বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে চলতি বছরই আরো দুটি ৭৮৭-৮ উড়োজাহাজ যোগ হচ্ছে। চতুর্থ পর্যায়ের বিলাসবহুল ওই দুটি বিমান বোয়িং কোম্পানির কাছ থেকে আনতে বাংলাদেশ বিমান এইচএসবিসি ব্যাংক থেকে উচ্চ সুদে ২৭৫ কোটি টাকা ঋণ নিচ্ছে। আর ওই ঋণের সুদের হার হবে পায় ৪ দশমিক ৫০ শতাংশ। ইতিমধ্যে অনমনীয় ঋণবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে ওই সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত মতে, বিগত ২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিভিন্ন মেয়াদে ১০টি উড়োজাহাজ ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী ইতোমধ্যে ৪টি ৭৭৭-৩০০ ইআর এবং ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে। অবশিষ্ট ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজ ২০১৯ সালের অক্টোবর/নবেম্বর এবং ২০২০ সালের জানুয়ারি/ফেব্রুয়ারিতে ডেলিভারি নেয়ার পরিকল্পনা ছিল। পরবর্তীতে বোয়িং কোম্পানি এবং বাংলাদেশ বিমানের মধ্যে ২০১৬ সালের ২৫ মে সাপ্লিমেন্টারি এ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। সেই অনুযায়ী ২০১০ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে প্রদেয় ৭৮৭-৮ উড়োজাহাজ দুটি ২০১৮ সালের আগস্ট এবং নবেম্বরে ডেলিভারির জন্য নির্ধারিত হয়েছে। তবে বাকি দুটি ২০১৯ সালের অক্টোবর/নবেম্বরে ডেলিভারি নেয়া হবে।
সূত জানায়, চুক্তি অনুযায়ী চারটি ৭৮৭-৮ উড়োজাহাজ ক্রয়ের ক্ষেত্রে প্রি-ডেলিভারি পেমেন্ট (পিডিপি) বাবদ অর্থ দেয়ার শর্ত রয়েছে। সে অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজের পিডিপি ১৩৬ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার ৬ মাস ২ দশমিক ৯০ শতাংশ সুদে অর্থায়নের জন্য সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড থেকে ঋণ নেয়ার ব্যবস্থা গহণ করে। স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনের ২০১৬ সালের ৩০ এপ্রিলে অনুষ্ঠিত ১৪তম বৈঠকে পিডিপি অর্থায়নের জন্য ১৩৬ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলারের সোনালী ব্যাংক (ইউকে) শাখার প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়। সিডিউল অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক ১২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলার ঋণ উত্তোলন করা হয়েছে এবং তা বোয়িং কোম্পানিকে পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী দুটি ৭৮৭-৮ উড়োজাহাজ ক্রয়ের জন্য ডেলিভারি পেমেন্ট (ডিপি) বাবদ আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার উড়োজাহাজসমূহের ডেলিভারির সময় প্রদান করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুকূলে ডেলিভারিতব্য ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজের ডেলিভারি পেমেন্ট বাবদ প্রদেয় অর্থ অর্থায়নের জন্য পয়োজনীয় রাষ্ট্রীয় গ্যারান্টি দেয়ার নীতিগত সম্মতি অর্থ বিভাগ কিছু শর্ত জুড়ে গত ২০১৭ সালের ১ নবেম্বর প্রদান করে। ওই চূড়ান্ত গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে গ্যারান্টি গাইড লাইন-২০১৪ সহ সংশ্লিষ্ট সব বিধিবিধান পরিপূর্ণভাবে প্রতিপালনের উল্লেখ আছে।
সূত্র আরো জানায়, গাইডলাইন অনুযায়ী পরবর্তীতে নেগোশিয়েশন কমিটি এইচএসবিসি ব্যাংকের সঙ্গে দর কষাকষি করে ঋণের সুদের হার ২ দশমিক ১৬ শতাংশ নির্ধারণ করে। অর্থ বিভাগ থেকে ডিপি অর্থায়ন বাবদ পদত্ত সভরেন গ্যারান্টির নীতিগত সম্মতির শর্ত অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চতুর্থ পর্যায়ে সরবরাহের জন্য নির্ধারিত দুটি ৭৮৭-৮ উড়োজাহাজ ক্রয় বাবদ ডেলিভারি মূল্য অর্থায়নের জন্য অনমনীয় ঋণবিষয়ক স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়।
এদিকে সর্বাধুনিক পযুক্তি সংবলিত নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সংযোজনের মাধ্যমে বিমান বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সৃষ্টি করতে যাচ্ছে। স্টেট অব দ্য আর্ট টেকনোলজির ড্রিমলাইনার উড়োজাহাজে যাত্রীরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩ হাজার ফুট উচ্চতায় ভ্রমণকালে ওয়াইফাই সুবিধা পাবেন এবং বিশ্বের যে কোন প্রান্তে পিয়জনের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। একই সঙ্গে থাকছে বিশ্বমানের ইন-ফাইট এন্টারটেনমেন্ট সিস্টেম (আইএফই)। যেখানে যাত্রীদের জন্য থাকছে ক্যাসিক থেকে বøকবাস্টার মুভি, বিভিন্ন ঘরানার মিউজিক, ভিডিও গেমসসহ বিশ্বের খ্যাতনামা ৯টি টিভি চ্যানেলের রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং, অনলাইন কেনাকাটার সুবিধা, ক্রেডিটকার্ড/ক্যাশ পেমেন্ট অন বোর্ড ডিউটি ফ্রি শপসহ বিনোদনের ব্যাপক আয়োজন।
অন্যদিকে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন ১০টি উড়োজাহাজ অন্তর্ভুক্ত করতে তত্ত¡াবধায়ক সরকারের সময় একটি চুক্তি হয়েছিল। সেটি একটি ভাল উদ্যোগ ছিল বলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি কার্যকরের সব ব্যবস্থা নেয়া হয়। ইতোমধ্যে বিমানের বহরে ৬টি উড়োজাহাজ যোগ হয়েছে। বাকি ৪টির মধ্যে দুটি নির্দিষ্ট সময়ের আগেই ডেলিভারি পাওয়া যাচ্ছে। ওই দুটি উড়োজাহাজের ডেলিভারি পেমেন্টের জন্য বিমান এইচএসবিসি ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। কমিটি এ ঋণের অনুমোদন দিয়েছে।