হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা প্রশাসক শফিউল আরিফের বদলী জনিত বিদায় উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক শফিউল আরিফ, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, প্রধান শিক্ষক রেজাউর করিম প্রধান, প্রকৌশলী অজয় কুমার সরকার, চেয়ারম্যানদের মধ্যে নূরল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান ও পিআইও ফেরদৌস আহমেদ প্রমূখ।