স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিগের খেলা যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে চটেছেন স্পেনের লা লিগার ফুটবলাররা। লা লিগা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে পিছু না হটলে প্রয়োজনে ধর্মঘটের ডাক দেয়ারও হুমকি দিয়েছে স্প্যানিশ ফুটবলারদের সংগঠন এএফই।
এই মৌসুমে নিজেদের বাণিজ্যিক দিকগুলোয় যথেষ্ট মনোযোগ দিয়েছিলো লা লিগা কর্তৃপক্ষ। বহুজাতিক গণমাধ্যম, খেলাধুলা এবং বিনোদন বিষয়ক প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’ এর সঙ্গে ১৫ বছর মেয়াদী এক চুক্তির সুবাদে স্প্যানিশ লিগের কিছু খেলা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানের কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে চলতি বছর একটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা আটলান্টিকের ওপারে। তবে এই সিদ্ধান্ত খেলোয়াড়দের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই হওয়ায় বেঁকে বসেছেন খেলোয়াড়রা।
বিভিন্ন ক্লাবের অধিনায়ক এবং খেলোয়াড়দের নিয়ে এএফই গত বুধবার এ ব্যাপারে বৈঠকে বসেছিল। এতে উপস্থিত ছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, বার্সেলোনার সহ অধিনায়ক সার্জিও বুস্কেটস ও সার্জি রবার্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ অধিনায়ক হুয়ানফ্রান এবং মিডফিল্ডার কোকে। বৈঠকে খেলোয়াড়দের বাড়তি ভ্রমণ, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ম্যাচের অসুবিধাজনক সময় আলোচনায় উঠে আসে। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি ডেভিড আগানজো জানান, লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খেলোয়াড়রা সর্বসম্মতভাবে ক্ষুব্ধ।
আগানজো বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে দেখে তারা বিস্মিত এবং ক্ষুব্ধ। খেলোয়াড়রা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের কেউই এর পক্ষে নেই। এটা সর্বসম্মত ছিলো। কিছু ক্লাব এর পক্ষে আছে এবং বাকিরা এর বিরোধী। আমি খেলোয়াড়দের পক্ষ থেকে কথা বলছি।’
এবার বরখাস্ত ভেট্টোরি
খেলাধুলাস্পোর্টস ডেস্ক: আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু’র হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। সেই সঙ্গে তার কোচিং স্টাফদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ব্যাঙ্গালুরু মিররে প্রকাশিত রিপোর্টের বরাতে এমনটাই জানিয়েছে দ্য ক্রিকেটার। খবরে বলা হয়, রয়্যাল চ্যালেঞ্জার্সের মালিকপক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড প্রধান কোচ ভেট্টোরিকে তার সকল সহযোগীসমেত বরখাস্ত করেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচ খেলে মাত্র ৬ ম্যাচে জয় পায় শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে গড়া ব্যাঙ্গালুরু।
দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে স¤প্রতি অবসর নেওয়া প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের দলে নিয়েও সফলতার মুখ দেখতে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি। ষষ্ঠ স্থানে থেকে গত আসর শেষ করে ব্যাঙ্গালুরু।
ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে তার দুই সহযোগী তথা ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায়ী চিঠি দিয়েছে ব্যাঙ্গালুরু।
ভ্যানচালকের বাড়ি থেকে ভিজিএফের চাল জব্দ
ভিজিএফের চাল সারাদেশসারাদেশ: মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের পর এবার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের এক ভ্যান চালকের বাড়ি থেকে ৩৫০ কেজি ভিজিএফএর চাল জব্দ করা হয়েছে। তবে এবার সরকারী বস্তায় নয়, পরিবর্তন করা বস্তায় ওই চাল উদ্ধার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জব্দ করে রাখা হয়েছে। এ ঘটনাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত করে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ফ্লুটো কিশোর মল্লিক জানান, স্থানীয় লোকজন জানতে পারে পাঁচবাড়িয়া গ্রামের ভ্যান চালক প্রশান্ত কুমারের বাড়িতে ভিজিএফ এর চাল সেরে রাখা হয়েছে। খবর পেয়ে গত ২১ আগস্ট সন্ধ্যার পর মনিরামপুর থানা পুলিশ প্রশান্তর বাড়িতে অভিযান চালিয়ে পল্ট্রি খাবারের ৬টি বস্তায় রাখা ওই চাল উদ্ধার করে।
এ সময় ভ্যান চালক প্রশান্ত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে বলেন, তার বাড়িতে ওই চাল রেখে গেছে পাশ্ববর্তী কুমারসীমা গ্রামের ব্যবসায়ী মান্তু ওরফে মলাই রায়। এ ঘটনায় মলাই রায় এলাকাবাসীর সামনে পুলিশকে জানায়, একই এলাকার সবুজ ও নয়নসহ কয়েকজন ছাত্রনেতা তার কাছে ওই চাল বিক্রি করেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এলাকাবাসী আরো জানান, ভিজিএফ এর চাল কেলেংকারির ঘটনায় গত বছর একই এলাকার দেবু মেম্বর প্রশাসনের হাতে আটক হয়ে জেল হাজতে যায়।
ভ্যান চালকের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সরেজমিনে তদন্ত করে প্রমাণ মিললে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত
news নাটোর নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা নিহত লেগুনা সড়ক দুর্ঘটনানাটোর: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি লেগুনার আরোহী ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার বিকেল ৪ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোড়ের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, আমেনা ক্লিনিক, পাটোয়ারি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১৪ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন- লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রামের নারায়ণপুরের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনার দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), শাপলার মেয়ে সুমাইয়া আক্তার (১১ মাস), পাবনার পাকশির সোবহান আলী (৭৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রোকন শেখ (২২), পাবনার পাকশীর সোবহান (৫০) ও মূলাডুলি শ্মশানপাড়ার আদুরি বিশ্বাস (৩৫), তার মেয়ে স্বপ্না বিশ্বাস (দশ মাস) ও ছেলে প্রত্যয় বিশ্বাস (১২)।
লেগুনার বেঁচে যাওয়া একমাত্র যাত্রী নুরসেদ সর্দার (৭২) চিকিৎসাধীন অবস্থায় জানান, লেগুনাটি বড়াইগ্রামের বনপাড়া বাইপাসের লেগুনাস্ট্যান্ড থেকে ছেড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া যাচ্ছিল। লেগুনাটি ছাড়ার পর থেকে চালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যায়। এ দুর্ঘটনায় নুরসেদ সর্দারের স্ত্রী লজেনাও মারা গেছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নূর বলেন, লাশগুলো থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে লেগুনাটির নিবন্ধন ও ফিটনেস ছিল না। বাসটি এ সড়কে নিয়মিত চলাচল করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসের চালক পলাতক। লেগুনার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
পিকনিকে যাওয়া হল না শিল্পীদের
উত্তরাঞ্চল ঠাকুরগাঁও পিকনিক সড়ক দুর্ঘটনাঠাকুরগাঁও: অনেকদিন পরিকল্পনা আর আয়োজনের পর ইদুল আযহার পর আজ শনিবার স্বপ্নপুরীতে যাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শাটিয়া গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ। কিন্তু যাত্রার ক্ষণিকের মধ্যেই অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনার কবলে পরে তাদের বহনকারী বাসটি। ফলে এবারের মত তাদের আর যাওয়া হল না পিকনিকে। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
স্থানীয়রা জানান, আজ শনিবার পীরগঞ্জ উপজেলার শাটিয়া ঈদগাঁ ময়দান থেকে স্বপ্নপুরিতে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু নিয়ে সুরুচি এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাস যাত্রা শুরু করে। যাত্রাস্থল থেকে একটু দুরে যাওয়ার পর সিঙ্গারোল এলাকায় বাসটি রাস্তার ধারে উল্টে ধান ক্ষেতে পড়ে যায়। এতে ওই মিনিবাসে থাকা প্রায় অর্ধশত নারী, পুরুষ ও শিশু আহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
শাটিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, ঈদ উপলক্ষে স্থানীয় উদ্যোগে তারা স্বপ্নপূরীতে পিকনিক যাচ্ছিল। রাস্তা সরু হওয়ার কারণে বাসটি উল্টে যায়।
পীরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, পিকনিকের মিনিবাস দুর্ঘনায় ৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিল্পী (২০) সহ ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অন্য আহতরা হলেন, ইকবাল (১৬), বাবু(২), মাসুদ (২৫), জিয়ারুল (২০), আমেনা বেগম(২০), ইয়াসমিন (৪০), ফইজুল (২০), জীবন (১০), ইব্রাহীম (১২), শিমু (১৯), নাসরিন (১৬), শাহ আলম (২৮), রাকিব (১০), রুপালি (১০), আশা (১৬), খালেদা (১৮), শহজাহান(১০), সিদ্দিক (২০), ফিরোজ(২০), আলী হুসেন(৪২), পান্না(১২), জিনিয়া(৯), রিতা(২৮), নিশি(১০), সুমি (১৫), নুর মোহাম্মদ (২০), লাইসুর (৯), সাথী(৯), দুলাল(৩০), নিশাদ(১২), জোস্না(২০), সোমা (২৫), নশরাত (১৫), জয়নাল (২৬), রুবা আলম (১৩), আরিফ (১৮), মানিক (২২) ও আহসানুল (২৮)।
দুর্ঘটনার পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও সাবেক এমপি ইমদাদুল হক ও উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সুচিকিৎসার জন্য নির্দেশ দেন।
সৈয়দপুরে বাদুড়ের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা ইউএনও'র
উত্তরাঞ্চল নীলফামারী বাদুড় সংরক্ষিত এলাকানীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভগতপাড়া গ্রামকে বাদুড়ের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আজ ২৫ আগষ্ট শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের আয়োজনে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ উপস্থিত থেকে এ ঘোষণা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার, বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচি, পরিবেশবাদি ও স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকরী সদস্য মোকাররম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক এলাকাবাসি।
সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন বলেন, বাদুড় নিয়ে কল্পকাহিনীর কুসংস্কারের যুগ কেটে গেছে। এরা মানুষের উপকারই করে। বিশেষ করে কলা আর অ্যাভোকাডোসহ প্রায় ৩০০ রকমের গাছের বীজ ছড়াতে সাহায্য করে। আবার কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে। তাই মানবকল্যাণকারী ও পরিবেশ বান্ধব এ স্তন্যপায়ী প্রানীটি রক্ষা আমাদের দায়িত্ব।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বজলুর রশীদ বলেন, দেড় শতাধিক বছর পুরোনো প্রায় ৩ একরের বাঁশঝাড় ও দুটি বটগাছের মধ্যে প্রাকৃতিক ভাবে এখানে বাদুড়েরা নির্ভয়ে বসতি গড়েছে। এটি রক্ষায় পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধন ও অত্র এলাকাবাসি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। যার কারণে এখানকার স্তন্যপায়ী এ প্রাণীর সংখ্যা দিন দিন বেড়েছে। তাদের এই আবাসস্থল ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন রয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা অব্যহত থাকবে।
ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
news ঢাকা ফিরতে শুরু মানুষরংপুর এক্সপ্রেস ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে দুইদিন ধরে মানুষ দলে দলে ফিরছে রাজধানীতে। তবে ঈদের ছুটির সঙ্গে শুক্র ও গতকাল শনিবার সরকারি ছুটি থাকায় ফেরার পথে খুব একটা ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে না; ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চে নেই খুব একটা চাপ। রাজধানীর তিন আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালের পরিবহন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার যতটা যাত্রী ফিরবেন বলে তারা আশা করেছিল, ততটা ফেরেননি। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ঢাকায় ফিরে আসা যাত্রীর সংখ্যা নিতান্ত কম। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় নেই। তবে রোববার যেহেতু ঈদের পর প্রথম কর্মদিবস, তাই রাতেই অধিকাংশ মানুষ ঢাকায় ফেরার চেষ্টা করবেন, তখন হয়ত যাত্রীদের চাপ বাড়বে বলে মনে করছে পরিবহন মালিক সমিতিগুলো।
তাদের কথার প্রতিফলন দেখা গেছে শনিবার দুপুরের পর। সকালে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ফিরে আসা যাত্রীর সংখ্যা কম থাকলেও দুপুর ১টার দিকে ঢাকায় ফেরা বাসের সবগুলোই ছিল যাত্রীপূর্ণ। আরিচা-পাটুরিয়া ঘাটে ‘লোকাল’ হিসেবে চলা বাসগুলোও ঢাকায় ফেরার পথে ‘গেইটলক’ হিসেবে গাবতলী টার্মিনালে আসতে দেখা গেছে। গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের বাস-ট্রাক মালিক সমিতির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে আসা বাসগুলো যাত্রী পরিপূর্ণ ছিল না। এখন সবগুলো বাস যাত্রী পরিপূর্ণ। কাল থেকে সব অফিস খুলবে। যাত্রীর চাপটা রাতে আরো বাড়বে বলে আশা করছি। তিনি জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে নাব্য সঙ্কটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে ঢাকামুখী গাড়িগুলোকে।
বেলা ১টায় গাবতলী বাস টার্মিনালে খুলনা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের ১৬টি গাড়ি চলে আসার খবর জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আনিসুজ্জামান। তিনি বলেন, সকাল ১১টার আগে যে গাড়িগুলো এসেছে, সেগুলো জ্যামে পড়ে নাই। কিন্তু পরের গাড়িগুলো জ্যামে পড়েছিল। খুলনা রুটের হানিফ, বরিশাল, মাদারীপুর রুটের সার্বিক সুরভী পরিবহন, সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, সকাল ৮টার দিকে ছেড়ে আসা তাদের পরিবহনের ১২-১৫টি বাস দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে আছে। গোপালগঞ্জের গোল্ডেন লাইন পরিবহন, ঝিনাইদহ- চুয়াডাঙ্গা- মাগুরা রুটের পূর্বাশা পরিবহনের কোনো গাড়ি বেলা ১২টা পর্যন্ত ফেরিতেই উঠতে পারেনি বলে জানান কাউন্টারের কর্মীরা। তবে উত্তর-পশ্চিমের গাড়িগুলোকে পথে তেমন জ্যামে পড়তে হয়নি বলে জানান কাউন্টার ব্যবস্থাপকরা। কল্যাণপুরে হানিফ পরিবহনের ব্যবস্থাপক ইশতিয়াক জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো কোনো যানজট ছাড়াই ঢাকায় পৌঁছে গেছে। বেলা ১২টা পর্যন্ত হানিফের ১২টি গাড়ি গাবতলী পৌঁছার কথা জানান তিনি।
নাবিল পরিবহনের চালক বাবু হোসাইন জানান, কুড়িগ্রাম থেকে ৭ ঘন্টায় তিনি ঢাকা পৌঁছতে পেরেছেন, সড়কে কোথাও যানজটে পড়তে হয়নি। তবে মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের চিত্রটি অন্যরকম। পরিবহন মালিকরা ঠিক যত যাত্রী ফেরার আশা করেছিলেন সকালে, ততটা ফেরেনি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম বলেন, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে যে বাসগুলো ছেড়ে আসছে, সেগুলোতেও যাত্রী চাপ ‘খুব নেই’। তবে ময়মনসিংহ রুটের বাসগুলোতে মোটামুটি যাত্রী আছে। ঈদ উপলক্ষে যারা গ্রামে গিয়েছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। কিন্তু ঠিক যত যাত্রী ফিরবেন বলে আশা করছিলাম, গতকাল শনিবার অতটা ফেরেননি। তিনি জানান, টাঙ্গাইলের এলেঙ্গা, গাজীপুরের ভোগড়া, চন্দ্রাতে ঢাকামুখী গাড়িগুলোকে যানজটে পড়ে থাকতে হয়েছে। তাছাড়া গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী রেলগেইট এলাকা পেরুতেও বেশ সময় লাগছে। সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল শনিবার যাত্রীর পড়বে আশা করেছিলাম। কিন্তু তা পড়েনি। আজ রাতের দিকে হয়তো পড়তে পারে। তবে রোববার অনেক চাপ পড়বে।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটের গাড়িগুলোতে যারা আসছেন, তারা যানজট ছাড়াই নির্বিঘেœ ঢাকায় চলে আসতে পারছে বলে জানান তিনি। তবে শিমুলতলী-কাঁঠালতলী নৌ রুটে নাব্যতা সঙ্কটে ফেরি চলাচল ‘ওয়ান ওয়ে’ হয়ে পড়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আসা যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন বলে জানান জাহাঙ্গীর। বেশ কটি বাস সরাসরি ফেরি পারাপার হয়ে আসে ঢাকায়। কিন্তু ফেরি সঙ্কটে এখন যাত্রীদের লঞ্চ ও স্পিডবোটে ঘাট পার হতে হচ্ছে। মাওয়া ঘাটে ঢাকায় ফেরার বাস পেতে একটু সময় লাগছে। তবে মাওয়া ঘাটে বিভিন্ন পরিবহনের বাস পাঠানো হচ্ছে।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান, শনিবার বিকাল অবধি সদরঘাটে ঢাকা ফেরত যাত্রীর চাপ ছিল না। দেশের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন জেলা থেকে ছোট বড় ৮১টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। ঢাকা ছেড়ে গেছে ৩০টি লঞ্চ। তিনি বলেন, ফিরে আসা লঞ্চগুলোতে যাত্রীর চাপ তেমন ছিল না। আশা করছি, রোববারে ভীষণ চাপ পড়বে।
এদিকে ঈদুল আজহার আগে রেলের সূচিতে যে বিপর্যয় দেখা গিয়েছিল, ঈদের বিরতির পর সেই একই চিত্র দেখা গেল গতকাল শনিবার দুপুরে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১৮টি ট্রেন এসেছে কমলাপুর স্টেশনে। তার মধ্যে সূচি বিপর্যয়ে পড়েছে নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি স্পেশাল ট্রেনগুলো। নীলসাগর ২ ঘন্টা ৫০ মিনিট এবং একতা এক্সপ্রেস ২ ঘন্টা ৪৫ মিনিট দেরি করে প্ল্যাটফর্মে এসেছে। লালমনি স্পেশাল সকাল সোয়া ৯টায় ছেড়ে যাওয়ার কথা, কিন্তু বিকাল সাড়ে ৩টায়ও সেই ট্রেন ছাড়েনি। রাজশাহীগামী সিল্ক সিটি সকাল ৯টায় ছাড়ার কথা, কিন্তু বিকাল সাড়ে ৩টায়ও ছাড়েনি।
নৃপেন্দ্র চন্দ্র সাহা জানান, বিকাল ৪টার পর থেকে গতকাল শনিবার রাত অবধি আরো ১২টি ট্রেন আসবে কমলাপুরে। তিনি আরো জানিয়েছেন, ফিরতি পথে যাত্রীদের সুবিধার জন্য নীলসাগর এক্সপ্রেস ও সিল্ক সিটির কর্মীদের ছুটি আগামি ৩০ অগাস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। নীলসাগরের ছুটি সোমবার, সিল্ক সিটির রোববার।
পার হলো রোহিঙ্গা সংকটের এক বছর, মেলেনি সমাধান, ক্যাম্পে বিক্ষোভ
newsরংপুর এক্সপ্রেস: রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও নিপীড়নের এক বছর পার হয়েছে আজ শনিবার (২৫ আগস্ট)। গত বছরের এই দিনে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর অভিযান জন্ম দেয় পৃথিবীর সবচেয়ে বড় এই মানবিক সংকটের। রাখাইনে নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশের সীমান্তে ঢল নামে মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর। কক্সবাজারে পালিয়ে এসে নিজে বাঁচলেও স্বজনদের হারিয়েছেন অনেকে।এদিকে দিনটিকে ‘কালো দিবস’ বলে পালন করছেন রোহিঙ্গা শরণার্থীরা। এ উপলক্ষে আজ শনিবার কক্সবাজারের উখিয়া ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে এই শরণার্থীরা। তারা জানান, গণহত্যা বন্ধ, নিরাপদ প্রত্যাবাসনসহ অন্যান্য বিষয়ে নিশ্চিত হলেই নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাবেন সেখান থেকে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরাণার্থীরা।
তবে নিপীড়নের দুঃসহ স্মৃতি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাস করা অনেকেই মনে করে, রাখাইনে ফিরে যাওয়া তাদের জন্য নিরাপদ নয়। বাংলাদেশ-মিয়ানমার যৌথ চুক্তি স্বাক্ষরের পর গত ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। কয়েক শতক ধরে মিয়ানমারে বসবাস করলেও নাগরিকত্ব পায়নি রোহিঙ্গারা। এমনকি শিক্ষা, ধর্ম চর্চার মতো বিভিন্ন অধিকার থেকেও রোহিঙ্গাদের বঞ্চিত রাখা হয়েছে।
নিজেদের কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গারা ৫ টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো- রাখাইনে গণহত্যা বন্ধ করা, আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিচার, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া, নিরাপদ প্রত্যাবাসন, প্রত্যাবাসনের পর নিরাপদে চলাফেরার অধিকার। দাবিগুলো মেনে নিলেই মিয়ানমারে ফিরে যাবেন বলে জানান কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো, আমরা এখানে আসছি এক বছর হইছে। আমরা বহুত জায়গা বদল করছি। আমরা এখনো বিচারের ফলাফল পাই নাই। আমরা নির্যাতনের শিকার হইছিলাম এইদিন। এই কারণে, সেই অশান্তির দিনটি আজকে পালন করছি।
[caption id="attachment_1443" align="aligncenter" width="800"] ২৫ শে আগস্টকে কালো দিবস হিসেবে ঘোষণা করে আজ ক্যাম্পে বিক্ষোভ করেন রোহিঙ্গারা।[/caption]
চলমান সংকটের মধ্যেও মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তারা রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করবে না। তাদের সঙ্গে আছে বৌদ্ধভিক্ষুরা। গত বছর ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির বাংলাদেশ সীমান্তবর্তী বৌদ্ধ-প্রধান রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন অভিযান শুরু করলে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই বিভিন্ন সময় পালিয়ে আসা তিন লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে রয়েছে।
সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশ আহ্বান জানিয়েছে। হামলার জন্য মিয়ানমার সরকার ও সেনাবাহিনীকে দায়ী করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ বিভিন্ন সময় বলেছে, রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধনের কাজে মেতেছে মিয়ানমার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এরইমধ্যে নির্যাতন, হত্যায় জড়িত মিয়ানমারের কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করাসহ নানা পদক্ষেপ নিয়েছে তারা। দেশটির নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হয়েছেন, তা এখনো চলছে। তাঁকে দেওয়া বিভিন্ন সম্মাননা ফিরিয়ে নিয়েছে অনেক সংস্থা ও বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে সু চি বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের বিষয়। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার সরকার কেবল কথা বলছে, কোনো কাজ করছে না। তারা প্রত্যাবাসন বিষয়ে সমঝোতায় সই করলেও তা মানছে না।
এরই মধ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। কক্সবাজারে স্থাপিত রোহিঙ্গা শিবিরেও তাঁরা গেছেন। বিভিন্ন দেশের রাজনীতিক ও ক‚টনীতিকরা ঘুরে প্রত্যক্ষ করেছেন রোহিঙ্গা সংকট। কিন্তু এক বছরের ব্যবধানেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অভিনয় জগতের প্রিয়াংকা চোপড়া, কেট ব্লনশেটসহ বড় তারকারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প দেখে গেছেন। তাঁরা রোহিঙ্গা সংকটে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সর্বশেষ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ১৩২ জন আইনপ্রণেতা (এমপি) মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিচারের দাবি জানিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, পূর্ব তিমুর। এমপিরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিচারের ব্যবস্থা করার আহ্বান জানান।
সুন্দরগঞ্জে নদী ভাঙ্গনরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা
আলোচনা সভা গাইবান্ধা নদী ভাঙ্গন সুন্দরগঞ্জগাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন রোধে করর্ণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার লালচামার তিস্তা নদী ভাঙ্গন রক্ষা ও বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত লালচামার ঈদগাহ মাঠে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চণ্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, নদী বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক ছাদেকুল ইসলাম দুলাল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা মাওলানা আবুল হোসেন সরকার, ইউপির সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন, নুরে আলম সিদ্দিকী, সাহানুর ইসলাম কুমকুম। বক্তাগণ দীর্ঘদিন তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে চণ্ডিপুরের লালচামার, জুগির ভিটা, কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়ায় চার শতাধিক বসতবাড়ি আবাদি জমি, স্কুল, মসজিদ ভাঙ্গন রক্ষার্থে নদী শাসনসহ ড্রেজিং এর ব্যবস্থা করার সরকারের প্রতি জোর দাবি জানান।
আলোচনা পূর্বে প্রধান অতিথি ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নৌকা যোগে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
উলিপুরে নদী ভাঙ্গন প্রতিরোধ ও উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন-র্যালি
উন্নয়ন বৈষম্য উলিপুর কুড়িগ্রাম নদী ভাঙ্গন মানববন্ধনকুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার নদী ভাঙ্গন প্রতিরোধ ও উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে থেতরাই, হোকডাঙ্গা, দলদলিয়া ও উলিপুর বাঁচাও গণকমিটি নামের একটি সংগঠন।
আজ শনিবার (২৫ আগষ্ট) সকালে উলিপুর শহরের বড় মসজিদ মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ড গবা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজাদুর রহমান তালুকদার সাজু, সংগঠনের সভাপতি পঞ্চায়েত আলমগীর, সাধারণ সম্পাদক নুরল আমিন সরকার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক আমিনুল ইসলাম বিটু, হাফিজুর রহমান সেলিম প্রমূখ।
এসময় বক্তারা তিস্তা, ব্রহ্মপূত্র নদের ভাঙ্গন থেকে উলিপুরকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও সংগঠনটি, চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ, বন্যার্ত মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ, উপজেলার নদী ভাঙ্গন এলাকায় দারিদ্র বিমোচন কল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করণ, তিস্তা নদীর থেতরাই হতে পাওটানা পর্যন্ত সেতু নির্মাণ, বুড়িতিস্তার উৎসমুখে স্লুইসগেট নির্র্মাসহ চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক মান উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিণয় ঘটলো মাহফুজার প্রেম
প্রেম বিয়ে রাজশাহীরাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিণয় ঘটলো সাড়ে তিন বছর ধরে চলা প্রেমের সম্পর্কের। সম্পর্কের একপর্যায়ে কিছুদিন আগে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে প্রেমিক। দীর্ঘদিনের এমন প্রেমের কথা ভেবে নাছোড় বান্দা প্রেমিকা হাল ছাড়েন নি। গত ২১ আগস্ট ঈদ-উল-আযহার আগের দিন এসব অভিযোগ এনে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মহিশালবাড়ী মহিলা মাদ্রাসার ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী আবদুল মতিনের মেয়ে মাহফুজা খাতুন। গত সাড়ে ৩ বছর পূর্বে একই গ্রামের মো. শাহাদত হোসেনের ছেলে মো. রিজন (২৫) এর সাথে পরিচয় হয়ে মোবাইল ফোনে কতাবার্তা চলতে চলতে গভীর সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রেমিক রিজন মাহফুজাকে বিয়ে প্রলোভনে প্রেম দৈহিক সম্পর্কে গড়ায়। পরে প্রেমিকা মাহফুজা তার প্রেমিক রিজনকে বিয়ের কথা বললে তা প্রত্যাখান করে সে। অন্য কোন মেয়েকে বিয়ে করবে বলে সাফ জানিয়ে দেয় রিজন। বারবার বিয়ের কথা প্রেমিক রিজনকে বললে মাহফুজাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে।
লিখিত অভিযোগ পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিমের ওসি মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে প্রেমিক মো. রিজন ও তার বাবা শাহাদত হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপারকে অবগতা করা হলে পুলিশ সুপার মো. শহিদুল্লার নির্দেশক্রমে প্রেমিক রিজন ও তার বাবাকে বিয়ের বিষয়ে বুঝিয়ে বলা হয়। তাতে ছেলের বিবাহের মন থাকলেও বাবা বাঁকিয়ে বসে। এই নিয়ে চলতে থাকে টানা পোড়ন।
একপর্যায়ে গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম তাদেরকে বোঝাতে সক্ষম হলে প্রেমিকা মহাফুজা খাতুন ও প্রেমিক রিজনের বিয়ে সম্পন্ন হয়। ২১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ছেলে ও মেয়ের অভিভাবকদের উপস্থিতিতে আড়াই লক্ষ টাকা দেন মহরে তাদের বিয়ে সম্পন্ন হলে দুই জনের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যায়। মাহফুজা খাতুন বিয়ের দাবিতে সফল হওয়াতে আজ শনিবার (২৫ আগস্ট-২০১৮) গোদাগাড়ী থানায় এসে মিষ্টি মুখও করিয়ে গেছেন। প্রেমে সফল হওয়ায় মাহফুজা নিজে অনেক খুশি বলে জানান।
সুন্দরগঞ্জে ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে ছয়টি বাড়িতে ‘ভাংচুর-লুটপাট’
গাইবান্ধা গুজব বাড়ি ভাংচুর সারাদেশ সুন্দরগঞ্জগাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সতির জান গ্রামে ‘মৃতুর গুজব’ ছড়িয়ে ৬ বাড়ি ‘ভাংচুর ও লুটপাট’ চালিয়েছে দুবৃত্তরা। এর আগে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এতে আহত হয় কয়েকজন।
জানা গেছে, কঞ্চিবাড়ি ইউনিয়নের সতিরজান গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে মোজাফ্ফর হোসেনের সাথে একই গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে জহর উদ্দিনের দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিরোধ পূর্ণ জমি নিয়ে একটি শালীস বৈঠক হওয়ার কথা থাকলেও মোজাফ্ফর হোসেন কিছু সংখ্যক লোক নিয়ে জমিতে আমন চারা রোপন করতে গেলে উভয়ের মধ্যে কথাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন- জাহিদুল, শহিদুল, হারুন, লতিফুল বেগম ও মোজাম্মেল হক। পরে আহতদের গাইবান্ধা সদর হাসপাতাল লতিফুল ও মোজাম্মেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে হাসপাতালে লতিফুল বেগমের মৃতুর গুজব ছড়িয়ে ওই দিনেই প্রতিপক্ষ জহর উদ্দিন, জাফর উদ্দিন, জামাল উদ্দিন, চাঁন মিয়া, আবদুল জোব্বার, আবদুল কাদের, হায়দার আলী ও হাফিজার রহমানের বসতবাড়িতে শত-শত লোক হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট করে ধান চাল আসবাপত্র, গরু-ছাগল, টাকা-পয়সা, গজনা গাটি, মোটর সাইকলে, বাই সাইকেল শ্যালো মেশিন, গ্যাস সিলিন্ডার নিয়ে যায়।
নদী বাচাঁও মানুষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ছাদেকুল ইসলাম দুলাল ঘটনাস্থল দেখতে গিয়ে তিনি জানান, এমন ঘটনা গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী সুন্দরগঞ্জে যে তাণ্ডব হয়েছে তাকেও হার মানিয়েছে।
সুন্দরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ এসএম আবদুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে। পুলিশ অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে না পারলেও গরু-ছাগল, মোটর সাইকেল, লেপ তোষবসহ কিছু সংখ্যক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা
ধর্ষণ সারাদেশসারাদেশ: বান্দরবানের লামা উপজেলায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদেরকে বিজিবি সদস্য বলা হয়েছে এজাহারে।
গত বৃহস্পতিবার লামা থানায় দায়ের করা ওই মামলার এজাহারে বলা হয়েছে, ‘রবিউল নামে বিজিবির এক নায়েক এবং মারুফ ও সুমন নামের দুই সৈনিক’ গত বুধবার রাতে পাশাপাশি বাড়ির দুই কিশোরীকে ধর্ষণ করে। অন্যদিকে স্থানীয় বিজিজির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই নামে কোনো সদস্য ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বিজিবি ক্যাম্পে নেই।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলছেন, লামা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। গত শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে ১৭ ও ১৪ বছর বয়সী মেয়ে দুটিকে গত শুক্রবার দুপুরে পুলিশের পাহারায় জেলা সদর হাসপাতালে নিয়ে মেডিকেল পরীক্ষা করা হয়। সাংবাদিক বা বাইরের কাউকে এ সময় ভিকটিমদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। মেয়ে দুটির সঙ্গে আসা দুই ভাই সাংবাদিকদের বলেন, বুধবার রাত প্রায় ১০টার দিকে প্রতিবেশী এক নারী এসে মেয়ে দুটিকে ডেকে নেয়। পরিবারের লোকজন জানত না ওই দুই কিশোরী কোথায় গেছে।
পরিবার বলছে, সারা রাত দুশ্চিন্তায় থাকার পর বৃহস্পতিবার ভোরে পাশের একটা জঙ্গলে ওই দুই কিশোরীকে পাওয়া যায়। বাড়ি নিয়ে আসার পর তারা ‘বিজিবি সদস্যদের’ ধর্ষণের শিকার হওয়ার কথা বলে। তারা জানায়, এ ব্যাপারে মুখ খুললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাদের। পরে এক ভিকটিমের বড় ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন জানিয়ে লামা থানার এসআই মো. আব্দুল্লাহ বলেন, তাকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন অংশৈপ্রু সাংবাদিকদের বলেন, ভিকটিমদের গত শুক্রবার দুপুরে হাসপাতালে আনার পর নমুনা সংগ্রহ করা হয়েছে। মেডিকেল টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে। সেজন্য একটি বোর্ড গঠন করা হবে। তবে কবে মেডিকেল টেস্টের রিপোর্ট পাওয়া যাবে- সে বিষয়ে কিছু জানাননি তিনি।
জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ওইদিন বিজিবি সদস্যরা বনফুর বাজারে ডিউটিতে ছিল। পাড়ার দিকে যাওয়ার কথা ছিল না। আর যে নামে অভিযোগ দেওয়া হচ্ছে ওই নামে আমাদের কোনো বিজিবি সদস্য নেই। তিনি বলেন, বিজিবিকে নিয়ে এটি একটি ‘অপপ্রচার’ বলে তিনি মনে করছেন। তারপরও বিজিবির কেউ এতে জড়িত কিনা- তা তারা তদন্ত করে দেখবেন। ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বান্দরাবান জেলার যুগ্ম সম্পাদক শ্রীমন্ত ত্রিপুরা জানান, সঠিক তদন্ত ও বিচারের দাবিতে আগামীকাল রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার কর্মসূচি দিয়েছেন তারা।
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় উল্টে নানা-নাতির মৃত্যু
উত্তরাঞ্চল রাজশাহী সড়ক দুর্ঘটনারাজশাহী: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া এলাকার নাজিম উদ্দিন (৫০) ও তার নাতি আরাফাত (৩)। আর আহত হয়েছেন নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নাজিমের চাচাত ভাই কাটাখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোতালেব বলেন, সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোরিকশায় করে কাপাশিয়া এলাকায় শ্যালিকার বাসায় বেড়াতে যাচ্ছিলেন। অটোরকিশার ডান পাশের চাকার শকাব ভেঙে রাস্তার উপর উল্টে হতাহতের ঘটনা ঘটে।
কাটাখালী থানার ওসি মেহদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে নাজিম ও আরাফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত আছিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে বলে জানান তিনি।
ভাতিজিকে বিয়ে করায় ব্যক্তিকে কুপিয়ে খুন
কুপিয়ে খুন জামালপুর সারাদেশসারাদেশ: জামালপুর সদর উপজেলায় আপন ভাতিজিকে ‘বিয়ে করায়’ এক ব্যক্তিকে কুপিয়ে মেরে ফেলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে নবাবপুর গ্রামের চৌধুরীবাড়িতে খুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে একই বাড়ির খালিদ হাসান চৌধুরী স্মরণকে (২৪) আটক করে পুলিশ। নিহত মাজহারুল ইসলাম চৌধুরী (৩২) ওই বাড়ির আবু তাহের চৌধুরীর ছেলে।
ওসি নাছিমুল বলেন, বছর তিনেক আগে মাজহারুল তার আপন ভাতিজি লোবানাকে (২৭) বিয়ে করে সস্ত্রীক ঢাকায় চলে যান। চাচা-ভাতিজি বিয়ের ঘটনা নিয়ে ওই পরিবারে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এই দম্পতি বাড়ি ফিরলে মাজহারুলকে কুপিয়ে আহত করেন লোবানার ভাই খালিদ হাসান। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. নাছিমুল ইসলাম।
রংপুরে দণ্ডিত কয়েদির মৃত্যু, অটোচালককে খুন
উত্তরাঞ্চল কয়েদির মৃত্যু মৃতদেহ উদ্ধার রংপুর সারাদেশরংপুর: গতকাল শুক্রবার রাতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। এরআগে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপরদিকে গঙ্গাচড়ার ধনতলা এলাকায় এক অটোরিকশা চালকককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পণ্ডিত পাড়া এলাকার আবুল হোসেন (৫৫) একটি হত্যা মামলায় বেশ ক’বছর থেকে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় শ্বাস কষ্ট হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০ টার দিকে সে মারা যায়। আজ শনিবার আনুষ্ঠানিকতা শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধনতলা এলাকায় এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ অটোচালকের মৃতদেহ দ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠিয়েছে।
গঙ্গাচড়া থানা সূত্রে জানাগেছে, নীলফামারী জেলার সৈয়দপুরের নেকিরহাট এলাকার আব্দুল হকের পুত্র আবুল কালাম (২৮) পেশায় একজন অটোরিকশা চালক। গত শুক্রবার সে ভাড়া নিয়ে গঙ্গাচড়ায় এসেছিল। যাওয়ার পথে ধনতলা বিরাবাড়ি এলকায় ছিনতাইকারিরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সকালে তার মৃতদেহ উদ্ধার করে।
গঙ্গাচড়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় নিহতের মা মোকলেসানা বেমগ একটি হত্যা মামলা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ২৬ পিস ইয়াবাসহ আটক ৩
ইয়াবা উত্তরাঞ্চল কুড়িগ্রাম রংপুর বিভাগ রৌমারীতে সারাদেশকুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ২৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাতে রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া ও চান্দারচর গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শাহিনুর রহমান (৩৫), মো. দছির মিয়া ওরফে দছি(৩৮) ও মো. ফারুক মিয়া (২৮) কে আটক করা হয়। এসময় তাদের নিকটে থাকা ২ হাজার ২৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক কৃতরা হলেন- রৌমারী উপজেলার চান্দার চর গ্রামের আজিজুর রহমানের পুত্র মো. শাহীনুর রহমান, নওদাপাড়া গ্রামের মো. নওয়াব আলীর পুত্র মো. দছির মিয়া ওরফে দছি ও নওদাপাড়া গ্রামের বীরবল এর পুত্র মো. ফারুক মিয়া।
পুলিশ জানায়, এই ৩ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রৌমারী উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং পুলিশের ধোরাছোয়ার বাইরে ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, আটককৃতদের নামে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। রৌমারী থানায় ইয়াবাসহ সকল প্রকার মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁয় লটারি র্যাফেল ড্র’তে সন্ত্রাসীদের গুলি, আহত ৩, আটক ১
উত্তরাঞ্চল নওগাঁ রাজশাহী বিভাগ র্যাফেল ড্র সন্ত্রাসীদের গুলি সারাদেশনওগাঁ: নওগাঁর রাণীনগরের ঘোষগ্রাম-বেতগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের অবৈধ লটারির ড্র-এর সময় সন্ত্রাসীদের গুলিতে ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাতে ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটেছে। আহত ৩ জনের মধ্যে মো: রোবায়েত হোসেন (১০) নামের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ি উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে র্যাফেল ড্র (লটারি) ছাড়া হয়। র্যাফেল ড্র চলাকালীন সময়ে রাত অনুমান ১১ টার সময় কে বা কাহারা অতর্কিত ভাবে গুলি ছোড়ে। এতে ভবানীপুর মণ্ডলপাড়া গ্রামের জাবের মণ্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হলে তাকে প্রথমে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়। মো. রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।