গাইবান্ধায় দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩০

admin July 09, 2018

গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ৩০ জন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান জানান, উপজেলার কালিতলা এলাকায় আজ সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি। আহতদের মধ্যে চার-পাঁচজনকে আশষ্কাজনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যান্যের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ওসি আকতারুজ্জামান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সোমা পরিবহণের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী আগমনী এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আগমনীর চালকসহ দুইজন নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ৩০ যাত্রী। দুর্ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের সহায়তায় বাস দুটি সরিয়ে নিলে বেলা ১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three