ভিডিও দেখতে স্ক্রল করে নিচে ⇓ যান অথবা এখানে ক্লিক করুন
বিশ্বকাপ ডেস্ক:
০৭ জুন ২০১৯, শুক্রবার, ব্রিস্টল। এটি ছিলো বিশ্বকাপের ১২তম আসরের ১১তম ম্যাচ এবং প্রথম পরিত্যক্ত ম্যাচ। এদিন বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দু'দলকে।
দু'দলই শুরুর ম্যাচ হেরে পরে জয়ে ফিরেছে। তাই এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী হতো। উপমহাদেশের দু'দলের মধ্যে এই ম্যাচটি নিয়ে ছিল খুব আগ্রহ। তবে বৃষ্টি নিভিয়ে দিল সেই আগ্রহ।
শ্রীলঙ্কার আগের ম্যাচটিতেও ছিল বৃষ্টির হানা। তবে যতটুকু খেলা হয়েছে তাতে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে আফগানদের বিপক্ষে জয় পেয়েছিল তারা। আজ সে সুযোগও হয়নি। তবে আজ বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি।
দুপুরের পর বৃষ্টি বন্ধ হলেও মাঠের অবস্থা ভালো না হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা আর খেলার সিদ্ধান্ত নেননি। ম্যাচ শুরুর জন্য সর্বশেষ নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় বিকেল ৪টা ১৯ মিনিট। তবে আম্পায়াররা প্রায় আধা ঘণ্টা আগেই জানিয়ে দেন ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্তের কথা।
Pakistan vs Sri Lanka Match Preview:
[embed]https://www.youtube.com/watch?v=0mukDuTPU2g[/embed]