে কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করে তাদেরকে চাপে রাখা ছাড়া কোনো বিকল্প নেই। মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার তাদেরকে দেওয়া যায় না। এখনই সময় কঠোর ব্যবস্থা গ্রহণ করে চালক-হেলপারদের দৌরাত্ম্য রোধ করা।

পরিবর্তন করতে কতটা সফল হবে পিটিআই ও ইমরান খান

পরিবর্তন করতে কতটা সফল হবে পিটিআই ও ইমরান খান

admin July 28, 2018

পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক ক্রিক্রেট অলরাউন্ডার ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই আনুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফল আসার আগেই টেলিভিশনে জাতির উদ্দ্যেশ্যে ‘প্রধানমন্ত্রী স্টাইলে’ দেওয়া এক ভাষণে নিজেকে বিজয়ী দাবি করেন তিনি। সাধারণ মানুষকে দেন তার ভাষায় ‘নয়া পাকিস্তান’ গড়ার ওয়াদা।


বর্তমানে সর্বত্র সন্ত্রাসবাদের বিস্তার, আত্মঘাতী হামলায়, রাজনৈতিক নেতাদের দুর্নীতিতে পাকিস্তান অনেকটা ভঙ্গুর রাষ্ট্রের রুপ ধারণ করেছে। এমনকি অর্থনৈতিকভাবেও দেশটির অবস্থা শোচনীয়। এই মুহূর্তে পাকিস্তানকে টিকে থাকতে হলে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। আর সদ্য বিজয়ী ইমরান খানের ভাষ্য থেকে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোরই একটি ইঙ্গিত প্রকাশিত হয়েছে।


ইমরান খান ভাষণের প্রথমেই দেশটিকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার কথা বলেছেন। এ ব্যাপারে তিনি উদাহরণ দিয়েছেন মানবতার মুক্তির দূত মোহাম্মদ (স) এর গড়া মদীনা রাষ্ট্রের কথা, যার ভিত্তিই ছিল মানবিকতা। বক্তব্যে তিনি দুর্বল, শোষিত ও পিছিয়ে পড়া শ্রেণিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে সর্বাত্মক সামর্থ্য দিয়ে কাজ করার কথা বলেছেন।


তবে ইমরান খান তার বক্তব্যে সবচেয়ে আশা জাগানিয়া যে কথাটি বলেছেন, যার চর্চা উপমহাদেশীয় রাজনীতিতে খুব একটা দেখা যায় না, সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতি প্রতিহিংসাপরায়ণ মনোভাবের ইতি ঘটানো। তিনি বলেছেন, তিনি একটি ঐক্যবদ্ধ পাকিস্তান দেখতে চান। যারা তাকে ভোট দেয়নি বা নির্বাচনের আগে যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তাদের সে আচরণকে তিনি ভুলে গিয়েছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপ নেবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।


পাশ্চাত্যের উদাহরণ দিয়ে বলেছেন, তিনি প্রত্যেকের জন্য আইনকে সমানভাবে প্রতিষ্ঠা করতে চান। দুর্নীতি ও রাষ্ট্রচালকদের ভোগ বিলাসের কারণে প্রবাসী পাকিস্তানিরা দেশের বিনিয়োগ করেন না বলে তিনি রাষ্ট্রের দুর্নীতি ও বেহুদা খরচ কমিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন। নাগরিকরাও ট্যাক্স প্রদান করে না একই কারণে, যা তিনি বন্ধ করে পাকিস্তানকে একটি ব্যবসাবান্ধব দেশে পরিণত করার ব্যবস্থা তার সরকার নেবে বলে জানিয়েছেন।


পররাষ্ট্র নীতির ব্যাপারেও পাকিস্তানকে তিনি অনেক উচ্চতায় নিয়ে যেতে চান। আফগানিস্তান, ইরান ও ভারতের সাথে তার উদারনীতি বাস্তবায়ন হবে বলে বক্তব্যে প্রকাশ পেয়েছে। আফগানিস্তান ভালো থাকলে পাকিস্তান ভালো থাকবে বলে তিনি মনে করেন। ভারতের সাথে কাশ্মির প্রসঙ্গে তিনি বলেছেন আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাবেন। এক্ষেত্রে ভারত এক পা এগোলে তিনি দুই পা এগোনোর প্রতিশ্রুতি দিয়েছেন।


এদিকে ভারতীয় কূটনৈতিকরা মিডিয়াগুলো ইমরান খানের সরকার ক্ষমতায় আসা প্রসঙ্গে ভীত হয়ে যেভাবে তাকে খল চরিত্ররূপে প্রকাশ করতে সচেষ্ট হয়েছে তাতে তিনি দুঃখবোধ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সাথে তার গভীর আত্মীয়তাবোধ রয়েছে। বক্তব্যে তিনি পাকিস্তানের ব্যাপারে সর্বদা সহযোগিতামূলক ভূমিকার জন্য চীন এবং সৌদি আরবের কথা স্মরণ করেন। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তিনি পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়তে চান।


দুর্নীতি ও সন্ত্রাস-জঙ্গিবাদের আখড়ায় নিমজ্জিত দেশটি সত্যিকার অর্থেই একটি শোচনীয় সময় পার করছে। ঠিক এই মুহূর্তে ইমরান খানের বিজয় এবং জাতির উদ্দেশে তিনি যে বক্তব্য প্রদান করেছেন তাতে সমস্যা সমাধানে তাকে যথেষ্ট পরিণত ও বিচক্ষণ বলে মনে করছেন বোদ্ধা মহল।


তবে পাকিস্তানের উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে সব সময়ই অন্তরায় হয়ে দেখা গেছে দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপ ও প্রভাব খাটানো। বার বার সামরিক শাসনের কবলে পড়েছে দেশটি। এবারেও ইমরান খান যে পরিবর্তন আনতে চাচ্ছেন তাতে যদি সামরিক বাহিনী অন্তরায় হয়ে না দাঁড়ায় তবে আশা করা যায় দেশটি একটি স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত দেশে পরিণত হবে। এখন এই সব বিষয়ই দেখার অপেক্ষা করা ছাড়া উপায় নেই বিশ্ববাসীর।


 

আরও পড়তে পারেন-


মিরপুরে মাটির নিচে গুপ্তধন: গুজব নাকি সত্যি?

মিরপুরে মাটির নিচে গুপ্তধন: গুজব নাকি সত্যি?

admin July 27, 2018

সম্প্রতি ঢাকার মিরপুরের এক বাসার মাটির নিচে বস্তাভর্তি অর্ধ শত কোটিরও বেশি টাকা মূল্যের স্বর্ণ বা গুপ্তধন আছে বলে খবর ছড়ায়। আর ওই বাড়িরর মালিক বিষয়টি নিয়ে বিরম্বনায় পড়ে যান। তিনি স্থানীয় থানায় সাধারণ ডায়রি করেন, যাতে বিষয়টির অনুসন্ধান করা হয়। তার ডায়রি ও অনুরোধের প্রেক্ষিতে কথিত গুপ্তধনের সন্ধানে মাটি খোড়ার অভিযান চালায় প্রশাসন।


ওই বাড়িতে গুপ্তধন আছে বিষয়টি নিয়ে এর আগে প্রথম থানায় ডায়রি করেন কক্সবাজারের টেকনাফের এক বাসিন্দা মো. তৈয়ব। তিনি দাবি করেন, ওই বাড়িতে পাকিস্তান আমলে দিলশাদ খান নামে এক ব্যক্তি ওই গুপ্তধন রেখেছেন। যিনি স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে পাড়ি জমান। পাকিস্তানে যাওয়ার আগে তার মূল্যবান স্বর্ণালঙ্কার বস্তায় করে ওই বাড়ির মাটির নিচে পুতে রাখেন।




মো. তৈয়ব এসব কথা জানলেন কি করে?


মোহাম্মদ তৈয়ব জানান, একথা তার পাকিস্তান প্রবাসী বন্ধু মো. আলম জানিয়েছে। যে কিনা দিলশাদ খানের ছেলে ইব্রাহিমের বন্ধু। দিলশাদ খান যুদ্ধের পর ১৯৮৭ খ্রিস্টাব্দে ঢাকায় এসেছিলেন এবং ওই বাড়িরর খোঁজ খবর নিয়েছিলেন। পরে পাকিস্তানে ফেরত যাওয়ার পর তিনি মারা যান।


ইব্রাহিম খানের বক্তব্য মো. আলম ও মো. তৈয়ব পুরোপুরি বিশ্বাস করেন। তারা দীর্ঘদিন ধরে ওই বাড়িটির উপর নজরও রাখছিলে বলে মো. তৈয়ব সাংবাদিকদের জানিয়েছেন। গুপ্তধনের বিষয়টি নিয়ে সম্প্রতি তৈয়ব ও তার বন্ধু আলমের মধ্যে মনোমালিন্য শুরু হলে তিনি থানায় ডায়রি করেন।


স্থানীয় প্রাশসন ওই ডায়রিটিকে আমলে নিয়ে গত শনিবার বাসায় খোড়াখুড়ির অভিযান চালায়। একপর্যায়ে দুটি রুম খোড়া হলেও কোনও গুপ্তধন মেলেনি। মাটি খোড়ার কারণে বাড়ির ভিত দুর্বল হলে বিকেল খোড়াখুড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়। পরিকল্পনা করা হয়েছে এ ব্যাপারে স্ক্যানার বা রাডার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর অভিযান চালানো হবে। পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞদের।


এখন সবার মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। আসলে কি ওই বাসায় গুপ্তধন আছে নাকি এটা নিছকই গুজব। তবে মো. তৈয়বের ভাষ্যমতে অনেকেই আশাবাদী ওই বাড়িতে গুপ্তধন আছে। তবে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যাবে যখন গুপ্তধন পাওয়া যাবে!


 

আরও পড়তে পারেন-


শেষ পর্যন্ত ইমরান খানের পিটিআই শিবিরে বিজয়ের জয়োধ্বনি

শেষ পর্যন্ত ইমরান খানের পিটিআই শিবিরে বিজয়ের জয়োধ্বনি

admin July 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকটি সহিংসতা, আত্মঘাতী হামলা, ৩২ জনের মৃত্যুর মধ্য দিয়ে গতকাল বুধবার পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত অনানুষ্ঠানিক ফলাফলে এগিয়ে আছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। আর ইতোমধ্যেই বিজয়ের উল্লাস দেখা গেছে পিটিআই শিবিরে।


গভীর রাতে দলটির ফেইসবুক পেজে ‘উজিরে আজম’ সম্বোধন করে স্বাগত জানানো হয় ইমরান খানকে। ইমরানের সমর্থকরা ইতোমধ্যেই ‘উজিরে আজম’ হ্যাশ ট্যাগ ব্যবহার করে জয়োল্লাশ প্রকাশ করতে দেখা গেছে। যদিও ফলাফল তখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করা হয়নি।


পাকিস্তানের সংবাদপত্রগুলো জানাচ্ছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৪২ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। তাতেই ১১২ আসন পেয়ে এগিয়ে আছে ইমরান খানের দল। আর এর মধ্যে নওয়াজ শরীফের দল ৬৫, বিলাওয়াল ভুট্টোর ৪৩ টির মতো আসন জিতেছে।


পাকিস্তানের এ নির্বাচনে জিততে হলে ১৩৭ আসন পেতে হবে দলকে। ফলাফলের চিত্রানুযায়ী, পুরোপুরি ভোট গণনা শেষ হলে পিটিআই ১৩৭ ছাড়িয়ে যাবে। ফলে প্রধানমন্ত্রী হতে ইমরান খানকে অন্য কোন দলের সাহায্য নিতে হবে না।


এদিকে পিএমএল এন ও পিপিপিসহ শীর্ষ দলগুলো পাতানো ভোটের অভিযোগ করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।


পাকিস্তান পার্লামেন্টের আসন সংখ্যা ৩৪২
নির্বাচন হয়েছে ২৭২
সংরক্ষিত ৭০ টি আসন।



       আরও পড়তে পারেন-


গোমাংশ না খাওয়ার আহ্বান মুসলিম নেতার

গোমাংশ না খাওয়ার আহ্বান মুসলিম নেতার

admin July 26, 2018

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক শিয়া মতাবলম্বী মুসলিম নেতা ভারতীয় মুসলমানদের গোমাংশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন ভারতে গোমাংশ খাওয়া বা গোহত্যা সম্পূর্ণ বন্ধ হওয়া প্রয়োজন। তাছাড়া মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে মারামারি-হানাহানি বন্ধ হবে না বলেও মনে করেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থাগুলো এ খবর দিয়েছে। ওই মুসলিম নেতার নাম ওয়াসিম রিজভি। তিনি উত্তর প্রদেশের শিয়া ওয়াক্ফ বোর্ডের সভাপতি।


কয়েকদিন আগে রাজস্থানে এক মুসলিম গরু নিয়ে যাচ্ছিল, এমন সময় তাকে গণধোলাই দিয়ে খুন করে আততায়ীরা। এই প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের এক সমিতির নেতা ইন্দ্রেশ কুমারের বক্তব্যকে সমর্থন করেন রিজভি। তিনি বলেন, গরুকে হিন্দু সম্প্রদায়ের লোকজন মায়ের মত দেখেন। তাই আমাদের উচিৎ তাদের ধর্মীয় অনূভূতি বিবেচনা করে গোহত্যা বন্ধ করা। আর গোমাংশ খাওয়া বাদ দেওয়া। এটি সম্পূর্ণ বন্ধ হওয়ার জন্য আইন প্রণয়ণের পরামর্শও দিয়েছেন তিনি।


ওয়াসিম রিজভি বরাবরাই মুসলমানদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। তিনি মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য নরেন্দ্র মোদির নিকট চিঠিও লিখেছিলেন। এ জন্য শিয়া ও সুন্নি মতাবলম্বী অধিকাংশ মুসলমান তাকে হিন্দুদের দালাল বলে মনে করে।


গণধোলাই দিয়ে হত্যা প্রসঙ্গে ইন্দ্রেশ বলেছিলেন, যিশু খ্রিস্ট গোশালায় জন্মগ্রহণ করেছিলে এজন্য বাইবেলে মাদার কাউয়ের কথা বলা আছে। আর মক্কা-মদিনাতেও গোহত্যা পাপ। তাই আমাদেরকে এই পাপ থেকে মুক্ত হতে হলে গোহত্যা হতে দেওয়া যাবে না।


ওয়াসিম রিজভি বরাবরাই মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। এর আগে ‘বেশির ভাগ মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়, শুধু দাড়ি রাখা মুসলমনার জঙ্গি হয়’ সহ নানান সময়ে নানান মন্তব্য করে বিতর্কিত হন রিজভি। তিনি ভারতের মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য নরেন্দ্র মোদির নিকট চিঠিও লিখেছিলেন। এজন্য শিয়া ও সুন্নি মতাবলম্বী অধিকাংশ মুসলমান তাকে হিন্দুদের দালাল বলে মনে করে।

তবে কি ইমরান নিয়াজীই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

তবে কি ইমরান নিয়াজীই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

admin July 26, 2018

পাকিস্তানে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো সে দেশের জাতীয় নির্বাচন। ভোটগ্রহণ শেষে চলছে গণনা, আসতে শুরু করেছে ফলাফল। সংসদ নির্বাচনকে ঘিরে সারা দুনিয়ার চোখ এখন পাকিস্তানের দিকে। পাকিস্তানভিত্তিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিচ্ছে, এখন পর্যন্ত আসা ফলাফলে এগিয়ে রয়েছে ক্রিকেট বিশ্বের একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও পাকিস্তান ক্রিকেট দলের নায়ক ইমরান খান নিয়াজী।


সর্বশেষ আসা ফলাফলে দেশটির জাতীয় এসেম্বলির ১৮১ আসনের মধ্যে ইমরান নিয়াজীর পিটিআই (Pakistan Tehrik-e-Insaf) লাভ করেছে ৬২ টি। নওয়াজ শরীফের Pakistan Muslim League (পিএমএলএন) ৪৩ এবং Pakistan Peoples Party (পিপিপি) পেয়েছে ২৬ টি। আর বাকি অন্যসব দল মোট পেয়েছে ৫০ টি আসন।


ফলে মোটামুটি আশা জেগেছে ইমরান খান নিয়াজীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে। তিনিই হয়তো হচ্ছেন পাকিস্তানের আগামীর প্রধানমন্ত্রী। অবশ্য তার সাফল্যের বিষয়টি আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। কেননা বলা হচ্ছে, পাকিস্তানের রাজনীতিতে ইমরান নিয়াজীই একমাত্র ব্যক্তিত্ব যার কোন করাপশনের রেকর্ড নেই। অন্য সকল রাজনীতিবিদদের করাপশনের রেকর্ড অনেকটা বিস্তৃত। নির্বাচনের আগেই করাপশনের অভিযোগে দেশটির ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্তমানে জেলে আছেন। আরও গুঞ্জন আছে, দেশটির সর্বময় ক্ষমতায় থাকা স্বশস্ত্র সেনাবাহিনীর সুদৃষ্টি আছে ইমরান ও তার দলের উপর।


এক সময়ের ক্রিক্রেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান খান ও বর্তমান তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানের পুরো নাম ইমরান খান নিয়াজী। তাঁরই অধিনায়কত্বে ১৯৯২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করে পাকিস্তান ক্রিকেট দল।

মিয়ানমার সরকারের তামাশা ও দাম্ভিক আচরণ

মিয়ানমার সরকারের তামাশা ও দাম্ভিক আচরণ

admin July 25, 2018

বিশ্ব জনমত কিংবা মানবতার তোয়াক্কা না করে মিয়ানমার রাষ্ট্রটি সকলকে প্রতিনিয়ত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। যা মূলত বিশ্বের শান্তিপ্রিয় দেশগুলোকে নিয়ে তামাশা ও মিয়ানমারের দাম্ভিক আচরণের বহি:প্রকাশ। তারা সেনাবাহিনী ও স্থানীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি নিষ্ঠুর প্রক্রিয়ায় হত্যা ও ধর্ষণ করে দেশ থেকে বিতাড়িত করেছে। হাজার হাজার বসতভিটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারা নৃশংসতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্রগুলি তাদের অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে। ফলে এক সময় রোহিঙ্গাদের প্রতি মৌখিকভাবে নমনীয় মনোভাব প্রদর্শন করলেও তারা সেটা আন্তরিকভাবে করেনি বলে তাদের পরবর্তী কর্মকাণ্ডে বার বার প্রমাণিত হয়েছে।


অন্যদিকে মিয়ানমার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে চুক্তিও করেছে। কিন্তু আজ পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। অন্যদিকে রোহিঙ্গাদের একটি বড় অংশ দেশটিতে ফেরত যেতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে সেখানকার পরিস্থিতি এখনো শঙ্কাজনক বলে মনে করছেন জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা। জাতিসংঘ বলছে, মিয়ানমারে এখনো নিপীড়ন বন্ধ হয়নি। এখনো ‘হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া' অব্যাহত আছে। এ বছরও ১১ হাজার অধিবাসী রাখাইন থেকে পালিয়েছে। জাতিসংঘ বলছে, এর অর্থ এখনো সেখানে সহিংসতা চলছে, যার ফলে তারা পালাতে বাধ্য হচ্ছে।


মিয়ানমারের প্রতিনিয়ত দাম্ভিক আচরণের প্রেক্ষিতে, তাদের জবাব কেবল ধিক্কার বা নিন্দা জানানোতেই যথার্থ নয়। তাই এখন মিয়ানমারকে প্রয়োজনে শক্তিপ্রয়োগ করে শায়েস্তা করা । এ ব্যাপারে রাষ্ট্রসমূহের অভিভাবক হিসেবে জাতিসংঘের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত ।


একদিকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে রাজি হওয়া ও অন্যদিকে তাদের ফেরার পরিবেশ তৈরি না করার পাশাপাশি তারা ফেরত যাওয়া রোহিঙ্গাদেরকে গ্রেফতার করছে। এটা শুধু রোহিঙ্গাদের প্রতি নির্মমতা প্রদর্শনই নয়, বিশ্ববাসীর সাথে তামাশাও বটে। মিয়ানমারের মতো এমন ভণ্ডামিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের একটা উচিত জবাব অবশ্যই বিশ্ববাসীর তরফ থেকে আসা উচিত। কিন্তু মিয়ানমারের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ দাম্ভিক আচরণে খোদ জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মুখ থেকে যথার্থ শক্ত প্রতিবাদ বা পদক্ষেপ আসছে না। এখনো ধিক্কারসূচক শব্দেই প্রতিবাদ সীমাবদ্ধ রয়েছে।


যেমন, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জাইদ রা’দ আল হুসেইন মিয়ানমারের এ ধরনের তামাশাসূচক আচরণে ’মিয়ানমারের লজ্জা থাকা উচিত’ বলে মন্তব্য করেছেন। মিয়ানমারের এমন আচরণের প্রেক্ষিতে, তাদের এমন অসভ্য দাম্ভিক আচরণের জবাব কেবল ধিক্কার বা নিন্দা জানানোতেই যথার্থ নয়। মিয়ানমার নিজেদের ন্যূনতম মানবিকতার মাথা খেয়েই রোহিঙ্গা নিধনে ঝাঁপিয়ে পড়েছে। তাই এখন মিয়ানমারকে প্রয়োজনে শক্তিপ্রয়োগ করে শায়েস্তা করা । এ ব্যাপারে রাষ্ট্রসমূহের অভিভাবক হিসেবে জাতিসংঘের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। মিয়ানমারের অসভ্য কর্মকাণ্ডের ভুক্তভোগী হচ্ছে মূলত বাংলাদেশ। তাই এক্ষেত্রে বাংলাদেশরও মিয়ানমারের বারংবার দাম্ভিকতা প্রদর্শনের উচিৎ জবাব দিতে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গুলাশানে আক্রমণ মামলার অভিযোগপত্র ও প্রত্যাশা

গুলাশানে আক্রমণ মামলার অভিযোগপত্র ও প্রত্যাশা

admin July 25, 2018

গুলশানের হোলি আর্টিসান জঙ্গি হামলার দুই বছর ২২ দিনের দীর্ঘ তদন্ত শেষে গত সোমবার দায়ের করা ওই কেসের অভিযোগপত্র (Charge sheet) কোর্টে জমা দিয়েছে ইনভেসটিগেশন টিম। কেসটি ইনভেসটিগেশন করে পুলিশের Counter Terrorism and Trans-National Crimes (সিটিটিসি) ইউনিট। অভিযোগপত্রে জীবিত ৮ জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র (Charge sheet) দেওয়া হয়েছে। অভিযোগপত্রে অন্য অভিযুক্ত ১৩ জঙ্গি ২০১৬ সালের ০১ জুলাই থেকে পরবর্তী সময় পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয়। জঙ্গি হামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেজাউল হাসনাত করিমকে। একই ঘটনায় আটক কানাডার টরেন্টো ইউনিভার্সিটির ছাত্র তাহমিদ হাসিব খানকে এক বছর আগে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
অভিযোগপত্রে যাদের নাম এসেছে তাদের মধ্যে ৬ জন পুলিশ হেফাজতে ও দুই জঙ্গি পলাতক আছে। পলাতক দুই জন ভারতে লুকিয়ে আছে বলে গোয়েন্দাদের ধারণা। অভিযানে নিহত হোলি আর্টিসানের পাচক সাইফুল ইসলামকে শুরুতে সন্দেহের তালিকায় রাখা হলেও তার সম্পৃক্ততার কোনো প্রমাণ তদন্তকারীরা পাননি। এমনকি জঙ্গি হামলার পর আটক হোলি আর্টিসানের কর্মী জাকির হোসেন শাওনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
অভিযোগপত্র প্রদানের দিন প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানান, এ হামলাটি চালানোর পেছনে জঙ্গিদের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী তালেবান, আল কায়েদা, আইএস’র দৃষ্টি আকর্ষণ করা। জঙ্গিরা মনে করতো, ওসব জঙ্গি সংগঠনের অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে। তাই তাদের দৃষ্টিতে আসতে পারলে এসব অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তিগত ও আর্থিক সাহায্য পাওয়া যাবে। সিসিটিসির প্রধান আরও জানান, জঙ্গিদের উদ্দেশ্য ছিল সরকারকে বেকায়দায় ফেলার। তারা মনে করেছিল, এতে বিদেশি বিনিয়োগকারীরা এদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, সরকার পড়বে বিপদে।


ঢাকায় হামলা চালানোর পেছনে জঙ্গিদের উদ্দেশ্য ছিল ইন্টারন্যাশনাল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দৃষ্টি আকর্ষণ। জঙ্গিরা মনে করতো, তাদের দৃষ্টিতে আসতে পারলে তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিগত সাহায্য পাবে। এছাড়াও জঙ্গিরা আক্রমণ করে বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছিলো।


২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিসান বেকারিতে থাকা বিদেশিসহ সব অতিথিকে জিম্মি করে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিসহ ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। রাতে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে জঙ্গিদের গুলি ও গ্রেনেড হামলায় ৩৩ পুলিশ, আনসার ও র‌্যাব সদস্য আহত হন। এদের মধ্যে সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালেহ উদ্দিন রাতেই মারা যান। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অপারেশনে ৫ জঙ্গিসহ ৬ নিহত হয়।
বাংলাদেশে সংঘটিত এ জঙ্গি হামলাটি সারা বিশ্বে ঘটা বড় বড় জঙ্গি হামলাগুলোর মধ্যে অন্যতম আলোচিত ঘটনা। ঘটনার রাত ও পরে বিশ্ববাসীর নজর ছিল ঢাকার এই ঘটনার দিকে। ঐ সময়ে মধ্যপ্রাচ্যে গজিয়ে ওঠা চরমপন্থী সংগঠন আইসিস এর রমরমা অবস্থা। তারা বিশ্বজুড়েই নানা নৃশংস ঘটনার জন্ম দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে তাদের দৃষ্টি আকর্ষণের জন্যই হত্যকারী তরুণ জঙ্গিগুলোগুলো এ অভিযানে নামে। ইসলামের নামে গজিয়ে ওঠা এসব উগ্রপন্থীরা মূলত ধর্মীয় বিকৃত ব্যাখ্যা দ্বারা উদ্ভুদ্ধ হয়ে মানুষ হত্যায় মেতে উঠেছিল। অর্থাৎ এদের পেছনে একটা আদর্শ কাজ করেছে। যে কারণে তারা আত্মঘাতী হতেও দ্বিধা বোধ করে না। কিন্তু তাদের এ আদর্শ ছিল ভুল আদর্শ। যে কারণে মধ্যপ্রাচ্যসহ আমাদের দেশের এসব ধর্মীয় সন্ত্রাসীরা বর্তমানে একেবারে নির্মূলের পথে। মানুষ মেরে ধর্মপালন, নৃশংসতা চালানোর নীতিকে সাধারণ মানুষও সমর্থন করেনি। যে কারণে তারা কোথাও সহযোগিতা না পেয়ে ধরাশায়ী হয়ে জেল খাটছে।
আত্মঘাতী নীতিতে (ধর্মীয় বিকৃত নীতি) উদ্বুদ্ধ সন্ত্রাসীদের নির্মূল করা সহজ কোনো কাজ ছিল না। তবে বেশকিছু সামাজিক ও ধর্মীয় আদর্শভিত্তিক দল এদের আদর্শকে বিকৃত ও অগ্রহণযোগ্য আদর্শ হিসেবে প্রমাণ করে দেওয়ার কাজটি করে দেওয়ায় সাধারণ মানুষের মনে সন্ত্রাসীদের ব্যাপারে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র মোকাবেলা- এই দুইয়ের সম্মিলনেই আজ এ সফলতা এসেছে। দুই পক্ষকেই আমরা অভিনন্দন জানাই। একই সাথে প্রত্যাশা করি, অভিযোগপত্রে যাদের নাম উঠে এসেছে তারা আইনের দ্বারা যথাযথ শাস্তির মুখোমুখি হবে এবং যারা পলাতক রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এভাবেই ভবিষ্যতে ধর্মের নামে উগ্রবাদের উত্থান একদিন পুরোপুরি বন্ধ হবেই হবে।



আরও পড়তে পারেন-


যেভাবে ধরা পড়লো কয়লা খনির দুর্নীতি

admin July 25, 2018

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা গায়েব হওয়ার ঘটনায় তোলপাড় সারা দেশ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। কয়লা গায়েব হওয়ার ঘটনায় দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রশ্ন তৈরি হয়েছে, এতো বড় কারসাজি হলো কীভাবে। কয়লা ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, খনি শ্রমিকদের প্রায় এক মাস আন্দোলনের সময়ে কয়লা উত্তোলন না হওয়া এবং কিছুদিন আগে উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় ফেইজ বন্ধ করে দেওয়ার ফলেই কয়লার ঘাপলা ধরা পড়েছে। তবে খনির কয়লা গায়েব বা ঘাপলার এই ঘটনা নতুন নয় জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, ডিও বাণিজ্য, উত্তোলনকৃত কয়লার হিসেবে গড়মিল, কাগজ-কলমে ও ওজনে কারচুপিসহ কর্মকর্তারা বিভিন্ন ধরনের অনিয়ম করে আসছেন। বিষয়টি সংশ্লিষ্টদের অজানা ছিল না।  

এদিকে দুদক বলছে, কাগজে-কলমে যে পরিমাণ কয়লা থাকার কথা সেই পরিমাণ কয়লা বাস্তবে নেই। হিসেবের গরমিলেই এই দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে।

বড়পুকুরিয়া কয়লা খনি সূত্রে জানা গেছে, গত ১৩ মে থেকে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা ১৩ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। ফলে খনি থেকে কয়লার উত্তোলন বন্ধ হয়ে যায়। এর আগে এই খনির ১২১০ নম্বর ফেইজ থেকে দিনে প্রায় ৩ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হতো। কিন্তু শ্রমিকদের আন্দোলনের ফলে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। এ সময় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, কোল ইয়ার্ডে (কয়লা রাখার জায়গা) প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন কয়লা রয়েছে। এই পরিমাণ দিয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে কোনও সমস্যা হবে না।

দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে ২১ দিন কয়লা উত্তোলন বন্ধ রাখার পর গত ৩ জুন কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু ওই ফেইজে উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ১৬ জুন থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। গত ২০ জুনও কয়লা খনি কর্তৃপক্ষ জানায়, কোল ইয়ার্ডে ১ লাখ ৮০ হাজার টন কয়লা রয়েছে। কিন্তু গত ১৬ জুলাই কর্তৃপক্ষ ফের জানায়, কয়লার মজুত শেষের দিকে। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি পিডিবিকে জানালে তারা এটি পেট্রোবাংলাকে অবহিত করে। এরপরই বের হয়ে আসে কয়লার ঘাপলার বিষয়টি।

খনির কোল ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় ১৯ জুন খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর) খালেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পেট্রোবাংলা। একই সঙ্গে খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদকে অপসারণ করে পেট্রোবাংলায় সংযুক্ত ও মহাব্যবস্থাপক (প্রশাসন ও কোম্পানি সচিব) আবুল কাশেম প্রধানিয়াকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সিরাজগঞ্জে বদলি করা হয়। এই ঘটনায় পেট্রোবাংলার পরিচালক (মাইন অপারেশন) কামরুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহবুবুর রহমান জানান, ‘গত ২০ জুন বড়পুকুরিয়া কয়লা খনি এক লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লার মজুত রয়েছে বলে জানায়। সেই হিসেবেই পরিকল্পনা করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে খনি কর্তৃপক্ষ পিডিবিকে জানিয়ে দেয় খনির কোল ইয়ার্ডে কয়লার মজুত প্রায় শেষের দিকে। বিষয়টি জানার পর তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অবশেষে গত রবিবার (২২ জুলাই) রাতে কয়লার অভাবে বন্ধ করে দিতে হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।’

তিনি জানান, ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট চালু রাখতে দৈনিক কয়লার প্রয়োজন ৫ হাজার ২’শ মেট্রিক টন কয়লা। কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনি চলতি জুলাই মাস থেকে কয়লার সরবরাহ কমিয়ে দেওয়ায় বন্ধ হয়ে যায় ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট। অপর ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিট মেইনটেনেন্সের জন্য এর আগে থেকেই বন্ধ রাখা হয়। ফলে ২৭৫ মেগাওয়াট বিদুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি কোনোমতে চালু রাখা হয়েছিল। এরপরও এখানে দৈনিক প্রায় ৮শ’ থেকে এক হাজার টন কয়লার প্রয়োজন হতো।

ব্যবসায়ীরা জানান, কয়লা উত্তোলন বন্ধ থাকার ফলেই ধরা পড়েছে কয়লা গায়েব হওয়ার বিষয়টি। কাগজ-কলমে ঠিক থাকলেও বাস্তবে কয়লা ছিল না। ডিও বাণিজ্য, ওজনে কারচুপি এবং কাগজে-কলমে হেরফের দীর্ঘদিন ধরেই করে আসছেন কর্মকর্তারা।

কয়লা ব্যবসায়ী মশিউর রহমান বুলবুল বলেন, ‘কয়লা খনির কর্মকর্তারা কাগজ-কলমে হেরফের করে এবং ওজনে কারচুপি করে অবৈধভাবে কয়লা বিক্রি করে থাকে। প্রায় দেড় মাস ধরেই বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন বন্ধ রয়েছে। বিক্রি বন্ধ থাকলেও তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে কয়লা দিতে হতো। তাই যে পরিমাণ কয়লা মজুত ছিল তা ধীরে ধীরে কমতে থাকে। কাগজ-কলমে মজুতের পরিমাণ অনেক বেশি থাকলেও বাস্তবে তা ছিল না। দীর্ঘদিন ধরেই কয়লা খনির কিছু কর্মকর্তা অবৈধভাবে কয়লার ঘাপলা করে আসছিল। কিন্তু উত্তোলন বন্ধ থাকার ফলেই এবারে ঘাপলার বিষয়টি উন্মোচিত হয়েছে।’

কয়লা ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ‘খনি থেকে যে পরিমাণ কয়লা বিক্রি হয়, কর্মকর্তাদের যোগসাজশে তার চেয়ে বেশি পরিমাণ কয়লা দিয়ে দেওয়া হয়। ভুয়া কাগজপত্র ও হেরফেরের মাধ্যমে এই কয়লা বিক্রি করে আসছে কিছু কর্মকর্তা। তাই কাগজপত্রে ঠিক থাকলেও বাস্তবে সেই পরিমাণ কয়লা ছিল না। কয়লার উত্তোলন বন্ধ থাকায় এবার বিষয়টি বেরিয়ে এসেছে।’

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, ‘খনি থেকে যে পরিমাণ কয়লা উত্তোলন হয়, কাগজ-কলমে তার চেয়ে বেশি দেখানো হয়। এতে করে প্রফিট-বোনাস বেশি পান কর্মকর্তারা। ২০০৫ সাল থেকে এই পর্যন্ত কোল ইয়ার্ডে কয়লা থাকায় বিষয়টি ধরা পড়েনি। ঘাপলার বিষয়টি জানাজানি হয়ে যাবে এটি কেউই ভাবেনি।’ 

তিনি আরও জানান, ‘কর্মকর্তাদের যে বেতন তাতে করে সচ্ছলভাবে চলা সম্ভব। কিন্তু তারা প্রতিজন বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানীয়ার ঢাকায় চারটি বাড়ি, মাসুদুর রহমান হাওলাদারের দুইটি বাড়ি ও ৩৫/৪০ লাখ টাকা মূল্যের চারটি মাইক্রোবাস রয়েছে। একইভাবে মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী, কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারাও বাড়ি-গাড়ির মালিক ও কোটি কোটি টাকার মালিক হয়েছেন।’

কয়লা ব্যবসায়ী মিজানুর রহমান জানান, ‘২০১৭ সালে খনি থেকে ৩০০ টন কয়লা চুরি হয়েছিল। পরে বিষয়টি ফাঁস হয়ে গেলে খনির কর্মকর্তারা রাতারাতি সেই ৩০০ টন কয়লার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে সমন্বয় করে। এতেই প্রমাণিত হয় কর্মকর্তারাই এই কয়লা চুরি ও ঘাপলার সঙ্গে জড়িত।’

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক এসএম নুরুজ্জামান জানান, ‘মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন নামে কয়লার ডিও দেন। এই ডিওতে যে পরিমাণ কয়লা দেওয়ার কথা তার বেশি পরিমাণ কয়লা দেওয়া হয়। এতে করে লাভবান হন কর্মকর্তারা। ডিওর মাধ্যমে খনি থেকে নেওয়া এক টন কয়লার দাম ১৭ হাজার টাকা হলেও বাজারে এর দাম ২০ হাজার টাকা। ১০০ টন কয়লার ডিও মানে দুই লাখ টাকা, এভাবে কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য হয় কয়লা খনিতে। আর এই টাকা ভাগাভাগি হয় কর্মকর্তাদের মধ্যে। কিন্তু এবারে তারা আটকে গেছেন গ্যাঁড়াকলে।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, ‘আন্দোলন শেষ হওয়ার পরে সামান্য কয়লা উত্তোলন করা হয়েছে। ফলে কয়লার যে মজুত ছিল তা ধীরে ধীরে কমে যেতে শুরু করে।’

এদিকে কয়লা গায়েবে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। কাগজ-কলমের হিসাবের সঙ্গে বাস্তবের মিল নেই বলে জানিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বেনজীর আহমেদ জানান, ‘আমরা কয়লা খনির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি, খনির কোল ইয়ার্ডে ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টন কয়লা মজুত থাকার কথা। কিন্তু কোল ইয়ার্ডে রয়েছে মাত্র ২ হাজার মেট্রিক টন। বাকি ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লার কোনও হদিস নেই। বিপুল পরিমাণ কয়লা উধাও হয়ে যাওয়ায় এখানে প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। বিষয়টি  ইতোমধ্যেই দুদকের প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। ঢাকা থেকে দুদকের কর্মকর্তারা ঘটনার অধিকতর তদন্ত শেষেই আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ (বাংলাট্রিবিউন)

অপুর ‘শর্টকাট’ শেষদিকে

admin July 20, 2018

ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস গত জুনে কলকাতার নতুন একটি ছবিতে কাজ শুরু করেন। ছবির নাম ‘শর্টকাট’। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে করা এ ছবিতে অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে। এ ছবির বেশিরভাগ অংশের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন অপু। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ছবির গল্পটি অসাধারণ। ছবিটিতে আমি নূরজাহান চরিত্রে অভিনয় করছি।
এটি একটি চমৎকার চরিত্র। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক সুবীর মণ্ডল। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে কাজটি করছি। কলকাতার ছবিতে আমার প্রথম কাজ এটি। আমার অংশের অল্প কিছু কাজ বাকি। বলতে গেলে শেষদিকের কাজ চলছে এখন। শিগগিরই ভারতে গিয়ে বাকি কাজের পাশাপাশি ছবির ডাবিংয়ে অংশ নেব। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিটিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের অরিন, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, 
অনিন্দিতা বসু, চন্দন সেন প্রমুখ। ছবিটির সংগীতের দায়িত্বে থাকছেন নচিকেতা নিজেই। দুই যুবকের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া ‘শর্টকাট’-এ দেখা যাবে বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে অবস্থান আলাদা হলেও তাদের দুজনের জীবনেই ব্যর্থতা রয়েছে। তবে কোথাও গিয়ে তারা যেন মিলে যায়। দুই ধরনের জীবনের গল্প দেখা যাবে ছবিতে। এদিকে এ ছবির বাইরে অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। 
সবশেষ গত ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখেছেন। আবদুল মান্নানের পরিচালনায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করেন। 

রিতা ওরা সমুদ্র সৈকতে নগ্ন

admin July 20, 2018
ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী রিতা ওরা । এরইমধ্যে নিজের গান, অভিনয় ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এ তারকা এখন রয়েছেন সুইজারল্যান্ড ট্যুরে। এখানকার বিভিন্ন স্থানে তিনি গান পরিবেশন করেছেন। তবে এখন চলছে বিরতি। আর এই কয়েকদিনের বিরতিটা আরও খানির রঙিন করতে চাইছেন তিনি।
আর তাইতো বিভিন্ন বার, সমুদ্র সৈকত ও পার্টিতে বেপরোয় রিতা ওরাকে আবিষ্কার করা যাচ্ছে। অবাক করার বিষয় হলো এবার সমুদ্র সৈকতে গিয়ে নগ্ন প্রায় হলেন রিতা ওরা। আর সেই নগ্ন ছবি তিনি পোস্ট করেছেন নিজের ইনসটাগ্রামে। একটি হলুদ রঙা বিকিনি পড়লেও তার গোপন অঙ্গ পরিস্কারভাবে দেখা যাচ্ছে সেই ছবিতে। এরইমধ্যে এই ছবিটি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। বেশ আলোচনা-সমালোচনার মুখেও পড়েছেন তিনি। তবে এসব সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি। নিজের মতো করেই দিনরাত্রী কাটাচ্ছেন এ গ্লামারাস কন্যা। 

পীরগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন

admin July 20, 2018


রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার “স্বয়ং সম্পুর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
 উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -রংপুর জেলা আ.লীগের উপদেষ্টা নুরুল আমীন রাজা, পৌর আ. লীগের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী ও মৎস্যচাষী লিটন। এর আগে এক বর্ণঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পেনা অবমুক্ত করা হয়।

দিনাজপুরে জিপিএ- ৫ মেয়েদের তুলানায় ছেলেরা এগিয়ে

admin July 20, 2018
রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। তবে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে বেড়েছে। এই বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক২১ শতাংশ।  গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৬৫ দশমিক ৪৪ শতাংশ।  গত বছরের চেয়ে পাশের হার কমেছে ৫ শতাংশের ওপর। ছাত্রীর পাসের হার ৬৪ দশমিক ৫১ এবং  ছাত্রের পাসের হার ৫৬ দশমিক ২২ শতাংশ।  ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। 
 দিনাজপুর শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান প্রভেসর আবু বকর সিদ্দিকী সাক্ষরিত এক বিজ্ঞপ্তি  সূত্রে জানাগেছে, এবার ১ লাখ ১৯  হাজার ৫০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ২৯৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৩৪৪ এবং ছাত্রীর সংখ্যা ৯৫৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী পাশ করেছে। 
বহিস্কৃত হয়েছে ৬২ জন শিক্ষার্থী। শতভাগ পাশ করেছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।  ৬৫৩ কলেজের শিক্ষার্থীরা মোট ১৯৬ টি কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহণ করে।  
এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাল করেছে। এরমধ্যে রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৫ জন পরীক্ষা দিয়ে  সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জনই। ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৯৪৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯৩৬জন। এর মধ্যে  জন জিপিএ-৫ পেয়েছে ৩৬৭ জন্। মিলিনিয়াম স্টার্রস স্কুল এণ্ড কলেজে ৮৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। লায়ন্স স্কুল এণ্ড কলেজে ৪০২ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েঝে ১০২ জন।

ব্যাকডেটেট বেরোবির ওয়েবসাইট, নেই পর্যাপ্ত তথ্য

admin July 20, 2018
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। গোটা বিশ্বের সকল তথ্য এখন হাতের মুঠোয় পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নেই পর্যাপ্ত তথ্য, আর যে তথ্য রয়েছে সেগুলোর নেই কোন আপডেট। বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ ও পদোন্নতি হলেও সে সম্পর্কে কোন তথ্য হালনাগাদ করা হয়নি। সাইটটিতে প্রবেশ করলে যে তথ্য গুলো দেখা যায়, সেগুলো অনেক আগের হালনাগাদ করা। দীর্ঘ দশ বছরেও ওয়েব সাইটটির পূর্ণাঙ্গ রূপ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখা যায়, হোম পেজে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিসহ বেশ কয়েকটি ক্যাটেগরি রয়েছে। তার মধ্যে ‘কন্টাক্ট আস’-এ সাব-ক্যাটেগরি হোম, এ্যাবাউট আস, এডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট, সেন্ট্রাল লাইব্রেরী এণ্ড ইনফরমেশন সেন্টার (সিএলআইসি) এবং সাইবার সেন্টার রয়েছে। ‘ডিপার্টমেন্ট’ ক্যাটেগরিতে প্রবেশ করলে দেখা যায়, বেশির ভাগ বিভাগের নতুন শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং বিভাগীয় প্রধান পরিবর্তন হলেও আপডেট কোন তথ্য নেই। এমনকি কোন কোন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে একাধিক ব্যাক্তির নাম হালনাগাদ করা রয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ হলেও ওয়েবসাইটে অর্থনীতি বিভাগরে শিক্ষক অধ্যাপক ড. মোরশেদ হোসেনের নাম হালনাগাদ করা রয়েছে। গণিত বিভাগ এবং লোক-প্রশাসন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের হালনাগাদ করা হয়নি নতুন বিভাগীয় প্রধানের নাম। এ ছাড়া সমাজ বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের সবশের্ষ আপডেট করা হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। এরপর বিভাগ দুটির কোন তথ্যই হালনাগাত করেনি কর্তৃপক্ষ। ফাইন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগ, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, অর্থনীতি বিভাগ এবং এ্যাকাউন্টিং এণ্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগসহ ওয়েব সাইটটির বিভিন্ন অপশনে ক্লিক করলে প্রক্রিয়াধীন হয়ে পূনরায় হোম পেজে ফিরে আসে।
২০১৭ সালের ২৫শে জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবীর সাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি পরিচালনার জন্য কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মুহাঃ শামসুজ্জামানকে আহ্বায়ক এবং উপাচার্যের পিএস আমিনুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কাগজে-কলমে কমিটি থাকলেও দীর্ঘ এক বছরেও বাস্তবে কোন কর্মকাণ্ড দেখা যায়নি এই কমিটির। 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটির এরকম ব্যাকডেট থাকার ব্যাপারে জানতে চাইলে ওয়েবসাইট পরিচালনা কমিটির আহ্বায়ক ও  সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামানের মুঠোফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 
বিশ্বকাপ ফুটবল-১৮: ৪-২ গোলে শিরোপা জিতলো ফ্রান্স

বিশ্বকাপ ফুটবল-১৮: ৪-২ গোলে শিরোপা জিতলো ফ্রান্স

admin July 15, 2018

৪-১ গোলে রাশিয়া বিশ্বকাপ ফুটবল-১৮'র শিরোপা জিতলো ফ্রান্স। লুঝনিকি স্টেডিয়ামে রাত ৯ টায় শুরু হয় আজকের খেলা। খেলার শুরুর ১৮ মিনিটে ক্রোয়েশিয়াকে প্রথম গোল দেয় ফ্রান্স। এর ১০ মিনিট পর ক্রোয়েশিয়া দলের ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ফ্রান্স-ক্রোয়েশিয়া। দশ মিনিট পরে আবারও এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি পেয়ে আবারও এক গোল করেন অঁতোয়ান গ্রিজমান।


দ্বিতীয়ার্ধের ৫৯ তম মিনিটে আবারও ক্রোয়েশিয়াকে গোল দেয় ফরাসিরা। এবারে গোল দেন পল পগবাক। এর ছয় মিনিটের মাথায় এমবাপ প্রায় ২২ গজ দূর থেকে নিচু শটে গোল করেন টুর্নামেন্টের চতুর্থ গোল। বড় ব্যবধানে পরে যায় ফ্রান্স-ক্রোয়েশিয়া।


এর চার মিনিট পর গোলরক্ষকের ভুলে ফরাসিদের গোল দেয় ক্রোয়েটরা। গোলরক্ষক ব্যাকপাসে বল পাওয়ার পরও অযথা এগিয়ে আসা মানজুকিচকে কাটাতে চান। তা না পারায় মানজুকিচের বুটের টোকায় বল চলে যায় জালে। ফলে, কমে যায় ফরাসি-ক্রোয়েটদের গোল ব্যবধান।


এবারের বিশ্বকাপসহ ফ্রান্স ইতিহাসে ২য় শিরোপা জিতলো। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে দলটি। এ ছাড়া ২০০৬ সালেও ফাইনালে গেলেও ইতালির কাছে হার মানে।


World Cup Football 2018 (2)
সুন্দরগঞ্জে মাদক সেবনকালে পুলিশ-শিক্ষকসহ গ্রেপ্তার সাত

সুন্দরগঞ্জে মাদক সেবনকালে পুলিশ-শিক্ষকসহ গ্রেপ্তার সাত

admin July 15, 2018

সুন্দরগঞ্জ, গাইবান্ধা: গাইাবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক সেবনকালে পুলিশ কনস্টেবল, হাইস্কুল ও প্রাইমারি শিক্ষকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।


জানা গেছে, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছাগলকাটি মৎস্য খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবল, হাইস্কুল ও প্রাইমারি শিক্ষকসহ ৭ জনকে গ্রেপ্তার করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ও ভবানীপুর গ্রামের আশেক আলী বিএসসির ছেলে সুমন মিয়া, একই গ্রামের আবদুল কাদেরের ছেলে এনামুল হক রিজু, সুর্বণদহ গ্রামের আমির উদ্দিনের ছেলে আনিছুর রহমান, মোসলেম আলীর ছেলে আবদুর রহিম, ঘগোয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পৌর সভার মুক্তিযোদ্ধা গাওছল রহমানের ছেলে বেলাল উদ্দিন, হাইস্কুল শিক্ষক ও ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মশিউর রহমান ও ভবানীপুর গ্রামের আকবার আলীর ছেলে আবদুল হান্নান।


অভিযানে নেতৃত্বদানকারী সুন্দরগঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ এসএম আবদুস সোবহান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদক সেবী পুলিশ কনস্টেবল ও শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও চলছে বলেও জানান তিনি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গ্রেফতার

admin July 14, 2018



অযোগ্য ঘোষিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ‘পাকিস্তান মুসলিম লিগের’ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।  ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর’ কর্মকর্তারা নওয়াজ শরিফের পাশাপাশি তার মেয়ে মারিয়মকেও গ্রেফতার করেছেন বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ওই সময় দেশটির ‘ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’ তাদের পাসপোর্ট জব্দ করে। বর্তমানে তাদের দুজনকেই ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে। 

দুর্নীতির অভিযোগে নওয়াজ, তার মেয়ে মারিয়ম ও মেয়ে-জামাই ক্যাপ্টেন সফদরের  বিরুদ্ধে পাকিস্তানের আদালত রায় দিয়েছে। নওয়াজকে দেওয়া হয়েছে ১০ বছরে কারাদণ্ড। সেইসাথে বাবার ঘোষিত আয় বহির্ভূত সম্পদ গোপনে সহায়তা ও দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগে তার মেয়ে মারিয়মের হয়েছে ৭ বছরের কারাদণ্ড। আদালতের রায়ে বলা হয়েছে, মারিয়ম ট্রাস্টের যে কাগজপত্র দেখিয়েছিলেন তাও ভুয়া। ফলে তার সাজা আরও ১ বছর বেড়েছে। তবে তার দুই কারাদণ্ড একই সঙ্গে কার্যকর করা হবে।

নিরাপত্তা বিষয়ক ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কায় পাকিস্তান সরকার নওয়াজ শরিফকে বহনকারী বিমানটিকে সরাসরি ইসলামাবাদে পাঠিয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত বিমানটি লাহোরেই অবতরণ করানো হয়েছে। 

উল্লেখ্য, নওয়াজকে গ্রেফতার করার ঘটনায় লাহোরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। লাহোরে নওয়াজের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।


অযোগ্য ঘোষিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ‘পাকিস্তান মুসলিম লিগের’ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।  ‘ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর’ কর্মকর্তারা নওয়াজ শরিফের পাশাপাশি তার মেয়ে মারিয়মকেও গ্রেফতার করেছেন বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ওই সময় দেশটির ‘ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’ তাদের পাসপোর্ট জব্দ করে। বর্তমানে তাদের দুজনকেই ইসলামাবাদ নিয়ে যাওয়া হয়েছে। 

দুর্নীতির অভিযোগে নওয়াজ, তার মেয়ে মারিয়ম ও মেয়ে-জামাই ক্যাপ্টেন সফদরের  বিরুদ্ধে পাকিস্তানের আদালত রায় দিয়েছে। নওয়াজকে দেওয়া হয়েছে ১০ বছরে কারাদণ্ড। সেইসাথে বাবার ঘোষিত আয় বহির্ভূত সম্পদ গোপনে সহায়তা ও দুর্নীতির তদন্তে অসহযোগিতার অভিযোগে তার মেয়ে মারিয়মের হয়েছে ৭ বছরের কারাদণ্ড। আদালতের রায়ে বলা হয়েছে, মারিয়ম ট্রাস্টের যে কাগজপত্র দেখিয়েছিলেন তাও ভুয়া। ফলে তার সাজা আরও ১ বছর বেড়েছে। তবে তার দুই কারাদণ্ড একই সঙ্গে কার্যকর করা হবে।

নিরাপত্তা বিষয়ক ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কায় পাকিস্তান সরকার নওয়াজ শরিফকে বহনকারী বিমানটিকে সরাসরি ইসলামাবাদে পাঠিয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত বিমানটি লাহোরেই অবতরণ করানো হয়েছে। 

উল্লেখ্য, নওয়াজকে গ্রেফতার করার ঘটনায় লাহোরে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। লাহোরে নওয়াজের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে গ্রেপ্তার, বিক্ষোভে উত্তাল লাহোর

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে গ্রেপ্তার, বিক্ষোভে উত্তাল লাহোর

admin July 14, 2018

আন্তর্জাতিক ডেস্ক:
লন্ডনে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখান থেকে ফেরার পরপরই আজ শুক্রবার স্থানীয় সময় ৯ টার দিকে তার মেয়েসহ বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন তিনি। তারা উভয়ই পাকিস্তানের আদালতে দুর্নীতির দায়ে দণ্ডিত। এদিকে তাদের গ্রেপ্তারের পর লাহোরে প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। নওয়াজ শরিফের সমর্থকরা তাকে স্বাগত জানাতে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে গিয়ে বিক্ষোভ করলে বিপুল পরিমাণ নেতা-কর্মীকেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।


এমন এক সময় নওয়াজ শরিফকে গ্রেপ্তার করা হলো যখন পুরো পাকিস্তানে চলছে জাতীয় নির্বাচনের আমেজ। আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে গত কিছুদিন থেকেই পাকিস্তানে সহিংসতা শুরু হয়েছে। আজ শুক্রবারও নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরে যাওয়ার কয়েক ঘন্টা আগে একটি নির্বাচনী প্রচারণার সময় আত্মঘাতী হামলায় কমপক্ষে পঁচাশি জন নিহত হয়। এর আগে শুক্রবারই উত্তরাঞ্চলীয় বান্নু শহরে নিহত হয় ৪ জন। মূলত নওয়াজ শরিফের দণ্ড ঘোষণার পরই পাকিস্তানে এসব নির্বাচনী সহিংসতা শুরু হয়েছে।


লাহোরে অবতরণের পূর্বে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে যাত্রাবিরতির সময় নওয়াজ শরিফ বিবিসিকে বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য নয়। কেননা বর্তমান সরকার বিরোধীদের উপর নির্যাতন চালাচ্ছে। তবে তিনি যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন বলে জানান তিনবারের এ প্রধানমন্ত্রী। অবশ্য আদালত নওয়াজ শরিফকে আজীবনের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করে। ফলে তিনি সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন না।


পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট গত ৬ জুলাই শুক্রবার দুর্নীতির দায়ে পাকিস্তানের আদালত নওয়াজ শরিফকে ১০ বছর, তার মেয়ে মরিয়মকে ৭ বছরের এবং মেয়ে জামাই ক্যাপ্টেন সফদরকে ১ বছরের দণ্ড দেয়। নওয়াজ শরিফ ঘোষিত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তার মেয়ের বিরুদ্ধে ওই সম্পদ গোপনে সহায়তার অভিযোগ আনা হয় আদালতে। কারাদণ্ড ছাড়াও নওয়াজকে ৮০ লাখ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা করে আদালত।

ছবি ভাইরাল হওয়া ফরিদার পরিবারের দায়িত্ব নিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

admin July 13, 2018
রাজধানীর কলাবাগানের ওভারব্রিজের নিচে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিলেন ফরিদা নামের এক নারী। তার দুই শিশুপুত্র মাকে বাঁচাতে বোতল দিয়ে মাথায় পানি দিচ্ছিল। এই দৃশ্যটির কয়েকটি ছবি পারভেজ নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে পারভেজ তার কয়েকজন বন্ধুসহ ফরিদাকে হাসপাতালে নিয়ে যান।  ফরিদার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ইসলামপুর গ্রামে। তিনি রাজধানীর কলাবাগান ওভারব্রিজের নিচে একটি খুপড়ি ঘরে থাকেন। 

১০ জুলাই, মঙ্গলবার একটি সভায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। ফরিদার বিষয়টি তার নজরে এলে বুধবার (১১ জুলাই) সকালে কলাবাগান ওভারব্রিজের নিচে ফরিদা ও তার সন্তানদের দেখতে যান সুলতানা পারভীন। পরে ফরিদা ও তার পরিবারের দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে সুলতানা জানান, ফরিদা ও তার পরিবার কোনো আশ্রয় পেলে তাদের গ্রামে ফিরে যেতে চান। উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তিনি খোঁজখবর নিয়ে জেনেছেন, ফরিদার যে গ্রাম ছিল, সেখানে খাস জমি আছে। সেখানেই তাদের বাড়ি করে দেওয়া হবে। কুড়িগ্রামের ডিসি বলেন, ‘তারা আগে যে গ্রামে ছিলেন, সেখানে এখন তাদের কিছু নাই। ঢাকা থেকে উলিপুর যাওয়ার পর তো তাদের থাকতে হবে। সে জন্য সেখানকার ইউএনওকে তাদের থাকার ব্যবস্থা করতে বলেছি। সে ক্ষেত্রে হয়তো সরকারি কোনো বাড়িতে আপাতত তাদের থাকতে দেওয়া হবে।

সুলতানা পারভীন বলেন, ‘বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যে, কেউ গৃহহীন থাকবে না। সেই মানবিকতা তো আমাদেরও থাকতে হবে। তাদের তো খুব বেশি কিছু চাওয়ার নেই। মানবিকতার জায়গা থেকে তাদেরকে একটা বাড়ি করে দেবো। সঙ্গে চলার একটু ব্যবস্থা করে দেবো। বাড়ি তৈরির কাজ শেষ হলে তারা তাদের ঘরে উঠবেন। তারা বলছেন, গরু হলে তারা পালতে পারবেন। সে জন্য ওদেরকে গরু কিনে দেবো। ওর স্বামী নাকি একটু অসুস্থ। যদি তার স্বামী দোকান করতে পারে, তাহলে তাকে একটা দোকান দিয়ে দেবো।’

‘মানবিকতার জায়গা থেকে তাদেরকে একটা বাড়ি করে দেবো। সঙ্গে চলার একটু ব্যবস্থা করে দেবো। বাড়ি তৈরির কাজ শেষ হলে তারা তাদের ঘরে উঠবেন। তারা বলছেন, গরু হলে তারা পালতে পারবেন। সে জন্য ওদেরকে গরু কিনে দেবো। ওর স্বামী নাকি একটু অসুস্থ। যদি তার স্বামী দোকান করতে পারে, তাহলে তাকে একটা দোকান দিয়ে দেবো।’

ফরিদার তিন ছেলে-মেয়েই খুব অল্প বয়সী। এর মধ্যে মেয়েটি আবার শারীরিক প্রতিবন্ধী। মেয়েটিকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে। ফরিদার অন্য দুই শিশু সন্তানও যাতে স্কুলে যায়, সেই ব্যবস্থাও করা হবে বলে জানান এই জেলা প্রশাসক। ঘটনাটি শোনার পর থেকে ফরিদার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ঢাকার কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার। রাজধানীর কলাবাগানে ডিসির সঙ্গে ফরিদা ও তার পরিবারকে দেখতে যান তিনিও।

সাইদুল জানান, বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে ফরিদা ও তার পরিবার বাসে করে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বাড়ি পৌঁছানোর দায়িত্বে আছে ঢাকার কুড়িগ্রাম সমিতি। সাইদুল আবেদীন বলেন, ‘ফরিদা ও তার পরিবারকে সাহায্য করার জন্য দেশের বাইরে থেকে কয়েকজন এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা পাঠিয়েছেন। এই টাকাও ফরিদার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’
‘মফিজ’ নামের ইতিবৃত্ত: গরিবদের উপকারী বন্ধু থেকে এ নামের উৎপত্তি!

‘মফিজ’ নামের ইতিবৃত্ত: গরিবদের উপকারী বন্ধু থেকে এ নামের উৎপত্তি!

admin July 12, 2018

দীর্ঘ অনেকদিন যাবৎ রংপুর তথা উত্তরাঞ্চলের লোকদেরকে রাজধানীতে অনেকে ব্যাঙ্গ করে ‘মফিজ’ নামে ডকেন। কতদিন যাবৎ তা জানা নেই কারও। তবে কেউ কেউ মনে করেন আশি বা নব্বই দশকের কোন একসময় থেকে এ প্রচলন শুরু হয়েছে। বর্তমানে এই শব্দটা সারাদেশে বিশেষ করে ঢাকা বা গাজীপুরে বেশি প্রচলিত। এখন শুধু উত্তরবঙ্গের লোকজনকেও নয়, ইদানীং সহজ-সরল বা কম চালাক মানুষদেরকেও মফিজ বলে আখ্যা দেওয়া হয়। এটা বেশ প্রচলিত হয়েছে বা হচ্ছে, বলা হয় ‘মফিজ কোথাকার?’ মফিজ, ‘তুইতো দেখি রংপুরের মফিজ’, ‘তুইকি রংপুরের মফিজ নাকি’ ইত্যাদি।


মফিজ কেন বলা হয় ? -এটা নিয়ে আমরা কেউ তেমন কিছু জানিনা বা অনেকেই জানেন। অনেক সময় জানতে ইচ্ছে করে যে কেন মফিজ বলা হয় উত্তরবঙ্গের মানুষদের। রংপুরের বা উত্তরাঞ্চলের মানুষকে মফিজ বলা নিয়ে অনেক রকমের গল্প প্রচলিত আছে। যেগুলোর সত্যতা যাচাই করা যায় নি যে, মফিজ নামে কাউকে কেন্দ্র করেই এই নামকরণ নাকি কম চালাক মানুষদের ঠাট্টা করার জন্য এটি নিছকই একটি প্রচলন মাত্র।



গাইবান্ধা জেলার একজন মফিজ কে কেন্দ্র করে। যেখানে গরিব-দিনমজুর শ্রেণির উপকারী বন্ধু মফিজ।

মফিজ উপাখ্যান নিয়ে যে গল্পগুলো প্রচলিত তার মধ্যে একটি গাইবান্ধা জেলার একজন মফিজ কে কেন্দ্র করে। যেখানে গরিব-দিনমজুর শ্রেণির উপকারী বন্ধু মফিজ। বলা হয়, গাইবান্ধার কোন এক গ্রামের সহজ-সরল, সৎ একজন ড্রাইভার ছিলেন। তার নাম ছিল মফিজ। আমরা তাকে মফিজ সাহেব হিসেবে উল্লেখ করবো। মফিজ সাহেব তার জমানো টাকা দিয়ে একবার ঢাকা-গাইবান্ধা রুটে একটি বাস চালু করেন। মানবদরদী মফিজ সাহেব নূন্যতম ভাড়ায় দিনমজুর লোকেদের ঢাকায় নিয়ে যেতেন। কালক্রমে একসময় মফিজ সাহেব নিজের আর গাড়ি চালাতেন না। তিনি তখন অন্য ড্রাইভার দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা রাখলেন। এদিকে দিনমজুর গরিব লোকজন ভাড়া সাশ্রয়ের জন্য মফিজ সাহেবের বাড়িতে যায় স্বল্প ভাড়ায় তাদের ঢাকায় যাতায়াতের ব্যবস্থা করতে।


ফলে মফিজ সাহেব তাদের স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য দিনমজুর শ্রেণিটিকে তার নিজের নামের স্বাক্ষর (অর্থাৎ ‘মফিজ’) করে কাগজ দিতেন। যা সুপারভাইজারকে দেখিয়ে নামমাত্র ভাড়ায় মফিজ সাহেবের বাসের ছাদে যাতায়াত করতেন তারা। আর বাস যাতায়াতের পূর্বে বাসের সুপারভাইজার ছাদে যাতায়াতের কয়জনকে বুঝাতে মফিজের কয়জন? আছে তাদেরকে ডাক দিতেন। সময়ক্রমে সুপারভাইজার ডাক দিতেন কতজন মফিজ আছে। এভাবেই পরবর্তীতে বাসের ছাদে যাতায়াতকারী লোকেদেরকে মফিজ নামে ডাকা হয়। যা পরবর্তীতের রংপুর বা কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চল থেকে বাসের ছাদে যাতায়াতকারীদেরকে বলা হতো। পরবর্তীতের উত্তরাঞ্চলের সহজ-সরল বা কম চালাক মানুষদেরকেও মফিজ বলা শুরু হলো। এর পরবর্তীতে যা ঘটলো তা হলো, একশ্রেণির লোক উত্তরাঞ্চলের মানুষ বলতেই মফিজ বলা শুরু করলো। যা এখনও প্রচলিত।



আরও পড়ুন: অনেক বদলেছে উত্তরবঙ্গ


আরও একটি ঘটনা আছে। যেখানেও মফিজ উদ্দিন নামে একজনকে পাওয়া যায়। যার ভূমিকাও অসহায়, গরিব-দু:খী মানুষের বন্ধুরুপে। এটা জ্ঞাতব্য যে, উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম জেলা বেশ বন্যা প্রবণ এলাকা। প্রচলিত গল্প অনুযায়ী ঘটনাটি আশির দশকের কোন বন্যা পরবর্তী। সেটা অষ্ট আশির বন্যা কিনা তা জানা যায় নি, হয়তোবা নয়। সেসময় কুড়িগ্রামের প্রায় সব উপজেলায় খুব বড় আকারের বন্যা হয়। বন্যায় ওইসব বন্যা কবলিত এলাকার মানুষ বাড়ি-ঘর, জমিসহ সবকিছু হাড়িয়ে অত্যান্ত কষ্টে দিন যাপন করছিল। একসময় ওইসব মানুষ অভাবের তারণায় জীবিকার তাগিতে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমায়। ওইসময় ঢাকায় যাওয়ার জন্য তারা প্রথমে রংপুরের মডার্ণ বাসস্ট্যান্ড এ আসে ঢাকায় যাওয়ার বাস ধরতে।


ওইসময় বাস কম ছিল। বলা হয় যে, যানবাহন কম হলেও দালাল (চেনমাস্টার) ছিল অনেক। দালালদের মধ্যে একজনের নাম ছিল মফিজ উদ্দিন। যিনি ওই মানুষদের অনুরোধে অর্ধেক ভাড়ায় বাসের ছাদে করে কুড়িগ্রামের যাতায়াতের ব্যবস্থা করতেন। আর এভাবেই বাসের ছাদে ঢাকায় যাওয়ার সুযোগ এ অঞ্চলের অনেক মানুষ নিতে লাগলেন। সময়ক্রমে বাসের সাথে সংশ্লিষ্ট সুপাভাইবার বা হেলপাররা বাসের ছাদে যাতায়াতকারী বোঝাতে মফিজের কতজন? (মফিজ উদ্দিনের দেওয়া যাত্রী কতজন), পরবর্তীতে কতজন মফিজ আছে? ইত্যাদি বাক্যের প্রচলন শুরু করেন। ফলে বাসের ছাদে যাতায়াতাকারীরা ‘মফিজ’ আখ্যা পেয়ে যান। আর পরবর্তীতে গোটা উত্তরাঞ্চলের মানুষদেরকেই মফিজ বলে আখ্যা দেওয়া হয়। যা এখনও প্রচলিত।


উপরের ঘটনা ছাড়াও অনলাইনে ঘেটে এক ব্লগারের পোস্টে অন্য একটি তথ্য পাওয়া গেল। মফিজ শব্দটি নাকি মপীজ এর বিকৃতরুপ। মপীজ অর্থ বলা হয়েছে মঙ্গা পীড়িত জনগন। উত্তরাঞ্চল একসময় খুবই মঙ্গা পীড়িত অঞ্চল ছিল। সেসময় উত্তরবঙ্গের লোকেদের জন্য ওই ক্যাটাগরিতে সাহায্য বরাদ্দ থাকতো। তারই বিকৃতরুপ মফিজ। যদিও বর্তমানে উত্তরবঙ্গের লোকদের অনেক উন্নতি হয়েছে তবুও সেই আগের নামটি রয়েই গেছে।


উপরের কোন ঘটনারই বাস্তবে কোন ভিত্তি আছে কিনা বা সঠিক কিনা তা যাচাই করা সম্ভব হয় নি। মফিজ সাহেব বা মফিজ উদ্দিন নামের কাররই বর্তমানে উপস্থিতি নেই। তারা এখনও জীবিত নাকি মৃত, তাও নিশ্চিত হওয়া সম্ভব নয়। কেননা যারা এসব ঘটনা বলছেন, তারা নির্দিষ্ট সময় বা কোন এলাকার/কে তা উল্লেখ করছেন না। আবার মফিজ উপাখ্যানের জন্য প্রাসঙ্গিক দুই স্থানে প্রায় একই ঘটনাও ভাববার বিষয়! তবে এমনও হতে পারে দুই ঘটনাই সত্য দুটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে! আসলেই ‘মফিজ’ নামকরণের সঠিক ইতিহাস কি?

ইনস্টাগ্রামে নাচের ভিডিও ছেড়ে বিপাকে ইরানি মেয়ে

ইনস্টাগ্রামে নাচের ভিডিও ছেড়ে বিপাকে ইরানি মেয়ে

admin July 11, 2018

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে নৃত্যের ভিডিও আপলোড দিয়ে বিপাকে পড়েছেন ১৯ বছর বয়সী এক এক ইরানী তরুনী। তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওই তরুনীর নাম মায়েদেহ হোজাব্রি। ভিডিওতে দেখা যায় দেশটির সরকারি আইন অনুযায়ী তার মাথায় স্কার্ফ ছিল না।


ইরানে নারীদের অন্য পুরুষদের সামনে সাথে নাচার নিষেধাজ্ঞা আছে, তবে পরিবারের মধ্যে এটা করতে পারে ইরানের নারীরা। খবর বিবিসির। এর আগে গত কিছুদিনে ইরানে একই অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।


এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে মায়েদেহকে স্বাগত ও উৎসাহ দিচ্ছেন অনেকে। আর তার নাচের ভিডিওটিও শেয়ার দিয়েছেন তার ফলোয়াররা। কেউ হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন হ্যাশট্যাগ দিয়েছেন, #dancing_isn't_a_crime. (নাচ কোনো অপরাধ না)।


হোজাব্রির ইনস্টাগ্রামে তেপ্পান্ন হাজারের বেশি বন্ধু আছে। আর তিনি ইরানি এবং ওয়েস্টার্ন পপ মিউজিকের সাথে নাচতেন। এদিকে নাচের কারণে তাকে গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে করা সমালোচনা। এক ব্লগার কমেন্টস করেছেন, আপনি যদি পৃথিবীর অন্য যে কোনো দেশে বলেন সতের-আঠারো বছর বয়সী একটি মেয়েকে তার নৃত্যের জন্য গ্রেফতার করা হয়েছে, তবে তারা হাসবে। এটা অবিশ্বাস্য মনে করবে।


এছাড়াও আরও নানাভাবে সমালোচিত হচ্ছে দেশটির প্রশাসন। অপরদিকে মায়েদেহ হোজাব্রিকে গ্রেফতারের পর তার প্রোফাইল ভাইরাল হয়ে যাওয়ায় তার ফলোয়ার দাড়িয়েছে প্রায় আশি হাজারের কাছাকাছি। আর তার ভিডিওটি গত দুই দিনে দেখা হয়েছে পাঁচ লাখেরও বেশি বার।

গাইবান্ধায় দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩০

admin July 09, 2018

গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ৩০ জন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান জানান, উপজেলার কালিতলা এলাকায় আজ সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি। আহতদের মধ্যে চার-পাঁচজনকে আশষ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যান্যের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ওসি আকতারুজ্জামান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সোমা পরিবহণের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী আগমনী এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আগমনীর চালকসহ দুইজন নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ৩০ যাত্রী। দুর্ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের সহায়তায় বাস দুটি সরিয়ে নিলে বেলা ১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ডুয়েলগেজ রেললাইন নির্মাণের ব্যয় প্রস্তাবে লুটপাটের আশঙ্কা

admin July 09, 2018
রেলপথ মন্ত্রণালয় আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজ করার উদ্যোগ নিয়েছে। তার জন্য ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৭০৫ কোটি টাকা। কিন্তু পরিকল্পনা কমিশন ওই ব্যয় প্রস্তাবকে অস্বাভাবিক বলে আপত্তি জানিয়েছে। জিটুজি পদ্ধতিতে চীন সরকার ওই প্রকল্পে ১০ হাজার ২৬৭ কোটি টাকা ঋণ দিচ্ছে। বাকি ৫ হাজার ৪৩৮ কোটি টাকা সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে। অথচ ওই প্রকল্প ৫ হাজার কোটি টাকা দিয়েই বাস্তবায়ন সম্ভব। মূলত ওই প্রকল্পে অস্বাভাবিক ব্যয় দেখিয়ে টাকা লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে। আর সেজন্যই দেশের অবকাঠামো উন্নয়ন ব্যয় অন্যান্য দেশের তুলনায় বেশি হচ্ছে। ঋণের টাকায় ওই প্রকল্প বাস্তবায়ন করে কোনো লাভ হবে না বলে পরিকল্পনা কমিশন সংশ্লিষ্টরা মনে করছে। পরিকল্পনা কমিশন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, আখাউড়া-সিলেট ডুয়েলগেজ লাইন হলে ট্রেন চলাচলের হার (ফ্রিকোয়েন্সি) বাড়বে না। তবে ওই রুটে ডাবল লাইন এবং ডুয়েলগেজ নির্মাণ করা হলে ওই প্রকল্প থেকে সুবিধা পাওয়া যাবে। তা নাহলে সরকারের ওই বিশাল বিনিয়োগে জনগণের তেমন কোনো সুবিধা হবে না। প্রকল্পে ব্যালাস্ট (পাথর), স্লিপার, রেলসহ অন্যান্য উপকরণের পরিমাণ ও ব্যয় চলমান সমজাতীয় অন্যান্য প্রকল্পের তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় সমজাতীয় ৪টি প্রকল্পের তুলনায় প্রায় ৭ গুণ বেশি। এতো ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন আদৌ সমীচীন হবে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ প্রস্তাবিত প্রকল্পে কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৭২ লাখ টাকা। অথচ আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরে চলমান প্রকল্পে কিলোমিটারপ্রতি ব্যয় হচ্ছে ২৪ কোটি ৮০ লাখ টাকা। কিলোমিটারপ্রতি ছয় কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ঈশ্বরদী থেকে পাবনা ঢালারপর পর্যন্ত নতুন রেলপথ। তাছাড়া মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণে কিলোমিটারপ্রতি ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা। ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে মিটারগেজ রেললাইনের সমান্তরাল আরেকটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণে ব্যয় মাত্র ৮ কোটি ৭৫ লাখ টাকা।
সূত্র জানায়, ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে আসাম ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে কৌশলগত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ১৮৯৮ সালে প্রথম করিমগঞ্জ-শাহবাজপুর-কুলাউড়া-আখাউড়া-চট্টগ্রাম সেকশনে রেললাইন স্থাপিত হয়। শাহবাজপুর-কুলাউড়া-আখাউড়া সেকশনটি ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি সাব-রুট। মহীশ্মসান (ভারত) ও শাহবাজপুরের (বাংলাদেশ) মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ভারতীয় ক্রেডিট লাইনের (এলওসি) আওতায় সেকশনটি পুনর্বাসনের জন্য একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তাছাড়গা ঢাকা-চট্টগ্রাম করিডোরকে ডুয়েলগেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে। আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণকাজও শুরু হয়েছে। ঢাকা-চট্টগ্রামে করিডোরের বাকি অংশ ডুয়েলগেজে রূপান্তরের লক্ষ্যে একটি সমীক্ষা প্রকল্প নেয়া হয়েছে। ভারতীয় অনুদানে আগরতলা ও আখাউড়ার মধ্যে ১০ কিলোমিটার রুটে আরেকটি ডুয়েলগেজ লিংক স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ওসব কাজের সঙ্গে সমন্বয় রাখতে আখাউড়া-সিলেট সেকশনটি ডুয়েলগেজে রূপান্তরের লক্ষ্যেই সিলেট-আখাউড়া ডুয়েলগেজ রেললাইন প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে। বিগ০ত ২০১৫ সালে প্রকল্পটি বাস্তবায়নে চায়না রেলওয়ে ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রæপ কোম্পানির সঙ্গে বাংলাদেশ রেলওয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারপরই প্রকল্পের প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা (পিডিপিপি) তৈরি করা হয়। আর তা ২০১৬ সালে অনুমোদিত হয়। পরে বিশেষ অগ্রাধিকার প্রকল্প বিবেচনা করে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পটি মোট ১৫ হাজার ৭০৫ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন মেয়াদে বাস্তবায়নের কথা রয়েছে।
সূত্র আরো জানায়, পরিকল্পনা কমিশন সিলেট-আখাউড়া ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের ভৌত কাজের জন্য প্রতিযোগিতা ছাড়া এক ঠিকাদারের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে আপত্তি জানিয়েছে। কমিশনের মতে, চীনের অন্যান্য দরদাতা পতিষ্ঠানের জন্যও দরপত্রে অংশগহণের সুযোগ রাখতে হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের একটি পতিষ্ঠানের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে করার সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই পকল্পে অনেক বেশি ব্যয়ের প্রস্তাব করা হয়। ওই কারণে শেষ পর্যন্ত চীনের অর্থায়নে পকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে অর্থ মন্ত্রণালয়।
এদিকে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জিটুজি পদ্ধতিটাই সমস্যা। ওই পদ্ধতি চীনের একক কোনো পতিষ্ঠান কাজ পায়। তারাই ব্যয় নিয়ন্ত্রণ করে। তার আগে বিমান ও সড়কের পকল্পেও ওই ধরনের সমস্যা হয়েছে। ব্যয় বেশি ধরায় চীনের অর্থায়নে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন উন্নয়ন প্রকল্প থেকে সরে আসতে বাধ্য হয়েছে সরকার। এমন বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। একবার ওই ফাঁদে পড়লে বাংলাদেশের পক্ষে আর ওঠা সম্ভব হবে না।
অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সংশ্লিষ্টদের মতে, চীন সরকারের অর্থায়ন পকল্পে সে দেশের সরকার ঠিকাদারি প্রতিষ্ঠান মনোনয়ন দিয়ে আসছে। মনোনয়ন পাওয়া পতিষ্ঠানই পকল্প ব্যয় ও নকশা তৈরিতে ভূমিকা রাখে। ফলে তারা তাদের মতো করে ব্যয় নির্ধারণ করার সুযোগ পায়। কিন্তু একক প্রতিষ্ঠানের পরিবর্তে দরপত্রের মাধ্যমে একাধিক দরদাতা পতিষ্ঠান থেকে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য পতিষ্ঠানকে বাছাই করার সুযোগ চেয়ে চীন সরকারের কাছে আবেদন করেছে ইআরডি। ওই বিষয়ে চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে। তবে কেবল নতুন পকল্পের জন্য ওই নিয়ম কার্যকর করা হবে। যেসব পকল্পের ক্ষেত্রে ইতিমধ্যে বাণিজ্য চুক্তি হয়ে গেছে, সেসব প্রকল্পে ওই সুযোগ রাখা হবে না। এ অবস্থায় ওই পকল্পে প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে না।
এদিকে এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান মো. এনায়েত হোসেন জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে হলে রেলওয়েকে বাস্তবসম্মত ব্যয় নির্ধারণসহ কিছু শর্ত মানতে হবে। পিইসি সভায় ওসব শর্ত আরোপ করা হয়েছে। কেবল শর্তপূরণ করে ডিপিপি পুনর্গঠন করা হলেই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় উত্থাপন করা হবে।

উচ্চ সুদের ঋণে কেনা হচ্ছে বিলাসবহুল দুটি উড়োজাহাজ

admin July 09, 2018
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে চলতি বছরই আরো দুটি ৭৮৭-৮ উড়োজাহাজ যোগ হচ্ছে। চতুর্থ পর্যায়ের বিলাসবহুল ওই দুটি বিমান বোয়িং কোম্পানির কাছ থেকে আনতে বাংলাদেশ বিমান এইচএসবিসি ব্যাংক থেকে উচ্চ সুদে ২৭৫ কোটি টাকা ঋণ নিচ্ছে। আর ওই ঋণের সুদের হার হবে পায় ৪ দশমিক ৫০ শতাংশ। ইতিমধ্যে অনমনীয় ঋণবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে ওই সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত মতে, বিগত ২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিভিন্ন মেয়াদে ১০টি উড়োজাহাজ ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী ইতোমধ্যে ৪টি ৭৭৭-৩০০ ইআর এবং ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে। অবশিষ্ট ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজ ২০১৯ সালের অক্টোবর/নবেম্বর এবং ২০২০ সালের জানুয়ারি/ফেব্রুয়ারিতে ডেলিভারি নেয়ার পরিকল্পনা ছিল। পরবর্তীতে বোয়িং কোম্পানি এবং বাংলাদেশ বিমানের মধ্যে ২০১৬ সালের ২৫ মে সাপ্লিমেন্টারি এ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। সেই অনুযায়ী ২০১০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রদেয় ৭৮৭-৮ উড়োজাহাজ দুটি ২০১৮ সালের আগস্ট এবং নবেম্বরে ডেলিভারির জন্য নির্ধারিত হয়েছে। তবে বাকি দুটি ২০১৯ সালের অক্টোবর/নবেম্বরে ডেলিভারি নেয়া হবে।
সূত জানায়, চুক্তি অনুযায়ী চারটি ৭৮৭-৮ উড়োজাহাজ ক্রয়ের ক্ষেত্রে প্রি-ডেলিভারি পেমেন্ট (পিডিপি) বাবদ অর্থ দেয়ার শর্ত রয়েছে। সে অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজের পিডিপি ১৩৬ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার ৬ মাস ২ দশমিক ৯০ শতাংশ সুদে অর্থায়নের জন্য সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড থেকে ঋণ নেয়ার ব্যবস্থা গহণ করে। স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনের ২০১৬ সালের ৩০ এপ্রিলে অনুষ্ঠিত ১৪তম বৈঠকে পিডিপি অর্থায়নের জন্য ১৩৬ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলারের সোনালী ব্যাংক (ইউকে) শাখার প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়। সিডিউল অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক ১২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলার ঋণ উত্তোলন করা হয়েছে এবং তা বোয়িং কোম্পানিকে পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী দুটি ৭৮৭-৮ উড়োজাহাজ ক্রয়ের জন্য ডেলিভারি পেমেন্ট (ডিপি) বাবদ আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার উড়োজাহাজসমূহের ডেলিভারির সময় প্রদান করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুকূলে ডেলিভারিতব্য ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজের ডেলিভারি পেমেন্ট বাবদ প্রদেয় অর্থ অর্থায়নের জন্য পয়োজনীয় রাষ্ট্রীয় গ্যারান্টি দেয়ার নীতিগত সম্মতি অর্থ বিভাগ কিছু শর্ত জুড়ে গত ২০১৭ সালের ১ নবেম্বর প্রদান করে। ওই চূড়ান্ত গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে গ্যারান্টি গাইড লাইন-২০১৪ সহ সংশ্লিষ্ট সব বিধিবিধান পরিপূর্ণভাবে প্রতিপালনের উল্লেখ আছে। 
সূত্র আরো জানায়, গাইডলাইন অনুযায়ী পরবর্তীতে নেগোশিয়েশন কমিটি এইচএসবিসি ব্যাংকের সঙ্গে দর কষাকষি করে ঋণের সুদের হার ২ দশমিক ১৬ শতাংশ নির্ধারণ করে। অর্থ বিভাগ থেকে ডিপি অর্থায়ন বাবদ পদত্ত সভরেন গ্যারান্টির নীতিগত সম্মতির শর্ত অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চতুর্থ পর্যায়ে সরবরাহের জন্য নির্ধারিত দুটি ৭৮৭-৮ উড়োজাহাজ ক্রয় বাবদ ডেলিভারি মূল্য অর্থায়নের জন্য অনমনীয় ঋণবিষয়ক স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়।
এদিকে সর্বাধুনিক পযুক্তি সংবলিত নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সংযোজনের মাধ্যমে বিমান বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সৃষ্টি করতে যাচ্ছে। স্টেট অব দ্য আর্ট টেকনোলজির ড্রিমলাইনার উড়োজাহাজে যাত্রীরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট উচ্চতায় ভ্রমণকালে ওয়াইফাই সুবিধা পাবেন এবং বিশ্বের যে কোন প্রান্তে পিয়জনের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। একই সঙ্গে থাকছে বিশ্বমানের ইন-ফাইট এন্টারটেনমেন্ট সিস্টেম (আইএফই)। যেখানে যাত্রীদের জন্য থাকছে ক্যাসিক থেকে বøকবাস্টার মুভি, বিভিন্ন ঘরানার মিউজিক, ভিডিও গেমসসহ বিশ্বের খ্যাতনামা ৯টি টিভি চ্যানেলের রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং, অনলাইন কেনাকাটার সুবিধা, ক্রেডিটকার্ড/ক্যাশ পেমেন্ট অন বোর্ড ডিউটি ফ্রি শপসহ বিনোদনের ব্যাপক আয়োজন।
অন্যদিকে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন ১০টি উড়োজাহাজ অন্তর্ভুক্ত করতে তত্ত¡াবধায়ক সরকারের সময় একটি চুক্তি হয়েছিল। সেটি একটি ভাল উদ্যোগ ছিল বলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি কার্যকরের সব ব্যবস্থা নেয়া হয়। ইতোমধ্যে বিমানের বহরে ৬টি উড়োজাহাজ যোগ হয়েছে। বাকি ৪টির মধ্যে দুটি নির্দিষ্ট সময়ের আগেই ডেলিভারি পাওয়া যাচ্ছে। ওই দুটি উড়োজাহাজের ডেলিভারি পেমেন্টের জন্য বিমান এইচএসবিসি ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। কমিটি এ ঋণের অনুমোদন দিয়েছে।

ভাইরাল হলো উর্বশীর হট ভিডিও

admin July 09, 2018
উর্বশী রাউতেলা। চলতি সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী। স¤প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, তাতে করে শুধু ভক্তদের মাঝে নয়, গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ। সেই ভিডিওতে বেলে ড্যান্স করতে দেখা গেছে তাকে। তাও আবার বেশ খোলামেলা হয়ে। উর্বশীর সেই হট ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
সেই ভিডিওতে একের পর এক পড়ছে কমেন্ট। লাইকেরও ছড়াছড়ি। অনেকে আবার সমালোচনাও করছেন এই ভিডিওর। তবে ইতিবাচক কমেন্টই বেশি পড়েছে। বলিউডে উর্বশীর ভিত এখনও পোক্ত না হলেও তার জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। এর জন্য যতটা দায়ী তার সৌন্দর্য, ততটাই দায়ী তার শরীরী আবেদন। বলিউডে গুজব, এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই নাকি বেশ জাঁকিয়ে বসেছেন সাবেক এই মিস ডিভা। তার সা¤প্রতিক ভিডিওটি কিন্তু তারই প্রমাণ।
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, নিম্নাঞ্চলে বাড়ছে পানি, হুমকিতে মধ্যাঞ্চল

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, নিম্নাঞ্চলে বাড়ছে পানি, হুমকিতে মধ্যাঞ্চল

admin July 09, 2018
Kurigram Flood Situation, Kurigram Flood, Kurigram Flood 2018

গত ৫ জুলাই থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তাসহ বেশকিছু নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, লালমনিরহাট, কুড়িগ্রামের তিস্তা পাড়ের এলাকাগুলোতে বন্যা দেখা দেয়। পানি বৃদ্ধিতে প্লাবিত হয় এসব এলাকার গ্রাম, ভাঙন শুরু হয় নদী পাড়েরর গ্রামগুলো, চরম দুর্ভোগে পরে এলাকার বাসিন্দারা। তবে ইতোমধ্যেই কমতে শুরু করেছে তিস্তাসহ কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর পানি। ফলে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা পাড়ের নিম্নাঞ্চল এলাকা বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলায় পানি বাড়ছে বলে জানা গেছে। যমুনার পানি বাড়ায় বন্যার ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল, মুন্সীগঞ্জসহ মধ্যাঞ্চলও।



উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও পানি বাড়ছে যমুনা পাড়েরর বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলাসমূহে।যমুনার পানি বাড়ছে হুহু করে, ক্রমেই অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। যমুনার পানি বাড়ায় ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল, মুন্সীগঞ্জসহ মধ্যাঞ্চলও।

উত্তরাঞ্চলে পানি কমতে শুরু করলেও বন্যার কবলে চরম কষ্ট আর দুর্ভোগে দিন পার করছেন এসব এলাকার ক্ষতিগ্রস্তরা। আবার অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। রয়েছে বিশুদ্ধ পানি, আবাস ও খাবার সঙ্কট। আর দূষিত পানি পান করায় বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ। এদিকে এসব এলাকায় বন্যা পরবর্তী ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন ব্যক্তি উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি।


কুড়িগাম জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, জেলার ক্ষতিগ্রস্ত এসব এলাকায় শুকনো খাবার ও ৫০ টন চাল বিতরণ শুরু হয়েছে। এ ছাড়া ৫০ টন জিআর চাল, দুই লাখ টাকা জিআর ক্যাশ এবং ৩০০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে। জানা গেছে, কুড়্রিগামে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ-নদী তীরবর্তী এলাকায় ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে। অনেক এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপ। জেলার সদরের সন্ন্যাসী বাঁধে আশ্রয় নেওয়া বাহাদুর মিয়া জানান, ঘরবাড়ি থেকে এখনও পানি পুরোপুরি নামেনি। তাই পলিথিন টাঙিয়ে তারা এখানে আছেন।


Kurigram Flood Situation, Kurigram Flood, Kurigram Flood 2018

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির জানান, তিস্তার পানি কমতে শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত জমা দেওয়ার স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার দ্বিতীয় তিস্তা সেতু সড়কের একটি সেতু ধসে গেছে বলেও জানিয়ে তিনি বলেন, সেতুর ভাঙনরোধকল্পে আপাতত বালুর বস্তা দেওয়া হচ্ছে।


অপরদিকে লালমির হাটেও বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। লালমনিরহাটের দোয়ানী তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুম জানিয়েছে, তিস্তার পানি প্রবাহ কমতে শুরু করেছে। ফলে দুর্গত এলাকা থেকে পানি নামছে। জানা গেছে তিস্তা সংলগ্ন চর এলাকাগুলোতে এখনো কয়েখ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে দিনাতিপাত করছে। তাদের মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট। ফলে বন্যা দুর্গতরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। লালমনিরহাট জেলা ত্রাণ শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার সুইচিং মং মারমা বলেন, বন্যদুর্গতদের জন্য ৩৫ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চাল ও অন্যান্য ত্রাণ সাম্রগী বিতরণ চলছে বলেও জানান তিনি।


উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও পানি বাড়ছে বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার যমুনা পাড়ের নিম্নাঞ্চলসমূহে। এসব এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। যমুনার পানি বাড়ছে হুহু করে। পানির স্রোতে বাঁধ ভেঙে যাচ্ছে, ফলে বৃদ্ধি পেয়েছে নদী ভাঙন। এসব এলাকার লাখো মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গত কয়েকদিনে তেমন বৃষ্টিপাত না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদ-নদীর পানি বাড়ছে।


এদিকে উত্তরাঞ্চলে বন্যা কবলিত হওয়ার পাশাপাশি বন্যার আশঙ্কা করা হচ্ছে টাঙ্গাইল, মুন্সীগঞ্জসহ মধ্যাঞ্চলও। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের গতকালের তথ্য অনুসারে, যমুনা নদীর পানি একটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে এবং দু’টি পয়েন্টে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জের কাজীপুরে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং জামালপুর জেলার বাহাদুরাবাদ ও বগুড়া জেলার সারিয়াকান্দিতে বিপদসীমায় অবস্থান করছে বলে জানায় পাউবো। অপরদিকে উজানের বৃষ্টিপাত ও পাহাড়ী ঢল কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে সিলেটে অঞ্চলে। বন্যা পূর্বাভাস ও সর্তকীরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ৪টি পয়েন্টে পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।

ডেইলি মিররের প্রতিবেদন: জবাই করে ও পুড়িয়ে মারা হয় রোহিঙ্গা শিশুদের

admin July 02, 2018

রোহিঙ্গা শিশুদের জবাই করে হত্যাসহ তাদের জীবন্ত পুড়িয়ে মারার তথ্য প্রকাশ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর। প্রতিবেদনে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এমন এক সময় ডেইল মিরর এ পিলে চমকানো খবর জানাচ্ছে, যখন রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফর কছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রধান জিম ইয়ং কিম।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী, রোহিঙ্গা শিশুদের জবাই করে হত্যার পর টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দেয়। কোনো কোনো শিশুকে আবার আকাশে ছুঁড়ে মেরে, চাপাতি দিয়ে দ্বিখণ্ডিত করার কথাও তুলে ধরা হয়েছে। মিররের বিশেষ প্রতিনিধি টম প্যারোর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসব তথ্য সংগ্রহ করেন।


যশোর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

admin July 02, 2018
যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়ার্ডন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ। ১ জুলাই, রবিবার রাত ৯টার দিকে যশোরের একটি বাওরে বিমানটি বিধ্বস্ত হয়। যশোর বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্থানীয়রা জানান, বিমানটি বুকভরা বাঁওড়ের মাঝেই পড়েছে।

ব্রাজিল-মেক্সিকো লড়াই পরিসংখ্যানে

admin July 02, 2018
১৯৯০ সালের পর থেকে কখনও বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ ছয় বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেক্সিকো। বিশ্ব মঞ্চে চার দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি, হজম করেছে ১১টি গোল। সামারায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

# নিজেদের শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত আছে তিতের ব্রাজিল।

# ১৯৯৯ সালের পর থেকে ব্রাজিলের বিপক্ষে শেষ ১৫ ম্যাচের সাতটিতে জয় আছে মেক্সিকোর, হার পাঁচটি।

# রাশিয়া বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৪২ বার বল ড্রিবল করার চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ২৮ বার ড্রিবল করে তার সবচেয়ে কাছে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

# এ পর্যন্ত নেইমার ১৮টি গোলের সুযোগ পেয়েছেন, যা আসরে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

# গ্রæপ পর্বে নিজেদের তিন ম্যাচে ৫৬টি শট নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্টে টিকে আছে এমন দলগুলির মধ্যে এটি সর্বোচ্চ। শেষ ষোলোর প্রতিপক্ষ মেক্সিকো নিয়েছে ৪৪টি শট।

# টুর্নামেন্টে এখন পর্যন্ত ১ হাজার ৮৮৪টি পাস দেওয়ার চেষ্টা করেছে সেলেসাওরা, যা মেক্সিকোর চেয়ে ৬৩১টি বেশি।

# গ্রæপ পর্বের তিন ম্যাচে ২৯৭.৬৬ কিলোমিটার দৌড়েছে মেক্সিকো। চলতি আসরে এর চেয়ে কম দৌড়েছে শুধু পানামা। ব্রাজিলের সবাই মিলে দৌড়েছে ৩১৩.৪ কিলোমিটার।

# টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ব্রাজিলের চেয়ে বেশি সময় বল পায়ে রাখতে পেরেছে শুধু স্পেন। তিন ম্যাচে ১১১ মিনিট ৪ সেকেন্ড নিজেদের পায়ে বল রেখেছে তিতের দল। অন্যদিকে মেক্সিকোর বল পজেশন ৮৮ মিনিট ৩০ সেকেন্ড।

# গ্রæপ পর্বে দুই হলুদ কার্ড দেখায় শেষ ষোলোয় খেলতে পারবেন না মেক্সিকোর ডিফেন্ডার এক্তর মোরেনো।

# তিন ব্রাজিলিয়ান (ফিলিপে কৌতিনিয়ো, কাসেমিরো ও নেইমার) ও মেক্সিকোর তিন  খেলোয়াড় (এক্তর এররেরা, মিগেল লাইয়ুন ও হেসুস গাইয়ার্দো) আর একটি করে হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।

# ব্রাজিল ও মেক্সিকো নিজেদের মুখোমুখি হয়েছে ৪০ বার। লাতিন পরাশক্তিদের ২৩ জয়ের বিপরীতে মেক্সিকানদের জয় ১০টি। বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দুই দলের। প্রথম তিন দেখায় জয় ব্রাজিলের। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শেষ দেখা গ্রæপ পর্বের ম্যাচে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

# বিশ্বকাপে চারবারের দেখায় ব্রাজিলের জালে কোনো গোল দিতে পারেনি মেক্সিকো, হজম করেছে ১১টি।

# ব্রাজিল শেষবার কোয়ার্টার-ফাইনালে উঠতে পারেনি ১৯৯০ সালে।

# বিশ্বকাপে এখন পর্যন্ত ৫৬ ম্যাচ খেলে কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি মেক্সিকো। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলে শিরোপা জিততে না পারার রেকর্ড এটি।



উরুগুয়ে এমন গোল আগে করেনি

admin July 02, 2018

ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়ের দুই ফরোয়ার্ড লুইস সুয়ারেস ও এদিনসন কাভানির মিলিত প্রচেষ্টার গোলটি নিয়ে বিস্মিত ফের্নান্দো সান্তোস। উরুগুয়ে এমন গোল আগে করেনি বলে এর জন্য ডিফেন্ডাররা প্রস্তুত ছিল না বলে জানালেন পর্তুগাল কোচ।
সোচির ফিশৎ স্টেডিয়ামে গত শনিবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কাভানির জোড়া গোলে ২-১ গোলে হারে পর্তুগাল। এর মধ্যে কাভানির প্রথম গোলটি ছিল সুয়ারেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে। মাঝ মাঠে বল পেয়ে কিছুটা এগিয়ে ডান দিক থেকে মাঠের অন্য প্রান্তে সুয়ারেসকে পাঠান কাভানি। এরপর ডি-বক্সে ছুটে গিয়ে বাঁ দিক থেকে আসা সতীর্থের দারুণ ক্রসে হেডে গোল করেন পিএসজির এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে সান্তোস জানান, প্রতিপক্ষদের তিনি ভালোভাবে বিশ্লেষণ করেছিলেন কিন্তু সুয়ারেস-কাভানির মিলিত প্রচেষ্টায় হওয়া প্রথম গোলটির জন্য প্রস্তুত থাকা অসম্ভব ছিল।
“বাঁ দিকে ক্রস গেল, এরপর ডান দিকে ক্রস এল-এর বিপক্ষে কোনো উপায় ছিল না। তাদের স্ট্রাইকাররা খুব শক্তিশালী ছিল। একজন সেখানে ছিল, অন্যজন পেছন থেকে এলো। সেটা ছিল অবিশ্বাস্য খেলা। তারা এমন গোল আগে কখনও করেনি।”
৫৫তম মিনিটে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে পর্তুগালকে ম্যাচে ফেরান পেপে। কিন্তু উরুগুয়েকে আটকে রাখা যায়নি। ৬২তম মিনিটে কাভানির কোনাকুনি শট জাল খুঁজে নিলে ফের পিছিয়ে পড়ে পর্তুগাল। সান্তোসও মেনে নিচ্ছেন উরুগুয়ের রক্ষণের সঙ্গে পেরে ওঠেননি তারা।
“আমরা জানি তাদের মাঝমাঠ খুবই আঁটসাঁট। তাই জায়গা তৈরি করে খেলে উরুগুয়ের রক্ষণ উন্মুক্ত করার চেষ্টা করার জন্য আমাদের কিছু খেলোয়াড় ছিল। প্রথমার্ধে আমরা এটা খুব বেশি পারিনি। দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো করেছিলাম কিন্তু পারিনি।”

দিল্লিতে এক বাড়িতে এক পরিবারের ১১ জনের মৃতদেহ

admin July 02, 2018
ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে মৃতদেহগুলো পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। তাদের মধ্যে ১০ জনের দেহ সিলিংয়ের লোহার গ্রিল থেকে ঝুলে থাকা অবস্থায় ও বৃদ্ধ এক নারীর মৃতদেহ মেঝেতে শায়িত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তাদের অধিকাংশেরই চোখ ও হাত-পা পেছন দিকে বাঁধা ছিল। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে সাত জন নারী, এদের একজনের বয়স ৭৫ বছর। মৃতদের মধ্যে দুজন কিশোর বয়সী। বুরারির সান্ত নগরের দোতলা ওই বাড়িটির উপর তলায় পরিবারটি বসবাস করতো। নিচের তলায় তাদের মুদির দোকান ও প্লাইউডের ব্যবসা ছিল। গত ২০ বছর ধরে তারা এই এলাকাটিতে বসবাস করতো।
দিল্লির মধ্যবিত্ত এলাকার এই পরিবারটি প্রতিদিন সকাল ৬টায় দোকান খুলতো। কিন্তু রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দোকান না খোলায় খোঁজ নেওয়ার জন্য এক প্রতিবেশী উপর তলায় গিয়ে প্রবেশ পথ খোলা দেখতে পান। ভিতরে প্রবেশ করে পরিবারটির অধিকাংশ সদস্যকে ফাঁস লাগানো অবস্থায় গ্রিল থেকে ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়েন। তিনি পুলিশকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে।
ওই ব্যক্তি জানিয়েছেন, মৃতদের সবার চোখ বাঁধা ও মুখ টেপ দিয়ে আটকানো ছিল এবং তারা প্রায় সবাই গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলছিল। তদন্তের প্রাথমিক পর্যায়ে ক্লুর খোঁজে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। ওই প্রতিবেশী জানিয়েছেন, বাড়িটিতে ভুপিন্দর ও লালিত সিং নামের দুই ভাই ও তাদের পরিবার বসবাস করতো, তারা খুব বন্ধুসুলভ ছিলেন।
“তারা আত্মহত্যা করতে পারেন না। গত রাতেও ভুপিন্দরের সঙ্গে আমার কথা হয়েছে। সে খুব সুখী ছিল এবং তার মধ্যে কোনো মানসিক চাপের লক্ষণ ছিল না,” বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারিও বুরারি এলাকা পরিদর্শন করেছেন।  
দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) পোস্ট করা একটি ভিডিওতে ওই এলাকার প্রতিবেশীদের কেজরিওয়ালের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তারা কেজরিওয়ালকে জানিয়েছেন, একটি বিয়ের প্রস্তুতি নিয়ে পরিবারটি ব্যস্ত ছিল। ঘটনাস্থলে কোনো স্যুইসাইড নোট ছিল না বলে জানিয়েছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার রাজেশ খুরানা। “সম্ভাব্য সব দিক থেকেই তদন্ত করে দেখছি আমরা, কোনো কিছুই বাতিল করছি না। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে,” বলেছেন তিনি।

একাধিকবার যৌন হয়রানির শিকার হতে হয়েছে আমাকে -স্বরা ভাস্কর

admin July 02, 2018
পেশাগত জগতে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নারীবাদী হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে তাকে। তারই একটি গল্প স¤প্রতি শেয়ার করেছেন স্বরা। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় তিনি জানিয়েছেন তাকে কোন এক প্রযোজকের ম্যানেজার চুমু খেতে চেয়েছিল। স্বরা এ বিষয়ে বলেন, একাধিকবার যৌন হয়রানির শিকার হতে হয়েছিলো আমাকে। এর মধ্যে একবার এক ব্যক্তি একবার তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন।
এমন তো কত লোকই করে। কিন্তু এই ব্যক্তিকে স্বরা চিনতেন না। চেনা  নেই, জানা নেই, তাহলে তো আর এমনি এমনি কেউ কারও কাছে বাড়ির ঠিকানা চায় না? তার উপর সে নিজের পরিচয় দিয়েছিল সে নাকি কোনও এক বড় প্রযোজকের ম্যানেজার। খটকা লেগেছিল স্বরার। তবে এখানে যদি সে থেমে যেত, তাও হত। কিন্তু নিজের গ-ীর বাইরে গিয়ে সে স্বরাকে খুশী করার চেষ্টা করেছিল। স্বরা বলেছেন, ওই লোকটি আমার কানে চুমু খেতে চেয়েছিল। আবার লাভ ইউ-ও বলেছিল। কিন্তু এমন ঘটনাকে পাত্তা দেননি স্বরা। তবে এই প্রথমবার নয়। এর আগে আরও একবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন স্বরা।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three