ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে ছিটকে পড়ে যাওয়ায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার প্রদেশের পাহাড়ি কুল্লু জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমাচল প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।
কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।
তবে সংবাদ সংস্থা এএনআই জানায়, ১৫ মৃতদেহ ঘটনাস্থলের একটু দূর থেকে উদ্ধার করা হয়েছে।