সানির চোখে সেরা ড্যানিয়ল

সানির চোখে সেরা ড্যানিয়ল

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও পর্ণ তারকা সানি লিওন। স্বামী-সংসার নিয়ে বেশ আনন্দেই সময় কাটে তার। আর এই তারকার চোখে সেরা বাবা, সেরা স্বামী ড্যানিয়েল।


সম্প্রতি স্বামী ড্যানিয়েল তিন সন্তান নিশা, নোয়া আর আসেরের সঙ্গে তার তোলা পারিবারিক ছবি যুক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে স্বামী ড্যানিয়েলকে উদ্দেশ্য করে সানি লিখেন, ‘আমাদের জীবন এত সুন্দর কারণ তুমি আছ বলে। আমরা এত নিরাপদে প্রতিটা দিন কাটাতে পারছি কারণ, তুমি আমাদের সবসময় আগলাচ্ছ। রোজ তুমি নতুন করে যেন ভালোবাস আমাদের। রোজ আমরা তোমার ভালোবাসায় ডুবে নতুন করে বাঁচার উৎসাহ পাই। তুমি সেরা বাবা, সেরা স্বামী। তুমি আছ বলেই আমাদের জীবন এত রঙিন!’


ভক্তদের মতো সানির এই পোস্ট ড্যানিয়েলেরও মন কেড়েছে। আনন্দে তিনি কমেন্ট বক্স ভরে দিয়েছেন গোলাপ ফুল ও ভালোবাসার ইমোজি দিয়ে। একই সঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন, ফাদার্স ডে-তে তাকে নাকি এক ঘণ্টা পর পর ফুলের তোড়া পাঠিয়েছেন সানি।


আনন্দে আত্নহারা ড্যানিয়েল মন্তব্য করেন, তোমার জন্যই দিনটা এত স্পেশাল হয়ে উঠল। তোমার ভালোবাসা, পাঠানো ফুলের তোড়া বোঝাল পরিবার আমাকে কত ভালোবাসে। ভীষণ ভালো লাগছে।


প্রসঙ্গত, এ বছর সানি আর ড্যানিয়েলের অষ্টম বিবাহর্ষিকী। ২০১৭ সালে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। আর ২০১৮ সালের মার্চে ঘোষণা দেন গর্ভভাড়া করে নোয়া আর নাসের নামের আরও দুই সন্তান পরিবারে এনেছেন।

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জমেছেন তিনি। প্রায়ই দেখগা যায় তাদের যুগল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তো তিনি হামেশাই ডেটে যান।


নানা সময়ে নানা কারণে ট্রোলের শিকার হয়েছেন মালাইকা। সম্প্রতি এক ভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছেলের সঙ্গে এতই খোলামেলা পোশাকে ডিনারে গিয়েছেন যে নিন্দুকেরা সকলেই তা দেখে ছি ছি করছেন।


মালাইকা একটি সাদা রঙের ডিপ নেকলাইন ড্রেস পরেছিলেন। যাতে তার স্তনযুগল প্রায় অনাবৃত ছিলো। ছেলে আরহানের সঙ্গে যে মা এরকম পোশাকেও বেড়াতে পারেন মালাইকার রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে।

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা বিদ্যা সিনহা সাহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান জয় করে একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। পেয়েছেন প্রশংসাও।


নতুন খবর হলো সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে এবার রেকর্ড গড়লেন মিম। ঢাকাই ছবির এই সময়ের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডটা এতোদিন ছিল মাহিয়া মাহীর দখলে। বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এবার মাহির রেকর্ডকে মিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন মিম।


সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবিটির নাম এখনো হয়নি। তবে পারিশ্রমিক নিয়েছেন ১২ লাখ টাকা। যদিও মিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘সাপলুডু’তে ১০ লাখ নিয়ে ছিলেন মিম।


এ বিষয়ে মিম জানান, তিনি তো অন্য অনেকের মতো বছরে অনেকগুলো ছবিতে অভিনয় করেন না। তবে যেটা করেন সেটা মানের বিচারে এগিয়ে থাকে। যার কারণে তার হাতে কাজও কম থাকে। যেহেতু মানের দিকটা নিয়ে তিনি কমপ্রোমাইজ করেন না, তাই পারিশ্রমিকের দিকটাতে নজর দিয়েছেন তিনি।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘সাপলুডু’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা মিলতে পারে এই ছবিটির।

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সামান্থা আক্কিনেনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তামিল ও তেলেগু ভাষার একাধিক সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনেয়েছেন এই নায়িকা। তবে অনেকেই শুনে অবাক হবেন যে বলিউডের সিনেমার নাকি কাজ করার কোন আগ্রহ নেই এই অভিনেত্রীর।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড সিনেমায় তার অভিনয়ের আগ্রহ রয়েছে কি না তা জানতে চাওয়া হলে সামান্থা আক্কিনেনি বলেন, ‘কখনোই না। আমি চেন্নাইয়ে বড় হয়েছি। এটা দক্ষিণেরও দক্ষিণ দিকে। আমি শুধু আমার নিজের অঞ্চলের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ভালো বুঝি এবং তারাও আমার সিনেমা দেখেন। কোনটি সঠিক, দর্শকরা সিনেমাতে কী চান, সিনেমায় কী দেখতে চান, আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তারা সেটি থেকে কী প্রত্যাশা করেন এগুলো এখনো শিখছি। এগুলো বিশ্লেষণ করছি।’


সামান্থা মনে করেন, তিনি এখনো দক্ষিণী সিনেমার দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করে যাচ্ছেন। আর বলিউডে তিনি সম্পূর্ণ ভিনগ্রহীর মতো। তিনি বলেন, ‘আমার বলিউড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সেখানে গেলে সম্পূর্ণ ভিনগ্রহীর মতো হয়ে যাব। আমি এখনো মনে করি, দক্ষিণী সিনেমায় আমার অনেক কিছু দেয়ার বাকি রয়েছে।’


চলতি বছর সামান্থা অভিনীত তামিল ভাষার সুপার ডিলাক্স ও তেলেগু ভাষার মজিলি সিনেমা দুটি বেশ ভালো সাড়া ফেলেছে। তার পরবর্তী সিনেমা ওহ বেবি।

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রেমিক নিখিল জৈনের সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত এমপি নুসরাত জাহান।


এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বুধবার তুরস্কের বন্দর শহর বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাংকায়া’ হোটেলে অনুষ্ঠিত এই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি।


বিয়েতে নুসরাত পরেছেন লাল লেহেঙ্গা ও নিখিল পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা।


২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ধারণ করা বিয়ের এই ছবি পোস্ট করে লিখেছেন, নিখিল জৈনের সঙ্গে সুখের খোঁজে। এর আগে, গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত।


বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন। গত ১৭ই জুন তাদের বিয়ের পার্টি হয়েছে।


১৮ই জুন হয়েছে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর গত ১৯শে জুন হলো জাকজঁমক বিয়ের অনুষ্ঠান।

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কানাডার মন্ট্রিয়লে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ‘বাংলা মেলা’।


আগামী ১ সেপ্টেম্বরের মন্ট্রিয়লের হাওয়ার্ড পার্কের এই আয়োজনকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ও খাবারের সমারোহ ছাড়াও বাচ্চাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড।


মেলার আয়োজকরা বলছেন, বরাবরের মতো এবারও তারা মেলায় উপচে পড়া দর্শক উপস্থিতি প্রত্যাশা করছেন। সেই অনুযায়ী দর্শনার্থীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা।


আয়োজকরা জানান, এ বছর ‘বাংলা মেলা’য় থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাকবে বাংলাদেশি বুটিক, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের শোপিস। এছাড়া বাংলাদেশি ও কানাডিয়ান খাবারের সমারোহও থাকছে এই মেলায়।


এ বছর ‘বাংলা মেলা’য় থাকবেন স্বনামধন্য সাধক শিল্পী বাউল শফি মন্ডল ও কিংবদন্তী সংগীতশিল্পী আব্দুল আলীমের নূরজাহান আলীম। এরই মধ্যে শিল্পীদের ভিসা নিশ্চিত হয়েছে এবং তাদের বাংলা মেলার পক্ষ থেকে ‘Great Artist Award 2019’ দেওয়া হবে।


জানা গেছে, এবারই প্রথম কিউ আর কোডের মাধ্যমে মেলার সব তথ্য জানার ব্যবস্থা রাখা হয়েছে। কানাডার আইটি সংস্থা ‘রিগালো সিস্টেমস’ মেলার জন্য এই কিউ আর কোড ব্যবস্থা তৈরি করেছে।


আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা তরুণ বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলা আয়োজন করা হয়ে থাকে।

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সম্প্রীতির বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক দৃঢ করার লক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে স্থানীয় রেতিরো পার্ক মাঠে আয়োজিত খেলায় বেঙ্গল এফসি লুটন ইউকে ও এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ অংশগ্রহণ করে। দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় বেঙ্গল এফসি লুটন ইউকে। আর ৪-২ গোলে জয় পায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ ।


খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় এ প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সহসভাপতি মোর্শেদ আলম তাহের, সাবেক সহসভাপতি জাকির হোসেন, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ুম পংকী, সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকী, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, একরামুজ্জামান কিরণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, ধর্ম সম্পাদক আবু বক্কর,হানিফ মিয়াজী ও শাওন আহমদ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটি ইংল্যান্ড প্রবাসী ও স্পেন প্রবাসীদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


এদিকে খেলায় মাদ্রিদের পক্ষে প্রথমার্ধে তিনটি গোল করেন জে আর জাবেদ। কিন্তু দুর্দান্ত খেলে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে তার শোধ করতে পারেনি বেঙ্গল এফসি লুটন ইউকে দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে একটি দুর্দান্ত গোল করে খেলায় ফিরে বেঙ্গল এফসি লুটন ইউকে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে একটি পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে বেঙ্গল এফসি লুটন ইউকে দল।


কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি। উল্টো জে আর জাবেদের দেয়া আরেকটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়। খেলায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদের তরুন খেলোয়াড় জে আর জাবেদ ৪ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে লাকর্ণভের খোলা মাঠে মহিলাদের বালিশ বদল, বাচ্চাদের দৌড়, বিস্কিট দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনভর মেতে থাকেন ফ্রান্স প্রবাসী গাজীপুরবাসী।


পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, আব্দুল্লাহ আল বাকি, সহসভাপতি এম এ কাশেম, গাজীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, মনিরুল হক মনু, কাওসার মোড়ল, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মিজান চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম জুয়েল, সোলায়মান মোড়ল, মিল্টন সরকার, সাইফুল ইসলাম রনি, ইয়াছিন হক, সোহাগ সরওয়ার, তপন চন্দ্র দাসসহ আরো অনেকে।


অনুষ্ঠানে গাজীপুরবাসী ছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী, কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এধরনের আয়োজন দূরপ্রবাসে কিছুটা হলেও প্রিয়জনের অভাববোধে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।


এ আয়োজন প্রতি বছর ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে শুরু হয়েছে বাংলাদেশ মেলা।


নারুতো শহরসহ জাপানে বাংলাদেশের ব্রান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।


মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।


বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা,পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি চলবে পহেলা জুলাই পর্যন্ত। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানী কোম্পানী মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ সংস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ২০১৯-২০ সালের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


গত রোববার (১৬ জুন) রাতে সৌদি আরবের রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটির সভাপতি কাপতান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের এটিএম কার্ডের মত ব্যবহার করছে তাদের পরিবার-পরিজন। অনেকেই দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে গিয়ে দেখেন যে, তাদের প্রিয়জনরা সব সঞ্চয় নষ্ট করে ফেলেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদের জন্য বিমা এবং পেনশন স্কিম চালুর চেষ্ট চলছে। ’


এসময় রাষ্ট্রদূত স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে রিয়াদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

রৌমারীতে প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা বিষয়ক কর্মশালা

রৌমারীতে প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা বিষয়ক কর্মশালা

admin June 21, 2019

রৌমারী প্রতিনিধি:
বিল্ডিং প্রিপেয়ার্ডনেস অফ ভালনারেবল কমিউনিটিস থ্রো ইনক্লুসিভ ডিজাস্টার রিক্স রিডাকসান ইনিসিয়েটিভস প্রজেক্ট’র মানবিক সহায়তা কার্যক্রমে প্রবীণ ও প্রতিবন্ধীদের অর্ন্তভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বন্দবেড় ইউপি সদস্য আজিজুল হক আজিবর রহমানের সভাপতিত্বে স্লুইলজগেট মোড় আইডিআর-২, প্রকল্প অফিস কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবর্গ।


এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দবেড় ইউপি সদস্য জাকির হোসেন, সেলিম রেজা, সাইদুর রহমান, কাবিল উদ্দিন, ভার্জিনা পারভীন, সাজেদা খাতুন, আলেয়া খাতুন, খনজনমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যক্ততা আবু আসাদ, ইমাম ও হাফেজ আমিনুল ইসলাম, ব্যবসায়ী সাজু আহমেদ, গণউন্নয়ন কেন্দ্রে (জিইউকে) প্রকল্প সমন্বয়কারি মনির হোসেন, এইড কুমিল্লা প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেনসহ অনেকে।

রংপুরসহ বিভাগের আট জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

admin June 21, 2019

স্টাফ রিপোর্টার:
‘তামাকে হয় ফুসফুসে ক্ষয় : সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর রংপুরসহ বিভাগের আট জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯ পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ জুন) র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এবং ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র অংশগ্রহণ ও সচেতনতায় পালন করা হয় দিবসটি।


জানা গেছে, তামাকমুক্ত দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে তামাকের কারণে মানুষের স্বাস্থ্যক্ষতির বিষয়টি তুলে ধরতে রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলাম। এসময় তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন, এসিডি’র এডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীম।


আলোচনা সভায় বক্তারা তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৮৮ সাল থেকে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়ে আসছে। তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো বিষয়টি নজরে এনেছে যে, ধূমপানের ক্ষতির পাশাপাশি অন্য সব প্রকার তামাকদ্রব্য সেবন মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু ধূমপান থেকে নয়; এই দিনে সব প্রকার তামাকদ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে দেশে তামাক ও তামাকজাতদ্রব্য গ্রহণের কারণে প্রতিদিন ৪৪১ জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। সেই হিসেবে বছরে তামাকজনিত রোগে মারা যাচ্ছে ১ লাখ ৬১ হাজার মানুষ। তামাকের কারণে মানুষের অকাল মৃত্যুরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।


এদিকে দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির উদ্যোগে এবং এসিডি’র অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


জেলা সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় জেলা সেনিট্যারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম, এসিডি’র প্রোগ্রাম অফিসার (রংপুর অফিস) মো. তৌফিকুল ইসলাম জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া রংপুর বিভাগের বাকি ছয় জেলায় অর্থাৎ দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়র ও ঠাকুরগাঁও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে এবং এসিডি ও এর পার্টনার অর্গানাইজেশন ‘পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)’ ও ‘ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি)’ এর অংশগ্রহণে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।


উল্লেখ্য, ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। কিন্তু অনিবার্য কারণবশত এ বছর সারাদেশে ২০ জুন বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সারাদেশের মত রংপুরে পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।

হাতীবান্ধায় লালমনিরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

হাতীবান্ধায় লালমনিরহাট জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

admin June 21, 2019

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় জেলা প্রশাসক শফিউল আরিফের বদলী জনিত বিদায় উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার বিকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক শফিউল আরিফ, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, প্রধান শিক্ষক রেজাউর করিম প্রধান, প্রকৌশলী অজয় কুমার সরকার, চেয়ারম্যানদের মধ্যে নূরল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান ও পিআইও ফেরদৌস আহমেদ প্রমূখ।

কুড়িগ্রামে চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা ও কর্মশালা

কুড়িগ্রামে চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা ও কর্মশালা

admin June 21, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সবার জন্য স্বাস্থ্য অধিকার, দক্ষিণ এশিয়ায় বাধামুক্ত চক্ষু স্বাস্থ্য সেবা প্রকল্প বিষয়ে অবহিতকরণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ আদান-প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন এএফএডি কনফারেন্স হলরুমে সাইটসেভার্সের সহযোগিতায় ইউকেএইড এর অর্থায়নে এ অবহিতকরণ সভা ও কর্মশালার আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর।


এ সময় বক্তব্য রাখেন, মরিয়ম চক্ষু হাসপাতালের এসিস্টেন জেনারেল ম্যানেজার মোস্তাহিদ আলম খন্দকার, সাইটসেভার্সের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মাসুদ রানা, উন্নয়নের অক্ষমতার জন্য কেন্দ্রের সহকারী সমন্বয়ক এমএ কুদ্দুস জাহিদ, মরিয়ম চক্ষু হাসপাতালের মো: হাসিবুল হাসান এবং অরবিন্দু রায় প্রমুখ।


কর্মশালায় বক্তারা বলেন, এই প্রকল্পটি সরকারী ও বেসরকারী সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের ১ জুলাই হতে কুড়িগ্রাম জেলার প্রায় ২৫ হাজার ৩শ ৭৮জন প্রতিবন্ধী, শিশু, বয়স্ক, হতদরিদ্র, গরীব, আদিবাসী, দুস্থ ও দলিত শ্রেনীর চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। এরমধ্যে ৪ হাজার ৬৮জন চক্ষু রোগীর ছানী অপারেশন করা হয়েছে।


প্রকল্পের মাধ্যমে জেলায় ৪শ ৫২ সরকারী স্বাস্থ্যকর্মীকে ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।


কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন এনজিও কর্মীগণ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কুড়িগ্রামে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

admin June 21, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
২২ জুন প্রথম রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শহিদুল্ল্যা লিংকন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।


অবহিতকরন সভায় জানানো হয়, ২০১৯ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে জেলার ৯ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২শ ৩৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লাখ ৯০ হাজার ৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin June 21, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে তিতাস বাবু (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলার সদরের ঘোগাদহ ইউনিয়নের শান্তির ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিতাস বাবু ফুলবাড়ী উপজেলার নেওয়াশী ইউনিয়নের রাবাইতারী গ্রামের শ্রী শিবু চন্দ্রের পুত্র।


নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, তিতাস বাবু বাবা ও মায়ের সাথে নানা বাড়ি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শান্তির ভিটা বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ীর পাশের একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


ঘোগাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শিশুটির পানিতে পড়ে মৃত্যুর খবর শুনে সেখানে যাই এবং পরিবারটিকে সান্ত্বনা দেই।

তিস্তায় পানি বৃদ্ধি কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতির মুখে কৃষকরা

admin June 21, 2019

মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি:
‘ধানের দাম নাই তাই বাঁচিয়া থাইকপ্যার জন্যে কতো কষ্ট করি চরোত বাদাম আবাদ করনো তাও তিস্তার পানিত ডুবি গেলো, এলা হামার কী হইবে?’ কান্না আর আহাজারীতে কথা গুলো বললেন উপজেলার চর বিশ্বনাথ গ্রামের আছমা বেগম। তিনি আরও জানান, ‘এগুলায় যদি হামার কপালোত থাকে তাইলে হামরা বাঁচমো কী করি?’


অথচ একদিন আগেও হাস্যোজ্জ্বল বদনে ক্যামেরায় বন্দী হয়ে ছিলেন আছমা বেগম। একই ভাবে কান্নায় ভেঙ্গে আহাজারী করে চর গোপীডাংগা এলাকার আবুল কাশেম বলেন, ‘একনা জমি আদি (বর্গা ) নিয়া বাদাম আবাদ করনু সেকনাও বানোত ভাসি গেলো।’




[caption id="" align="alignnone" width="700"]পানিতে হাতিয়ে উদ্ধার করা বাদাম বাছাই করছেন কৃষাণীরা। ছবি: মিজানুর রহমান পানিতে হাতিয়ে উদ্ধার করা বাদাম বাছাই করছেন কৃষাণীরা। ছবি: মিজানুর রহমান[/caption]

গত মঙ্গলবার রাতের বেলা হঠাৎ করেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানির প্রবাহ বেড়ে রংপুরের কাউনিয়া উপজেলার চর বিশ্বনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বৎখাঁ, চর পাঞ্জরভাঙ্গা, হরিশ্বর, গদাইসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে নদী বেষ্টিত চরাঞ্চলে বাদাম, মরিচ, পাট ও শাক-সব্জী ক্ষেতে পানি ঢুকে যায়।


এতে উপজেলার প্রায় ৫০ একর (২’শ দোন) জমির আবাদ বিনষ্ট হয়ে গেছে। অকালের এ বন্যার পানি আরও কয়েক দিন থাকলে ক্ষয়ক্ষতির পরিমান বাড়বে বলে মনে করছেন উপজেলা কৃষি দপ্তর।


বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, আকস্মিক এ বন্যার ক্ষতি কৃষকরা পুষিয়ে নিতে হিমশিম খাবেন। তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কমবে।

হারাগাছে শিশু নাতনিকে ধর্ষণ, দাদা গ্রেফতার

হারাগাছে শিশু নাতনিকে ধর্ষণ, দাদা গ্রেফতার

admin June 21, 2019

মিজানুর রহমান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের হারাগাছে সাড়ে পাঁচ বছর বয়সী শিশু নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মোজাম্মেল হক (৫৫) নামে প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ।


জানা যায়, বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আরপিএমপি-হারাগাছ থানা এলাকার রংপুর সিটির ৮নং ওয়ার্ডের কার্তিক মুন্সিপাড়া গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। যৌন নির্যাতনের শিকার ওই শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওই শিশুটির মা বলেন, ঘটনার দিন দুপুরের দিকে ৫ বছর ৪ মাস বয়সের শিশু কন্যা বাড়ির বাইরে খেলা করছিল। এরই একপর্যায়ে প্রতিবেশী দাদা সর্ম্পকের মোজাম্মেল হক তার শিশু কন্যাকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত মোজাম্মেলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।


তথ্যের সত্যতা নিশ্চিত করে আরপিএমপি-হারাগাছ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষক মোজাম্মেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত মোজাম্মেল হককে আটক করা হয়েছে।


মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three