লালমনিরহাট প্রতিনিধি:
ভারতে কারাভোগ শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে মনিরুজ্জামান মনির (৩৬) নামে এক যুবক দেশে ফিরেছেন।
বুধবার (২২মে) শেষ বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।
দেশে ফেরত আসা যুবক মনিরুজ্জামান মনির পাবনা জেলার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম রাসেদ জানান ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৭ সালের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক হন মনিরুজ্জামান মনির। এ অপরাধে ভারতীয় আদালত তাকে এক বছর এক মাস কারাদণ্ড প্রদান করেন।
কারাভোগ শেষ হলে মনিরুজ্জামানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজির নারী বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করেন। পরে নিয়মানুযায়ী তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ।