ভারতের হিমাচলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৪

ভারতের হিমাচলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৪

admin June 21, 2019
ভারতের হিমাচলপ্রদেশের কুল্লু জেলায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

বৃহস্পতিবার জেলার বানজার তেহশিল এলাকায় ৭০ যাত্রী নিয়ে পাহাড় থেকে একটি বাস খাদে পড়ে যায়।

কুল্লু জেলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ এইটিন জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হিমাচলপ্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহশিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।
চার ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

admin June 21, 2019

চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ রেলরুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।


জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল পৌনে ১০টা থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।


জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।


ফলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


উত্তরবঙ্গগামী এ রেলরুটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সকাল থেকে গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এ সময় সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

admin June 21, 2019

ঢাকার সদরঘাট লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার দুপুর ১২টার দিকে ওয়াজঘাট এলাকা থেকে মিসকাত হোসেন (১২) ও নুসরাত আকতারের (১০) মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সদরঘাট টার্মিনাল থানার ওসি রেজাউল করিম ভূইয়া।


এর আগে সকালে ঢাকার সদরঘাট টার্মিনাল মসজিদ ঘাট থেকে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় এম ভি পূবালী -৭ নামের এক লঞ্চের ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ ৫ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় নৌকা ডুবে যায়।


পরে নৌকার মাঝিরা এক বছরের শিশুকন্যা নুসাইবাসহ মা জোছনা বেগম ও মামাকে উদ্ধার করলেও ভাই-বোন মিসকাত হোসেন ও নুসরাত আকতার নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

admin June 21, 2019

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। শুক্রবার ইংল্যান্ডের হেডিংলিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।


ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এখন পর্যন্ত উড়ন্ত পারফরম্যান্স করে চলেছে তারা। অন্য দিকে শ্রীলঙ্কা ৫ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে। তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট হয়েছে ৪।

সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

admin June 21, 2019

ঢাকা থেকে রাজশাহীগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের টয়লেটে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্ত যুবক মমিনুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।


পুলিশ জানায়, চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। তার নানার বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট এলাকায়। নানি ও খালার সঙ্গে সে রাজশাহী আসছিল। সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশনে তারা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে উঠেছিলেন।


ওই ট্রেনে দায়িত্ব পালন করছিলেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল চন্দ্র বিশ্বাস। তিনিই ওই কিশোরীকে ট্রেনের টয়লেট থেকে উদ্ধার করেন। তিনি জানান, পাবনার ঈশ্বরদী বাইপাস পার হওয়ার পর ওই কিশোরী ট্রেনের টয়লেটে ঢোকে। তখন টয়লেটের সামনেই দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত যুবক। ওই কিশোরী টয়লেট থেকে বের হওয়ার জন্য দরজা খুললেই তিনি ভেতরে ঢুকে পড়েন। এরপর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন আসা পর্যন্ত প্রায় ৪০ মিনিট তিনি ওই কিশোরীকে টয়লেটে আটকে রেখে শ্লীলতাহানি করেন।


এএসআই উজ্জ্বল বলেন, ট্রেনের শব্দের কারণে ওই কিশোরীর চিৎকার শোনা যায়নি। তবে যাত্রীরা লক্ষ্য করেন অনেকক্ষণ ধরেই টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ। তারা দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলেন। কিন্তু দরজা খোলা হচ্ছিল না। একপর্যায়ে তারা ওই কিশোরীর চিৎকার শুনতে পান। এরপরই দায়িত্বরত পুলিশকে ডাকা হয়। তিনি গিয়ে টয়লেটের দরজা খুলতে বাধ্য করেন। এ সময় কাঁদতে কাঁদতে ওই কিশোরী বেরিয়ে আসে।


রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় অভিযুক্ত যুবক, ওই কিশোরী এবং তার খালা ও নানিকে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।


রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, নির্মাণ শ্রমিক মমিনুল ঢাকা থেকে বাড়ি আসছিলেন। ওই কিশোরীর ভাষ্য অনুযায়ী, ট্রেনের টয়লেটের ভেতর মমিনুল দীর্ঘ সময় ধরে ওই কিশোরীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। তবে ধর্ষণের ঘটনা ঘটেনি। কিন্তু শ্লীলতাহানি ঘটেছে।


ওসি বলেন, ঘটনাস্থল রেলওয়ের ঈশ্বরদী থানার অধীনে। তাই রাত ১২টার ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে অভিযুক্ত যুবককে ঈশ্বরদী থানায় পাঠানো হয়েছে। ওই কিশোরীকে নিয়ে তার নানি এবং খালাও গেছেন। ঈশ্বরদী থানায় তারা মমিনুলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

হিমাচলে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

হিমাচলে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

admin June 21, 2019

ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে ছিটকে পড়ে যাওয়ায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার প্রদেশের পাহাড়ি কুল্লু জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস।


খবরে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমাচল প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।


কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।


তবে সংবাদ সংস্থা এএনআই জানায়, ১৫ মৃতদেহ ঘটনাস্থলের একটু দূর থেকে উদ্ধার করা হয়েছে।

‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

admin June 21, 2019

বর্তমানে সময়ের মারাঠি ভাষার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি মারাঠ। ভারতীয় চলচ্চিত্রের জগতে বইয়ে চলা। মিটু আন্দোলন নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। সম্প্রতি হিউম্যানস অফ বোম্বের জন্য লেখা তার একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে।


যেটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।এদিকে সেই পোস্টে শ্রুতি জানিয়েছেন, একটি ছবিতে মুখ্য ভূমিকার চরিত্রটি পাওয়ার জন্য কীভাবে তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।


তপ্তপদী ও রামা মাধব-এর মতো বহু জনপ্রিয় মারাঠি ছবিতে কাজ করা এই অভিনেত্রী বলেছেন, ‘এক প্রযোজক তার ইন্টারভিউ নেয়ার সময় কম্প্রোমাইজ, ওয়ান নাইট-এর মতো বিভিন্ন শব্দ ব্যবহার করেছিলেন।’


এ ব্যাপারে শ্রুতি বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে পালানোর পথ নেই। তখন আমি ওই প্রযোজককে উল্টো বলেছিলাম, আপনি আমাকে আপনার সঙ্গে শুতে বললেন, কোনো অভিনেতাকে শোয়ার কথা বলেছেন?


লোকটা সে সময় কথা হারিয়ে ফেলেছিল। পরে আমাকে জানানো হয়েছিল, ওই ছবিটি থেকে আমি বাদ পড়েছি।’এদিকে শ্রুতির এমন ইনস্টাগ্রাম পোস্টে সকল নেটিজেনই প্রশংসাসূচক মন্তব্য লিখেছেন।


অনেকে লিখেছেন, ‘আপনি আরও সাহসী হোন।’ আবার অনেকের কথায়, ‘আপনার জন্য আমরা গর্বিত।’


বর্তমানে মারাঠি ছবির তারকা শ্রুতি বলিউডেও কাজ করেছেন। বুধিয়া সিং ও বর্ন টু রান ছবি দুটিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

সানির চোখে সেরা ড্যানিয়ল

সানির চোখে সেরা ড্যানিয়ল

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও পর্ণ তারকা সানি লিওন। স্বামী-সংসার নিয়ে বেশ আনন্দেই সময় কাটে তার। আর এই তারকার চোখে সেরা বাবা, সেরা স্বামী ড্যানিয়েল।


সম্প্রতি স্বামী ড্যানিয়েল তিন সন্তান নিশা, নোয়া আর আসেরের সঙ্গে তার তোলা পারিবারিক ছবি যুক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে স্বামী ড্যানিয়েলকে উদ্দেশ্য করে সানি লিখেন, ‘আমাদের জীবন এত সুন্দর কারণ তুমি আছ বলে। আমরা এত নিরাপদে প্রতিটা দিন কাটাতে পারছি কারণ, তুমি আমাদের সবসময় আগলাচ্ছ। রোজ তুমি নতুন করে যেন ভালোবাস আমাদের। রোজ আমরা তোমার ভালোবাসায় ডুবে নতুন করে বাঁচার উৎসাহ পাই। তুমি সেরা বাবা, সেরা স্বামী। তুমি আছ বলেই আমাদের জীবন এত রঙিন!’


ভক্তদের মতো সানির এই পোস্ট ড্যানিয়েলেরও মন কেড়েছে। আনন্দে তিনি কমেন্ট বক্স ভরে দিয়েছেন গোলাপ ফুল ও ভালোবাসার ইমোজি দিয়ে। একই সঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন, ফাদার্স ডে-তে তাকে নাকি এক ঘণ্টা পর পর ফুলের তোড়া পাঠিয়েছেন সানি।


আনন্দে আত্নহারা ড্যানিয়েল মন্তব্য করেন, তোমার জন্যই দিনটা এত স্পেশাল হয়ে উঠল। তোমার ভালোবাসা, পাঠানো ফুলের তোড়া বোঝাল পরিবার আমাকে কত ভালোবাসে। ভীষণ ভালো লাগছে।


প্রসঙ্গত, এ বছর সানি আর ড্যানিয়েলের অষ্টম বিবাহর্ষিকী। ২০১৭ সালে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। আর ২০১৮ সালের মার্চে ঘোষণা দেন গর্ভভাড়া করে নোয়া আর নাসের নামের আরও দুই সন্তান পরিবারে এনেছেন।

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জমেছেন তিনি। প্রায়ই দেখগা যায় তাদের যুগল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তো তিনি হামেশাই ডেটে যান।


নানা সময়ে নানা কারণে ট্রোলের শিকার হয়েছেন মালাইকা। সম্প্রতি এক ভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছেলের সঙ্গে এতই খোলামেলা পোশাকে ডিনারে গিয়েছেন যে নিন্দুকেরা সকলেই তা দেখে ছি ছি করছেন।


মালাইকা একটি সাদা রঙের ডিপ নেকলাইন ড্রেস পরেছিলেন। যাতে তার স্তনযুগল প্রায় অনাবৃত ছিলো। ছেলে আরহানের সঙ্গে যে মা এরকম পোশাকেও বেড়াতে পারেন মালাইকার রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে।

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা বিদ্যা সিনহা সাহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান জয় করে একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। পেয়েছেন প্রশংসাও।


নতুন খবর হলো সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে এবার রেকর্ড গড়লেন মিম। ঢাকাই ছবির এই সময়ের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডটা এতোদিন ছিল মাহিয়া মাহীর দখলে। বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এবার মাহির রেকর্ডকে মিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন মিম।


সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবিটির নাম এখনো হয়নি। তবে পারিশ্রমিক নিয়েছেন ১২ লাখ টাকা। যদিও মিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘সাপলুডু’তে ১০ লাখ নিয়ে ছিলেন মিম।


এ বিষয়ে মিম জানান, তিনি তো অন্য অনেকের মতো বছরে অনেকগুলো ছবিতে অভিনয় করেন না। তবে যেটা করেন সেটা মানের বিচারে এগিয়ে থাকে। যার কারণে তার হাতে কাজও কম থাকে। যেহেতু মানের দিকটা নিয়ে তিনি কমপ্রোমাইজ করেন না, তাই পারিশ্রমিকের দিকটাতে নজর দিয়েছেন তিনি।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘সাপলুডু’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা মিলতে পারে এই ছবিটির।

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সামান্থা আক্কিনেনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তামিল ও তেলেগু ভাষার একাধিক সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনেয়েছেন এই নায়িকা। তবে অনেকেই শুনে অবাক হবেন যে বলিউডের সিনেমার নাকি কাজ করার কোন আগ্রহ নেই এই অভিনেত্রীর।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড সিনেমায় তার অভিনয়ের আগ্রহ রয়েছে কি না তা জানতে চাওয়া হলে সামান্থা আক্কিনেনি বলেন, ‘কখনোই না। আমি চেন্নাইয়ে বড় হয়েছি। এটা দক্ষিণেরও দক্ষিণ দিকে। আমি শুধু আমার নিজের অঞ্চলের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ভালো বুঝি এবং তারাও আমার সিনেমা দেখেন। কোনটি সঠিক, দর্শকরা সিনেমাতে কী চান, সিনেমায় কী দেখতে চান, আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তারা সেটি থেকে কী প্রত্যাশা করেন এগুলো এখনো শিখছি। এগুলো বিশ্লেষণ করছি।’


সামান্থা মনে করেন, তিনি এখনো দক্ষিণী সিনেমার দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করে যাচ্ছেন। আর বলিউডে তিনি সম্পূর্ণ ভিনগ্রহীর মতো। তিনি বলেন, ‘আমার বলিউড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সেখানে গেলে সম্পূর্ণ ভিনগ্রহীর মতো হয়ে যাব। আমি এখনো মনে করি, দক্ষিণী সিনেমায় আমার অনেক কিছু দেয়ার বাকি রয়েছে।’


চলতি বছর সামান্থা অভিনীত তামিল ভাষার সুপার ডিলাক্স ও তেলেগু ভাষার মজিলি সিনেমা দুটি বেশ ভালো সাড়া ফেলেছে। তার পরবর্তী সিনেমা ওহ বেবি।

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রেমিক নিখিল জৈনের সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত এমপি নুসরাত জাহান।


এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বুধবার তুরস্কের বন্দর শহর বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাংকায়া’ হোটেলে অনুষ্ঠিত এই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি।


বিয়েতে নুসরাত পরেছেন লাল লেহেঙ্গা ও নিখিল পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা।


২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ধারণ করা বিয়ের এই ছবি পোস্ট করে লিখেছেন, নিখিল জৈনের সঙ্গে সুখের খোঁজে। এর আগে, গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত।


বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন। গত ১৭ই জুন তাদের বিয়ের পার্টি হয়েছে।


১৮ই জুন হয়েছে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর গত ১৯শে জুন হলো জাকজঁমক বিয়ের অনুষ্ঠান।

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কানাডার মন্ট্রিয়লে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ‘বাংলা মেলা’।


আগামী ১ সেপ্টেম্বরের মন্ট্রিয়লের হাওয়ার্ড পার্কের এই আয়োজনকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ও খাবারের সমারোহ ছাড়াও বাচ্চাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড।


মেলার আয়োজকরা বলছেন, বরাবরের মতো এবারও তারা মেলায় উপচে পড়া দর্শক উপস্থিতি প্রত্যাশা করছেন। সেই অনুযায়ী দর্শনার্থীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা।


আয়োজকরা জানান, এ বছর ‘বাংলা মেলা’য় থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাকবে বাংলাদেশি বুটিক, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের শোপিস। এছাড়া বাংলাদেশি ও কানাডিয়ান খাবারের সমারোহও থাকছে এই মেলায়।


এ বছর ‘বাংলা মেলা’য় থাকবেন স্বনামধন্য সাধক শিল্পী বাউল শফি মন্ডল ও কিংবদন্তী সংগীতশিল্পী আব্দুল আলীমের নূরজাহান আলীম। এরই মধ্যে শিল্পীদের ভিসা নিশ্চিত হয়েছে এবং তাদের বাংলা মেলার পক্ষ থেকে ‘Great Artist Award 2019’ দেওয়া হবে।


জানা গেছে, এবারই প্রথম কিউ আর কোডের মাধ্যমে মেলার সব তথ্য জানার ব্যবস্থা রাখা হয়েছে। কানাডার আইটি সংস্থা ‘রিগালো সিস্টেমস’ মেলার জন্য এই কিউ আর কোড ব্যবস্থা তৈরি করেছে।


আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা তরুণ বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলা আয়োজন করা হয়ে থাকে।

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সম্প্রীতির বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক দৃঢ করার লক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে স্থানীয় রেতিরো পার্ক মাঠে আয়োজিত খেলায় বেঙ্গল এফসি লুটন ইউকে ও এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ অংশগ্রহণ করে। দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় বেঙ্গল এফসি লুটন ইউকে। আর ৪-২ গোলে জয় পায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ ।


খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় এ প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সহসভাপতি মোর্শেদ আলম তাহের, সাবেক সহসভাপতি জাকির হোসেন, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ুম পংকী, সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকী, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, একরামুজ্জামান কিরণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, ধর্ম সম্পাদক আবু বক্কর,হানিফ মিয়াজী ও শাওন আহমদ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটি ইংল্যান্ড প্রবাসী ও স্পেন প্রবাসীদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


এদিকে খেলায় মাদ্রিদের পক্ষে প্রথমার্ধে তিনটি গোল করেন জে আর জাবেদ। কিন্তু দুর্দান্ত খেলে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে তার শোধ করতে পারেনি বেঙ্গল এফসি লুটন ইউকে দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে একটি দুর্দান্ত গোল করে খেলায় ফিরে বেঙ্গল এফসি লুটন ইউকে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে একটি পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে বেঙ্গল এফসি লুটন ইউকে দল।


কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি। উল্টো জে আর জাবেদের দেয়া আরেকটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়। খেলায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদের তরুন খেলোয়াড় জে আর জাবেদ ৪ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির ঈদ পুনর্মিলনী

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে লাকর্ণভের খোলা মাঠে মহিলাদের বালিশ বদল, বাচ্চাদের দৌড়, বিস্কিট দৌড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দিনভর মেতে থাকেন ফ্রান্স প্রবাসী গাজীপুরবাসী।


পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, আব্দুল্লাহ আল বাকি, সহসভাপতি এম এ কাশেম, গাজীপুর জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, মনিরুল হক মনু, কাওসার মোড়ল, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, মিজান চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম জুয়েল, সোলায়মান মোড়ল, মিল্টন সরকার, সাইফুল ইসলাম রনি, ইয়াছিন হক, সোহাগ সরওয়ার, তপন চন্দ্র দাসসহ আরো অনেকে।


অনুষ্ঠানে গাজীপুরবাসী ছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী, কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এধরনের আয়োজন দূরপ্রবাসে কিছুটা হলেও প্রিয়জনের অভাববোধে সহায়ক ভূমিকা রাখে বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা।


এ আয়োজন প্রতি বছর ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

জাপানের নারুতো শহরে বাংলাদেশ মেলা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে শুরু হয়েছে বাংলাদেশ মেলা।


নারুতো শহরসহ জাপানে বাংলাদেশের ব্রান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।


মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ।


বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা,পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলাটি চলবে পহেলা জুলাই পর্যন্ত। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানী কোম্পানী মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

জালালাবাদ অ্যাসোসিয়েশনের রিয়াদ কমিটির অভিষেক

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী সমাজকল্যাণ সংস্থা জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার ২০১৯-২০ সালের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


গত রোববার (১৬ জুন) রাতে সৌদি আরবের রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


নবগঠিত কমিটির সভাপতি কাপতান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘প্রবাসীদের এটিএম কার্ডের মত ব্যবহার করছে তাদের পরিবার-পরিজন। অনেকেই দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে গিয়ে দেখেন যে, তাদের প্রিয়জনরা সব সঞ্চয় নষ্ট করে ফেলেছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদের জন্য বিমা এবং পেনশন স্কিম চালুর চেষ্ট চলছে। ’


এসময় রাষ্ট্রদূত স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে রিয়াদের রাজনীতিবিদ, ব্যবসায়ী, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

রৌমারীতে প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা বিষয়ক কর্মশালা

রৌমারীতে প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা বিষয়ক কর্মশালা

admin June 21, 2019

রৌমারী প্রতিনিধি:
বিল্ডিং প্রিপেয়ার্ডনেস অফ ভালনারেবল কমিউনিটিস থ্রো ইনক্লুসিভ ডিজাস্টার রিক্স রিডাকসান ইনিসিয়েটিভস প্রজেক্ট’র মানবিক সহায়তা কার্যক্রমে প্রবীণ ও প্রতিবন্ধীদের অর্ন্তভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বন্দবেড় ইউপি সদস্য আজিজুল হক আজিবর রহমানের সভাপতিত্বে স্লুইলজগেট মোড় আইডিআর-২, প্রকল্প অফিস কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবর্গ।


এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দবেড় ইউপি সদস্য জাকির হোসেন, সেলিম রেজা, সাইদুর রহমান, কাবিল উদ্দিন, ভার্জিনা পারভীন, সাজেদা খাতুন, আলেয়া খাতুন, খনজনমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যক্ততা আবু আসাদ, ইমাম ও হাফেজ আমিনুল ইসলাম, ব্যবসায়ী সাজু আহমেদ, গণউন্নয়ন কেন্দ্রে (জিইউকে) প্রকল্প সমন্বয়কারি মনির হোসেন, এইড কুমিল্লা প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেনসহ অনেকে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three