টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফি বাহিনী

টসে জিতে ফিল্ডিংয়ে মাশরাফি বাহিনী

admin June 08, 2019

নিউজবিডি ডেস্ক:
বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার একাদশে কোনো পরির্বন নেই। এক পরিবর্তন আছে ইংলিশ একাদশে। মঈন আলির জায়গায় ঢুকেছেন লিয়াম প্লাংকেট।


শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে বিশ্বকাপযাত্রা শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরে যায় টাইগাররা। ফলে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে তারা।


এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেবারিট ইংল্যান্ড। ২ খেলায় ২ পয়েন্ট ইংলিশদেরও। বাংলাদেশের মতো দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে তারাও। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিকরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় তারা। শ্বাসরূদ্ধকর ম্যাচে ১৪ রানে হারে ইংল্যান্ড।


স্বভাবতই এ ম্যাচে জয় চায় বাংলাদেশ-ইংল্যান্ড। শনিবার বিকাল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গড়াবে দুই দলের লড়াই।


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)ও মোস্তাফিজুর রহমান।


ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, ক্রিস ওকস ও মার্ক উড।

আজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরূদ্ধকর হারের পর বাংলাদেশ একাদশে বেশ কিছু জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করেন, দলে একজন উইকেটটেকারের অভাব রয়েছে। সেটা পূরণে রুবেলকে খুব দরকার। প্রয়োজন একজন হার্ডহিটারেরও।


বাংলাদেশ একাদশে একজন উইকেট টেকিং বোলারের অভাব, কয়েকদিন ধরে এটা নিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। গোটা স্কোয়াডে উইকেটটেকার একজনই। সেই রুবেল ছিলেন না গেল দুই ম্যাচের মূল একাদশে। মোস্তাফিজ-মাশরাফির বাজে ফর্ম তার অভাবটা বেশ ভালোভাবেই টের পাইয়ে দিয়েছে।


এখন প্রশ্ন হলো, রুবেল একাদশে ফিরলে কে বাদ পড়বেন? মোস্তাফিজ নাকি সাইফউদ্দিন? ব্যাটিংয়ের কারণে দলে থাকার ক্ষেত্রে এগিয়ে থাকছেন সাইফ। এছাড়া বোলিংয়েও দারুণ ছন্দে আছেন তিনি। গেল দুই ম্যাচে তিন পেসারের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স তারই। সেক্ষেত্রে এ যাত্রায় কোপটা পড়তে পারে ফিজের ওপর। কাটার মাস্টার ছিটকে যেতে পারেন। দলে ঢুকতে পারেন রুবেল।


রিভার্স সুইং তারকার সঙ্গে একাদশে প্রবেশ করতে পারেন লিটন বা সাব্বিরের কেউ। কারণ গেল ম্যাচে একজন হার্ডহিটিং মিডলঅর্ডার ব্যাটসম্যানের অভাব বোধ করছে টাইগাররা। মিডলঅর্ডারের জন্য এগিয়ে থাকছেন সাব্বির। ডেথ ওভারে তার ঝড়ো ব্যাটিং কাজে লাগতে পারে। এজন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে মোহাম্মদ মিঠুনকে। এ দুটি ছাড়া আর পরিবর্তনের সম্ভাবনা নেই।


এখন ইংল্যান্ডের বিপক্ষে শনিবার কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন টাইগাররা, সেটাই দেখার বিষয়। কার্ডিফে দুই দলের খেলা গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। তখনই এ নিয়ে জল্পনা-কল্পনা শেষ হবে।



ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফিন বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন/মোস্তাফিজুর রহমান।


তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


এর আগে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণের যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী।


ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। সৌদি আরবে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন জেদ্দা থেকে হেলসিংকি পৌঁছান। সৌদি আরবে তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন।


এছাড়া, তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবি হজরত মুহম্মদ (স)-এর রওজা মোবারক জিয়ারত করেন। ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চার দিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই হাজার বিলিয়নের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তিতে স্বাক্ষর করেন।


এছাড়া, প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন। শেখ হাসিনা হলি আর্টিজান হামলায় হতাহতদের পরিবার এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে পৃথক বৈঠক করেন।

ত্রিদেশীয় সফর শেষ: আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সফর শেষ: আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে তার পাঁচ দিনের সরকারি সফর শেষ করে আজ শনিবার দেশে ফিরবেন। এটি ছিল তার ত্রিদেশীয় সফরের তৃতীয় ও শেষ সফর।


ফিনিস রাজধানী থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম টেলিফোনে জানান, কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ড সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।


কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণের যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইনন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। বিমানটি আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।


ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জুন ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন।


সৌদি আরবে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন জেদ্দা থেকে হেলসিনকি পৌঁছেন। এ সফরের সময় প্রধানমন্ত্রী সৌদি বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন।

এ ছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।


ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গত ২৮ মে জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চার দিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়নের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তিতে স্বাক্ষর করেন।


এ ছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও গোলটেবিল বৈঠক করেন। শেখ হাসিনা হলি আর্টিজান হামলায় হতাহতদের পরিবার এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বৃষ্টির কারণে ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।


ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় প্রায় ছয় ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।


এর আগে আম্পায়াররা দুই দফা মাঠ পরিদর্শন করেন। মাঠের কয়েক জায়গায় পানি দেখা গেছে। গ্যালারিতে দর্শকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন।


আম্পায়ার নাইজেল লং ও ইয়ন গোল্ড দ্বিতীয় দফা পরিদর্শন শেষে এমন সিদ্ধান্ত দিয়েছেন। যদিও ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে। কাজেই পাকিস্তান-শ্রীলংকার ম্যাচ শুরুর প্রস্তুতিও চলছিল।


ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান ও শ্রীলংকা।


কিন্তু পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দুদলই।


প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হারে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তারা জয় পায় ১৪ রানে।


অন্যদিকে শ্রীলংকা প্রথম ম্যাচে ১০ উইকেটে হারে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩৪ রানে জয় পায় তারা।


১৯৭৫ সালে যাত্রা করে বিশ্বকাপ। এখন পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টে সাতবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-পাকিস্তান। সব কটিতেই জয়ী হয়েছে তারকাচিহ্নিত নীল জার্সিধারীরা।

আমেরিকায় গ্রেনেড হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি আটক

আমেরিকায় গ্রেনেড হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি আটক

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গ্রেনেড সংগ্রহ করে তা দিয়ে মিডটাউন ম্যানহাটনের সবচেয়ে জনাকীর্ণ সড়ক মোড় টাইম স্কয়ারে নিজেকে বিস্ফোরিত করে দেয়ার আলোচনার অভিযোগে নিউ ইয়র্কের এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার আটক আশিকুল আলম (২২) নামের এই যুবক সেখানকার কুইন্স বারোর জ্যাকসন হাইটসে থাকেন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।


শুক্রবার তাকে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট আদালতে হাজির করার কথা রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ তোলা হবে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। একটি অস্ত্র কিনতে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।


সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আশিকুল আলাপচারিতায় টাইমস স্কয়ারে গ্রেনেড হামলা চালানোর ইচ্ছা প্রকাশের পর নজরদারিতে ছিলেন। ছদ্মবেশে একজন গোয়েন্দা তার পিছু নেয়।


তার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনার বিষয়ে আলোচনা করেন আশিকুল। সিরিয়াল নম্বর নষ্ট করা আগ্নেয়াস্ত্র কিনতে চান তিনি। এফবিআই এজেন্ট ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সদস্যরা তাকে গ্রেফতার করে।


এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। কথা বলার জন্য তারা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কথা উল্লেখ করলেও সেখান থেকেও মন্তব্য করতে অস্বীকার জানানো হয়েছে।


দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, ওই যুবক গ্রেনেড কিনে তা দিয়ে টাইম স্কয়ারে হামলার বিষয়ে জানতে খোঁজখবর নিচ্ছেন দেশটির পুলিশ ও ফেডারেল কর্তৃপক্ষ তা জানতে পেরে তাকে আটক করে।

জুকারবার্গই থাকছেন ফেসবুকের হর্তাকর্তা

জুকারবার্গই থাকছেন ফেসবুকের হর্তাকর্তা

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বোর্ড চেয়ারম্যানের পদ থেকে মার্ক জুকারবার্গকে সরানোর দাবিতে আনা ভোটের ফল ফেসবুক প্রধানেরই পক্ষে গেছে। বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সাধারণ সভায় জুকারবার্গের নেতৃত্ব নিয়ে ভোট দেয়ার সুযোগ আসে শেয়ারধারীদের।


বর্তমানে প্রধান নির্বাহীর পাশাপাশি ফেসবুক বোর্ড চেয়ারম্যানেরও দায়িত্বে রয়েছেন জুকারবার্গ। চেয়ারম্যান পদ ছাড়তে যারা আহ্বান জানিয়েছেন তাদের দাবি, এতে সিইও হিসেবে প্রতিষ্ঠান পরিচালনায় আরও বেশি নজর দিতে পারবেন তিনি।


ভোট হলেও এতে জুকারবার্গের হারার সম্ভাবনা সামান্য বলে আগেই ধারণা করা হয়েছিল। প্রতিষ্ঠানের ৬০ শতাংশ শেয়ারের মালিক তিনি নিজেই। ফলে ৬০ শতাংশ ভোটও রয়েছে তার হাতে।


ফেসবুকের প্রায় ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের শেয়ার রয়েছে ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের। এছাড়াও ফেসবুকের লাখো কোটি ডলার মূল্যের শেয়ারের মালিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা করে ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্ট।


জুকারবার্গের পদত্যাগের দাবি করেছে এ প্রতিষ্ঠান। ট্রিলিয়ামের জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট জোনাস ক্রোন বলেন, ‘বিশ্বের সবচেয়ে উচ্চমানের একটি প্রতিষ্ঠানের দুইটি পূর্ণকালীন পদ ধরে রেখেছেন তিনি। যদি তিনি প্রধান নির্বাহী হওয়ার দিকে নজর দেন এবং অন্য কাউকে স্বাধীন বোর্ড চেয়ার হওয়ার দিকে নজর দিতে দেন, সেটা অনেক ভালো ফল দেবে।’


‘তার কাছে উদাহরণ আছে ল্যারি পেইজ ও অ্যালফাবেট, বিল গেটস ও মাইক্রোসফট, যেখানে একজন প্রতিষ্ঠাতাকে বোর্ড চেয়ারম্যান হিসেবে দেখা হয় না।’ ‘আমি জানি এ পদক্ষেপ নেয়া সহজ হবে না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যাতে তার এবং শেয়ারধারীদের লাভ হবে।’


এক বছর ধরে গোপনীয়তা ও ডেটা কেলেঙ্কারির মধ্যেও আয়ের প্রত্যাশা ছাড়িয়েছে ফেসবুক। বার্ষিক সভায় ফেসবুক প্রধানকে প্রশ্ন করা হয় কেন তিনি একজন স্বাধীন বোর্ড চেয়ারম্যান নিয়োগ দেবেন না। প্রশ্নের কোনো জবাব দেননি জুকারবার্গ।

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নরগরবাসী

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নরগরবাসী

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মস্থল ও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। একইভাবে ঈদের তৃতীয় দিনেও অনেকেই পরিবার পরিজন নিয়ে বাড়ি এবং অন্যান্য স্থানে যাচ্ছেন। ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি বা যাননি তাদের অনেকেই এখন প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ির পথ ধরছেন।


তবে রাজধানীতে শুক্রবারও ছিল ঈদের আমেজ। ঈদের সরকারি ছুটি বৃহস্পতিবার শেষ হলেও শুক্রবার ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে চিরচেনা ঢাকার অচেনা চিত্রটিই থাকবে বলে অনেকে মনে করেন। যদিও বৃহস্পতিবারের তুলনায় ঢাকা শহরে যানবাহনের সংখ্যা একটু বেশি ছিল শুক্রবারে। যথারীতি দোকানপাট বেশির ভাগেই বন্ধ ছিল। কিছু কিছু কাঁচা বাজার খুললেও পণ্যসামগ্রী ছিল কম।


সেগুন বাগিচার কাঁচাবাজারের এক সবজি দোকানদার জানান, এ অবস্থা আরও কয়েকদিন থাকবে। ঢাকার ব্যাস্ততম এলাকা মতিঝিলের খাবারের দোকানগুলো এখনো বন্ধ দেখা গেছে। বিআইডব্লিওটিএর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার ১০০টিরও বেশি লঞ্চ সদর ঘাট থেকে ছেড়ে গেছে, যা স্বাভাবিকের চেয়েও বেশি। অন্যদিকে যে লঞ্চগুলো সদর ঘাটে এসেছে তাতে যাত্রী সংখ্যা ছিল কম।


কমলাপুর রেল স্টেশনে আসা বিভিন্ন আন্ত:নগর ট্রেনেও নগরবাসীদের ফেরার চিত্র দেখা গেছে। এবার স্বস্তির সঙ্গেই ফিরছেন বলে অনেকে জানিয়েছেন। দুপুরের আগে দুরপাল্লার যে বাসগুলো এসেছে, তাতে যাত্রী সংখ্যা মোটামুটি দেখা গেলেও একটা অংশ ছিল ঢাকায় বেড়াতে আসা।


অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্র গুলোতে ছিল উপচেপড়া ভিড়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর চিড়িয়াখানা, শিশুমেলা, ফ্যান্টাসি কিংডম, বলধা গার্ডেন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন চত্বর, জাতীয় স্মৃতিসৌধ, যমুনা ফিউচার পার্ক, নন্দন পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা গেছে বিপুল মানুষের উপস্থিতি।


গত দুই দিনের মতো শুক্রবারও সকাল থেকেই ঈদ আনন্দ উদযাপনে উল্লাসে মুখর ছিল রাজধানী ও আশেপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী।

বাবার কোল থেকে বাসের চাকার নিচে শিশুকন্যা

বাবার কোল থেকে বাসের চাকার নিচে শিশুকন্যা

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পিরোজপুরের নাজিরপুরে বাসের চাপায় দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ইসরাত জাহান। শুক্রবার দুপুরে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যাণ্ডে এ দুর্ঘটনা ঘটে। ইসরাত উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের ইসরাফিল বেপারীর মেয়ে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা-মাসহ সঙ্গে ভ্যানে করে তারা গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় বেপারোয়া গতিতে ঢাকা থেকে আসা পিরোজপুরগামী গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৮৯) একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।


এতে ওই ভ্যানে বাবার কোলে থাকা শিশুসহ তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ওই গাড়ি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পিরোজপুর থানার অফিসার ইনচার্জ মো. সরোয়ার জানান, বাসটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পাইলটের পাসপোর্টকাণ্ড: তদন্তে মন্ত্রিপরিষদের কমিটি গঠন

পাইলটের পাসপোর্টকাণ্ড: তদন্তে মন্ত্রিপরিষদের কমিটি গঠন

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটের ক্যাপ্টেন ফজল মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে পাসপোর্ট ছাড়াই তিনি গত বুধবার রাতে ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিলে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।


এ ঘটনা তদন্তে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগমকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


কমিটির সদস্য সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক-১) যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-৪) মো. হেলাল মাহমুদ শরীফ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী।


জানা গেছে, এই ঘটনার পর ফজল মাহমুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিমানের ভিভিআইপি ফ্লাইটটি দোহা থেকে ঢাকায় নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাপ্টেন আমিনুল ইসলামকে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় বিমানের দোহাগামী নিয়মিত ফ্লাইটে (বিজি-০২৫) তিনি ঢাকা ত্যাগ করেছেন।


এর আগে ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে গত বুধবার (৫ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-০২৫) নিয়মিত ফ্লাইটে ৩ জন ককপিট ক্রু ও ১২ জন কেবিন ক্রু ঢাকা ছেড়ে কাতারের উদ্দেশে রওনা দেন। ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় রাত ১২টায় দোহা পৌছে। এই ফ্লাইটে ছিলেন পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ।


অন্যদের কাছে পাসপোর্ট থাকলেও ফজল মাহমুদের কাছে তার পাসপোর্ট ছিল না। দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তা ধরা পড়ে। পাসপোর্ট না থাকায় ক্যাপ্টেন ফজল মাহমুদকে বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বের হতে দেয়নি। কিন্তু বাকী ১৪জন বিমানবন্দর থেকে বেরিয়ে দোহা নগরীর ক্রাউন প্লাজা হোটেলে চলে যান। ক্যাপ্টেন ফজল মাহমুদ বিমানবন্দরে থেকে যান।


এ সময় ফজল মাহমুদ কাতার ইমিগ্রেশনকে জানান, তার পাসপোর্ট বিমানের ফ্লাইট অপারেশন রুমের লকারে রেখে এসেছেন। ঘটনাটি নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এদিকে পাসপোর্টটি দোহাতে পাঠানোর জন্য ক্যাপ্টেন ফজল মাহমুদ ঢাকায় বিমান কর্তৃপক্ষকে ফোনে অনুরোধ জানান। পরে একটি ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্লাইট অপারেশনের অফিস খুলে ফজল মাহমুদের পাসপোর্ট উদ্ধার করা হয় এবং বৃহষ্পতিবার বিমান কর্তৃপক্ষ তার পাসপোর্টটি ঢাকা থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাঠানোর চেস্টা করেন। কিন্তু কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ পররাস্ট্র মন্ত্রণালয়ের ফরোয়ার্ডিং ছাড়া কোন বিদেশি নাগরিকের পাসপোর্ট বহন করতে অস্বৃকৃতি জানান।


এরপর বৃহষ্পতিবার রাতে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ক্রুদের মাধ্যমে সেই পাসপোর্টটি দোহায় পাঠানো হয়। তারা বিমানবন্দরে ফজল মাহমুদের হাতে পাসপোর্টটি পৌছে দেন। পাসপোর্টটি হাতে পেয়ে তিনি তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদর্শন করে ২৪ঘন্টা পর বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে বিমান নির্ধারিত ক্রাউন প্লাজা হোটেলে উঠেন।


উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ থেকে ৩১ মে পর্যন্ত টোকিও সফর করেন। সেখান থেকে তিনদিনের সফরে সৌদিআরব যান। ৩জুন সৌদিআরব থেকে ফিনল্যন্ড সফরে যান তিনি।


ফিনল্যন্ড থেকে রওনা হয়ে শুক্রবার দিবাগত রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর দোহা থেকে বিমানের ভিভিআইপি ফ্লাইট ড্রিমলাইনারে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা আসবেন প্রধানমন্ত্রী।

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১১ : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১১ : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা

admin June 08, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০৭ জুন ২০১৯, শুক্রবার, ব্রিস্টল। এটি ছিলো বিশ্বকাপের ১২তম আসরের ১১তম ম্যাচ এবং প্রথম পরিত্যক্ত ম্যাচ। এদিন ‍বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দু'দলকে।


দু'দলই শুরুর ম্যাচ হেরে পরে জয়ে ফিরেছে। তাই এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী হতো। উপমহাদেশের দু'দলের মধ্যে এই ম্যাচটি নিয়ে ছিল খুব আগ্রহ। তবে বৃষ্টি নিভিয়ে দিল সেই আগ্রহ।


শ্রীলঙ্কার আগের ম্যাচটিতেও ছিল বৃষ্টির হানা। তবে যতটুকু খেলা হয়েছে তাতে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আফগানদের বিপক্ষে জয় পেয়েছিল তারা। আজ সে সুযোগও হয়নি। তবে আজ বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি।


দুপুরের পর বৃষ্টি বন্ধ হলেও মাঠের অবস্থা ভালো না হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা আর খেলার সিদ্ধান্ত নেননি। ম্যাচ শুরুর জন্য সর্বশেষ নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় বিকেল ৪টা ১৯ মিনিট। তবে আম্পায়াররা প্রায় আধা ঘণ্টা আগেই জানিয়ে দেন ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্তের কথা।



Pakistan vs Sri Lanka Match Preview:


[embed]https://www.youtube.com/watch?v=0mukDuTPU2g[/embed]
ভাইরাল সুহানার সেলফি, এটিএম কার্ড নিয়ে আলোচনা!

ভাইরাল সুহানার সেলফি, এটিএম কার্ড নিয়ে আলোচনা!

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সুহানা খান, তার বড় পরিচয় তিনি শাহরুখ খানের মেয়ে। কিন্তু তার বাইরে গিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।


সুহানার ভক্তের সংখ্যাও কম নয়। তার বিভিন্ন ছবি বহু ক্ষেত্রে ভাইরাল হয়েছে। কিন্তু সম্প্রতি সুহানার একটি সেলফি নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। কিন্তু কেন?


আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন সুহানা। তার ফোনের কভারে রয়েছে এটিএম কার্ড। ফলে সেই সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেখা যাচ্ছে তার এটিএম কার্ডও।


সেই ছবি দেখে কেউ লিখেছেন, ‘ওই কার্ডটা আমাকে দিয়ে দাও।’ আবার অন্য একজন লিখেছেন, ‘এই কার্ডে নিশ্চয় কোটি কোটি টাকা আছে। প্রতিদিনের খরচের জন্য নিশ্চয়ই অনেকবার ব্যবহার হয় ওই কার্ড। ভাগ্যবতী মেয়ে…।’


সুহানার বয়স এখন ১৯। কিন্তু যাই করেন, তাতেই লাইমলাইটে চলে আসেন। যদিও এই চলতি সেলফি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

বিয়ে না করে বান্ধবীকে নিয়ে ঘর-সংসারের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

বিয়ে না করে বান্ধবীকে নিয়ে ঘর-সংসারের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিয়ে না করে বান্ধবীকে নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছে। সর্বশেষ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে অভিযোগ তদন্ত করে দেখছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।


জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ময়মনসিংহের ভুক্তভোগী এক নারী। এতে তিনি বলেছেন, বান্ধবীর মাধ্যমে গত বছর এপ্রিল মাসে আসিফ ইমতিয়াজের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে কয়েক দিন ফোনে কথা হয়। এরপর বিয়ের কথা বলে ইমতিয়াজ ভাড়া বাসা, হোটেলসহ বিভিন্ন স্থানে তাকে নিয়ে থাকেন। এরই মধ্যে তার নামে অ্যাকাউন্ড খুলে সেখানে এক মাসেই ২০ লাখ টাকা লেনদেন করেন ইমতিয়াজ।


ভোক্তভোগী নারী আরও বলেন, চলতি বছরের জানুয়ারিতে তিনি গর্ভবতী হন। এটা ইমতিয়াজকে জানানোর পরই আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। সন্তান নষ্ট করার জন্য প্রচণ্ড চাপ দেন। এক সপ্তাহ পরই তিনি আমাকে ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যমে ব্লক করে দেন। চট্টগ্রাম গিয়ে (আগের কর্মস্থল) তার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও পারিনি।


পরে ডিসির সঙ্গে সাক্ষাৎ করে ঘটনা বলার পর তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন এবং একজন এডিসিকে দায়িত্ব দেন। এডিসি তার কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন ইমতিয়াজ। আমি সব ডকুমেন্ট দেয়ার পর এডিসি তাকে চট্টগ্রাম থেকে বদলি করার সুপারিশ করেন। সুপারিশ মতে চলতি বছরের এপ্রিল মাসে ইমতিয়াজকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়। এখন তিনি আমাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।


এ প্রসঙ্গে জানতে চাইলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, আমি ইউএনওকে ডেকে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসককে (উপপরিচালক স্থানীয় সরকার) তদন্তভার দেয়া হয়েছে।


অভিযোগ প্রসঙ্গে জানতে উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইমতিয়াজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। এরপর তিনি প্রত্যুত্তরে লিখেন- অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। এখন মিটিংয়ে ব্যস্ত আছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব। -যুগান্তর

যেভাবে ভাইরাল ‘ঢাকাইয়া গল্লিবয়’ রানা

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক: স্যোস্যাল মিডিয়ায় ‘ঢাকাইয়া গল্লিবয়’ খ্যাত রানা মৃধা থাকে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায়। ঢাবির টিএসসি এলাকায় ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতো রানাও একজন। তবে ক্যাম্পাস এলাকাতেই সারাদিন ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিমেয়ে ২-৫ টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে।


রানা নামের এই ছেলের গাওয়া একটি ব়্যাপ গান সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। ‘ঢাবি মেট্রো - ১৯২১' নামের ফেসবুক পাতায় ভিডিওটি ৩১ মে আপলোড করা হয়। এখন পর্যন্ত তা ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে।


ঈদের পরদিন রাতে ‘ঢাবি মেট্রো - ১৯২১' নামের ফেসবুক পাতায় রানার গাওয়া র‌্যাপগান ঢাকাইয়া গল্লিবয় ছড়িয়ে পড়ে ফেসবুকে। কয়েক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে রানার গানটি ভিডিও করে ফেসবুকে ছাড়ে। এরপর মুহূর্তেই রানার প্রতিভার প্রশংসা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই রানার প্রতিভায় মুগ্ধ হয়ে তার সন্ধান করতে শুরু করেছেন। অনেকেই জানতে চেয়েছেন ‘কোথায় পাওয়া যাবে গল্লিবয় রানাকে?’


 

ঈদের পরদিনই রাত সাড়ে দশটার দিকে গানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নুজহাত ঐশি ফেসবুকে ছাড়েন। এর পরপরই গানটি ছড়িয়ে পরতে থাকে বিভিন্ন পেইজে গ্রুপে এবং ওয়ালে ওয়ালে। তখনো গল্লিবয় খ্যাত রানার পরিচয় জানা যায়নি। এমনকি তার নামই যে ‘রানা’ তাও নিশ্চিতভাবে জানা যায়নি তখনো।


ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার ভেতরই বেড়িয়ে আসে এই ঢাকাইয়া গল্লিবয়ের পরিচয়। তার নাম রানা। থাকে কামরাঙ্গীর চরের একটি বস্তিতে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ঘুরে বেড়ায় রানা। সকাল থেকে রাত পর্যন্ত তাকে এখানেই পাওয়া যায়। ঢাকাইয়া গল্লিবয় গানটি তার জীবনের কথা দিয়েই বানানো। পথ শিশু হিসেবে পরিচিত রানার ‘গল্লিবয়’ খ্যাত রানা হয়ে ওঠার পেছনে ছিলেন আরেকজন- মাহমুদ হাসান তবীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীই রানার গান শুনে মুগ্ধ হয়ে তার জীবন নিয়েই লিখেন- ‘ঢাকাইয়্যা গল্লিবয়’ খ্যাত গানটি।


তারপর রানাকে দিয়ে গানটি অনুশীলন করিয়ে এর ভিডিও চিত্রও ধারন করেন। তৈরি করে ফেলেন একটি মিউজিক ভিডিও। সেখানে রানার সাথে মাহমুদ হাসান তবীব নিজেও মিউজিক ভিডিওতে অংশ নেন। গানের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও পরিচালনা করেন তবীব। মাহমুদ হাসান তবীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। ভালো লাগা ভালোবাসা থেকে তিনি গান করেন।


তবীব বলেন, ‘গত সাত আটদিন আগে প্রথম রানার সাথে আমার দেখা হয়। ওর গান শুনে আমি মুগ্ধ। ছেলেটির ভেতর টেলেন্ট আছে। আমি ওর গান শুনে ওর জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠি। দরিদ্র রানার জীবন সংগ্রামের গল্প শুনে সেই রাতেই ওকে নিয়ে গানটি লিখি। এরপর রানাকে অল্প সময়ের যতটুকু সম্ভব গানটি অনুশীলন করিয়ে আমার এক বন্ধুর হোম স্টুডিওতে রের্কড করি। ও খুব অল্প সময়েই সব কিছু নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। রেকর্ডিং এবং ভিডিও ধারণ শেষে গতকাল রাতে (বৃহস্পতিবার) কাজটি শেষ হয়। এরপর আমি ফেসবুকে ছাড়ি।’

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১০ : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ ম্যাচ হাইলাইটস-১০ : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ

admin June 08, 2019

ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন


বিশ্বকাপ ডেস্ক:
০৬ জুন ২০১৯, নটিংহাম। বিশ্বকাপের ১২তম আসরের ১০ম ম্যাচ। এদিন ম্যাচের দুই ইনিংসের শুরুতেই দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সময় যত গড়িয়েছে ততোই পিছিয়েছে তারা। যে কারণে শুরুতে পিছিয়ে থেকেও, দুই ইনিংসে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে জয়ের দেখা পেয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।


আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারালেও স্টিভেন স্মিথ ও কল্টার নাইলদের ব্যাটে ভর করে ঠিকই ২৮৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। যা তাড়া করতে নেমে ৪০ ওভার পর্যন্তও ভালোভাবে ম্যাচে ছিল ওয়েস্ট ইন্ডিজ।


কিন্তু শেষদিকে মিচেল স্টার্কের গতির বিপক্ষে আর পেরে ওঠেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। যে কারণে তাদের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ২৭৩ রানে। দুর্দান্ত কামব্যাক করে ১৫ রানে ব্যবধানে ম্যাচ জিতে যায় অসিরা। দুই ম্যাচে এটি দ্বিতীয় জয় তাদের। অন্যদিকে সমান ম্যাচে প্রথম পরাজয় ক্যারিবীয়দের।


২৮৯ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে রিভিউ রিভিউ খেলায় জমে ওঠে ম্যাচ। বারবার আম্পায়ারদের ভুল এবং ক্যারিবীয় ব্যাটসম্যানরা রিভিউ নিয়ে বদলে দেন আম্পায়ারের সিদ্ধান্ত।


ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। মিচেল স্টার্কের দুর্দান্ত সব ডেলিভারি ব্যাটের পাশ দিয়ে চলে যাচ্ছিল ক্রিস গেইলের, ঠিকমতো দেখতেই পাচ্ছিলেন না। এর মধ্যে ওভারের পঞ্চম বলটি গেইলের ব্যাটের একদম খুব কাছে দিয়ে চলে যায়। অস্ট্রেলিয়ানদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।


গেইলও দেরি করেননি, রিভিউ নিয়ে নেন সঙ্গে সঙ্গে। রিভিউতে দেখা যায় ব্যাটে বল লাগেনি। স্টার্কের পরের ডেলিভারিটি ওয়াইড হয়। শেষ বলে আবারও আবেদন। এবার গেইলের প্যাডে বল লেগেছিল। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। এবারও ক্যারিবীয় ওপেনার রিভিউ নিয়ে নেন। রিপ্লেতে দেখা যায়, লেগ স্ট্যাম্প মিস করে বেশ দূর দিয়ে চলে যেতো বল।


টানা দুই রিভিউ জিতে যান গেইল। তবে তার শেষটা হয়েছে ওই রিভিউয়েই, স্টার্কেরই বলে। ইনিংসের পঞ্চম ওভারে অজি পেসারের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার আউট দিলে আবারও দাঁড়িয়ে যান গেইল। তবে রিভিউতে দেখা যায়, এবার লেগ স্ট্যাম্প পেয়ে যায় বল। ১৭ বলে ২১ রানে থামতে হয় গেইলকে।


তবে ইউনিভার্স বস আউট হওয়ার আগেই অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে আউট হন এভিন লুইস। তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন শাই হোপ এবং নিকলাস পুরান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকা পুরান আউট হন ৯৯ রানের মাথায়। ফেরার আগে ৩৬ বলে ৪০ রান করেন তিনি।


বেশিক্ষণ থাকতে পারেননি শিমরন হেটমায়ার। রানআউটে কাঁটা পড়ার আগে হোপকে নিয়ে যোগ করেন ঠিক ৫০ রান, নিজের নামের পাশে তখন ২৮ বলে ২১ রান। অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা এক এক করে আউট হলেও একপ্রান্ত ধরে রেখে ফিফটি তুলে নেন ফর্মে থাকা হোপ।


তাকে সাজঘরে পাঠান কামিনস। ৩৫তম ওভারের শেষ বলে দলীয় ১৯০ রানের মাথায় পঞ্চম আউট হওয়ার আগে ১০৫ বল খেলে ৬৮ রান করেন হোপ। ক্যারিবীয়দের জয়ের জন্য তখন প্রয়োজন ৯০ বলে ৯৯ রান, হাতে ছিল ৫টি উইকেট।


তখন উইকেটে অধিনায়ক জেসন হোল্ডার এবং আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যানরা থাকায় সহজ জয়ই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। রাসেল ১১ বলে ১৫ রান করে আউট হলেও হোল্ডার খেলতে থাকেন দলের চাহিদা। ব্যর্থ কার্লোস ব্রাথওয়েট, করেন ১৭ বলে ১৬ রান।


তখন পুরোপুরি একা বনে যান হোল্ডার। হাতের মুঠোয় থাকা ম্যাচটি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখে আক্রমণাত্মক শট খেলার চেষ্টায় শর্ট ফাইন লেগে ধরা পড়েন ক্যারিবীয় অধিনায়ক। ৪৬তম ওভারের শেষ বলে ২৫২ রানের মাথায় হোল্ডার আউট হওয়ার পরই মূলত নিশ্চিত হয়ে যায় তাদের পরাজয়। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছয়ের মারে ৫৭ বলে ৫১ রান করেন হোল্ডার।


ম্যাচ জিততে তখন শেষ চার ওভারে মাত্র ২ উইকেট হাতে নিয়ে ৩৭ রান করতে হতো উইন্ডিজকে। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে তা করা হয়নি তাদের। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্টার্ক একাই ৫ উইকেট নিলে


অসিদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল বাঁহাতি পেসার স্টার্ক। দশ ওভারের স্পেলে এক মেইডেনের সহায়তায় মাত্র ৪৬ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। এছাড়া প্যাট কামিনস ২ ও অ্যাডাম জাম্পা নেন ১টি উইকেট।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যারিবীয় বোলিং তোপে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় দলটি।


ওসানে থমাসের বলে উইকেটরক্ষক শাই হোপের ক্যাচ হয়ে ফেরেন ওপেনার অ্যারন ফিঞ্চ (৬)। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকেও (৩) হারিয়ে বসে অস্ট্রেলিয়া।


উসমান খাজা দেখেশুনেই খেলছিলেন। কিন্তু আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে শাই হোপের দুর্দান্ত এক ক্যাচ হন তিনি (১৩)। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন নিজের ভুলে। নিজের দ্বিতীয় বলেই শেলডন কট্রেলকে পুল করে বসেন মারকুটে এই ব্যাটসম্যান।


রানের খাতা খোলার আগেই শর্ট বলের ফাঁদে ধরা পড়েন ম্যাক্সওয়েল। পুলটা ব্যাটের কানায় লেগে ভেসে যায় বাতাসে, শাই হোপের সেটা গ্লাভসবন্দী করতে একদমই কষ্ট হয়নি। ৭.৪ ওভারেই ৩৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে অস্ট্রেলিয়া।


এরপর স্মিথের সঙ্গে ৪১ রানের একটি জুটি গড়ে জেসন হোল্ডারের শিকার হয়ে ফেরেন মার্কাস স্টয়নিস (১৯)। ৭৯ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি, ফেরে লড়াইয়ে।


যে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কারের সঙ্গে ৬৮ আর সপ্তম উইকেটে নাথান কল্টার নাইলের সঙ্গে ১০২ রানের বড় দুটি জুটি গড়ে দলকে দারুণভাবে ম্যাচে ফিরিয়েছেন তিনি।


শেষ পর্যন্ত থমাসের শিকার হন স্মিথ, ১০৩ বলে ৭ বাউন্ডারিতে করেন ৭৩ রান। পরের কাজটা একাই সেরেছেন নাথান কল্টার নাইল। ৬০ বলে ৮ চার আর ৪ ছক্কায় ৯২ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন লোয়ার অর্ডার এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন ওসানে থমাস, আন্দ্রে রাসেল আর শেলডন কট্রেল।


Australia vs West Indies Match Highlights:


[embed]https://www.youtube.com/watch?v=hGmAPvLuBOQ[/embed]

সংক্ষিপ্ত স্কোর


অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৮৮/১০ ( নাথান কোল্টার নাইল ৯২, স্টিভ স্মিথ ৭৩, অ্যালেক্স কেরি ৪৫; ব্রাথওয়েট ৩/৬৭, রাসেল ২/৪১, কটরিল ২/৫৬, থমাস ২/৬৩)।


ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৭৩/৯ (শাই হোপ ৬৮, জেসন হোল্ডার ৫১, নিকোলাস পুরান ৪০; মিসেল স্টার্ক ৫/৪৬)।


ফল: অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী।

১৭ দিন মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার

১৭ দিন মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরের মঞ্জিলখোলা এলাকায় মিনু আক্তার (৩০) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার ১৭ দিন পর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


হত্যাকারী ও ধর্ষক জুনায়েদ আহমেদকে আটকের পর গতকার সকাল সাড়ে ১১টার দিকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন বিষয়টি জানান।


তিনি জানান, গত ২১ মে মিনুকে ধর্ষণের পর হত্যাকরে মাটিচাপা দিয়ে মরদেহ গুম করে জুনায়েদ। বিষয়টি র‌্যাবকে জানানো হলে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক জুনায়েদকে আটক করা হয়।


পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ দিন পর তাকে সঙ্গে নিয়ে মাটিখুঁড়ে মিনুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঐতিহাসিক ছয় দফা দিবসে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছ আওয়ামী লীগ। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আওয়ামী লীগ নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলাবিষয়ক সম্পাদক ফরিদুরনাহার লাইলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আখতারুজ্জামান, আমিরুল আলম মিলন প্রমুখ।


সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, মাহমুদা বেগম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ অনেকে।


প্রথমে আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এর পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।


প্রসঙ্গত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তি কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন এবং পরের দিন সম্মেলনের আলোচ্যসূচিতে যাতে এটি স্থান পায় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।


কিন্তু এই সম্মেলনে বঙ্গবন্ধুর এ দাবির প্রতি আয়োজকদের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হয়নি। তারা এ দাবি প্রত্যাখ্যান করে। প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে অবস্থানকালে ছয় দফা উত্থাপন করেন।

মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঐতিহাসিক ৭ জুনসহ স্বাধীনতা সংগ্রামের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন নতুনমাত্রা পায়।


৭ জুনসহ সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


ছয় দফা আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানি শোষণ থেকে মুক্তির লক্ষ্যে আইয়ুব খান সরকারের বিরুদ্ধে জেগে উঠেছিল এই বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান)। সেই সময় নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খানের নেতৃত্বে লাহোরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে ডাকা এক জাতীয় সম্মেলনের আহ্বান করা হয়। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি সেখানে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু।’


এর পর ১১ ফেব্রুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু ছয় দফার পক্ষে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার জনমানুষ স্বতঃস্ফূর্তভাবে ছয় দফার প্রতি সমর্থন জানান। ছয় দফা হয়ে ওঠে দেশের শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির সনদ।’


শেখ হাসিনা যোগ করেন, ‘ছয় দফার প্রতি ব্যাপক জনসমর্থনে ভীত হয়ে স্বৈরাচারী আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে ৮ মে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তিনি বলেন, ‘৭ জুন বাঙালির মুক্তির সনদ ছয় দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।’


ছয় দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থন থেকেই স্বাধীনতার রূপরেখা রচিত হয়েছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।


৭ জুনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। গত সাড়ে ১০ বছরে আমরা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছি। বিশ্বে আজ উন্নয়নের বাংলাদেশ রোল মডেল।


তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্প্রতি আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। ইনশাআল্লাহ, ২০২১ সালের আগেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে হবে উন্নত ও সমৃদ্ধ দেশ।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three