রাজশাহী: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নানা-নাতি নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কাটাখালীর সমশাদিপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া এলাকার নাজিম উদ্দিন (৫০) ও তার নাতি আরাফাত (৩)। আর আহত হয়েছেন নাজিমের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও তাদের আরেক নাতি নোমান (৫)। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নাজিমের চাচাত ভাই কাটাখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোতালেব বলেন, সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোরিকশায় করে কাপাশিয়া এলাকায় শ্যালিকার বাসায় বেড়াতে যাচ্ছিলেন। অটোরকিশার ডান পাশের চাকার শকাব ভেঙে রাস্তার উপর উল্টে হতাহতের ঘটনা ঘটে।
কাটাখালী থানার ওসি মেহদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে নাজিম ও আরাফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত আছিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে বলে জানান তিনি।