জিপি-রবি-বাংলালিঙ্ককের ১৫ কোটি টাকা জরিমানা

জিপি-রবি-বাংলালিঙ্ককের ১৫ কোটি টাকা জরিমানা

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
মন্ত্রীসহ অনেকের নম্বর অন্যের কাছে বিক্রি করে দেওয়া এবং বায়োমেট্রিক্স ভেরিফিকেশনের মাধ্যমে সিম নিবন্ধনের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে পাঁচ কোটি টাকা করে মোট ১৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


জরিমানা করার সিদ্ধান্ত গত ৪ মার্চ অনুষ্ঠিত সংস্থাটির ২২৪তম সভায়ই হয়েছিল। তবে জরিমানার পরিমাণ নির্ধারণ করতে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করায় বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ২২৬তম সভায় এই জরিমানার পরিমাণ চূড়ান্ত করা হয়।


বৈঠক পরবর্তী বিটিআরসি থেকে তিন মোবাইল ফোন অপারেটারকে পৃথক চিঠিতে ওই অর্থদণ্ডের নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে মোবাইল অপারেটরগুলোকে গ্রাহকদের ডাটাবেজ ব্যবহারে আরও শতর্ক ও যত্নবান হওয়ার পরামর্শ দেয়া হয়। কোনভাবেই যাতে একজনের নাম পরিচয় ব্যবহার করে অন্য কেউ সিম ব্যবহার করতে না পারে সে নির্দেশনাও দেয়া হয়েছে।


বিটিআরসির সভায় শাস্তির প্রস্তাব করে বলা হয়, অপারেটর দুটি তাদের প্রতি ইস্যু করা থ্রিজি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-৪৯ এবং ৪-জি লাইসেন্সিং গাইডলাইনের অনুচ্ছেদ-৩৭-এর শর্তাবলি লঙ্ঘন করেছে।


মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে উদ্বেগজনক এসব অভিযোগ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলেছে, সরকারের নির্দেশনা লঙ্ঘন করে অপারেটরগুলো এমন কিছু করছে, যা রাষ্ট্র ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অপারেটরদের কর্মকাণ্ডে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


জানা গেছে, গ্রাহকদের অভিযোগ পেয়ে বিটিআরসি গত ২৭ জানুয়ারি রবির কাছে ই-মেইলে তিনটি মোবাইল ফোন নম্বরের নিবন্ধন ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। রবি ওই দিনই বিটিআরসিকে ই-মেইলে এ বিষয়ে তথ্য জানালেও দুটি নম্বরের বিষয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়। এ ছাড়া ওই সিমের নিবন্ধনের তথ্য সেন্ট্রাল বায়োমেট্রিকস ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে (সিবিভিএমপি) দেওয়া হয়নি।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলামও এর ভুক্তভোগী। তাঁদের ‘প্রিমিয়াম’ মোবাইল ফোন নম্বর অন্য গ্রাহককে দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে বিটিআরসি ব্যাখ্যা চাইলেও সংশ্লিষ্ট অপারেটর বাংলালিংক গড়িমসি করে, মিথ্যারও আশ্রয় নেয়।


বাংলালিংকের দুই গ্রহক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের বায়োমেট্রিক ডাটাবেজ ব্যবহার করে অন্য গ্রহকের সিম নিবন্ধনের বিষয়টি বিটিআরসির নজরে আসে।


গত বছরের ২২ অক্টোবর শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিটিআরসির কাছে অভিযোগ করেন, তার নাম্বারের একটি সিম অবৈধভাবে অন্য এক গ্রাহক ব্যবহার করছে। এ ব্যাপারে তিনি বাংলালিংকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে অপারেটরটি ওই অনিয়মের কথা স্বীকার করে। তবে এসব অনিয়মের জন্য তারা সেলস এজেন্টকে দায়ি করেছে।


আর গ্রামীণফোন একটি বিশেষ নম্বর (শেষ আটটি ডিজিট একই নম্বরের) সম্পর্কে সিবিভিএমপি সার্ভারে ২০১৬ সালের বাল্ক মাইগ্রেশন তথ্য ছাড়া আর কোনো তথ্য নেই। কিন্তু অপারেটরের তথ্য অনুসারে ওই নম্বরটির মালিকানা ২০১৭ সালের ১১ নভেম্বর পরিবর্তন হয়েছে। এ বিষয়ে বিটিআরসির নির্দেশনা অনুসরণ করা হয়নি। বিটিআরসিকে না জানিয়ে গত বছর ১ জুলাই ও ৫ নভেম্বর ওই নম্বর বা সিমটির মালিকানা পরিবর্তন করা হয়েছে।


রাষ্ট্রীয় ও জননিরাপত্তা বিধানের স্বার্থে বিটিআরসি এই তিন অপারেটরকে ৫ কোটি করে মোট ১৫ কোটি টাকা জরিমানা করেছে। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে মোবাইল সিম কেনার ক্ষেত্রে বায়োমেট্রিক নিবন্ধন বধ্যতামূলক করে সরকার। তবে এর পর থেকেও সিম নিয়ে জালিয়াতি কমেনি। এ বিষয়ে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আগামীকাল থেকে শুরু বিআরটিসির অগ্রিম টিকিট

আগামীকাল থেকে শুরু বিআরটিসির অগ্রিম টিকিট

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সোমবার থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে। ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলবে। রোববার বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া একথা জানিয়েছেন। একইদিন সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একই তথ্য জানান।


বিআরটিসি জানায়, সোমবার সকাল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে ঈদের অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে এবং ১০ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ভারত থেকে আনা নতুন দেড়শ বাসসহ এক হাজার ৮৯টি বাস ঈদ স্পেশাল সার্ভিসে সারাদেশে চলাচল করবে।


রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর বাস, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে।


বিআরটিসি’র মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা থেকে নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট। কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে রংপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, দিনাজপুর ও নওগাঁ রুট। মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর রুট।


তিনি আরো জানান, এছাড়াও গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে বিশ্বরোড-পাঁচদোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে গৌরিপুর, টঙ্গী-মাওয়া, চট্টগ্রাম, সিলেট রুট। নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা-মেঘনা উপজেলা, বিশ্বরোড-পাঁচদোনা রুট। অন্যদিকে, কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-কুমিল্লা, ঢাকা-বরুড়া রুট। নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে রয়েছে ঢাকা-নরসিংদী ও ঢাকা-ভৈরব রুট। সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকছে সিলেট-তারাকান্দা রুট।


বিআরটিসির পক্ষ থেকে টিকেটসহ যে কোনো প্রয়োজনে যাত্রীদের মতিঝিল বাস ডিপো (০১৭১২২৮১১২১), কল্যাণপুর বাস ডিপো (০১৭১১৫৭৮৭৪৪), গাবতলী বাস ডিপো (০১৮১৮৪৮৫৩৮৮), জোয়ারসাহারা বাস ডিপো (০১৬১৯৪৫৭২৪৫), মিরপুর বাস ডিপো (০১৭৪০০৯৮৮৮৮), মোহাম্মদপুর বাস ডিপো (০১৭১২২২৪০৩৮), গাজীপুর বাস ডিপো (০১৮১৭৭৮২৮৬৬), যাত্রাবাড়ী বাস ডিপো (০১৭১১৩৯১৫১৪), নারায়ণগঞ্জ বাস ডিপো (০১৭১৬৬৮৪১৪৪), কুমিল্লা বাস ডিপো (০১৭৫৮৮৮০০১১) এবং নরসিংদী বাস ডিপো (০১৫৫৩৩৪৯৫৬৭) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

চাল আমদানি বন্ধের ঘোষণা দিলেন অর্থমন্ত্রীর

চাল আমদানি বন্ধের ঘোষণা দিলেন অর্থমন্ত্রীর

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি ভর্তুকি দিয়ে হলেও চাল রপ্তানি করা হবে বলেও জানিয়েছেন তিনি।


রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় আগামী ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার আগে কৃষি ও এর উপখাতগুলোতে সরকারের বরাদ্দ ও বিশেষ গুরুত্ব প্রস্তাব হিসেবে অর্থমন্ত্রীর কাছে সুপারিশমালা প্রদান করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বছর দেশে লক্ষণীয়ভাবে অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। বিষয়টি শুধু আমাদের বেলায়ই নয়, প্বার্শবর্তী দেশগুলোতেও খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। সে কারণে দেশের বাইরে খাদ্যশস্যের চাহিদা কম। সেখানে ডিমান্ড থাকলে আমরা রপ্তানি করতাম।


তিনি আরো বলেন, চলতি বছর ধান উৎপাদন বেশি হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কম। আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে চাল রফতানি করতে পারি এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। এ বিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


মুস্তফা কামাল বলেন, আমরা সরকারিভাবেই চাল আমদানি বন্ধ করব। অবশ্যই রেস্ট্রিক্ট করব। মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার তাই করব। সেগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন।


ভর্তুকি দিয়ে সবজি রফতানি করায় সবজির উৎপাদন বেড়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, শুধু সবজি নয়, যে বছর যে পণ্য বেশি উৎপাদন হবে, সেগুলো রপ্তানি করব আমরা। তাহলে চাহিদা ও জোগানের মধ্যে ব্যবধান হবে না। কৃষকরা ন্যায্য দাম পাবেন।


তিনি আরো বলেন, উৎপাদন করে যদি উৎপাদনের খরচই না পাওয়া যায়, তাহলে কৃষকরা নিরুৎসাহিত হবেন। এ বিষয়টি সরকারকে দেখতে হবে। উৎপাদন দেখতে হবে, উৎপাদনের জন্য সহায়ক যা আছে, এগুলোরও সমাধান দিতে হবে। এটা সরকারের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।


কৃষি যন্ত্রপাতির বিষয়ে মুস্তফা কামাল বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে কৃষি যন্ত্রপাতিগুলো দিই, সেগুলো নিতেও চায় না। আমরা অনেক ভতুর্কি দিয়ে দিতে চাই। জোর করে দেয়া লাগে। সবাইকে অবহিত করতে হবে, যদি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন, তাহলে উৎপাদন বাড়বে। ব্যয়ও কমে যাবে। এই ব্যয় কমানোর জন্যও আমাদের ব্যবস্থা নিতে হবে।

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষ

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপির ব্যাপক সংঘর্ষ

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
পশ্চিমবঙ্গের ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার দুপুরের কাঁকিনাড়ার কাটাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।


ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ভাটপাড়া বিধানসভা ভোট ঘিরে শুরু থেকে ছিল টানাটান উত্তেজনা। শনিবার রাতেও কাঁকিনাড়াতে অশান্তির খবর মেলে। তারই রেশ রোববার দুপুরের ঘটনা বলে মনে করা হচ্ছে।


জানা যায়, এদিন সকালে বুথ পরিদর্শনের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এরপরই পরিস্থিতি জটিল হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বোমাবাজি। বিজেপির অভিযোগ, তৃণমূলই এই কাজ করেছে।


তৃণমূল প্রার্থী মদন মিত্রের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। শুধু তাই নয় মহিলাদেরকেও মারধর করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলই পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে।

ঈদে পেশাদার চালক ছাড়া গাড়ি চালানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে পেশাদার চালক ছাড়া গাড়ি চালানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

admin May 20, 2019

অনলাইন ডেস্ক:
আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।


জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গোয়েন্দারা তৎপর রয়েছে। বুদ্ধ পূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনা বেতন বোনাস ঈদের আগে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। যাতে এ নিয়ে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।


বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে।

খুলনায় বাসা থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

খুলনায় বাসা থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

admin May 20, 2019

খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ইয়াসমিন শাওন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকাল দশটার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


খুলনা সদর থানার এসআই ডলি সরকার জানান, সকাল দশটার দিকে নগরীর নিরালা আসাসিকের ব্যাংক কলোনীর একটি ভাড়া বাসায় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন শাওনের দেহ ঘরের সিলিংয়ে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তার শাওনকে নিয়ে যায় খুলনা মেডিকেল কলেজ হাসপতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শাওনের বান্ধবি সাহানা বিষয়টি পুলিশকে জানিয়েছে বলেও জানান তিনি। তবে শাওনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলেও একাধিক সূত্র জানিয়েছে।


এই ঘটনায় খুলনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত শাওন সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানার আব্দুল হাইয়ের কন্যা।

তথ্যপ্রযুক্তিতে পলককে পূর্ণ দায়িত্ব, মোস্তাফা জব্বার ডাকে

তথ্যপ্রযুক্তিতে পলককে পূর্ণ দায়িত্ব, মোস্তাফা জব্বার ডাকে

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর টেকনোক্র্যাট কোটায় দ্বিতীয় দফায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। কিন্তু মন্ত্রীপরিষদ গঠনের মাত্র চার মাসের মাথায় তাকে শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।


তথ্য ও প্রযুক্তি বিভাগের জন্য জুনাইদ আহমেদ পলককে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


চলতি বছরের ৭ জানুয়ারি বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।


এর আগে মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর দিনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

গঠনের তিন মাসের মধ্যেই বড় রদবদল মন্ত্রিসভায়

গঠনের তিন মাসের মধ্যেই বড় রদবদল মন্ত্রিসভায়

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
গঠনের তিন মাসের মধ্যেই বড় পুনর্বিন্যাস করা হলো সরকারের মন্ত্রিসভায়। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্যকে শুধু পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গতি আনার জন্য এই বিভাজন করা হয়েছে বলে জানা গেছে।


একই সঙ্গে মোস্তফা জব্বারকে শুধুমাত্র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য জুনাইদ আহমেদ পলককে প্রতিমন্ত্রী হিসেবেই পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।


এ বছরের ৭ জানুয়ারি গঠিত বর্তমান মন্ত্রিসভা গঠন হয়। তখন এর সদস্য সংখ্যা ছিল ৪৭ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী (প্রধানমন্ত্রীসহ), ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

সরকারি ম্যাটস ও আইএইচটিতে ভর্তির আবেদন শুরু পরীক্ষা ২১ মে

সরকারি ম্যাটস ও আইএইচটিতে ভর্তির আবেদন শুরু পরীক্ষা ২১ মে

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন সরকারি ৯টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ১৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-তে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।


আগামী ১২ জুলাই (শুক্রবার) অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের লিখিত পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এমসিকিউ উত্তরপত্র ওএমআর মেশিনে নিরীক্ষা করা হবে।


গত ১৫ মে স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বর্তমানে বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় অবস্থিত ৯টি ম্যাটস-এ ৩ বছর মেয়াদি কোর্স এবং এক বছর ইন্টার্নি ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। মোট আসন সংখ্যা ৮১৮টি।


অন্যদিকে ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম ,বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি জামালপুর, গোপালগঞ্জ ও গাজীপুরে তিন বছর মেয়ামি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। মোট আসন সংখ্যা ২ হাজার ৭৯১টি।


ভর্তির যোগ্যতা :
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে। জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে।


যে সকল প্রার্থী ও-লেভেল বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের দুই হাজার টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নের কাজ থেকে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট আইডি কোড সংগ্রহ করতে হবে। এছাড়া ফরম পূরণ করা যাবে না। বিভাগীয় প্রার্থীরা পূর্বে পরিচালক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন স্বাস্থ্য অধিদফতর মহাখালী ঢাকা কাছ থেকে আইডি কোড সংগ্রহ করবেন।


ভর্তির দরখাস্ত এসএমএসের মাধ্যমে করতে হবে। এসএমএস ও অনলাইনে আবেদন শুরু তারিখ ২১ মে সকাল ১০টা থেকে ১৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড আগামী ৪ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত। প্রিপেইড টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন ফি ৭০০ টাকা প্রদান করতে হবে।


ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমাণ তালিকা তৈরি উভয় ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।


ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা একই সঙ্গে প্রকাশ করা হবে।


উল্লেখ্য, সরকারি-বেসরকারি ইনস্টিটিউটে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

ম্যানচেস্টার সিটি ছাড়লেন ভিনসেন্ট কোম্পানি

ম্যানচেস্টার সিটি ছাড়লেন ভিনসেন্ট কোম্পানি

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। শনিবার (১৮ মে) ওয়াটফোর্ডের বিপক্ষে এফএ কাপের শিরোপাজয়ী ম্যাচটি হয়ে থাকলো সিটি অধিনায়কের শেষ ম্যাচ।


চলতি মৌসুমে সিটিজেনদের ‘ঘরোয়া ট্রেবল’ জিতিয়েছেন কোম্পানি। এফএ কাপ জয়ের আনন্দ তরতাজা থাককেই সিটি সমর্থকদের বড় দুঃসংবাদটা দিলেন তিনি। জানিয়েছেন, সিটির সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ইতি টানালেন।


নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ৩৩ বছর বয়সী সেন্টার ব্যাক বলেন, ‘আমার যাওয়ার সময় হয়ে এসেছ। আমরা দুর্দান্ত একটা মৌসুম শেষ করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার এই ভ্রমণে সবসময় সমর্থন জানিয়েছেন। আমি ম্যানচেস্টারের মানুষদের কাছে অনেক ভালবাসা পেয়েছি যা আমার সবসময় মনে থাকবে।’


কোম্পানি জার্মান ক্লাব হামবার্গার ছেড়ে ইতিহাদে আসেন ২০০৮ সালে। এরপর থেকে দলের নেতা হয়ে উঠেন তিনি। দৃঢ়ভাবে সিটির রক্ষণভাগ সামলানোর পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন।


সিটির জার্সিতে ৩৬০ ম্যাচে করেছেন ২০ গোল। জিতেছেন ‘ব্যাক টু ব্যাক’ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। চারটি লিগ কাপ ও দু’টি কমিউনিটি শিল্ড।


ম্যানসিটির রেনেসাঁ (নবজাগরণ) যুগের শুরু থেকে অন্যতম সদস্য কোম্পানি। ইতিহাদে তার অবদানের কথা তুলে ধরে সিটি চেয়ারম্যান খালদুন আল মোবারক বলেন, ‘অনেকে ম্যানচেস্টার সিটির রেনেসাঁয় গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। কিন্তু যৌক্তিকাভাবে ভিনসেন্ট কোম্পানি তাদের চেয়ে অনেকবেশি গুরুত্বপূর্ণ।’

প্রেমের ফাঁদে ফেলে সাড়ে তিনশ' নারীকে বিয়ে!

প্রেমের ফাঁদে ফেলে সাড়ে তিনশ' নারীকে বিয়ে!

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
প্রেমের ফাঁদে ফেলে দেশে বিদেশে অন্তত ৩৫০ নারীকে বিয়ে করেছেন এক যুবক। ওই যুবকের নাম কে ভেংকট রত্ন রেড্ডি। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রত্ন রেড্ডি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।


ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেয়েদের পটাতে বেশ পটু রত্ন রেড্ডি। মিষ্টি মিষ্টি কথায় আলাপ জমাতেন নারীদের সঙ্গে। অল্প কয়েকদিনের মধ্যে নারীরা তার প্রেমে পড়ত।


দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো আরো জানায়, নারীদের সঙ্গে প্রেম করেই শুধু থেমে থাকতেন না রত্ন রেড্ডি। এরপর তিনি কৌশলে বিয়েও করতেন তাদের। এভাবে ভারতে স্ত্রীর সংখ্যা বাড়াতে থাকেন তিনি।


একপর্যায়ে বিজনেস ভিসা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার পাসপোর্ট জোগাড় করে রত্ন পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। স্নাতক পাস না করেও ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা ছিল রেড্ডির।


জানা যায়, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর একটি বিখ্যাত ম্যাট্রিমনিয়াল সাইটে (বিয়ের সাইট) ভেংকট তার প্রোফাইল আপডেট করেন। এরপরই তার কাছে বিয়ের প্রস্তাব আসতে থাকে।


প্রথমে এক প্রবাসী ভারতীয় মেয়েকে টার্গেট করেন রত্ন রেড্ডি। তার কাছ থেকে হাতিয়ে নেন ২০ লাখ রুপি। এভাবে অনেক মেয়েকে ফাঁদে ফেলতেন। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েন রত্ন রেড্ডি।


পুলিশ তদন্ত করে জানতে পারে, তার স্ত্রীর সংখ্যা ৩৫০। রেড্ডির স্ত্রীদের তালিকায় আছে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র সহ আরো অন্য দেশের নারীরা।

যে কোনো ধরনের হামলার জবাব দেয়ার সামর্থ্য ইরানের রয়েছে: পাক প্রধানমন্ত্রী

যে কোনো ধরনের হামলার জবাব দেয়ার সামর্থ্য ইরানের রয়েছে: পাক প্রধানমন্ত্রী

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
যে কোনো ধরনের হামলার ‘কঠিন ও অকল্পনীয়’ জবাব দেয়ার সামর্থ্য ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ। এ জন্য ইরান ইস্যুতে ভুল পদক্ষেপের পরিণতির বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।


পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাকে ইসরাইলের স্বার্থেই ট্রাম্পের পরিকল্পিত খেলা হিসেবে আখ্যায়িত করেন তিনি। বলেন, ইসরাইলের স্বার্থে ইরান যুদ্ধে জড়াতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার পাকিস্তানের দ্য নেশন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সাবেক এ পাক সেনাপ্রধান এসব কথা বলেন।


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষাগ্রহণ করা উচিত জানিয়ে মির্জা আসলাম বেগ আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে- মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি থেকে ইসরাইল ও আমেরিকা শিক্ষা নেয়নি। তারা এখন মধ্যপ্রাচ্যে যেসব যুদ্ধ চালাচ্ছে সেগুলো থেকেও তাদের শিক্ষা নেয়া উচিত।


তিনি বলেন,যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ইসরাইল বিপদে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, ইরান এখন পূর্ণ জবাব দেয়ার সক্ষমতা অর্জন করেছে।


দ্য নেশন পত্রিকায় প্রকাশিত ওই কলামে ইরাক-ইরান যুদ্ধ, ২০০৬ সালে ইসরাইল-হিজবুল্লাহর লড়াইসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন পাকিস্তানের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা।


যুদ্ধে না জড়ানোই সবার জন্য কল্যাণকর হবে উল্লেখ করে মির্জা আসলাম বেগ লেখেন, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করা হয়তো সম্ভব হবে, তবে এমন যুদ্ধবিমান প্রতিহত করার সক্ষমতাও ইরান এখন অর্জন করেছে। যদি যুদ্ধ শুরুই হয়ে যায় তা হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। তখন ইরানের ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন এবং আত্মঘাতী হামলাকারীদের উপস্থিতি যুদ্ধের পটপরিবর্তন করে দিতে পারে। এ জন্য নিজেদের ভালোর জন্যই ইসরাইলের উচিত ট্রাম্পের ফর্মুলা না মেনে শান্তির পথে চলা।

অভিনেত্রী মায়া ঘোষ আর নেই

অভিনেত্রী মায়া ঘোষ আর নেই

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানলেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ (৭০)।


আজ সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি দেহত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন তার পুত্র দীপক ঘোষ।


তিনি জানান, যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান মায়া ঘোষ। মায়া ঘোষ প্রায় দুই শতাধিক সিনেমা ও নাটকে অভিনয় করেছেন। মঞ্চ নাটক, টিভি ও চলচ্চিত্র অঙ্গনে ছিল সরব উপস্থিতি।


১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ডিবি’-তে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

চারজনের সঙ্গে প্রেম করছি

চারজনের সঙ্গে প্রেম করছি

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
জ্যাকুলিন ফার্নান্দেজের ক্যারিয়ার এখন তুঙ্গে। ধারাবাহিকভাবে বেশ কিছু ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন ইতিমধ্যে। তার নামের পাশে জুড়ে গেছে সফল নায়িকার তকমাও। বিশেষ করে সালমান খানের হাত ধরে ‘কিক’ ছবি করার পরই যেন ভাগ্যদেবী ভর করেছে তার ওপর। আর তাইতো সালমানকে নিজের অবিভাবকও মানেন তিনি।


এদিকে জ্যাকুলিন সম্পর্কে তার ভক্তদেরও কৌতুহলের কমতি নেই। এ নায়িকার প্রেম কিংবা তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে হরহামেশাই মিডিয়াও তার পিছু লেগে থাকে। তবে এবার আর পিছু লাগতে হয়নি। বরংচ নিজেই ফাঁস করলেন নিজের সম্পর্কের কথা। তবে তার মধ্যেও চমক রেখেছেন তিনি।


সম্প্রতি তিনি এ বিষয়ে বলেন, অনেকেই জানতে চান আমি কার সঙ্গে ডেটিং করছি। সত্যি বলতে আমি চারজনের সঙ্গে প্রেম করছি। তবে মানুষ নয়, চারটি বিড়ালের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক চলছে। জ্যাকুলিন হেসে বলেন, চারটি বিড়াল খুবই কিউট। অবসর সময়ে তাদের সঙ্গেই আমার সময় কাটে। আমি তাদেরকে অনেক ভালোবাসি। তারাও আমাকে ছাড়া কিছু বোঝে না।

আড়াই মাস পর নিজ দফতরে ওবায়দুল কাদের

আড়াই মাস পর নিজ দফতরে ওবায়দুল কাদের

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
আড়াই মাস পর নিজ দফতরে কাজে যোগদান করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকাল ১০টার কিছু সময় পর তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে আসেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার আড়াই মাস পর অফিস করলেন তিনি। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।


মন্ত্রণালয়ে আসার পর জরুরি ফাইলে সই করেন সেতুমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি বলেন, আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই।


চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা মাতৃস্নেহে আমার চিকিৎসার ব্যবস্থা করিয়েছেন, সার্বিক খোঁজখবর নিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ।


সবার সহযোগিতা কামনা করে সেতুমন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমি নতুন করে পথ চলতে চাই। বাকি জীবনটা দেশের ও মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই।


দীর্ঘ দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত বুধবার দেশে ফেরেন ওবায়দুল কাদের। এদিন দলীয় নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান।


শুক্রবার দলীয় কর্মসূচিতে অংশ নেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিন নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এখন সীমিত পরিসরে কাজ করবেন ওবায়দুল কাদের। দলে এবং মন্ত্রণালয়েও সাধ্যমতো সময় দেবেন।


প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। সেদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে দীর্ঘ দুই মাস তার চিকিৎসা চলে। বুধবার তিনি দেশে ফিরে আসেন।


ওই দিন বিকাল ৫টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরেই সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে স্ত্রীকে নিয়ে গণভবনে যান ওবায়দুল কাদের।

সেহেরি খেতে উঠে বজ্রপাতে মা-ছেলে নিহত

সেহেরি খেতে উঠে বজ্রপাতে মা-ছেলে নিহত

admin May 19, 2019

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেহেরি খেতে ঘুম থেকে উঠে বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।রোববার ভোররাতে উপজেলার বর্নাল ইউনিয়নে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বর্নাল এলাকার আবদুল খালেকের স্ত্রী আয়েশা খাতুন (৫৫) ও তার ছেলে আবদুল মমিন (২০)।


স্থানীয়রা জানান, ভোররাতে মাস্টারপাড়া এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় টিনের চালা ঘরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় এবং আহত হয় তিনজন।


মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভূইয়া জানান, ভোররাতে ঘুম থেকে উঠে সেহেরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সদস্যরা। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায় এবং একই পরিবারের আরও তিনজন আহত হয়। আহতদের মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

গুগলের অপরিচিত এই ৩ সেবা কি আপনি জানেন?

গুগলের অপরিচিত এই ৩ সেবা কি আপনি জানেন?

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
গুগল ইনপুট টুলস: বিশ্বব্যাপী প্রযুক্তি পণ্যের সাধারণ ভাষা ইংরেজি। কম্পিউটারের কিবোর্ডের সাধারণ ভাষাও ইংরেজি। কম্পিউটারে বিভিন্ন ভাষা লেখার সমস্যাও অনেক পুরোনো। এ ক্ষেত্রে ধ্বনিভিত্তিক আলাদা ভাষা লেখার সফটওয়্যারও চালু রয়েছে। এই কাজটিকেই সহজ করতে গুগল ল্যাবের রয়েছে গুগল ইনপুট টুলস। এটি আগে গুগল ট্রান্সলিটারেশন নামে পরিচিত ছিল। ইংরেজি কিবোর্ড ব্যবহার করে রোমান হরফে ধ্বনিভিত্তিক অক্ষর বিন্যাসকে গুগল ইনপুট টুলস পরিবর্তিত করে দেয় নির্ধারিত ভাষায়। বর্তমানে আরবি, বাংলা, চীনা, গ্রিক, গুজরাটি, হিন্দি, হিব্রু, কানাডা, নেপালি, মারাঠি, সংস্কৃত, তামিল, উর্দু সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষাগুলোর ৮০টি ভাষায় লেখার সুযোগ রয়েছে এখানে। www.google.com/inputtools/cloud/try সাইটে গিয়েই এখানে গিয়ে লেখা যাবে যেকোনো ভাষায়। মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আমরা যেভাবে লিখে থাকি, ঠিক সেভাবেই লেখা যাবে এখান থেকে। আর অনলাইনের প্রায় সব প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে তা।


গুগল স্কলার: সার্চ ইঞ্জিল হিসেবে গুগলের শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। তবে সবার জন্য সার্চ ইঞ্জিন তৈরির পাশাপাশি তারা শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও চিন্তা করেছে আলাদাভাবে। গুগল ল্যাবের তাই আরেকটি অ্যাপ্লিকেশন ‘গুগল স্কলার’। এটি এমন একটি সার্চ ইঞ্জিন যা বিভিন্ন অনলাইন রেফারেন্স বইয়ের সন্ধান দিতে সক্ষম। ২০০৪ সালে চালু হবার পর থেকে এটি প্রায় সকল অনলাইন জার্নালকে ইনডেক্সিং করতে সমর্থ হয়েছে। এখানে রয়েছে অ্যাডভান্স সার্চ অপশন যার মাধ্যমে কোনো জার্নালের লেখক প্রকাশক, প্রকাশনার সময় ইত্যাদি তথ্য দিয়ে নির্দিষ্ট করেই জার্নাল খুঁজে বের করার সুযোগ রয়েছে। সাইটটির ঠিকানা : scholar.google.com


গুগল বুক এনগ্রাম ভিউয়ার: অনলাইনে প্রকাশিত বইয়ের পাশাপাশি গুগল পৃথিবীতে প্রকাশিত সকল বইলে প্রায় ২০ ভাগ ইতোমধ্যে স্ক্যানও করে ফেলেছে। এসব বইতে কোন শব্দ, কবে, কোন সময়ে কতবার ব্যবহূত হয়েছে তা জানতে গুগল ল্যাব তৈরি করেছে গুগল বুকস এনগ্রাম ভিউয়ার। ১৪০০ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এ হিসাব দেখাতে সক্ষম এই অ্যাপ্লিকেশন। আর যে ভাষাগুলো এটি সমর্থন করে তা হলো চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, হিব্রু ও রাশিয়ান। ngrams.googlelabs.com সাইট থেকে সহজেই জানা যাবে বিভিন্ন সময়ে কোনো একটি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহারের পরিমাণ।

উইকিপিডিয়া বন্ধ করল চীন

উইকিপিডিয়া বন্ধ করল চীন

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
চীনে উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ রয়েছে গত এপ্রিল থেকে। এ বিষয়ে উইকিপিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশটিতে তাদের সেবা ব্লক থাকার সত্যতা নিশ্চিত করা হয়েছে।


ইন্টারনেট নিরাপত্তা জোরদারে বরাবরই কঠোর নীতি অনুসরণ করে আসছে চীন। বিশেষ করে বৈশ্বিক ইন্টারনেট কোম্পানিগুলোর কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি পুরো ইন্টারনেট ব্যবস্থার ওপর কড়া নজরদারি এবং ব্যবহারকারীর ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।


ইন্টারনেট সেন্সরশিপ গবেষকদের ভাষ্যে, চীনের মূল ভূখণ্ডে কয়েক হাজার ওয়েবসাইটের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। উইকিপিডিয়াকে সে তালিকায় যুক্ত করা হয়েছে। যে কারণে দেশটিতে প্রতিষ্ঠানটির কোনো ভাষার সংস্করণে প্রবেশ করা যাচ্ছে না।


প্রতিবেদন অনুযায়ী, চীন এর আগে উইকিপিডিয়ার চীনা ভাষার সংস্করণ বন্ধ করেছিল, যা এখন সম্প্রসারণ করে সবগুলো সংস্করণ ব্লক করা হয়েছে।


একটি বিবৃতিতে উইকিপিডিয়া জানায়, চীনে তাদের সব ভাষার সংস্করণ বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ গত এপ্রিলে জানতে পারে, চীনে তাদের সাইটে আর বেশি দিন প্রবেশাধিকার পাবেন না ব্যবহারকারীরা। অভ্যন্তরীণ ট্রাফিক প্রতিবেদন পর্যালোচনা করে উইকিপিডিয়া ফাউন্ডেশন নিশ্চিত হয়েছে, দেশটিতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে। সূত্র : বিবিসি

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three