সারাদেশ: জামালপুর সদর উপজেলায় আপন ভাতিজিকে ‘বিয়ে করায়’ এক ব্যক্তিকে কুপিয়ে মেরে ফেলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে নবাবপুর গ্রামের চৌধুরীবাড়িতে খুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে একই বাড়ির খালিদ হাসান চৌধুরী স্মরণকে (২৪) আটক করে পুলিশ। নিহত মাজহারুল ইসলাম চৌধুরী (৩২) ওই বাড়ির আবু তাহের চৌধুরীর ছেলে।
ওসি নাছিমুল বলেন, বছর তিনেক আগে মাজহারুল তার আপন ভাতিজি লোবানাকে (২৭) বিয়ে করে সস্ত্রীক ঢাকায় চলে যান। চাচা-ভাতিজি বিয়ের ঘটনা নিয়ে ওই পরিবারে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এই দম্পতি বাড়ি ফিরলে মাজহারুলকে কুপিয়ে আহত করেন লোবানার ভাই খালিদ হাসান। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. নাছিমুল ইসলাম।