ভ্যানচালকের বাড়ি থেকে ভিজিএফের চাল জব্দ

admin August 25, 2018

সারাদেশ: মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের পর এবার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের এক ভ্যান চালকের বাড়ি থেকে ৩৫০ কেজি ভিজিএফএর চাল জব্দ করা হয়েছে। তবে এবার সরকারী বস্তায় নয়, পরিবর্তন করা বস্তায় ওই চাল উদ্ধার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জব্দ করে রাখা হয়েছে। এ ঘটনাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত করে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ফ্লুটো কিশোর মল্লিক জানান, স্থানীয় লোকজন জানতে পারে পাঁচবাড়িয়া গ্রামের ভ্যান চালক প্রশান্ত কুমারের বাড়িতে ভিজিএফ এর চাল সেরে রাখা হয়েছে। খবর পেয়ে গত ২১ আগস্ট সন্ধ্যার পর মনিরামপুর থানা পুলিশ প্রশান্তর বাড়িতে অভিযান চালিয়ে পল্ট্রি খাবারের ৬টি বস্তায় রাখা ওই চাল উদ্ধার করে।


এ সময় ভ্যান চালক প্রশান্ত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে বলেন, তার বাড়িতে ওই চাল রেখে গেছে পাশ্ববর্তী কুমারসীমা গ্রামের ব্যবসায়ী মান্তু ওরফে মলাই রায়। এ ঘটনায় মলাই রায় এলাকাবাসীর সামনে পুলিশকে জানায়, একই এলাকার সবুজ ও নয়নসহ কয়েকজন ছাত্রনেতা তার কাছে ওই চাল বিক্রি করেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এলাকাবাসী আরো জানান, ভিজিএফ এর চাল কেলেংকারির ঘটনায় গত বছর একই এলাকার দেবু মেম্বর প্রশাসনের হাতে আটক হয়ে জেল হাজতে যায়।


ভ্যান চালকের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধারের ঘটনায় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় সরেজমিনে তদন্ত করে প্রমাণ মিললে মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three