দিনাজপুর ও লালমনিরহাটে আগাম ইদ উদযাপন

admin August 21, 2018

দিনাজপুর ও লালমনিরহাট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে উত্তরাঞ্চলের দিনাজপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি এলাকায় পালন করা হয়েছে পবিত্র ইদুল আযহা। এসব এলাকায় সকালে ইদুল আজহার নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


দিনাজপুর সদর উপজেলাসহ তিনটি উপজেলায় আজ মঙ্গলবার ইদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের কয়েকশ’ পরিবারের মানুষ ইদুল আযহার নামাজ আদায় করেন।


সকাল সোয়া ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ইদুল আযহার নামাজ আদায় করেন শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহন ১৫০-১৬০ জন মুসল্লি অংশগহণ করেন। এই জামাতে ইমামতি করেন সদর উপজেলার রানীগঞ্জ এলাকার মো. সাইফুল ইসলাম। তিনি ঢাকার কেরানীগঞ্জের একটি কওমি মাদরাসার ছাত্র।


এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহ জংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের কিছু মানুষ আজ মঙ্গলবার ইদুল আযহার নামাজ আদায় করেছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ইদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ।


অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামে ইদু আযহার নামাজ ও পশু কুরবানি দিয়েছেন মুসল্লিরা। সকাল ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ইদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ইদু আযহার নামাজ পরিচালনা করেন ওই মসজিদের খতিব মাওলানা ইমান আলী।


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা মুন্সিপাড়ার মসজিদ ইদগাহ মাঠে এসে ইদের নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ইদুল ফিতর ও ইদুল আযহা উৎযাপন করেন আসছেন।


কালীগঞ্জ উপজেলার বগুড়াপাড়া গ্রামের নওশের আলী বলেন, বাংলাদেশের নিয়মে ইদ উৎসব পালন করলেও গ্রামবাসীর দেখাদেখি এ বছর তিনিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদুল আযহা নামাজ আদায় করেছেন।
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ইদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি।


তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন,বংশানুক্রমে ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ইদ পালন করে আসছেন।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three